বিশ্বকাপ ২০১৮: গ্রুপ পর্বের সেরা মুহূর্ত, সেরা চরিত্র

ছবির উৎস, Alexander Hassenstein
বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হয়েছে। শেষ-১৬ পর্বের শুরুর আগে এক বার চটজলদি মনে করে নেয়া যাক গ্রুপ পর্বের সেরা মুহূর্তগুলো।
কারণ এবারের বিশ্বকাপের গ্রুপ পর্ব ছিল সত্যি উপভোগ্য, এবং এখানে এমন কিছু মুহূর্ত ছিল - যা নিয়ে অনেকদিন ফুটবলপ্রেমীরা আলোচনা করবেন।
এক নম্বর নিশ্চয়ই জার্মানির ছিটকে যাওয়া।
দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ খেলায় ইনজুরি টাইমে ২ গোল খেয়ে হেরে যায় জার্মানি। ১৯৩৮ সালের পর এই প্রথম তারা গ্রুপ পর্বে ছিটকে গেল।
মনে রাখতে হবে, জার্মানির কিন্তু সুইডেনের বিরুদ্ধে এর আগের ম্যাচেও গ্রুপ পর্ব না পেরোতে পারা আশংকা তৈরি হয়েছিল কিন্তু টোনি ক্রুস এক দারুণ ফ্রিকিকে গোল করেন ৯৫ মিনিটের মাথায় - যার ফলে শেষ ম্যাচ পর্যন্ত জার্মানির আশা ছিল দ্বিতীয় পর্বে যাবার।
এবারের বিশ্বকাপের গ্রুপ পর্ব ভরা ছিল ম্যাচগুলোতে শেষ-মুহূর্তের নাটকীয়তা, আর অপ্রত্যাশিত মোড়-বদলে।

ছবির উৎস, Getty Images
সার্বিয়ার বিরুদ্ধে খেলায় সুইৎজারল্যান্ডের জেরদান শাকিরির শেষ মুহূর্তের ম্যাচ জেতানো গোল - এবং তার রাজনৈতিক বার্তাবাহী 'জোড়া ঈগল-উদযাপন' ছিল আরেকটি ঘটনা।
ইরানের মিলাদ মোহাম্মদি স্পেনের বিরুদ্ধে ম্যাচে যে বিচিত্র ভঙ্গিতে ডিগবাজি-সহ থ্রো-ইনের চেষ্টা করেন - তার ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছিল।
আর্জেন্টিনা গ্রুপ পর্বে দুটি খেলার পরই অনিশ্চয়তা দেখা দেয় যে তারা গ্রুপ পর্ব পেরোতে পারবে কিনা। কিন্তু শেষ ম্যাচে লিওনেল মেসি এবং মার্কোস রোহোর দুটি গোলের সুবাদে তাদের দ্বিতীয় পর্বে ওঠা নিশ্চিত হয়।

ছবির উৎস, Getty Images
ব্রাজিলও কোস্টারিকার বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল করে বিশ্বকাপে তাদের অগ্রযাত্রা নিশ্চিত করে।
স্পেনের বিরুদ্ধে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর হ্যাটট্রিক, এবং পর্তুগালকে এবার রোনাল্ডো বিশ্বকাপ জেতাবেন কিনা - তা ছিল বড় আলোচনার বিষয়।
খেলা জমেছে, কিন্তু গোল কম?
বিশ্বকাপ ২০১৮-র গ্রুপ পর্বে মোট গোল হয়েছে ১১৮টি, তার গত বিশ্বকাপগুলোর তুলনায় খুব বেশি নয়।
গ্রুপ পর্বে সবচেয়ে বেশি গোল হয়েছিল ২০১৪ সালে - মোট ১৩৬ টি। ২০০২ সালের বিশ্বকাপে ১৩০টি, ১৯৯৮এর বিশ্বকাপে ১২৬টি।
গ্রুপ পর্বে এবারের চেয়েও কম গোল হয়েছে কেবল ২০১০ আর ২০০৬এর বিশ্বকাপে - যথাক্রমে ১০১ এবং ১১৭টি ।
ভিএআর

ছবির উৎস, Julian Finney
রাশিয়া বিশ্বকাপের অন্যতম আলোচিত চরিত্র ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর।
ভিএআর খেলায় এনেছে নতুন উত্তেজনা, প্রভাব ফেলেছে ফলাফলে।
চিত্রটা পরিষ্কার পেনাল্টি থেকে। বত্রিশ দলের বিশ্বকাপ চালুর পর এবারেই সবচেয়ে বেশি পেনাল্টি হয়েছে গ্রুপ পর্বে, মোট ২৪টি।
গত পাঁচটি বিশ্বকাপে পুরো টুর্নামেন্ট মিলিয়েও এত পেনাল্টি হয় নি।








