স্যার অ্যালেক্স ফার্গুসনের মস্তিস্কে অস্ত্রোপচার

ফার্গুসন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বিশ্ব ফুটবলের অন্যতম সফল কোচ মনে করা হয় মি: ফার্গুসনকে।

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের মস্তিস্কে জরুরী অস্ত্রোপচার হয়েছে।

মি: ফার্গুসন ব্রেইন হেমারেজে আক্রান্ত হয়েছেন।

ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে অস্ত্রোপচার বেশ ভালোভাবে হয়েছে এবং সুস্থ হতে তাঁর কিছুটা সময় লাগবে।

৭৬ বছর বয়সী স্কটিশ মি: ফার্গুসন ২৬ বছর ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের দায়িত্ব পালন করেছেন।

তিনি দায়িত্বে থাকাকালীন ৩৮টি ট্রফি জিতেছে ক্লাবটি।

মি: ফার্গুসন বর্তমানে স্যালফোর্ড রয়েল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তাঁর পরিবার এ বিষয়ে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছে।

ফার্গুসন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, গত বরিবার ওল্ড ট্রাফোর্ড-এ গিয়েছিলেন মি: ফার্গুসন। আর্সেন ওয়েঙ্গারের সাথে দেখা হলো সেখানে।

তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ থাকাকালীন ক্লাবটি প্রিমিয়ার লীগের ১৩টি শিরোপা, দুইবার চ্যাম্পিয়ন্স লীগ, পাঁচবার এফ এ কাপ এবং চারবার লীগ কাপ জয় করেছে ক্লাবটি।

ব্রিটেনের ক্রীড়াঙ্গনে তাঁকে সবচেয়ে সফল কোচ হিসেবে মনে করা হয়।

১৯৯৯ সালে মি: ফার্গুসনের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেড একাধারে প্রিমিয়ার লীগ, এফএ কাপ এবং চ্যাম্পিয়ন্স লীগ জয়লাভ করে। সে বছরই তাকে নাইটহুড উপাধি দেয়া হয়।

মি: ফার্গুসন এবং ক্যাথি ১৯৬৬ সালে বিয়ে করেন। তিনি ১৬ বছর বয়সে স্কটল্যান্ডের ক্লাব কুইনস পার্কে খেলা শুরু করেন।

এরপর বিভিন্ন ক্লাবে খেলার পর ১৯৭৪ সালে তিনি খেলোয়াড় হিসেবে অবসর গ্রহণ করেন। এরপর থেকে শুরু হয় তাঁর কোচিং জীবন।

বেকহাম

ছবির উৎস, DAVID BECKHAM/ISTAGRAM

ছবির ক্যাপশান, ডেভিড বেকহাম যখন ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে ছিলেন তখন মি: ফার্গুসনের সাথে তোলা ছবি। অসুস্থতার খবর শুনে মি: বেকহাম এ ছবিটি দিয়েছেন।

তিনি ১৯৮৬ সালে মেক্সিকোতে অনুষ্ঠিত বিশ্বকাপে স্কটল্যান্ড দলের কোচ ছিলেন। তৎকালীন কোচ জক স্টেইন-এর মৃত্যুর পর মি: ফার্গুসন স্কটল্যান্ড দলের দায়িত্ব নেন।

কিন্তু সেবার স্কটল্যান্ড গ্রুপ পর্যায় থেকে পরবর্তী ধাপে উত্তীর্ণ হতে পারেনি।

মি: ফার্গুসনের অসুস্থতার খবরে বিশ্ব ফুটবলে বিমর্ষ ভাব তৈরি হয়েছে।

রোনালদো

ছবির উৎস, CRISTIANO RONALDO/TWITTER

ছবির ক্যাপশান, ক্রিশ্চিয়ানো রোনালদো যখন ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে খেলতেন তখনকার ছবি এটি। মি: ফার্গুসনের অসুস্থতার খবর শুনে তিনি টুইটারে এ ছিবি আপলোড করেন।

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক মিডফিল্ডার ডেভিড বেকহাম বলেছেন, " লড়াই চালিয়ে যান বস। ক্যাথি এবং পুরো পরিবারের জন্য প্রার্থনা এবং ভালবাসা রইল।"

রেয়াল মাদ্রিদের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো স্যার অ্যালেক্স ফার্গুসনের সাথে পুরনো একটি ছবি টুইটারে শেয়ার করে লিখেছেন, "আপনার জন্য আমার প্রার্থনা রইল প্রিয় বন্ধু। শক্ত হউন, বস।"

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও মি: ফার্গুসনের অসুস্থতায় দ্রুত সুস্থতা কামনা করেছে।