আইপিএল: চেন্নাই কেন ঘরের মাঠে খেলতে পারবেনা?

ছবির উৎস, Getty Images
চেন্নাইয়ের ক্রিকেট কর্মকর্তারা বলছেন আইপিএলের ম্যাচগুলো সরিয়ে নেয়া হচ্ছে চেন্নাই থেকে।
এর মানে হলো স্বাগতিক দল হিসেবে ঘরের মাঠে এবার আর খেলা হচ্ছেনা চেন্নাই সুপার কিংস বা সিএসকে'র।
অর্থাৎ নিজেদের মাঠে নিজেদের শহরের নামের দলকে সমর্থন করার সুযোগ পাবেনা চেন্নাইয়ের মানুষ।
এর কারণ হিসেবে কর্মকর্তারা সামনে এনেছেন নিরাপত্তার বিষয়টিকে।
আরো পড়ুন:
মঙ্গলবার চিপক স্টেডিয়ামে হোম টিম হিসেবে প্রথম খেলতে নেমেছিলো চেন্নাই সুপার কিংস।
আর বিপত্তিটা বাধে সেদিনই।

ছবির উৎস, Getty Images
স্টেডিয়ামের বাইরে বিক্ষোভ হয়েছে কিন্তু সেই বিক্ষোভের বিষয়বস্তুর সাথে ক্রিকেটের কোন সম্পর্কই নেই।
আসলে তামিলনাড়ুর মানুষের মধ্যে পার্শ্ববর্তী রাজ্য কর্ণাটকের সাথে পানি ভাগাভাগি নিয়ে ক্ষোভ রয়েছে চরম পর্যায়ে।
তা থেকেই ওই বিক্ষোভের জন্ম।
কিন্তু সেটিই ভালোভাবে নেয়নি ক্রিকেট প্রশাসন।
তাদের বক্তব্য পুলিশ নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।
যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড এখনো চেন্নাইয়ের বিকল্প ভেন্যুর নাম এখনো ঘোষণা করেনি।
আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা বলছেন তামিলনাড়ুর সমর্থকদের বঞ্চিত করতে চাননি তারা কিন্তু স্থানীয় পুলিশ যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে ইচ্ছুক নয় বলেই তার দাবি।
স্থানীয় গণমাধ্যম বলছে মঙ্গলবারের বিক্ষোভের সময় দুজন প্রতিবাদকারী মাঠে জুতো ছুড়ে মারেন।
আরেকদল হুমকি দিয়েছে মাঠে সাপ ছেড়ে দেবার।
অথচ চেন্নাইয়ের খেলা নিয়ে এবার আলাদা উত্তেজনা ও আগ্রহ ছিলো। কারণ দুর্নীতির কারণে দু বছর পর চেন্নাই এবার ফিরে এসেছে আইপিএলে।
বিবিসি বাংলায় আরো পড়তে পারেন:








