বদলে গেছে এশিয়ার বৃহত্তম যৌন পল্লী সোনাগাছির চেহারা

সোনাগাছি রেড লাইট এলাকার একটি সাধারণ চিত্র

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, সোনাগাছি রেড লাইট এলাকার একটি সাধারণ চিত্র

ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরের একটি যৌনপল্লী - সোনাগাছি। বলা হয়, এটি এশিয়ার সবচেয়ে বড় যৌনপল্লী বা রেড লাইট এলাকা। সম্প্রতি এর চেহারা অনেক বদলে গেছে।

এলাকাটিকে রঙিন করে তোলার চেষ্টা করছেন কয়েকজন ট্রান্সজেন্ডার শিল্পী। যৌনকর্মীদের বিভিন্ন ভবনের দেওয়ালে তারা রঙ তুলিতে ছবি এঁকে দিয়েছেন।

যৌনকর্মীদের একটি সমবায় সমিতির অফিস উপরের ভবনটি। তার গায়ে এই ম্যুরাল এঁকেছেন শিল্পীরা।

সোনাগাছি খুবই জীর্ণ একটি এলাকা। ভবনগুলোও পুরো। সরু সরু গলি চলে গেছে এদিকে ওদিকে। তার একপাশে হয়তো যৌনকর্মীদের বাড়িঘর আর অন্যপাশে আবাসিক ভবন।

বলা হয়, এই রেড লাইট এলাকায় দেহ বিক্রি করছে ১১ হাজারেরও বেশি যৌনকর্মী।

সোনাগাছির একটি ভবনের ম্যুরাল

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, সোনাগাছির একটি ভবনের ম্যুরাল, বদলে গেছে এলাকার চেহারা

এই এলাকার কিছু কিছু ভবনে ব্যাঙ্গালোর-ভিত্তিক একটি গ্রুপের সহযোগিতায় ট্রান্সজেন্ডার শিল্পীরা এসব ম্যুরাল এঁকেছেন। বলা হচ্ছে, যৌন কর্মীদের অধিকারের বিষয়ে তাদেরকে সচেতন করে তুলতেই এই কর্মসূচি। এর অন্যতম লক্ষ্য: নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ।

এই ম্যুরালটি আঁকতে সময় লেগেছে এক সপ্তাহ।

সোনাগাছির একটি প্রাচীর

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, সোনাগাছির একটি প্রাচীর

এই এলাকার প্রাচীরগুলোকেও এভাবে রঙিন করে তোলা হয়েছে।

সোনাগাছিতে যৌনকর্মীদের রঙিন বাড়িঘর

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, সোনাগাছিতে যৌনকর্মীদের রঙিন বাড়িঘর

এখানে প্রতিদিন যাওয়া আসা করে বহু মানুষ। আসে খদ্দের ও দালাল। বাইরে থেকেও আসে ফেরিওয়ালারা। উপরের ছবিতে এরকমএকজন ফেরিওয়ালাকে তার ভ্যানে করে পণ্য বিক্রি করতে দেখা যাচ্ছে।

আয়োজকরা বলছেন, সোনাগাছির আরো কিছু ভবনে ছবি আঁকার পরিকল্পনা আছে শিল্পীদের।

নানা রঙে রঙিন হয়ে উঠেছে যৌনকর্মীদের এলাকা

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, নানা রঙে রঙিন হয়ে উঠেছে যৌনকর্মীদের এলাকা

দেহব্যবসা ভারতে এখনও একটি বড় সমস্যা। ধারণা করা হয় সারা দেশে ৩০ লাখের মতো নারী এই যৌন ব্যবসার সাথে জড়িত আছেন।

বিবিসি বাংলায় আরো পড়তে পারেন: