পদার্থবিজ্ঞানী স্টিভেন হকিং মারা গেছেন

স্টিভেন হকিং এর পরিবারের একজন মুখপাত্র বলছেন, ৭৬ বছর বয়সে তিনি মারা যান।

ব্রিটিশ এই বিজ্ঞানী কৃষ্ণ গহ্বর এবং আপেক্ষিকতা তত্ত্ব নিয়ে তাঁর কাজের জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিত।

স্টিফেন হকিং

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, স্টিফেন হকিং

মি. হকিং এর তিন সন্তান লুসি, রবার্ট এবং টিম বলেছেন "আমরা দু:খের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় বাবা আজ মারা গেছেন। তিনি একজন বড় বিজ্ঞানীই ছিলেন না তিনি ছিলেন একজন অসাধারণ মানুষ, যাঁর কাজ বহু বছর বেঁচে থাকবে"।

আরো পড়ুন: