আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
সেরা আন্ডারওয়াটার ফটোগ্রাফার পুরষ্কার, ২০১৮
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাহাজডুবিতে সাগরে তলিয়ে যাওয়া ব্রিটিশ সামরিক গাড়ির ছবি তুলে জার্মানির টোবাইয়াস ফ্রিয়েডরিশ ২০১৮ সালের সেরা আন্ডারওয়াটার ফটোগ্রাফারের পুরষ্কার জিতেছেন।
মিশরের রাস মোহামেদ উপকূলের অদূরে তোলা এই ছবি সারা বিশ্ব থেকে পাঠানো ৫০০০ ছবির সাথে প্রতিযোগিতা করেছে।
এই ছবিটির শিরোনাম দেয়া হয়েছে 'সাইকেল ওয়ার'। এতে দেখা যাচ্ছে ডুবে যাওয়া যুদ্ধ জাহাজ এসএস থিসেলেগর্মের গর্ভে শুয়ে আছে নর্টন ১৬এইচ মডেলের মোটরবাইক।
"এই ছবিটা তোলার জন্য আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করে ছিলাম," বলছেন টোবাইয়াস ফ্রিয়েডরিশ, "কিন্তু পুরো ছবিটা একটা মাত্র ফ্রেমে তুলে আনা অসম্ভব মনে হচ্ছিল।"
সেরা ব্রিটিশআন্ডারওয়াটার ফটোগ্রাফারের পুরষ্কার পান গ্র্যান্ট টমাস। তার ছবির শিরোনাম 'লাভ বার্ডস'।
স্কটল্যান্ডের লখ লোমন্ড হ্রদে তিনি এই ছবিটি তুলেছেন।
এই প্রতিযোগিতায় মোট ১১টি বিভাগ ছিল।এর মধ্যে ছিল ম্যাক্রো, ওয়াইড অ্যাঙ্গেল, বিহেভিয়ার ইত্যাদি ক্যাটেগরি।
সব ছবির সত্ত্ব সংরক্ষিত।
আরো পড়ুন: