সমকামীদের সমর্থনে রংধনু রঙে সাজলো ব্রিটিশ ফুটবল ও রাগবি ক্লাব

Chelsea's Gary Cahill and Katie Chapman

ছবির উৎস, @CHELSEAFC

ছবির ক্যাপশান, রংধনু আর্মব্যান্ড পড়েছেন চেলসির পুরুষ দলের অধিনায়ক গ্যারি ক্যাহিল ও নারী দলের অধিনায়ক কেটি চ্যাপম্যান

ইংল্যান্ডের ফুটবল ও রাগবি ক্লাবগুলোর খেলোয়াড়, ম্যানেজার ও কর্মকর্তারা রংধনুর সাত রঙের প্রদর্শনী করেন। সমকামিতা ভীতি দূর করার এই চেষ্টায় জুতার ফিতা, পতাকা ও স্টেডিয়ামজুড়ে রংধনু প্রদর্শনের এই উদ্যোগ নেয়া হয়।

রেইনবো লেইস নামের এলজিবিটি বা সমকামী সমঅধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে কাজ করছে স্টোনওয়াল নামের একটি সংগঠন। তাদের এই প্রয়াসকে স্বাগত জানায় ইংল্যান্ডের ক্রীড়াজগত।

সমকামী, উভকামীদের প্রতি সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করাই রেইনবো লেইসের লক্ষ্য।

Wembley Stadium

ছবির উৎস, Getty Images

ইংল্যান্ডের ফুটবল ক্লাব টটেনহ্যাম হটস্পারের বর্তমান হোম ভেন্যু ওয়েম্বলিতেও রেইনবো লেইসের সমর্থিত হয়।

Norwich City's programme

ছবির উৎস, @NorwichCityFC

জাস্টিন ফাসানু, নিজেকে সমকামী হিসেবে স্বীকার করা প্রথম পেশাদার ফুটবলার। ১৯৯০ সালে তিনি প্রকাশ্যে সমকামিতা স্বীকার করেন, আট বছর পর তিনি আত্মহত্যা করেন।

এরপর আর ইংল্যান্ডে কোনো স্বীকৃত সমকামী ফুটবলার খেলেননি। নরউইচ সিটিতে খেলা এই ফুটবলারকে স্মরণ করে তার সাবেক ক্লাব।

captain Antonio Valencia

ছবির উৎস, @MANUTD

ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক অ্যান্তোনিও ভ্যালেন্সিয়া সমকামীদের প্রতি তার সমর্থন প্রকাশ করেন।

Newcastle v Watford

ছবির উৎস, Getty Images

মাঠে চতুর্থ অফিসিয়ালের এলইডি স্ক্রিনেও ছিলো রংধনু।

Chris Robshaw's boots

ছবির উৎস, Getty Images

সামোয়ার বিপক্ষে ইংল্যান্ডের রাগবি দলের অধিনায়ক ক্রিস রবশো খেলতে নামেন রংধনু জুতার ফিতা পড়ে।

Swansea v Bournemouth

ছবির উৎস, Reuters

খেলা শুরুর আগে মাঠে ম্যাসকটদের হাতে রংধনু পতাকা।

Northampton v Bury

ছবির উৎস, Rex Features

লিগ ওয়ানে রংধনু কর্নার ফ্ল্যাগ হাতে তিনজন রেফারি।

Jurgen Klopp

ছবির উৎস, Reuters

লিভারপুলের কোচ য়ুর্গেন ক্লপও রংধনু রঙের জুতার ফিতা পড়ে মাঠে আসেন।

Police car outside Anfield

ছবির উৎস, Reuters

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও একাত্ম হন সমকামিতা ভীতির বিরুদ্ধে।