সমকামীদের সমর্থনে রংধনু রঙে সাজলো ব্রিটিশ ফুটবল ও রাগবি ক্লাব

ছবির উৎস, @CHELSEAFC
ইংল্যান্ডের ফুটবল ও রাগবি ক্লাবগুলোর খেলোয়াড়, ম্যানেজার ও কর্মকর্তারা রংধনুর সাত রঙের প্রদর্শনী করেন। সমকামিতা ভীতি দূর করার এই চেষ্টায় জুতার ফিতা, পতাকা ও স্টেডিয়ামজুড়ে রংধনু প্রদর্শনের এই উদ্যোগ নেয়া হয়।
রেইনবো লেইস নামের এলজিবিটি বা সমকামী সমঅধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে কাজ করছে স্টোনওয়াল নামের একটি সংগঠন। তাদের এই প্রয়াসকে স্বাগত জানায় ইংল্যান্ডের ক্রীড়াজগত।
সমকামী, উভকামীদের প্রতি সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করাই রেইনবো লেইসের লক্ষ্য।

ছবির উৎস, Getty Images
ইংল্যান্ডের ফুটবল ক্লাব টটেনহ্যাম হটস্পারের বর্তমান হোম ভেন্যু ওয়েম্বলিতেও রেইনবো লেইসের সমর্থিত হয়।

ছবির উৎস, @NorwichCityFC
জাস্টিন ফাসানু, নিজেকে সমকামী হিসেবে স্বীকার করা প্রথম পেশাদার ফুটবলার। ১৯৯০ সালে তিনি প্রকাশ্যে সমকামিতা স্বীকার করেন, আট বছর পর তিনি আত্মহত্যা করেন।
এরপর আর ইংল্যান্ডে কোনো স্বীকৃত সমকামী ফুটবলার খেলেননি। নরউইচ সিটিতে খেলা এই ফুটবলারকে স্মরণ করে তার সাবেক ক্লাব।

ছবির উৎস, @MANUTD
ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক অ্যান্তোনিও ভ্যালেন্সিয়া সমকামীদের প্রতি তার সমর্থন প্রকাশ করেন।

ছবির উৎস, Getty Images
মাঠে চতুর্থ অফিসিয়ালের এলইডি স্ক্রিনেও ছিলো রংধনু।

ছবির উৎস, Getty Images
সামোয়ার বিপক্ষে ইংল্যান্ডের রাগবি দলের অধিনায়ক ক্রিস রবশো খেলতে নামেন রংধনু জুতার ফিতা পড়ে।

ছবির উৎস, Reuters
খেলা শুরুর আগে মাঠে ম্যাসকটদের হাতে রংধনু পতাকা।

ছবির উৎস, Rex Features
লিগ ওয়ানে রংধনু কর্নার ফ্ল্যাগ হাতে তিনজন রেফারি।

ছবির উৎস, Reuters
লিভারপুলের কোচ য়ুর্গেন ক্লপও রংধনু রঙের জুতার ফিতা পড়ে মাঠে আসেন।

ছবির উৎস, Reuters
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও একাত্ম হন সমকামিতা ভীতির বিরুদ্ধে।








