আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
ছবি গ্যালারি: স্মৃতিতে সাইক্লোন সিডর
বাংলাদেশের উপকূলে সাইক্লোন সিডর আঘাত হানার ১১ বছর পার হয়েছে। ২০০৭ সালের ১৫ই নভেম্বরের সেই ভয়াবহ স্মৃতি হয়তো ধুসর হয়ে গেছে অনেকের কাছে। আজকের ছবি গ্যালারিতে তুলে ধরা সেই সময়কার কিছু ছবি, যা ধরা পড়েছিল সাংবাদিকদের ক্যামেরায়। কিন্তু সাইক্লোন সিডরের অনেক গল্প এখনও না বলাই রয়ে গেছে।