লন্ডনে ব্যস্ত এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত ৬

ছবির উৎস, Getty Images
ব্রিটেনে নির্বাচনের মাত্র চারদিন আগে 'সন্ত্রাসী' হামলায় রক্তাক্ত হলো যুক্তরাজ্যের রাজধানী লন্ডন।
কর্তৃপক্ষ বলছে কয়েকজন ব্যক্তি ভূয়া সুইসাইড ভেস্ট পড়ে ভ্যান চালিয়ে ও ছুঁড়ি হাতে লন্ডনের কেন্দ্রস্থলে এ হামলাটি চালায়।
ব্রিটেনের পুলিশ বলছে লন্ডনে আবারো সন্ত্রাসী হামলার এই ঘটনায় ছয় জন নিহত ও ৪৮ জন আহত হয়েছে।
একই সাথে সন্দেহভাজন তিনজন গুলিতে নিহত হওয়ার তথ্যও প্রকাশ করেছে পুলিশ।
ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের একজন সদস্যও এ ঘটনায় গুরুতর আহত হয়েছে।
আহত অন্তত ৪৮ জনকে পাঁচটি হাসপাতালে নেয়ার কথা জানিয়েছে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস।
ঘটনার পর লন্ডন ব্রিজ ও পরে লন্ডন ব্রিজ রেল স্টেশন বন্ধ করে দেয়া হয়েছে।
পুরো এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা

ছবির উৎস, Getty Images
লন্ডনের কেন্দ্রে ব্যস্ত লন্ডন ব্রিজে পথচারীদের ওপর দ্রুত গতির একটি ভ্যান উঠিয়ে দেয় সন্দেহভাজন হামলাকারীরা।
একই সাথে লন্ডন ব্রিজের কাছে বারো মার্কেট এলাকায় ছুরি হাতে সাধারণ মানুষের ওপর হামলার ঘটনাও ঘটেছে।
বারো মার্কেট এলাকায় অনেক রেস্তোঁরা ও বার রয়েছে।
ঘটনার সময় বিবিসির সাংবাদিক হলি জোন্স লন্ডন ব্রিজে ছিলেন।
তিনি বলেন, একজন পুরুষ "ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার গতিতে" গাড়িটি চালাচ্ছিল।

ছবির উৎস, Getty Images
ঘটানাটিকে ভয়াবহ হিসেবে আখ্যায়িত করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে।
লন্ডনের মেয়র সাদিক খান বলছেন এটি একটি পরিকল্পিত হামলার ঘটনা।
এদিকে লন্ডনের সন্ত্রাসী হামলাকে কাপুরুষোচিত আখ্যায়িত করে এর তীব্র নিন্দা করেছে যুক্তরাষ্ট্র।
গত মার্চের পর থেকে এটি লন্ডনে তৃতীয় সন্ত্রাসী হামলার ঘটনা।








