প্রথম দিনেও ক্যামেরা সামনে নার্ভাস হননি বিনোদ খান্না, মৃত্যুতে শোক ভারতজুড়ে

ভারত, সিনেমা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বিনোদ খান্নার মৃত্যুতে শোক নেমে এসেছে ভারতে

ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা বিনোদ খান্না মারা গেছেন।

অনেকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা এ অভিনেতার মৃত্যুকালে বয়স ছিলো ৭০ বছর।

একশর বেশি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

যদিও পরে রাজনীতিতে যোগ দেয়ায় তার অভিনয় জীবন বাধাগ্রস্ত হয়েছিলো।

তিনি ভারতের ক্ষমতাসীন দল বিজেপি থেকে নির্বাচিত একজন সংসদ সদস্য।

ভারত, সিনেমা

ছবির উৎস, @RASHTRAPATIBHVN

ছবির ক্যাপশান, রাষ্ট্রপতির শোক

তিনি মোট চারবার ভারতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং কিছুদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রীও ছিলেন।

মূলত খল অভিনেতা হিসেবে সুনাম কুড়িয়েছিলেন বিনোদ খান্না।

পরে অবশ্য কিছু রোমান্টিক চরিত্রেও অভিনয় করেছিলেন।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউড অঙ্গনে।

শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি প্রণব মূখার্জীসহ রাজনীতিক, অভিনেতা অভিনেত্রীদের অনেকেই।

১৯৬৮ সালে অভিনয় শুরুর পর সত্তর ও আশির দশকে ভারতের ঘরে ঘরে সুপরিচিত হয়ে ওঠেন তিনি।

বিবিসি হিন্দি সার্ভিসকে দেয়া এক সাক্ষাতকারে বিনোদ খান্না একসময় বলেছিলেন তিনি সেন্সরশিপে বিশ্বাস করেননা, যতক্ষণ পর্যন্ত কিছু দেশের বিপক্ষে না যাচ্ছে। সরকারকে এই সেন্সরশিপ নিয়ে ভাবতে হবে।

ভারত, সিনেমা

ছবির উৎস, @ARUNJAITLEY

ছবির ক্যাপশান, অর্থমন্ত্রী অরুণ জেটলির শোক

কোন মুভিতে অভিনয়ের জন্য সাইন করার আগে তিনি স্ক্রিপ্ট চাইতেন কারণ অনেক সময় তার রোলটা ভালো থাকে কিন্তু স্ক্রিপ্ট ভালো থাকেনা বলে মনে করতেন তিনি।

ভারতীয় চলচ্চিত্র শিল্প নিয়ে তিনি বলেছিলেন, "প্রযুক্তিগত ভাবে অনেক উন্নতি হয়েছে। প্রিয়াঙ্কা কিংবা দীপিকার মতো মেধাবীরাও অসাধারণ কিন্তু স্ক্রিপ্টের ক্ষেত্রে অনেক কাজ করা দরকার। নাহলে আমরাও হলিউডের মতো হয়ে যাবো"।

জীবনে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানোর সময়ও নার্ভাস ছিলেননা তিনি।

তিনি বলেন কখনো কোন গডফাদার ছিলোনা তারা।

সেক্স কমেডির বিষয়ে তিনি বলেন যে কোন ধরনের কমেডিকে স্বাগত জানান তিনি কারণ মানুষ কোন বাধা চায়না।

অ্যাওয়ার্ড পাওয়া নিয়েও তার মন্তব্য ছিলো বেশ সরস- বেশি অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ডকে জোকসে পরিণত করে।

আরও পড়ুন: