রাশিয়ার বেসলান স্কুল ট্রাজেডির জন্য গোয়েন্দাদের ব্যর্থতা দায়ী

ছবির উৎস, AFP
রাশিয়ার বেসলানে ২০০৪ সালে জিম্মি উদ্ধার অভিযানে যে ব্যাপক প্রাণহানি ঘটেছিল সেজন্য রুশ সরকারকে দায়ী করেছে ইউরোপীয় মানবাধিকার আদালত।
নিহতদের স্বজনদের করা মামলার রায়ে স্ট্রাসবুর্গের আদালত বলেছে, এই ট্রাজেডির জন্য রাশিয়ার গোয়েন্দা তৎপরতার ব্যর্থতা দায়ী ।
নাম্বার ওয়ান নামের ওই স্কুলে রুশ কম্যান্ডোদের অভিযানে ৩৩৪ জন মারা যায়, যাদের অর্ধেকই ছিল শিশু।
এজন্য ৩০ লক্ষ ডলার ক্ষতিপূরণের নির্দেশ দেয়া হয়েছে।
তবে রুশ সরকার বলছে, এই রায় গ্রহণযোগ্য নয়। এ রায়ের বিরুদ্ধে আপীল করবে রাশিয়া।
আরও পড়ুন: ক্ষোভ আর হতাশায় বিদ্ধ হাসিনার হেফাজত সমর্থন

ছবির উৎস, Getty Images
চেচেন বিদ্রোহীরা বেসলানের নাম্বার ওয়ান স্কুলে একটি অনুষ্ঠান চলার সময় ১০০০ মানুষকে জিম্মি করে। চেচনিয়া থেকে রুশ সৈন্য সরিয়ে নেয়ার দাবি তোলে হামলাকারীরা।
ওই জিম্মি-দশা থেকে মুক্তির জন্য রাশিয়ার সেনাবাহিনী অভিযান চালায়। এত ব্যাপক প্রাণহানির ঘটনায় ( নিহতদের মধ্যে ১৮৬টি শিশু ছিল) রাশিয়ার কোনও কর্মকর্তাকে জবাবদিহিতার আওতায় আনা হয়নি।
আদালত বলেছে, হামলা আসন্ন ছিল জেনেও কর্মকর্তারা ব্যবস্থা নিতে ব্যর্থ হন।








