এবার মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

বিবিসি বাংলা

ছবির উৎস, Google

ছবির ক্যাপশান, সিলেটে দীর্ঘ সময় ধরে চলা জঙ্গি অভিযানের অবসানের পর এবার মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়িকে ঘিরে রেখেছে পুলিশ।

বাংলাদেশের সিলেটে দীর্ঘ সময় ধরে চলা জঙ্গি অভিযানের অবসানের পর এবার মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়িকে ঘিরে রেখেছে পুলিশ।

গতকাল রাত থেকে ওই বাড়ি দুটি ঘিরে রাখা হয় বলে মৌলভীবাজারের পুলিশের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেন।

শহরের মধ্যে তিনতলা একটি ভবনে এবং মৌলভীবাজার শহর থেকে কয়েক কিলোমিটার দূরে ফতেহপুর এলাকায় আরেকটি বাড়িকে ঘিরে রাখা হয়েছে।

এর মধ্যে একটি বাড়িতে পুলিশ ঢোকার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়।

বিবিসি বাংলা

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, সিলেটে জঙ্গি বিরোধী অভিযান চলে টানা চারদিন ধরে। (ফাইল ছবি)

মৌলভীবাজার পুলিশের এএসপি (সদর দপ্তর) বিবিসি বাংলাকে টেলিফোনে বলেন, " আমরা অভিযানে আছি।

জঙ্গি সন্দেহে বাড়ি দুটি ঘিরে রাখা হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, "তারা ভেতর থেকে গ্রেনেড চার্জ করছে । এরপরও জঙ্গি কি-না কোন সন্দেহ আছে?"

স্থানীয় একজন সাংবাদিক জানাচ্ছেন, ওই এলাকায় সকালে বিকট আওয়াজ শোনা গিয়েছে। এরপর থেমে থেমে গুলির শব্দ শোনা যায়।

এর আগে গতকালই শেষ করা হয় সিলেটের আতিয়া মহলে জঙ্গি বিরোধী অভিযান। এই জঙ্গীবিরোধী অভিযান ছিল বাংলাদেশে স্মরণকালের সবচেয়ে বেশি সময় ধরে চলা, এবং সবচেয়ে রক্তক্ষয়ী।