আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
এক নজরে সিলেটে 'জঙ্গিবিরোধী অভিযান'
বাংলাদেশের সিলেটে জঙ্গি দমন অভিযান আজ চতুর্থ দিনে গড়িয়েছে। শহরের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় ‘আতিয়া মহল’ নামে একটি বাড়ির চারদিকে আজও সেনা কমান্ডোসহ নিরাপত্তা বাহিনীর বহু সদস্য অবস্থান নিয়ে রয়েছে। সারাদিন ধরেই মাঝে মধ্যেই গোলাগুলি-বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সোমবার বিকেলে সেনাবাহিনী এক ব্রিফিংয়ে জানিয়েছে- 'আতিয়া মহল' থেকে একজন নারীসহ চারজন জঙ্গির মৃতদেহ পাওয়া গেছে।
এদের মধ্যে দুজন জঙ্গির মৃতদেহ পাওয়া যায় গতকালই। ইতোমধ্যে ওই দুই জঙ্গির মৃতদেহ পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।
ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান জানান "পুরো ভবনটায় যে পরিমাণ বিস্ফোরক আছে তাতে ভবনটা ধ্বংস হয়ে যেতে পারে। তাই দেখেশুনে পদক্ষেপ নেয়া হচ্ছে। তবে 'আতিয়া মহল' এর নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতেই আছে এবং অভিযান অব্যাহত থাকবে।