আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
সিলেটে বোমা 'হামলার দায়' স্বীকার করলো আইএস
- Author, রাকিব হাসনাত
- Role, বিবিসি বাংলা, ঢাকা
সিলেটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ' বোমা বিস্ফোরণের দায়' স্বীকার করেছে কথিত জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস।
ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে আইএস এ দায় স্বীকার করেছে বলে জানিয়েছে আইএস-এর বার্তা সংস্থা হিসেবে পরিচিত 'আমাক'।
এর আগে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় বিমানবন্দরের বাইরের সড়কে পুলিশ চেকপোস্টের কাছে বোমা বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হওয়ার পর একইভাবে আইএস-র পক্ষ থেকে সেটিকে 'আত্মঘাতী হামলা' দাবি করে দায় স্বীকারের খবর এসেছিলো।
সিলেটে বৃহস্পতিবার মধ্যরাত থেকেই একটি জঙ্গি আস্তানা ঘিরে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। পরে শুক্রবার রাতে তাদের সাথে যোগ দেয় সেনাবাহিনী।
অভিযান যেখানে হচ্ছে তার কাছেই সেনাবাহিনীর ব্রিফিং স্থলের কাছেই শনিবার সন্ধ্যায় ও রাতে দু'দফা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
সিলেট পুলিশের মুখপাত্র জেদান আল মুসা বিবিসিকে জানিয়েছেন একজন পুলিশ কর্মকর্তা সহ চার জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
এছাড়া গুরুতর আহত হয়েছেন একজন পদস্থ র্যাব কর্মকর্তা সহ অন্তত ২০ জন।
আহত র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়েছে।
এর মধ্যেই আইএসের পক্ষ থেকে সিলেটে বোমা বিস্ফোরণের দায় স্বীকারের খবর আসলো।
আরও পড়ুন :