যেসব বিমানবন্দর এবং এয়ারলাইন্স মার্কিন নিষেধাজ্ঞার আওতায়

বিমানবন্দরে ল্যাপটপ স্ক্যান করছেন এক মার্কিন নিরাপত্তা কর্মকর্তা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বিমানবন্দরে ল্যাপটপ স্ক্যান করছেন এক মার্কিন নিরাপত্তা কর্মকর্তা

দশটি মুসলিম দেশ থেকে যুক্তরাষ্ট্রগামী যাত্রীরা বিমানের কেবিনে তাদের সাথে এখন আর ল্যাপটপ, ট্যাব, ক্যামেরা বা এরকম বড় ইলেকট্রনিক যন্ত্র বহন করতে পারবেন না। এ ধরণের ইলেকট্রনিক যন্ত্র সাথে বহনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট বলেছে, চরমপন্থীরা উড়ন্ত জেট বিমান উড়িয়ে দেয়ার জন্য আরও নতুন নতুন উপায় খুঁজে বের করার চেষ্টা করছে। ল্যাপটপ, ট্যাব, ক্যামেরা, ডিভিডি প্লেয়ার বা ইলেকট্রনিক গেমস কনসোলের মধ্যে বোমা লুকিয়ে রাখা সম্ভব। সে কারণেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে মোবাইল ফোনকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।

মধ্যপ্রাচ্যের নয়টি দেশের দশটি বিমানবন্দর থেকে যেসব ফ্লাইট যুক্তরাষ্ট্রে যায়, সেগুলো এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

কেবিন লাগেজে বা যাত্রীর সঙ্গে এ ধরণের ইলেকট্রনিক যন্ত্র রাখা না গেলেও 'চেক ইন' করা বড় লাগেজে তা নেয়া যাবে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, এসব এয়ারলাইন্সকে ৯৬ ঘন্টা সময় দেয়া হয়েছে এধরণের যন্ত্র ফ্লাইটে নিষিদ্ধ করার জন্য। কতদিনের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হলো তা উল্লেখ করা হয়নি।

হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট তাদের এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসবাদীরা যেভাবে বাণিজ্যিক বিমান পরিবহনকে টার্গেট করে হামলার চেষ্টা করছে, তাতে যুক্তরাষ্ট্র সরকার উদ্বিগ্ন।

দশটি বিমানবন্দর এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, দশটি বিমানবন্দর এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছে

যে নয়টি এয়ারলাইন্স এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে:

  • রয়্যাল জর্ডানিয়ান
  • ইজিপ্ট এয়ার
  • টার্কিশ এয়ারলাইন্স
  • সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স
  • কুয়েত এয়ারওয়েজ
  • রয়্যাল এয়ার মারোক
  • কাতার এয়ারওয়েজ
  • এমিরেটস
  • ইতিহাদ এয়ারওয়েজ

যেসব বিমানবন্দর এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে:

  • কুইন আলিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আম্মান, জর্ডান
  • কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মিশর
  • আতাতুর্ক এয়ারপোর্ট, ইস্তানবুল, তুরস্ক
  • কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কুয়েত
  • মোহাম্মদ ফাইভ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ক্যাসাব্লাংকা, মরক্কো
  • হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দোহা, কাতার
  • দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সংযুক্ত আরব আমিরাত
  • আবুধাবী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সংযুক্ত আরব আমিরাত