আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
চট্টগ্রামে 'জঙ্গি আস্তানায়' পুলিশের অভিযান
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি রাতভর ঘিরে রাখার পর সকালে পুলিশ অভিযান চালিয়েছে।
সেখান থেকে থেমে থেমে গুলি আর গ্রেনেড বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সকাল সাড়ে ৭টায় ঘটনাস্থল থেকে স্থানীয় সাংবাদিক মোস্তফা ইউসুফ জানিয়েছেন, সোয়াট টিমের সদস্যরা ভেতরে প্রবেশ করার চেষ্টা করলেও প্রচণ্ড গোলাগুলির পর পিছিয়ে আসতে বাধ্য হন। এরপর বিকল্প অভিযানের প্রস্তুতি নেয়া হচ্ছে।
বৃহস্পতিবার সকাল ৬টার পর ওই বাড়িতে অভিযান শুরু করে পুলিশের সোয়াট টিম। এর আগে ঢাকা থেকে সোয়াট ছাড়াও, বোম্ব ডিসপোজাল ইউনিট, সদর দপ্তরের বিশেষ বাহিনী এসে পৌছায়।
বুধবার দুপুর থেকেই বাড়িটি ঘিরে রাখে চট্টগ্রাম জেলা পুলিশ, মহানগর পুলিশ ও র্যাবের সদস্যরা।
সাংবাদিক মোস্তফা ইউসুফ জানান, রাতভর প্রস্তুতির পর ছয়টার পর সোয়াট টিম বাড়িটিতে প্রবেশ করে। এরপর থেকেই সেখানে গুলি আর গ্রেনেডের শব্দ শোনা যাচ্ছে।
পুলিশের বরাত দিয়ে তিনি জানান,এই জঙ্গিরা নব্য জেএমবির সদস্য বলে পুলিশ ধারণা করছে।
এই বাড়িতে আরো কয়েকটি ফ্লাটে কয়েকটি পরিবার আটকে রয়েছে বলে জানা গেছে।
বুধবার দুপুরে সীতাকুণ্ডের আরেকটি বাড়ি থেকে একটি শিশুসন্তানসহ এক দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে অস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে পাওয়া তথ্যেই এই বাড়িতে অভিযান শুরু করে পুলিশ।