আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
বিডিআর বিদ্রোহ: কিভাবে জীবনকে এগিয়ে নিচ্ছেন নিহতদের পরিবার?
২৫শে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ বা পিলখানা হত্যাকান্ডের আট বছর পূর্ণ হয়েছে।
ঐ ঘটনায় এপর্যন্ত তিনটি তদন্ত, ১৩৯ জনকে মৃত্যুদন্ডসহ চার হাজারেরও বেশী সৈনিকের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে।
অন্যদিকে, সেই ঘটনার ভয়াবহতা আজও ভুলতে না পারলেও নিহত স্বজনের স্মৃতি ধরে রেখে জীবনকে সামনে এগিয়ে নেয়ার চেষ্টা করছে পরিবারগুলো।