ছাত্রদের মানবসেতুতে হাঁটার আরেকটি ছবি নিয়ে বিতর্ক

ছবির উৎস, facebook
চাঁদপুরে একজন উপজেলা চেয়ারম্যানের স্কুলে ছাত্রদের পিঠের ওপর হাঁটার খবরকে ঘিরে তীব্র বিতর্কের মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে একই ধরনের আরও একটি ঘটনার খবর।
ছবিতে দেখা যাচ্ছে সারিবদ্ধভাবে বসে থাকা ছাত্রদের ঘাড়ের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। দুপাশ থেকে তাঁর হাত ধরে আছেন দুজন।
জামালপুরে গত রোববার শিক্ষার্থীদের কাঁধের ওপর পা রেখে এই ব্যক্তি ওই স্কুলের জমি দানকারী বলে জানা গেছে।
জেলার মেলান্দহ উপজেলার মাহমুদপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের স্কাউট দলের সদস্যরা মানব-সেতু নির্মাণ করলে তার ওপর দিয়ে হেঁটে যান তিনি।
এর আগে চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারী শিক্ষার্থীদের তৈরি মানব-সেতুর ওপর দিয়ে হাঁটার ঘটনার ছবি ও খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তীব্র সমালোচনা তৈরি হয়।
আরও পড়ুন:

ছবির উৎস, facebook
ওই ঘটনায় উপজেলা চেয়ারম্যান, স্কুলের প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
যদিও ওই স্কুলটির প্রধান শিক্ষক মোশাররফ হোসেন বিবিসিকে বলেছেন, ''প্রতিবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা এরকম সেতু তৈরি করে থাকে এবং সেখানে অনেকবার প্রধান অতিথিকে হেঁটে যাবার অনুরোধ করা হয়েছে"।
"এর আগের প্রধান শিক্ষক হেঁটেছেন, একজন ইউএনও হেঁটেছেন এমন ছবি আছে। এবারও শিক্ষার্থীরা অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান হেটে যাওয়ার অনুরোধ করলে প্রথমে তিনি রাজি না হলেও, পরে রাজি হন।''
তবে সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে উত্তেজনা ও ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই।








