আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
এই প্রথম হলি আর্টিজান হামলার একজন 'মাস্টারমাইন্ড'কে জীবিত আটক করল পুলিশ
বাংলাদেশের পুলিশ এক অভিযুক্ত জঙ্গিকে গ্রেপ্তারের পর বলছে, সে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম পরিকল্পনাকারী।
পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটি) বলছে, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী নামে পরিচিত এই ব্যক্তিকে গতকাল গভীর রাতে টাঙ্গাইলের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তাকে ধরার পর পুলিশ এক সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তথ্য জানাচ্ছে।
ওই সাংবাদিক সম্মেলন থেকে বিবিসির মীর সাব্বির জানিয়েছেন, গুলশানের হলি আর্টিজান বেকারিতে গত বছর যে সন্ত্রাসী হামলা হয় তার পরিকল্পনাকারীদের একজনকে এই প্রথম জীবিত ধরা গেল।
সে সুভাষ, শান্ত, টাইগার, আদিল, জাহিদ ইত্যাদি নামেও পরিচিত বলে পুলিশ জানায়।
সংবাদ সম্মেলনে সিটির প্রধান মনিরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, সে নব্য জেএমবির একজন শীর্ষ নেতা।
নব্য জেএমবির প্রধান তামিম আহমেদ চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী ও উত্তরবঙ্গের সামরিক কমান্ডার হিসেবেও সে দায়িত্ব পালন করেছে বলে পুলিশ জানাচ্ছে।
পুলিশ আরো বলছে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হিন্দু পুরোহিত, খ্রিষ্টান ধর্মাবলম্বী ও বিদেশী হত্যা এবং শিয়া মসজিদে হামলাসহ মোট ২২টি হত্যাকাণ্ড পরিকল্পনা ও বাস্তবায়নে সে নেতৃত্ব দিয়েছে।
এছাড়া ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে হামলায় জড়িত শফিউল ইসলাম ওরফে ডনকেও সে হামলার জন্য প্রস্তুত করে তামিম চৌধুরীর কাছে হস্তান্তর করেছিল বলে জানাচ্ছে পুলিশ।
আরো পড়ুন: