ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃত অর্ধশতাধিক, ধ্বংসস্তুপের নিচে চলছে তল্লাশি

ছবির উৎস, AFP/getty iamges
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে। আরও অনেকেই ভেঙে পড়া ভবনের ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছে বলে আশংকা করা হচ্ছে। সেইসাথে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
৬.৫ মাত্রার এই ভূমিকম্পটি সমুদ্রের তলদেশে আঘাত হানে। সুমাত্রা দ্বীপের সিগলি শহরে এর ফলে বহু ভবন, মসিজদ ও অন্যান্য স্থাপনা ভেঙ্গে পড়েছে। তবে সুনামির কোনও আশংকা নেই বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ ।

ছবির উৎস, AFP
আচেহ প্রদেশেই ২০০৪ সালে আগাত হেনেছিল সুনামি যার ফলে শুধু ইন্দোনেশিয়াতেই দেশটির ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।




