জার্মানিতে বোরকা নিষিদ্ধ করার কথা বললেন মারকেল

ছবির উৎস, Ulrich Baumgarten
জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল বলেছেন, আইনগতভাবে সম্ভব হলে তার দেশে পুরো মুখ-ঢাকা বোরকা পরা নিষিদ্ধ করা উচিত, কারণ এটা জার্মানির সংস্কৃতির সাথে মেলে না।
মিসেস মারকেল তার পার্টির সম্মেলনে দেয়া ভাষণে বলেন, জার্মান সংস্কৃতিতে মহিলাদের মুখ সম্পূর্ণ ঢেকে রাখা বেমানান - যেমনটা বোরকা মুসলিম মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে।
মিসেস মারকেল যে নীতির কথা বলছেন, তাতে বোরকা সম্পূর্ণ নিষিদ্ধ হবে না। - তবে স্কুল, বিশ্ববিদ্যালয় বা আদালতে মহিলারা এটা পরতে পারবেন না।

ছবির উৎস, Volker Hartmann
বিবিসির সংবাদদাতা বলছেন এই প্রথম মিসেস মারকেলকে কোন গুরুত্বপূর্ণ সভায় এমন একটি বিষয়ে মন্তব্য করতে শোনা গেল।
একথা তিনি এমনএক সময় বললেন, যখন তার দল ডানপন্থী অল্টারনেটিভ ফল জার্মানির দিক থেকে চ্যালেঞ্জের সম্মুখীন।
মিসেস মারকেলের অভিবাসন নীতি নিয়ে যে অসন্তোষ রয়েছে - এই দলটি তার সুযোগ নিয়েছে।




