আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
কেমন আছে গোবিন্দগঞ্জের সাঁওতালরা
বাংলাদেশের গাইবান্ধার চিনিকলের বিরোধপূর্ণ জমি থেকে সাঁওতালদের উচ্ছেদের পর এখন মানবেতর জীবনযাপন করছেন তারা। নিজেদের ঘরবাড়ি নেই। আর সেখানে যেতে পারবেন কিনা, তাও জানা নেই। যে জমিতে তারা বসবাস করতেন, তার চারদিকে কাঁটাতারের বেড়া দেয়া হচ্ছে। সেখানে গিয়েছিলেন বিবিসি বাংলার সংবাদদাতা আবুল কালাম আজাদ। তাঁর তোলা কিছু ছবি।