আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

গাজা এলাকা পুরোপুরি অবরুদ্ধ করার নির্দেশ ইসরায়েলের, পশ্চিম তীরের প্রবেশপথ বন্ধ

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস বহু বছরের মধ্যে ইসরায়েলে সবচেয়ে বড় ধরনের হামলা করার পর পাল্টা আক্রমণ চালাচ্ছে ইসরায়েল। বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী, যদিও খণ্ড খণ্ডভাবে এখনো হামাস যোদ্ধাদের সঙ্গে লড়াই চলছে।

সরাসরি কভারেজ

  1. ইসরায়েল-ফিলিস্তিন লড়াইয়ের এখন পর্যন্ত সর্বশেষ

    ইসরায়েল তার ভূখণ্ড রক্ষার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে

    নজিরবিহীন হামলার দুই দিনেরও বেশি সময় পর ইসরায়েল বলেছে, গাজার সঙ্গে তাদের সীমান্ত এখনো পুরোপুরি নিরাপদ নয়

    তবে তারা বলেছে, হামাস যে বেসামরিক মানুষদের ওপর হামলা চালিয়েছিল সেই কমিউনিটি এখন সম্পূর্ণভাবে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

    সামরিক বাহিনী স্বীকার করেছে যে কিছু ফিলিস্তিনি যোদ্ধা এখনও সক্রিয় আছে এবং তাদের ভূখণ্ডে প্রবেশ করে বড় ধরণের হামলার চেষ্টায় আছে।

    দুই দিকেই বাড়ছে মৃতের সংখ্যা

    সহিংসতায় এ পর্যন্ত অন্তত ৭০০ ইসরায়েলি ও ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

    ইসরায়েলে নয়জন মার্কিন নাগরিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউজ, সেইসাথে ১০ জনেরও বেশি ব্রিটিশ নাগরিক নিহত বা নিখোঁজ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

    হাজার হাজার মানুষ হামাসের হাতে জিম্মি রয়েছে, বেশিরভাগই গাজায় বন্দি বলে ধারণা করা হচ্ছে।

    হামাসের একজন মুখপাত্র বলেছেন যে ইসরায়েলি বিমান হামলায় চার জিম্মি নিহত হয়েছেন – তবে বিবিসি এই তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

    গাজা অবরোধের নির্দেশ

    ইসরায়েলের সামরিক বাহিনী মধ্যাহ্নভোজের সময় গাজায় বিমান হামলা জোরদার করেছে, এ পর্যন্ত হামাসের ৫০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানে তারা।

    এরপর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট গাজায় সম্পূর্ণ অবরোধের নির্দেশ দেন, যার মধ্যে খাদ্য, পানি ও বিদ্যুৎ প্রবেশে নিষেধাজ্ঞাও অন্তর্ভুক্ত রয়েছে।

    জাতিসংঘ বলেছে যে এক লাখ কুড়ি হাজারের বেশি গাজাবাসী তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছেন, অনেকে স্কুলে সাময়িক আশ্রয় নিয়েছেন।

  2. পশ্চিম তীরে চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ইসরায়েল

    অধিকৃত পশ্চিম তীরে - যেখানে প্রায় ২৮ লাখ ফিলিস্তিনি বাস করে - ইসরায়েলি সেনাবাহিনী সেখানে সব ধরণের চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে।

    সেখানকার বাসিন্দারা বলছেন, লোহার গেট, সিমেন্টের ব্লক এবং মাটির ঢিবি দিয়ে শহরের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে।

    কিছু জায়গায় নতুন সামরিক চেকপোস্ট স্থাপন করা হয়েছে। জ্বালানি সরবরাহ ফুরিয়ে যাওয়ায় কিছু পেট্রোল স্টেশনে দিনভর দীর্ঘ লাইন ছিল।

    "এটি এমন এক দৃশ্য যা আমি দীর্ঘ কয়েক দশকে আগেও দেখেছি," বেইট সাহুর শহরের এক ট্যুর গাইড এ কথা বলেন, যিনি বর্তমানে কর্মহীন।

    " নির্দিষ্ট গোষ্ঠীর কর্মকাণ্ডের জন্য ইসরায়েল সবসময় এমন সব নীতি গ্রহণ করে যার কারণে সব মানুষ শাস্তি পায়," অন্য বাসিন্দারা এমন অভিযোগ করেন।

    রবিবার, হামাস শাসিত গাজা উপত্যকায় অবরোধের পর পশ্চিম তীরের দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোও বন্ধ করে দেওয়া হয়।

    সন্ধ্যায় বিক্ষুব্ধ আন্দোলন হয়। গত রাতে রামাল্লার কালান্দিয়া চেকপয়েন্টে ইসরায়েলি সেনাদের গুলিতে চার ফিলিস্তিনি নিহত হন।

    হেবরনে, বুলডোজার দিয়ে ইসরায়েলি বাহিনীকে ধাক্কা দেওয়ার চেষ্টা করার সময় একজন ব্যক্তি নিহত হন।

  3. লেবানন সীমান্তে বন্দুকধারী নিহতের পর আর অভিযানে নেই হেজবুল্লাহ

    লেবাননের রাজনৈতিক দল এবং সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ বলেছে যে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী - আইডিএফ লেবাননের সীমান্তে অন্তত দুই বন্দুকধারীকে হত্যা করার পরে তারা আর ইসরায়েলে কোন অভিযান চালায়নি।

    এক বিবৃতিতে, আইডিএফ বলেছে যে তারা "লেবানিজ ভূখণ্ড থেকে ইসরায়েলি ভূখণ্ডে অনুপ্রবেশকারী অনেক সশস্ত্র সন্দেহভাজনকে হত্যা করেছে।"

    ১৯৮০-এর দশকে লেবাননে ইসরায়েলি দখলদারিত্বের সময় ইরানের সহায়তায় হেজবুল্লাহর আবির্ভাব ঘটে।

  4. ইসরায়েলের কিবুতজ থেকে মায়ের অপহরণকে 'ভৌতিক চলচ্চিত্র' এর সাথে তুলনা

    এক ব্যক্তির ধারণা তার মাকে ইসরায়েলের কিবুতজ শহর থেকে অপহরণ করা হয়েছে। ইসরায়েলের এই শহরটি অবস্থান গাজা থেকে ৪০০ মিটার দূরে।

    ওই ব্যক্তি বিবিসিকে বলেন, যখন তিনি তার বাড়ির সামনের আঙিনা থেকে ফিলিস্তিনি গণমাধ্যমকে রিপোর্ট সম্প্রচার করতে দেখেছেন, তখন তিনি ধারণা করেছেন যে খারাপ কিছু হয়েছে।

    ওমেনস আওয়ারে কথা বলতে গিয়ে নোয়াম সাগি বলেন, ইসরায়েলি সেনাবাহিনী তার মা অ্যাডার বাড়িতে গিয়ে রক্তের দাগ দেখতে পেয়েছে।

    তিনি বলেন, তার মার ছয় জন নাতি নাতনি রয়েছে। তার নাম সরকারি মৃত বা নিখোঁজের তালিকায় নেই। তবে তিনি বলেন, ওই এলাকার প্রায় সাড় তিনশ জনের কমিউনিটি থেকে অন্তত ২০ জনকে অপহরণ করা হয়েছে। যাদের বেশিরভাগই বয়স্ক এবং শিশু।

    অ্যাডা সম্প্রতি একটি অস্ত্রপচার করেছেন এবং তার নিয়মিত ওষুধ খেতে হয়। নোয়াম বলেছেন, তিনি তার মায়ের সুস্থতা নিয়ে খুব ভয়ে আছেন।

    এই পরিস্থিতিকে তিনি "একটি ভৌতিক চলচ্চিত্র" েএর সাথে তুলনা করেছেন।

  5. 'আমি শুধু তাকে ফিরে পেতে চাই' - উৎসবে হামলায় নিখোঁজ ২২ বছর বয়সী তরুণীর মা

    হামাসের বন্দুকধারীরা গাজা সীমান্তের কাছে সুপারনোভা মিউজিক ফেস্টিভ্যালে একটি ভয়াবহ হামলা চালায়।

    ওই ঘটনায় প্রায় তিনশ জন নিহত হন। নিখোঁজদের মধ্যে একজন ২২ বছর বয়সী আইরিশ-ইসরায়েলি তরুণীও রয়েছেন।

    এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই তরুণীর মা জেনিফার দামতি বলেন, হামলা শুরুর পরপরই তার মেয়ে কিম তাকে ফোন করেছিল।

    "কিম বুঝতে পারেনি যে সাত বা আটটি টয়োটা ভ্যানে করে সন্ত্রাসীরা ঘটনাস্থলে আসে এবং তারা এলোপাতারি গুলি চালায়" তিনি বলেন।

    "তারা তাদের গুলি করেছে, হাঁসের মতো গলা কেটেছে, এবং সেই কারণেই আমি এখানে এসেছি, কারণ আমি চাই বিশ্ব এই আচরণের নিন্দা করুক।''

    "আপনি ঘুমাতে পারবেন না। আমি শুধু এটাই ভাবি সে কোথায় আছে, যদি সে কষ্ট পায়, যদি সে এখনও বেঁচে থাকে। আমি শুধু তাকে ফিরে পেতে চাই।"

    আইরিশ প্রধানমন্ত্রী লিও ভারাদকার বলেছেন যে, সরকার এই ঘটনা সম্পর্কে অবগত আছেন এবং তাদের কনস্যুলার কর্মকর্তারা ওই পরিবারের সাথে যোগাযোগ করছেন।

  6. ব্রেকিং, ইসরায়েলে ১০ জনেরও বেশি ব্রিটিশ নাগরিক নিহত বা নিখোঁজ হওয়ার আশঙ্কা

    যুক্তরাজ্যের একটি সরকারি সূত্র থেকে বিবিসি জানতে পেরেছে যে গাজা থেকে হামাসের হামলার পর ইসরায়েলে "১০ জনেরও বেশি" ব্রিটিশ নাগরিক নিহত বা নিখোঁজ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

  7. ব্রেকিং, নয় জন মার্কিন নাগরিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র

    মার্কিন সরকার ইসরায়েলে তাদের নয়জন নাগরিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

    এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে: "আমরা ক্ষতিগ্রস্তদের এবং ক্ষতিগ্রস্তের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।

    "আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং আমরা ইসরায়েলি অংশীদার, বিশেষ করে স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি।"

  8. মানচিত্রে ইসরায়েল-ফিলিস্তিন পরিস্থিতি

  9. জরুরি বৈঠকে ডেকেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

    হামাসের হামলার ঘটনায় ও চলমান সহিংসতার কারণে সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক একটি জরুরি বৈঠক ডেকেছেন।

    দেশটিতে জরুরি পরিস্থিতিতে শীর্ষ সদস্যদের নিয়ে বৈঠক হলে তাকে কোবরা জরুরি সভা বলা হয়।

    নটিংহ্যামশায়ারে একটি অনুষ্ঠানে বক্তৃতাকালে মি. সুনাক বলেন, 'ইসরায়েল থেকে হামলার যে ছবিগুলো আসছে তা "ভয়াবহ" এবং হামাস সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে'।

    মি. সুনাক বলেছেন যে, ইসরায়েলে থাকা যেকোনো ব্রিটিশ নাগরিককে সাহায্য করার জন্য তিনি "খুব ঘনিষ্ঠভাবে" কাজ করছেন।

    তিনি ইসরায়েলকে শক্তিশালী মিত্র হিসেবে অভিহিত করে বলেছেন, তিনি ইসরায়েলকে সব ধরনের সমর্থন দিয়ে যাবেন।

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইসরায়েলে জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের সব ধরনের ভ্রমণে সতর্কতা জারি করেছে।

  10. মধ্য ইসরায়েলে রকেট হামলায় হতাহতের খবর পাওয়া গিয়েছে

    গাজা থেকে ইসরায়েলে একের পর এক ছোড়া রকেট বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।

    গাজা উপত্যকার উত্তরে, আশকেলনে রকেট হামলায় চারজন আহত হয়েছেন - এরমধ্যে একজনের অবস্থা গুরুতর - তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে, ইসরায়েলের জরুরি সেবা সংস্থাগুলো এই তথ্য জানিয়েছে।

    নিকটবর্তী শহর আশদোদে, এক নারী গুরুতর আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

  11. উত্তর ইসরায়েলে বিমান হামলার সাইরেন

    লেবানন থেকে রকেট নিক্ষেপ করার খবর আসায় ইসরায়েলের বিমান প্রতিরক্ষা বাহিনী উত্তর ইসরায়েলে বিমান হামলার সতর্কবার্তা দিচ্ছে।

    রবিবার, ইসলামি সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ হামাসের সাথে "সংহতি প্রকাশ করে" দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও গোলা নিক্ষেপ করেছে।

    এখন পর্যন্ত কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। সীমান্তের ওপাশে যেখান থেকে তাদের ওপর হামলা চালানো হয়েছিল সেই এলাকা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে জবাব দিয়েছে ইসরায়েল।

  12. গাজায় শরণার্থী শিবিরে হামলা - ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়

    ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় দুটি শরণার্থী শিবির ক্ষতিগ্রস্ত হয়েছে।

    তারা জানিয়েছে যে আল-শাতি (বিচ ক্যাম্প নামেও পরিচিত) এবং জাবালিয়া শিবির দুটিই হামলার শিকার হয়েছে, জানা গেছে এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

    ঘনবসতিপূর্ণ গাজা উপত্যকায় আটটি স্বীকৃত শরণার্থী শিবির রয়েছে।

  13. হামাস যোদ্ধাদের মৃতদেহ এখনও মাটিতে পড়ে আছে, জনাথন বেল, বিবিসি সংবাদদাতা

    বিবিসির সংবাদদাতা জনাথান বিল গাজা উপত্যকার কাছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থান ঘুরে দেখেছেন হামাস যোদ্ধাদের মৃতদেহ এখনও মাটিতে পড়ে আছে -লাশ পচে যাওয়ার জন্য ফেলে রাখা হয়েছে।

    তবে হামাসের হামলায় নিহত ইসরায়েলিদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন, তাদের লাশ অনেক আগেই উদ্ধার করে সৎকারের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

    বিবিসির সংবাদদাতা দেখেছেন যে একজন ইসরায়েলি ট্রাক চালক তার ট্রাক থামিয়েছে যাতে সে রাস্তা থেকে একটি পাথর তুলতে পারে সেটা একজন মৃত হামাস যোদ্ধার লাশের দিকে ছুঁড়ে মারতে পারে।

    ইসরায়েলের সীমানার দুপাশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    ইসরায়েলে হামলা চালাতে আসা হামাসের সশস্ত্র বাহিনীর সদস্যদের নির্মূল করতে মাঠে নেমেছে ইসরায়েলের অস্ত্রে সুসজ্জিত এবং প্রশিক্ষিত সৈন্যরা।

    হামাস রাতভর সীমান্তে রকেট নিক্ষেপ করলে দুপক্ষের সংঘর্ষ বেঁধে যায়।

    ইসরায়েলের অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম – অতিরিক্ত সময় কাজ করছে। তবে এটি গাজা থেকে ছোড়া প্রতিটি রকেট আটকাতে পারেনি।

    ক্লিয়ার আপ অপারেশনটি মাঝে মাঝে একটি পূর্ণাঙ্গ সামরিক অভিযানের মতো শোনায় - ইসরায়েলি বিমানগুলো ক্রমাগত মাথার দিয়ে উড়ছে এবং গাজার অভ্যন্তরে শত শত লক্ষ্যবস্তুতে আঘাত করছে।

    কিন্তু ইসরায়েল স্পষ্টতই আরও বড় ধরনের হামলার পরিকল্পনা করছে। গাজা সীমান্তের কাছে ট্যাঙ্ক, সেনা ও সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে। এটি গাজায় একটি সম্ভাব্য বড় সামরিক অভিযানের প্রস্তুতির মতো মনে হচ্ছে।

  14. হামাসের ঘাঁটিতে ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী

    ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে তারা গাজায় হামাসের ঘাঁটিগুলোয় বড় পরিসরে আক্রমণ শুরু করেছে।

    ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এবং ইসরায়েলি বিমান বাহিনী উভয়ই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অভিযানের ঘোষণা দিয়েছে।

    হামাস গাজা উপত্যকা থেকে ইসরায়েলের উপর পুনরায় বড় আকারের রকেট হামলা শুরু করার পর এই ঘোষণা আসে।

  15. ইসরায়েলি হামলায় চার জিম্মি নিহত - হামাস

    গাজা উপত্যকায় রাতভর ইসরায়েলের বিমান হামলায় আজ সকালে চার জিম্মি নিহত হয়েছেন বলে খবর প্রকাশ হয়েছে।

    তাদেরকে আটক করে রেখেছিল ফিলিস্তিতিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই গোষ্ঠীর এক মুখপাত্র ওই চার জিম্মি নিহতের কথা জানিয়েছে।

    হামাসের ইসরায়েল থেকে কতোজনকে অপহৃত করে বন্দী করে রেখেছে, সেটার সঠিক কোন সংখ্যা এখনও জানা যায়নি, তবে ইসরায়েলি সামরিক বাহিনী আজ সকালে বলেছে এই সংখ্যা কম নয়।

  16. গাজায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, শনিবার থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার কারণে এ পর্যন্ত ৫১১ জন নিহত হয়েছে।

    আহত ফিলিস্তিনিদের সংখ্যাও বেড়ে দুই হাজার ৭৫০ জনে দাঁড়িয়েছে।

  17. গাজায় ইসরায়েলি বিমান হামলায় জাতিসংঘের স্কুল ক্ষতিগ্রস্ত, এই হামলাকে "নৃশংস" বলে অভিহিত করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়

    ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গাজায উপত্যকায় জাতিসংঘের একটি স্কুলে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে।

    স্কুলটিতে শিশু, বৃদ্ধসহ শত শত বেসামরিক মানুষ অবস্থান ছিল।

    মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইসরায়েলের এই হামলাকে "নৃশংস" বলে অভিহিত করা হয়েছে।

    জাতিসংঘ হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে যে, স্কুলটি "ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে"। তবে এতে কেউ নিহত হয়নি।

  18. বিভিন্ন দেশ তাদের নাগরিকদের সরিয়ে নিতে শুরু করছে

    গাজা ও ইসরায়েলে লড়াই অব্যাহত থাকায় সেখানে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে সংশ্লিষ্ট দেশগুলোর সরকার।

    তেল আবিব থেকে সার্বিয়ার উদ্দেশ্যে একটি বিমান ছেড়ে গিয়েছে। সার্বিয়ান দূতাবাস বলেছে যে তারা তাদের নাগরিকদের ফেরাতে আরেকটি ফ্লাইট প্রস্তুত করছে।

    রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েল থেকে তারা তাদের প্রায় ৮০০ নাগরকিকে নিজ দেশে ফিরিয়ে এনেছে। সেখান থেকে আরও নাগরিক দেশে ফেরার প্রক্রিয়ায় আছে।

    থাইল্যান্ডের সরকার বলেছে যে তারা ইসরায়েল থেকে তাদের নাগরিকদের উদ্ধার কারা জন্য জরুরি দল এবং বিমান প্রস্তুত করছে।

    কাজাখস্তান থেকে ফ্লাইটগুলো তাদের নাগরিকদের সরিয়ে নেয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

    আজ সকালে পোল্যান্ড নিশ্চিত করেছে যে, তাদের প্রথম বিমানটি ইসরায়েল থেকে তাদের বেসামরিক নাগরিকদের দেশে ফিরিয়ে এনেছে।

    যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতর জরুরি প্রয়োজন ছাড়া ইসরায়েলে ভ্রমণের ক্ষেত্রে তাদের নাগরিকদের ওপর সতর্কতা জারি করেছে।