আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

মারিউপোলে হাসপাতালের শিশু ও প্রসূতি ওয়ার্ডের ওপর বোমা হামলা

বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরে যেতে সুযোগ দেয়ার জন্য রাশিয়া আবার মানবিক করিডোর ঘোষণা করেছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে সর্বশেষ খবরাখবর:

সরাসরি কভারেজ

সায়েদুল ইসলাম and পুলক গুপ্ত

  1. ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে বিবিসি বাংলার আজকের লাইভ আপডেট এখানেই শেষ হচ্ছে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

  2. ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আজকের সর্বশেষ খবর

    এখানে একনজরে দেখে নিন আজ ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রধান খবরগুলো:

    মারিউপোল শহরে একটি হাসপাতালের শিশু ও প্রসূতি বিভাগের ওপর বোমাবর্ষণে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। হতাহতের সঠিক সংখ্যা এখনো অজানা।

    যুদ্ধে বিপর্যস্ত রাজধানী কিয়েভের কিছু অংশ, খারকিভ, চেরনিহিভ, সুমি ও মারিউপোলে বেসামরিক মানুষদের পালানোর সুযোগ দিতে ১২ ঘন্টার জন্য যুদ্ধবিরতি চলছে। তবে এর মধ্যেও কোথাও কোথাও বোমা পড়ছে।

    বাড়িঘর ছেড়ে যাওয়া মানুষদের প্রথম দলগুলো ইতোমধ্যেই বাসে করে নিরাপদ জায়গার উদ্দেশ্যে রওনা হয়েছে।

    কিয়েভের উত্তর ও উত্তর-পশ্চিমে রুশ বাহিনীর অব্যাহত আক্রমণের মুখে সেখানে প্রচণ্ড লড়াই চলছে।

    তুরস্কের আনতালিয়া শহরে আগামীকাল বৃহস্পতিবার ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসতে রাজি হয়েছেন।

    পরমাণু কর্মসূচির ওপর নজরদারির প্রতিষ্ঠান আইএইএ বলছে - ইউক্রেনে চেরনোবিলের সাবেক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি থেকে তারা আর তথ্য পাচ্ছে না।

    রাশিয়া ইউক্রেনে অভিযান শুরু করার পর সেদেশ থেকে প্রায় ১৩ লক্ষ ৩০ হাজার লোক পালিয়ে পোল্যান্ডে আশ্রয় নিয়েছে – বলছে পোলিশ সীমান্ত রক্ষী কর্তৃপক্ষ।

    ইউক্রেন থেকে দেশে ফিরেছেন 'বাংলার সমৃদ্ধির' ২৮ জন বাংলাদেশি নাবিক।

  3. শিশু হাসপাতালে বোমার পর আবার 'নো ফ্লাই জোনের' দাবি জেলেনস্কির

    মারিউপোল শহরে একটি শিশু হাসপাতালের ওপর রুশ বোমাবর্ষণের ঘটনার তীব্র নিন্দা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

    ঘটনার ভিডিও ফুটেজ সহ তিনি টুইট করেন, "নৃশংসতা, ধ্বংসাবশেষের নিচে মানুষ, শিশুরা চাপা পড়েছে।"

    তিনি অবিলম্বে ইউক্রেনের আকাশে 'নো ফ্লাই জোন' কার্যকরের জন্য আহ্বান জানিয়ে বলেন, "আপনাদের ক্ষমতা আছে কিন্তু আপনারা মানবতা হারিয়ে ফেলছেন।"

    যুক্তরাষ্ট্র ও অন্য নেটোভুক্ত দেশগুলো বারবার নো-ফ্লাই জোনের দাবি প্রত্যাখ্যান করে আসছে।

    রুশ বোমা হামলায় হাসপাতালটির শিশু ও প্রসূতি বিভাগ ধ্বংস হয়ে গেছে বলে শহরটির পৌর কর্তৃপক্ষ ফেসবুকে এক বার্তায় জানান।

    ইউক্রেনের একজন এমপিও এ ঘটনার ভিডিও শেয়ার করেছেন।

  4. চেরনিহিভে বোমার ঘটনায় যুদ্ধাপরাধের তদন্ত হওয়া উচিত, বলছে অ্যামনেস্টি

    অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে গত সপ্তাহে ইউক্রেনের চেরনিহিভ শহরে খাদ্যের জন্য লাইনে দাঁড়ানো ব্যক্তিদের ওপর বিমান হামলার ঘটনাটি যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করে দেখা উচিত।

    ওই আক্রমণে বহু লোক নিহত হয়।

    আন্তর্জাতিক এই মানবাধিকার গ্রুপটি এই হামলাকে এক 'নির্দয় ও বেপরোয়া আক্রমণ' বলে উল্লেখ করেছে।

    তারা বলছে, ভিডিও ফুটেজে দেখা গেছে আশেপাশের কোথাও সামরিক স্থাপনা ছিল না। কিন্তু তা সত্বেও সেখানে অল্প কিছু সময়ের মধ্যে আটটি বোমা ফেলা হয়।

  5. মারিউপোলে শিশু হাসপাতাল রুশ বোমা হামলায় ধ্বংস, কাউন্সিলের দাবি

    ইউক্রেনের অবরুদ্ধ মারিউপোল শহরে একটি শিশু হাসপাতাল রুশ বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে বলে শহরটির পৌর কর্তৃপক্ষ এক ফেসবুক পোস্টে দাবি করেছে।

    বুধবার বিকেলে দেয়া ওই বিবৃতিতে কাউন্সিলের কর্মকর্তারা অভিযোগ করেন ”রুশ দখলদার বাহিনী শিশু হাসপাতালের ওপর কয়েকটি বোমা ফেলেছে। '

    তিনি বলেন এতে শিশু ও প্রসূতি বিভাগসহ হাসপাতালটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে।

    কর্মকর্তারা বলেন, হতাহতের সঠিক সংখ্যা তারা এখনো জানেন না। আহতদের নিকটবর্তী হাসপাতালে নেয়া হচ্ছে।

    বিবিসি এ অভিযোগের সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করতে পারছেনা।

  6. বাধ্যতামূলকভাবে যোগ দেয়া সৈন্য ইউক্রেনে গেছে, স্বীকার করলো রাশিয়া

    রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকার করেছে যে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ-দেয়ানো কিছু সৈন্য ইউক্রেনে রুশ অভিযানে অংশ নিচ্ছে।

    রাশিয়াতে ১৮-২৭ বছর বয়সের সব পুরুষকেই এক বছরের জন্য বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দিতে হয় – যদিও কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম আছে।

    মাত্র একদিন আগেই রুশ প্রেসিডেন্ট পুতিন এধরনের সৈন্যদের যুদ্ধক্ষেত্রে পাঠানোর কথা অস্বীকার করে বলেছিলেন যে শুধু পেশাদার সৈন্যরাই ইউক্রেনে অভিযানে অংশ নিচ্ছে।

    তবে আজ প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকার করে যে এরকম কিছু সৈন্য ইউক্রেনীয় বাহিনীর হাতে বন্দী হয়েছে।

    মন্ত্রণালয় বলছে, এর পুনরাবৃত্তি ঠেকাতে এধরনের প্রায় সব সৈন্যকেই প্রত্যাহার করে নেয়া হয়েছে।

  7. ইউক্রেনে যুদ্ধবিমান পাঠাবে না জার্মানি

    জার্মানি বলছে, তারা ইউক্রেনে কোন যুদ্ধবিমান পাঠাবে না।

    এর আগে পোল্যান্ডপ্রস্তাব দিয়েছিল যে তারা জার্মানির একটি মার্কিন ঘাঁটির মাধ্যমে তাদের হাতে থাকা রুশ-নির্মিত মিগ-২৯ জেটগুলোকে ইউক্রেনে পাঠাতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্র ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে।

    জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ বলছেন, তার দেশ ইউক্রেনকে বিভিন্ন রকম প্রতিরক্ষা সরঞ্জাম পাঠিয়েছে তবে যুদ্ধবিমান তার অংশ নয়।

    যুক্তরাজ্যে প্রধানমন্ত্রীর দফতরের একজন মুখপাত্রও বলেছেন যে নেটোর জেটবিমান বা পাইলটরা রাশিয়ার বিমান গুলি করে নামাবে - এটা সম্ভব নয়।

  8. ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বাড়াচ্ছে যুক্তরাজ্য: বেন ওয়ালেস

    ইউক্রেনের আত্মরক্ষার জন্য যুক্তরাজ্য সেখানে অস্ত্রের সরবরাহ বাড়াচ্ছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস ।

    ব্রিটিশ পার্লামেন্টে মি. ওয়ালেস বলেন, যুক্তরাজ্য ইতোমধ্যেই ইউক্রেনে ২০০০ ‘নেক্সট-জেনারেশন’ হালকা ট্যাংক-বিধ্বংসী অস্ত্র পাঠিয়েছে এবং এই সংখ্যা এখন ৩,৬১৫তে উন্নীত করা হচ্ছে।

    তিনি আরো বলেন, এ ছাড়া ইউক্রেনকে ‘জ্যাভেলিন’ ট্যাংক-বিধ্বংসী অস্ত্রের একটি ছোট চালান দেয়া হচ্ছে এবং ‘স্টারস্ট্রিক’ নামের সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র পাঠানোর সম্ভাবনা কতিয়ে দেখা হচ্ছে।

    যুক্তরাজ্য এ ছাড়া হালকা অস্ত্র এবং অন্যান্য সরঞ্জামও পাঠিয়েছে, জানান মি. ওয়ালেস।

  9. রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: আজকের প্রধান খবরগুলো

    যদি আপনি এই মাত্র বিবিসি বাংলার লাইভ পেজে এসে থাকেন, তাহলে এখানে এক নজরে দেখে নিন ইউক্রেন সংকটের প্রধান খবরগুলো:

    যুদ্ধে বিপর্যস্ত রাজধানী কিয়েভের কিছু অংশ, খারকিভ. চেরনিহিভ, সুমি ও মারিউপোলে বেসামরিক মানুষদের পালানোর সুযোগ দিতে ১২ ঘন্টার জন্য যুদ্ধবিরতি।

    বাড়িঘর ছেড়ে যাওয়া মানুষদের প্রথম দলগুলো ইতোমধ্যেই বাসে করে নিরাপদ জায়গার উদ্দেশ্যে রওনা হয়েছে।

    ইউক্রেনে রাজধানী কিয়েভের উত্তর ও উত্তর-পশ্চিম দিকে রুশ বাহিনীর অব্যাহত আক্রমণের মুখে সেখানে প্রচণ্ড লড়াই চলছে।

    রাশিয়া ইউক্রেনে অভিযান শুরু করার পর সেদেশ থেকে প্রায় ১৩ লক্ষ ৩০ হাজার লোক পালিয়ে পোল্যান্ডে আশ্রয় নিয়েছে – বলছে পোলিশ সীমান্ত রক্ষী কর্তৃপক্ষ।

    তুরস্কের আনতালিয়া শহরে আগামীকাল বৃহস্পতিবার ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসতে রাজি হয়েছেন।

    পরমাণু কর্মসূচির ওপর নজরদারির প্রতিষ্ঠান আইএইএ বলছে - ইউক্রেনে চেরনোবিলের সাবেক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি থেকে তারা আর তথ্য পাচ্ছে না।

  10. চেরনোবিল বিদ্যুৎকেন্দ্রটি থেকে "কোন তথ্য পাচ্ছে না" আইএইএ

    জাতিসংঘের যে সংস্থাটি পরমাণু কর্মসূচির ওপর নজরদারি করে সেই আইএইএ বলছে- ইউক্রেনে চেরনোবিলের সাবেক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি থেকে তারা আর তথ্য পাচ্ছে না।

    সংস্থাটি বলছে, প্রায় দু্‌’সপ্তাহ আগে রুশ সৈন্যরা ওই কেন্দ্রটির নিয়ন্ত্রণ গ্রহণ করার পর থেকে সেখানে দুশো জনেরও বেশি লোক সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে এবং এ নিয়ে তারা উদ্বিগ্ন।

    আইএইএ বলছে, ইউক্রেনের এই পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিতে তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা স্বাভাবিক রয়েছে।

    তবে ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক কোম্পানি বলছে, চেরনোবিলের প্ল্যান্টটির বিদ্যুৎ সরবরাহ কেটে দেয়া হয়েছে ।

    দু'সপ্তাহ আগে রাশিয়া কেন্দ্রটি দখল করে নেবার সময় এই বিদ্যুতের লাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

    প্রতিষ্ঠানটি সতর্ক করে দিয়েছে যে কেন্দ্রটি থেকে তেজষ্ক্রিয় পদার্থ বেরিয়ে যেতে পারে কারণ ব্যবহৃত পারমাণবিক জ্বালানিকে ঠাণ্ডা করা যায় না।

    ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা ওই কেন্দ্রটিতে জরুরি মেরামতের কাজ করার জন্য যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

  11. ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, রুশ-ইউক্রেন আলোচনা "চূড়ান্ত পর্যায়ে"

    ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট গত কয়েকদিনের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে কথাবার্তা বলার পর- ইসরায়েলি কর্মকর্তারা সাংবাদিকদের বলেছেন,আলোচনা এখন এক চূড়ান্ত পর্যায়ে আছে।

    এ্যাক্সিওস নামে একটি মার্কিন-ভিত্তিক সংবাদ ওয়েবসাইট রিপোর্ট করেছে যে ইসরায়েলি কর্মকর্তারা মনে করছেন “দু’পক্ষের মধ্যেই অবস্থান নরম হতে দেখা গেছে।“

    তারা বলছেন, রুশ পক্ষ বলছে তারা শুধুই ডনবাস অঞ্চলকে অসামরিকীকরণ করতে চান।

    যদিও এর আগে - রুশ অভিযানের শুরুতে – মি. পুতিন বলেছিলেন, তিনি ইউক্রেনের অসামরিকীকরণ ও তাকে নাৎসীমুক্ত করতে চান। তিনি আরো বলেছিলেন, ইউক্রেনকে রাশিয়ার অংশ হিসেবে ক্রাইমিয়াকে স্বীকৃতি দিতে হবে এবং লুহানস্ক ও দোনেৎস্কের স্বাধীনতাকেও স্বীকৃতি দিতে হবে।

    ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, মি. জেলেনস্কির জন্য রুশ প্রস্তাব মেনে নেয়া ‘কঠিন’ ছিল তবে এতে কিয়েভে ক্ষমতার পরিবর্তনের কথা নেই এবং ইউক্রেনকেও তার সার্বভৌমত্ব বজায় রাখার সুযোগ দেয়া হচ্ছে।

    ইসরায়েলি দৈনিক জেরুসালেম পোস্ট কিছু সূত্রকে উদ্ধৃত করে বলছে, রুশ প্রস্তাবটি “চুঢ়ান্ত” এবং মি. জেলেনস্কি এটা না মানলে মি. পুতিন সামরিক অভিযান তীব্রতর করবেন।

  12. ইউক্রেনে কথিত 'বায়ো-ল্যাব' নিয়ে মার্কিন ব্যাখ্যা দাবি করছে মস্কো

    ইউক্রেনে রাশিয়ার ভাষায় “একটি সামরিক জীবাণু অস্ত্র কর্মসূচিকে” কেন যুক্তরাষ্ট্র সমর্থন দিয়েছিল - তার ব্যাখ্যা দিতে ওয়াশিংটনের প্রতি দাবি জানিয়েছে মস্কো।

    বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিচ্ছে।

    রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সংবাদ সম্মেলনে বলেন, ওই কর্মসূচিতে প্লেগ ও এ্যানথ্রাক্সের মত মারাত্মক জীবাণু নিয়ে কাজ চলছিল।

    তিনি এ ব্যাপারে ওয়াশিংটনের 'স্বচ্ছতা' দাবি করে বলেন, তার ভাষায় “বিশেষ অভিযানের সময়” এ থরনের কর্মসূচির সাক্ষ্য-প্রমাণ ও দলিলপত্র পাওয়া গেছে যাতে দেখা যায়, ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয় ২৪শে ফেব্রুয়ারির পর এসব জীবাণুর নমুনা ধ্বংস করার আদেশ দিয়েছিল।

    কিয়েভ ইতোমধ্যে এ অভিযোগ অস্বীকার করেছে। পেন্টাগনের একজন মুথপাত্র একে 'অবাস্তব' ও 'রুশ মিসইনফরমেশন' বলে বর্ণনা করেছেন।

  13. তুরস্কে অনুষ্ঠেয় বৈঠকে 'স্থায়ী যুদ্ধবিরতির' আশা করছেন এরদোয়ান

    তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান বলছেন, তিনি আশা করছেন যে বৃহস্পতিবার রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের যে বৈঠকটি আনতালিয়ায় অনুষ্ঠিত হবে – তা একটি স্থায়ী যুদ্ধবিরতির পথ খুলে দেবে বলে তিনি আশা করছেন।

    ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর এই প্রথম দুটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠক হতে যাচ্ছে।

    তুরস্ক নেটো জোটের সদস্য হলেও রাশিয়া-ইউক্রেন সংকটে প্রেসিডেন্ট এরদোয়ান পশ্চিমা দেশগুলোর তুলনায় ভিন্ন এক ভূমিকা নিচ্ছেন।

  14. লড়াইয়ে বিপর্যস্ত কিছু এলাকায় ১২ ঘন্টার যুদ্ধবিরতি

    ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেসচুক বলছেন, যুদ্ধে সবচেয়ে বিপর্যস্ত অবস্থায় থাকা কিছু অঞ্চলের বেসামরিক মানুষদের পালানোর সুযোগ দিতে ১২ ঘন্টার জন্য একটি যুদ্ধবিরতি করতে রাজি হয়েছে রাশিয়া।

    এগুলো হচ্ছে রাজধানী কিয়েভের কিছু অংশ, খারকিভ. চেরনিহিভ, সুমি ও মারিউপোল।

    এসব শহর থেকে বেরিয়ে যাবার মানবিক করিডোরগুলো বুধবার সন্ধ্যা পর্যন্ত খোলা থাকবে।

    রয়টার্স জানাচ্ছে এসব শহরে কয়েক লাখ লোক লড়াইয়ের কারণে খাদ্য, পানি, বিদ্যুৎ ও ওষুধের অভাবের মধ্যে আটকা পড়েছে।

    উত্তরপূর্বের সুমি শহরের মেয়র বলেছেন, সেখান থেকে লোকজন ইতোমধ্যেই গাড়িতে করে বেরিয়ে যেতে শুরু করেছেন।

  15. কিয়েভের উত্তর ও উত্তর-পশ্চিমে তীব্র লড়াই চলছে

    ইউক্রেনে রাজধানী কিয়েভের উত্তর ও উত্তর পশ্চিমদিকে রুশ বাহিনীর অব্যাহত আক্রমণের মুখে সেখানে প্রচণ্ড লড়াই চলছে।

    বিবিসির একজন সংবাদদাতা জানাচ্ছেন, বিশেষ করে পশ্চিম দিকে তীব্র লড়াই হচ্ছে।

    সেখানে ইউক্রেনের চেকপয়েন্টগুলোর ওপর অব্যাহতভাবে মর্টারের গোলাবর্ষণ হচ্ছে, তবে ইউক্রেনের সৈন্যরা বলছে তারা তাদের অবস্থান ধরে রেখেছে এবং রুশ অগ্রাভিযান ঠেকিয়ে দিচ্ছে ।

    ইউক্রেনের পার্লামেন্টের একজন সদস্য ইনা সোভসান বিবিসিকে বলেন, রুশরা উল্লেখযোগ্য কোন অগ্রগতি ঘটাতে হিমশিম থাচ্ছে।

    ইউক্রেনের কর্তৃপক্ষ আরো বলছে, সংঘাতে এ পর্যন্ত ৫২টি শিশু নিহত হয়েছে।

  16. ইউক্রেন-রাশিয়া হামলার সর্বশেষ যা জানা যাচ্ছে

    ইউক্রেনে রাশিয়ার হামলার ১৪দিন দিন আজ। এখনো দেশটির অনেকগুলো শহর ঘিরে রেখেছে রাশিয়া। আপনি যদি কিছুক্ষণ আগে এই পাতায় যোগ দিয়ে থাকেন, তাহলে যুদ্ধের সর্বশেষ যেসব তথ্য জেনে রাখতে পারেন:

    • রোমানিয়া থেকে বাংলাদেশে ফিরে এসেছেন ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধির ২৮ জন নাবিক। তেসরা মার্চ সেই জাহাজে রকেট হামলায় একজন নাবিক নিহত হন। পরবর্তীতে জাহাদের বাকি নাবিকদের স্থানীয় বাংলাদেশিদের সহায়তায় সরিয়ে নেয়া হয়।
    • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা তুরস্কে একটি বৈঠকে মিলিত হতে যাচ্ছেন। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর এই প্রথম দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসতে যাচ্ছেন। বৃহস্পতিবার এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
    • রাশিয়ার রাষ্ট্রীয় মাধ্যম জানিয়েছে, বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরে যেতে সুযোগ দেয়ার জন্য রাশিয়া মানবিক করিডোর ঘোষণা করেছে। কিয়েভ, চেরনিহিভ, সুমি, খারকিভ, মারিউপোল শহরের বাসিন্দারা নিরাপদ করিডোর ব্যবহারের সুযোগ পাবেন। এই সপ্তাহে তৃতীয়বারের মতো এ ধরনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে মস্কো।
    • রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, তারা কিছু গোপন নথিপত্র পেয়েছে, যা প্রমাণ করছে যে, রাশিয়া সমর্থিত পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী এলাকায় হামলার পরিকল্পনা করছিল কিয়েভ। রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের ভাষায় লেখা এসব নথিপত্র তারা স্বাধীনভাবে যাচাই করে দেখতে পারেনি। তবে সেগুলো সামরিক ইউনিটের যুদ্ধ প্রস্তুতির পরিকল্পনার খুটিনাটি রয়েছে।
    • সিআইএ জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরিকল্পনা করেছিলেন যে, দুই দিনের মধ্যেই কিয়েভ দখল করে নেবেন।
    • যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল, গ্যাস ও কয়লা আমদানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের কথা ঘোষণা করেছেন। রাশিয়ান তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে যুক্তরাজ্যও।
    • জাতিসংঘ জানিয়েছে, ইউক্রেনের যুদ্ধে এ পর্যন্ত ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
  17. ইউক্রেন থেকে পোল্যান্ডে আশ্রয় নিয়েছে ১৩ লক্ষাধিক লোক

    রাশিয়া ইউক্রেনে অভিযান শুরু করার পর সেদেশ থেকে প্রায় ১৩ লক্ষ ৩০ হাজার লোক পালিয়ে পোল্যান্ডে আশ্রয় নিয়েছে – বলছে পোলিশ সীমান্ত রক্ষী কর্তৃপক্ষ।

    বুধবার এক টুইট বার্তায় এজেন্সিটি বলছে – যারা পোল্যান্ডে এসেছে তাদের মধ্যে ৯৩ শতাংশ ইউক্রেনীয় নাগরিক,১ শতাংশ পোলিশ এবং ৬ শতাংশ লোক পৃথিবীর প্রায় ১০০টি দেশ থেকে আসা।

    এতে বলা হয়, শুধু বুধবার সকালেই ৩৩,৫০০ লোক ইউক্রেন সীমান্ত পার হয়ে পোল্যান্ডে ঢুকেছে।

  18. ইউক্রেনের দনবাসে হামলার নতুন তথ্য পাওয়ার দাবি রাশিয়ার

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, তারা কিছু গোপন নথিপত্র পেয়েছে, যা প্রমাণ করছে যে, রাশিয়া সমর্থিত পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী এলাকায় হামলার পরিকল্পনা করছিল কিয়েভ।

    বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় ছয় পৃষ্ঠার নথিপত্র পাঠিয়েছে, যা প্রমাণ করে যে, বিদ্রোহী নিয়ন্ত্রিত দোনবাসে হামলার পরিকল্পনা করছিল কিয়েভের সরকার।

    রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের ভাষায় লেখা এসব নথিপত্র তারা স্বাধীনভাবে যাচাই করে দেখতে পারেনি। তবে সেগুলো সামরিক ইউনিটের যুদ্ধ প্রস্তুতির পরিকল্পনার খুটিনাটি রয়েছে।

    গত মাসেই প্রেসিডেন্ট পুতিন বিদ্রোহী নিয়ন্ত্রিত দুটি অঞ্চলের স্বাধীনতার স্বীকৃতি দেন। এর কিছুদিন পরেই তিনি সেসব অঞ্চলে সেনা মোতায়েনের আদেশ দেন।

    এরপর ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ঘটনা ঘটে।

  19. সুমি শহরে রাশিয়ান বিমান হামলায় ২২ জন নিহত

    ইউক্রেনের সুমি শহরে রাশিয়ার বিমান হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে, যাদের মধ্যে তিনটি শিশু রয়েছে।

    সুমির আঞ্চলিক গর্ভনর দিমিত্রো যাইভিৎস্কি বলেছেন, মঙ্গলবার সারা রাত ধরে একটি আবাসিক এলাকায় বোমা ফেলেছে রাশিয়া। ওই ঘটনাকে তিনি 'গণহত্যা' বলে বর্ণনা করেছেন।

    বিবিসি ইউক্রেনকে তিনি বলেছেন, ''এক রাতেই তিনটি বোমা...এটা ছিল ভয়াবহ একটি রাত।''

    একটি বাড়িতে নয়জন নিহত হয়েছে। ছয়টি বাড়ি ধ্বংস হয়ে গেছে, আরও অন্তত ২০টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

    এর আগে শহর কর্তৃপক্ষ জানিয়েছিল, প্রায় পাঁচ হাজার মানুষকে সুমি থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

  20. বিদেশি নেতা হিসেবে প্রথমবারের মতো ব্রিটিশ পার্লামেন্টে জেলেনস্কির বক্তব্য