আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর খেরসন 'পুরোপুরি রুশ দখলে'

ইউক্রেনের দুটি গুরুত্বপূর্ণ শহরের আবাসিক এলাকাগুলোতে রাশিয়া তাদের বোমাবর্ষণ জোরালো করেছে। বন্দরনগরী মারিওপোল এবং খারকিভ ঘিরে রেখেছে রাশিয়ার সৈন্যরা। রাশিয়ার সৈন্যরা দাবি করছে, দক্ষিণের খেরসন এলাকাও তাদের নিয়ন্ত্রণে

সরাসরি কভারেজ

আকবর হোসেন and পুলক গুপ্ত

  1. ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে অষ্টম দিনে বিবিসি বাংলার খবরের লাইভ আপডেট আজ এখানেই শেষ হচ্ছে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

  2. ইউক্রেনে যুদ্ধে আজকের দিনের এখন পর্যন্ত প্রধান খবরগুলো

    ইউক্রেনের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী খেরসনের নিয়ন্ত্রণ দখল করেছে রাশিয়ার সেনাবাহিনী।

    উত্তরাঞ্চলীয় চেরনিহিভ শহরে এক বিমান হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে বলে ইউক্রেনের জরুরি সেবা সার্ভিস জানিয়েছে।

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, এ যুদ্ধ বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে তার সাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি আলোচনা।

    রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের অসামরিকীরণ এবং তাকে একটি নিরপেক্ষ দেশে পরিণত করর লক্ষ্য রাশিয়া সাফল্যের সাথেই অর্জন করবে।

    মারিউপোল শহরের ওপর প্রচণ্ড গোলাবর্ষণ চলছে, এবং শহরটি রুশ বাহিনী ঘিরে রেখেছে।

    রাজধানী কিয়েভ এখনো ইউক্রেনের সরকারি নিয়ন্ত্রণেই আছে, তবে বেশ কয়েকটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

    দি হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইউক্রেনে সম্ভাব্য যুদ্ধাপরাধের সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করা শুরু করেছে।

    জাতিসংঘের শরণার্থী সংস্থা বলছে, রুশ অভিযানের কারণে ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে পালানো মানুষের সংখ্যা এক মিলিয়ন বা ১০ লাখ ছাড়িয়েছে।

  3. পুতিনের সাথে 'সরাসরি আলোচনার' কথা বললেন জেলেনস্কি, "এ যুদ্ধ বন্ধ করার একমাত্র উপায় আমার সাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি আলোচনা"

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, এ যুদ্ধ বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে তার সাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি আলোচনা।

    এক সংবাদ সম্মেলনে মি. জেলেনস্কি কিছুক্ষণ আগে বলেন, “আমার সঙ্গে বসুন, তবে ফরাসী প্রেসিডেন্ট ম্যাক্রঁর মত ৩০ মিটার দূরে নয়” – গত মাসে এক লম্বা টেবিলের দু’প্রান্তে বসে দুই নেতার বৈঠকের প্রতি ইঙ্গিত করে বলেন তিনি।

    মি. জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর প্রতি তাকে যুদ্ধবিমান পাঠানোরও আহ্বান জানান।

    “আপনাদের যদি আকাশ বন্ধ করার ক্ষমতা না থাকে, তাহলে আমাকে বিমান দিন” – বলেন তিনি।

    ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, “যদি আমরা না থাকি, তাহলে ঈশ্বর না করুন – এর পর লাতভিয়া, লিথুয়ানিয়া আর এস্তোনিয়ার পালা আসবে।“

  4. প্রচণ্ড গোলাবর্ষণের মধ্যে মারিওপোলে মানবিক সংকটের আশংকা

    ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মারিওপোল রুশ বাহিনী অবরোধের মুখে পড়ার পর কর্তৃপক্ষ ক্রমবর্ধমান মানবিক সঙ্কটের ব্যাপারে হুঁশিয়ারি জানিয়েছে।

    শহরের ডেপুটি মেয়র সার্গেই ওরলভ বিবিসিকে বলেছেন, মারিওপোলে বিদ্যুৎ, পানি এবং হিটিং সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে।

    সেখানে অন্তত ২০০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে এবং এদের অনেকের মরদেহ উদ্ধার করা যাচ্ছে না বলে তিনি জানান।

    মারিওপোলের ওপর আজ সকাল থেকেই প্রচণ্ড গোলাবর্ষণ করা হয়।

    একজন বাসিন্দা বিবিসিকে বলেছেন, তারা দুদিন ধরে বিদ্যুত ও পানিবিহীন অবস্থায় আছেন।

  5. রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনার দ্বিতীয় পর্ব শুরু

    ইউক্রেন ও রাশিয়ার দুই প্রতিনিধিদল বেলারুসে আজ দ্বিতীয় দফা শান্তি আলোচনায় বসেছে।

    একজন ইউক্রেনীয়ান আলোচক দাভিদ আরাখামিয়া বলছেন, কিয়েভের ন্যূনতম লক্ষ্য হচ্ছে রাশিয়াকে মানবিক করিডোর প্রতিষ্ঠার জন্য রাজি করানো, যাতে বেসামরিক মানুষেরা সংঘাতপূর্ণ এলাকাগুলো ছেড়ে পালাতে পারে।

  6. রাশিয়া তার লক্ষ্য অর্জন করবে: ম্যাক্রঁকে বললেন পু্তিন

    রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁকে বলেছেন, ইউক্রেনের অসামরিকীরণ এবং তাকে একটি নিরপেক্ষ দেশে পরিণত করাই তার লক্ষ্য - আর এ লক্ষ্য রাশিয়া সাফল্যের সাথেই অর্জন করবে।

    মি. পুতিন আজ মি. ম্যাক্রঁর সাথে টেলিফোনে কথা বলেন।

    এ সময় মি. পুতিন বলেন, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সামরিক কার্যক্রম চলবে।

    তিনি আরো বলেন, রুশ সামরিক অভিযান পরিকল্পনা অনুযায়ীই এগুচ্ছে।

    ইউক্রেন যদি আলোচনাকে বিলম্বিত করার চেষ্টা করে তাহলে রাশিয়া তার দাবির তালিকায় আরো নতুন নতুন দাবি যোগ করবে।

  7. ইউক্রেনে 'বাংলার সমৃদ্ধি'র ২৮ জনকে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে, পোল্যান্ড থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন এ খবর জানিয়েছেন।

    ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকাপড়া বাংলাদেশি জাহাজটিতে থাকা ২৮ জন নাবিক ও ইঞ্জিনিয়ারকে ওই বন্দর থেকে দুই কিলোমিটার দূরের একটি নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।

    পোল্যান্ড থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন বিবিসি বাংলাকে এ খবর জানিয়েছেন।

    ‘বাংলার সমৃদ্ধি’ নামের ওই জাহাজটিতে বুধবার রকেট হামলায় নিহত হওয়া ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহও একটি নিরাপদ হিমাগারে নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি জানান।

    রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন আরো জানান, বন্দরটির আশপাশের এলাকায় বাংলাদেশী অনেকে রয়েছেন - যাদের সহায়তার এ কাজটি দ্রুত করা সম্ভব হয়েছে।

    তিনি বলেন, হাদিসুর রহমানের মরদেহসহ এই ২৮ জনকে সীমান্ত পার করে পোল্যান্ডে নিয়ে যাবার চেষ্টা করা হচ্ছে।

  8. ইউক্রেন পরিস্থিতি : এ পর্যন্ত দিনের প্রধান ঘটনাবলী

    ইউক্রেনের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী খেরসনের নিয়ন্ত্রণ দখল করেছে রাশিয়ার সেনাবাহিনী।

    খেরসনের আঞ্চলিক প্রশাসনিক ভবনটি রুশ বাহিনী সম্পূর্ণরূপে দখল করে নিয়েছে – এক ফেসবুকে পোস্টে জানিয়েছেন, প্রাদেশিক প্রশাসনের প্রধান হেনাডলি লাহুতা। এটিই হচ্ছে রুশ বাহিনীর দখলে চলে যাওয়া প্রথম গুরুত্বপূর্ণ ইউক্রেনীয় শহর।

    ইউক্রেনের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী খেরসনের নিয়ন্ত্রণ দখল করেছে রাশিয়ার সেনাবাহিনী।

    মারিউপোল শহরের ওপর প্রচণ্ড গোলাবর্ষণ চলছে, এবং শহরটি রুশ বাহিনী ঘিরে রেখেছে।

    দি হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইউক্রেনে সম্ভাব্য যুদ্ধাপরাধের সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করা শুরু করেছে।

    জাতিসংঘের শরণার্থী সংস্থা বলছে, রুশ অভিযানের কারণে ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে পালানো মানুষের সংখ্যা এক মিলিয়ন বা ১০ লাখ ছাড়িয়েছে।

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ বলেছেন, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় – তাহলে তা হবে “পারমাণবিক যুদ্ধ।”

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি নতুন ভিডিও প্রকাশ করে বলেছেন, রাশিয়ার বাহিনী তার দেশে যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তার জন্য মস্কোকে মূল্য দিতে হবে।

  9. বন্দরনগরী খেরসনের প্রশাসনিক ভবন 'পুরোপুরি' রুশ নিয়ন্ত্রণে

    ইউক্রেনের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী খেরসনের নিয়ন্ত্রণ দখল করেছে রাশিয়ার সেনাবাহিনী।

    খেরসনের আঞ্চলিক প্রশাসনিক ভবনটি রুশ বাহিনী সম্পূর্ণরূপে দখল করে নিয়েছে – এক ফেসবুকে পোস্টে জানিয়েছেন প্রাদেশিক প্রশাসনের প্রধান হেনাডলি লাহুতা।

    এটিই হচ্ছে রুশ বাহিনীর দখলে চলে যাওয়া প্রথম গুরুত্বপূর্ণ ইউক্রেনীয় শহর।

  10. হাদিসুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকার রুশ দূতাবাস

    ইউক্রেনে কৃষ্ণসাগর তীরবর্তী বন্দর অলভিয়ায় ২৯ জন নাবিক সহ আটকাপড়া বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ওপর এক ক্ষেপণাস্ত্র হামলায় একজন বাংলাদেশি নাবিক মারা যাবার খবরের ব্যাপারে একটি বিবৃতি দিয়েছে ঢাকার রুশ দূতাবাস।

    বিবৃতিতে নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের স্বজনদের প্রতি গভীর শোক প্রকাশ করে বলা হয়, রুশ পক্ষ ওই বাংলাদেশি জাহাজটি যেন বন্দর থেকে নিরাপদে বেরিয়ে যেতে পারে তার জন্য সবরকম প্রয়াস চালাচ্ছে।

    এতে আরো বলা হয়, কি পরিস্থিতিতে এ ঘটনা ঘটেছে তা নিরুপণ করা হচ্ছে।

  11. ইউক্রেনে সম্ভাব্য যুদ্ধাপরাধের তথ্যপ্রমাণ সংগ্রহ শুরু, যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং গণহত্যার অভিযোগ এ তদন্তের অন্তর্ভুক্ত হবে

    দি হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইউক্রেনে সম্ভাব্য যুদ্ধাপরাধের তথ্যপ্রমাণ সংগ্রহ করা শুরু করেছে।

    আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান বলেন, ৩৯টি দেশের পক্ষ থেকে জানানো এক আহ্বানের পর তিনি তদন্ত শুরু করেছেন।

    যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং গণহত্যার অভিযোগগুলো এ তদন্তের অন্তর্ভুক্ত হবে এবং ২০১৪ সালে রাশিয়ার ক্রাইমিয়াকে নিজের অঙ্গীভূত করার ঘটনাটিও এর আওতায় পড়বে।

    রাশিয়া বা ইউক্রেন কেউই আইসিসির সদস্য নয়, তবে কিয়েভ এ আদালতের বিচারিক ক্ষমতাকে মেনে নিয়েছে।

  12. ইউক্রেনে হামলার প্রথম ৭ দিন কী ঘটেছে?, গত এক সপ্তাহ বিশ্বজুড়ে আলোচনায় ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। পুতিনের হুঁশিয়ারি, ক্ষেপণাস্ত্র হামলা, ইউক্রেনের প্রতিরোধের আহ্বান, রাশিয়াসহ বিশ্বের নানা প্রান্তে যুদ্ধবিরোধী প্রতিবাদ। দেখে নিন - কী কী ঘটেছে গত সাত দিনে?

  13. পারমাণবিক অস্ত্রের ধ্বংসক্ষমতা কত ব্যাপক?, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ বলেছেন, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় – তাহলে তা হবে “পারমাণবিক যুদ্ধ।”

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ বলেছেন, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় – তাহলে তা হবে “পারমাণবিক যুদ্ধ।”

    পারমাণবিক বোমা বিস্ফোরিত হলে কত ব্যাপক ধ্বংসযজ্ঞ হতে পারে? দেখুন নিচের গ্রাফিক্সে।

    বিস্তারিত পড়তে পারেন বিবিসি বাংলার এই প্রতিবেদনে

  14. দেশ ছেড়ে পালানো ইউক্রেনীয়ের সংখ্যা ১০ লাখ ছাড়ালো

    জাতিসংঘের শরণার্থী সংস্থা বলছে, রুশ অভিযানের কারণে ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে পালানো মানুষের সংখ্যা এক মিলিয়ন বা ১০ লাখ ছাড়িয়েছে।

    এর মধ্যে পোল্যান্ডে চলে গেছেন ৫৭৫,০০০-এরও বেশি ইউক্রেনীয়।

    পোলিশ সীমান্ত রক্ষী এজেন্সি বলছে, শুধু বুধবারেই অন্তত ৯৫,০০০ মানুষ পোল্যান্ডে ঢুকেছে।

    পোল্যান্ড ছাড়াও প্রতিবেশী রোমানিয়া, হাঙ্গেরি, শ্লোভাকিয়া, মলদোভা এবং অন্য ইউরোপীয় দেশেও ইউক্রেন ছেড়ে পালানো মানুষরা আশ্রয় নিচ্ছে।

  15. ভলোদিমির জেলেনস্কির নতুন ভিডিও, "ইউক্রেনের শহরগুলোর ওপর বিরামহীনভাবে রুশ গোলাবর্ষণ চলছে"

    মি লাভরভ যখন মস্কোতে কথা বলছেন, সেসময়ই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি নতুন ভিডিও প্রকাশ করেছেন।

    তিনি বলেন, ইউক্রেনের সৈন্যরা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে তবে বুধবার মধ্যরাত থেকে শহরগুলোর ওপর বিরামহীনভাবে রুশ গোলাবর্ষণ চলছে।

  16. বাংলাদেশি যুবকের খারকিভ থেকে পালানোর গল্প

    ইউক্রেনের খারকিভ মেডিকেল ইন্সটিটিউটে এমবিবিএস পঞ্চম বর্ষের ছাত্র বাংলাদেশি রোহান চৌধুরি। অন্য আরও অনেক বাঙালির মতো তিনিও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আটকা পড়েছেন। সেই অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন বিবিসি বাংলাকে

    এবার তিনি খারকিভ থেকে নিপ্রোতে পৌঁছেছেন। অপেক্ষায় আছেন সীমান্ত অঞ্চলে পৌঁছে সীমান্ত পাড়ি দেয়ার জন্য। তার নিজের মুখেই শুনুন সেই অভিজ্ঞতার কথা।

  17. তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তা পারমাণবিক যুদ্ধই হবে: লাভরভ, মার্কিন যুক্তরাষ্ট্রকে নেপোলিয়ন ও হিটলারের সাথে তুলনা করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ বলেছেন, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় – তাহলে তা হবে “পারমাণবিক যুদ্ধ।”

    মস্কোয় এক সংবাদ সম্মেলনে মি লাভরভ বলেন, , মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনই বলেছেন (রাশিয়ার ওপর) নিষেধাজ্ঞা আরোপের একমাত্র বিকল্প হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ - আর তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তা পারমাণবিক যুদ্ধই হবে।

    তিনি আরো বলেন, রুশ জনগণের মাথায় এসব চিন্তা ঘুরছে না বরং পশ্চিমা রাজনীতিবিদদের মাথায়ই ঘুরছে।

    মি. লাভরভ আবারো বলেন , ইউক্রেনের সরকার একটি নব্য-নাৎসী শাসকচক্র, এবং তাদের ‘গ্যাং’গুলো মারিউপোল সহ বিভিন্ন শহরে লুটপাট চালাচ্ছে, বেসামরিক মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে। বিবিসি এসব দাবির পক্ষে কোন প্রমাণ পায়নি।

    রুশ পররাষ্ট্রমন্ত্রী এ ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রকে নেপোলিয়ন ও হিটলারের সাথে তুলনা করেন, এবং বলেন, নেপোলিয়ন ও হিটলারের যেমন ইউরোপকে পদানত করার লক্ষ্য ছিল - এখন আমেরিকানরা তাই করছে।

  18. সিবিএসের ক্যামেরায় ধরা পড়লো কিয়েভের বিস্ফোরণ

    সিবিএস নিউজের টিভি ক্রুদের ক্যামেরা ধরা পড়েছে গতরাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে বিস্ফোরণের দৃশ্য।

    সিবিএসের সংবাদদাতা চার্লি ডি’আগাতা ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকার সময়ই পেছনে বিস্ফোরণের আগুনের ঝলক দেখা যায়। তিনি বলছিলেন, মনে হয়েছিল যেন বজ্রপাত হলো।

  19. ইউক্রেনে রুশ আক্রমণের অষ্টম দিনে সবশেষ আপডেট জানাতে বিবিসি বাংলার সরাসরি আয়োজনে আবারো স্বাগতম।। রিপোর্ট করছেন আকবর হোসেন ও পুলক গুপ্ত।

  20. ইউক্রেন পরিস্থিতি নিয়ে দিনের ঘটনাবলী

    • রাজধানী কিয়েভে রাতে চারটি বড় আকারের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ইউক্রেনের আরো কয়েকটি বড় শহরে রাশিয়া হামলা জোরালো করেছে।
    • রাশিয়ার ৬০ কিলোমিটার দীর্ঘ সামরিক বহর কিয়েভ থেকে কিছুটা দূরত্বে অবস্থান করছে। স্যাটেলাইট ইমেজ পর্যবেক্ষণ করে আমেরিকা এবং ব্রিটেনের কর্মকর্তারা বলছেন, এ বহর কার্যত থেমে আছে। এতে জ্বালানি এবং খাদ্য সংকট থাকতে পারে।
    • রাশিয়ার কর্মকর্তারা বলছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভ শহরের বাসিন্দাদের সেখান থেকে সরে যাওয়ার সময় রাশিয়ার সৈন্যরা কোন প্রতিবন্ধকতা তৈরি করবে না। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, কিয়েভ শহর থেকে বাসিন্দারা যাতে বের হতে পারে সে সুযোগ দেয়া হবে।
    • ইউক্রেনের অলভিয়া বন্দরে বাংলাদেশি জাহাজে রকেট হামলায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ জাহাজের ভেতরেই ফ্রিজিং করে রাখা হয়েছে। কর্মকর্তারা বলছেন, এই মুহূর্তে জাহাজটি বন্দর ছেড়ে যাওয়া নিরাপদ নয়।
    • রাশিয়া এবং বেলারুশের অ্যাথলেটদের বেইজিং ২০২২ শীতকালীন প্যারালিম্পিকস থেকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি।
    • এ প্রথমবারের মতো রাশিয়া স্বীকার করেছে যে ইউক্রেনে হামলা শুরুর পর থেকে তাদের ৪৯৮জন সৈন্য নিহত হয়েছে। এছাড়া আরো ১৫৯৭ জন আহত হয়েছে।
    • রাশিয়ার মুদ্রা রুবলের দরপতন ঠেকাতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক নানা পদক্ষেপ অব্যাহত রেখেছে। রাশিয়ার নাগরিকরা যাতে রুবল বিক্রি করে বিদেশী মুদ্রা কিনতে না পারে সেজন্য ৩০ শতাংশ কমিশন আরোপ করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।
    • ইউক্রেনে রাশিয়ার হামলাকে নিন্দা জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাশ হয়েছে। জাতিসংঘের সদস্য ১৯৩টি রাষ্ট্রের মধ্যে ১৪১টি রাষ্ট্র নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। এছাড়া বিপক্ষে ভোট দিয়েছে পাঁচটি দেশ এবং ভোট দেয়ায় বিরত ছিল ৩৫টি দেশ। বাংলাদেশ ভোট দেয়া থেকে বিরত ছিল।
    • রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী খারসন নিয়ন্ত্রণে নিয়েছে। এক সপ্তাহ আগে হামলা শুরুর পর এই প্রথম কোন বড় শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়ার সৈন্যরা।