রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সর্বশেষ খবরাখবরের লাইভ রিপোর্টিং আজকের মত শেষ করছি শাকিল আনোয়ার। সাথে থাকার জন্য ধন্যবাদ
আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
কিয়েভ টিভি টাওয়ারে হামলায় নিহত ৫, নগরবাসীদের সতর্ক করেছে রাশিয়া
রুশ সৈন্যরা ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলার প্রস্তুতি নিয়েছে বলে শহরের বাসিন্দাদের সতর্ক করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। কিয়েভের দিকে ৬৪ কিমি দীর্ঘ রুশ সেনাবহর। শহরে আতংক ছড়িয়ে পড়েছে।
সরাসরি কভারেজ
আকবর হোসেন and শাকিল আনোয়ার
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের খবরাখবরের সর্বশেষ:
-রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার প্রস্তুতি নিয়েছে বলে শহরের বাসিন্দাদের সতর্ক করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। কিছু স্থাপনার কাছাকাছি এলাকা থেকে বেসামরিক লোকজনকে দ্রুত সরে যেতে বলা হয়েছে।
-কিয়েভের টিভি টাওয়ারে এক বিষ্ফোরণে কমপক্ষে পাঁচজন মারা গেছে। ইউক্রেনের সরকার বলছে রুশ সৈন্যদের এই হামলার পর টাওয়ারের অনেক চ্যানলে অকেজো হয়ে পড়েছে।
-ইউরোপীয় পার্লামেন্টের বিশেষ এক সভায় ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দ্রুত ইইউই জোটে তার দেশকে নেওয়ার অনুরোধ করেন।
-রাশিয়ার সেনাবাহিনীর প্রায় ৬৫ কিমি একটি দীর্ঘ সামরিক বহর কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে।
কিয়েভ টিভি টাওয়ারে রুশ হামলা, নিহত ৫
কিয়েভের টিভি টাওয়ারের কাছে বিস্ফোরণ নিয়ে প্রাথমিক বিভ্রান্তির পর ইউক্রেনের সরকার থেকেই এখন বলা হচ্ছে টাওয়ারে রাশিয়া হামলা করেছে।
সরকারের জরুরী বিভাগ জানিয়েছে হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বেশ কিছু যন্ত্রপাতির ক্ষতি হয়েছে এবং “বেশ কিছু সময়ের জন্য চ্যানেলগুলো কাজ করবে না।“
ইউক্রেনের রাজধানী কিয়েভের টেলিভিশন টাওয়ারের কাছ ঘন কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। টাওয়ারের ওপর কোনো গোলা পড়েছে কিনা তা এখনও পরিষ্কার নয়। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ফুটেজে দেখা গেছে সেখানে বিস্ফোরণ হয়েছে। ফুটেজটি বিবিসি যাচাই করেছে।
এর আগে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে কিয়েভের বাসিন্দাদের সতর্ক করা হয় রুশ সৈন্যরা নগরের বিশেষ বিশেষ লক্ষ্যবস্তুতে হামলার প্রস্তুতি নিচ্ছে
খারকিভে গোলার আঘাতে ভারতীয় ছাত্র নিহত
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্মম শহর খারকিভে গোলার আঘাতে ভারতীয় ছাত্র নাভিন এস জ্ঞানাগৌড়া নিহত হয়েছেন।
বাইশ বছরের এই মেডিকেল ছাত্র মঙ্গলবার শহরে কারফিউ ভাঙার পর বোমা শেল্টার থেকে বেরিয়ে খাবার কিনতে বাইরে গেলে তার মৃত্যু হয়।
তার একজন বন্ধু বলেন মুত্যুর কিছুক্ষণ আগেও তাদের মধ্যে কথা হয়েছে।
“সকাল আটটার দিকে সে আমাকে ফোন করে তার অ্যাকাউন্টে কিছু টাকা ট্রান্সফার করতে বলে কারণ সে আমাদের জন্য কিছু খাবার কিনে এনে রাখতে চেয়েছিল,” নিহত নাভিনের বন্ধু শ্রীকান্ত চেনাগৌড়া বিবিসিকে বলেন। খারকিভের একটি অ্যাপার্টমেন্ট ভবনের নীচে বোমা শেল্টারের ভেতর থেকে তিনি কথা বলছিলেন।
দুজনেই খারকিভ ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।
ভারতের পররাষ্ট্র দপ্তর নাভিনের মৃত্যুর কথা নিশ্চিত করে বলেছে গোলার আগাতে তিনি মানা গেছেন. এবং তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে।
হাজার হাজার ভারতীয় নাগরিক, যাদের সিংহভাগই শিক্ষার্থী, ইউক্রেনে আটকা পড়েছেন।
অনেক ভারতীয় ছাত্র-ছাত্রী খাবারের অভাব জানিয়ে এবং ইউক্রেন থেকে বেরিয়ে যেতে ভারত সরকারের সাহায্য চেয়ে টুইটারে বার্তা পোস্ট করছেন।
কয়েকশ ভারতীয় ছাত্র-ছাত্রী গত কয়েকদিনে আশপাশের কয়েকটি দেশে পালিয়ে যেতে পেরেছে।
তবে সিংহভাগই এখনও ইউক্রেনের ভেতরেই রয়েছে। এখনও এক খারকিভেই হাজার তিনেক ভারতীয় শিক্ষার্থী রয়েছে বলে জানা গেছে।
কিয়েভে হামলা শুরুর হুমকি রাশিয়ার, নগরবাসীদের প্রতি সতর্কতা
রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার প্রস্তুতি নিয়েছে বলে শহরের বাসিন্দাদের সতর্ক করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আজ (মঙ্গলবার) বিকালের দিকে এক বিবৃতিতে রুশ কর্মকর্তারা বলেছেন ইউক্রেনের "নিরাপত্তা বিভাগের প্রযুক্তি কেন্দ্র এবং প্রধান সাই-অপ সেন্টার” টার্গেট করে হামলা চালানো হবে।
এ সব সামরিক স্থাপনার কাছাকাছি এলাকা থেকে বেসামরিক লোকজনকে দ্রুত সরে যেতে বলা হয়েছে।
রুশ বিবৃতিতে বলা হয়, “ইউক্রেনের যেসব নাগরিক জাতীয়তাবাদীদের উসকানিতে তৎপর তাদের এবং কিয়েভের অন্য বাসিন্দা যারা এসব স্থাপনার কাছে বসবাস করছেন তাদের সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ করছি।“
রুশ কর্মকর্তারা বলছেন রাশিয়ার বিরুদ্ধে প্রচারণা বন্ধের লক্ষ্যে এই হামলা চালানো হবে।
কেউ আমাদের মচকাতে পারবে না: জেলেনস্কি
ইউরোপীয় পার্লামেন্টের বিশেষ এক সভায় ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন তার দেশে এখন যা হচ্ছে তা একটি ট্রাজেডি এবং ইউেক্রনিয়ানরা তাদের “দেশ, জীবন এবং মুক্তির” জন্য যুদ্ধ করছে।
“আমাদের কেউ মচকাতে পারবেনা কারণ আমরা ইউক্রেনিয়ান,” ভিডিও কলে যোগ দিয়ে তার ভাষণে বলেন মি জেলেনস্কি।
তার ভাষণের সময় ইউরোপীয় পার্লামেন্টের কক্ষে এক আবেগ-ঘন পরিস্থিতি তৈরি হয়। ইউরোপীয় এমপি এবং কর্মকর্তারা উঠে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ধরে হাততালি দেন।
ইউরোপীয় এমপিদের উদ্দেশ্য করে মি জেলেনস্কি বলেন, “প্রমাণ করুণ আপনারা অমাদের সাথে রয়েছেন, প্রমাণ করুণ ইউক্রেনকে আপনারা বর্জন করবেন না।“
দুদিন আগে মি জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান ইউক্রেনকে যেন দ্রুত জোটের সদস্যপদ দেওয়া হয়। এ ব্যাপারে একটি আনুষ্ঠানিক অনুরোধও তিনি করেছেন।
রাশিয়ায় নির্ধারিত বিশ্ব ভলিবল চ্যাম্পিয়নশিপ বাতিল
এ বছর অগাস্ট ও সেপ্টেম্বরে বিশ্ব ভলিবল চ্যাম্পিয়নশিপ রাশিয়াতে হচ্ছেনা। অন্য কোনো দেশে এই ্রপতিযোগিতা সরিয়ে নেওয়া হবে।
আন্তর্জাতিক ভলিবল ফেডারেশনের (এফআইভিবি) মঙ্গলবার তাদের এক বিবৃতিতে জানিয়েছে ইউক্রেনে সামরিক অভিযানের কারণে রাশিয়া এখন এই প্রতিযোগিতা আয়োজন করতে পারবেনা না।
এফআইভিবির বিবৃতিতে বলা হয়েছে, “ইউক্রেনে সামরিক হামলার পর উদ্ভূত পরিস্থিতি এবং ইউেক্রনের জনসাধারণের নিরাপত্তা নিয়ে এফআইভিবি উদ্বিগ্ন।“
একের পর এক আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে রাশিয়াকে বহিষ্কার করার যে প্রক্রিয়া শুরু হয়েছে, বিশ্ব ভলিবল ফেডারেশনের এই সিদ্ধান্ত তার সর্বশেষ।
এর আগে, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক ফিফা এবং ইউরোপীয় ফুটবল সংস্থা ইইএফআ রাশিয়ার সমস্ত ফুটবল ক্লাব এবং রুশ জাতীয় ফুটবল দলকে সব ধরণের প্রতিযোগিতা থেকে “পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত” নিষিদ্ধ করেছে।
তার অর্থ, সামনের মাসে রুশ ফুটবল দল বিশ্বকাপের প্লে-অফ ম্যাচগুলো খেলতে পারবেনা। এছাড়া. রুশ মহিলা ফুটবল দলও ইউরো ২০২২ ফুটবল প্রতিযোগিতায় নিষিদ্ধ থাকবে।
ইউক্রেন থেকে বিবিসির ওরলা গেরিনের পাঠানো প্রতিবেদন, ভিডিও
ফ্লাইট নিষেধাজ্ঞায় জেনেভায় জাতিসংঘ সম্মেলনে যাননি লাভরভ
ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো তাদের আকাশ সীমায় রুশ বিমান নিষিদ্ধ করায় জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের এক সভায় যোগ দিতে পারেননি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
ফ্লাইট নিষেধাজ্ঞার কারণে সুইজারল্যান্ডে নির্ধারিত সফর তাকে বাতিল করতে হয়েছে বলে জানিয়েছে জেনেভায় রুশ দূতাবাস।
বার্তা সংস্থা রয়টর্স জানাচ্ছে আজ (মঙ্গলবার) ভিডিও কনফারেন্সে মি লাভরভ যখন মস্কো থেকে জাতিসংঘের ঐ সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর প্রতিনিধিরা সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যান।
রুশ-ইউক্রেন সংঘাতের নেপথ্যে, ভিডিও
কৌতুকাভিনেতা থেকে যেভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট হন ভলোদিমির জেলেনস্কি, ভিডিও
ভিডিও: খারকিভ শহরের কেন্দ্রে ক্ষেপণাস্ত্রের আঘাত
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের কেন্দ্রে ফ্রিডম স্কয়ারে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত করছে এমন একটি ভিডিও টুইটারে পোস্ট করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী।
বিবিসি ভিডিওটির সত্যতা যাচাই করেছে তবে কার মাধ্যমে বা কার কাছ থেকে এটি পাওয়া গেছে তা জানা যায়নি।
আপনি যদি এইমাত্র আমাদের সাথে যোগ দেন
এতোক্ষন পর্যন্ত বিবিসির সংবাদদাতাদের পাঠানো খবর থেকে যা জানা যাচ্ছে:
- ইউক্রেনের উত্তর-পূর্বঞ্চলের খেরসনের একটি সামরিক ঘাঁটিতে রাশিয়ার মিসাইল হামলায় ৭০জন ইউক্রেনিয় সৈন্য নিহত হয়েছে। ধ্বংসস্তুপ থেকে জীবিতদের উদ্ধারের চেষ্টা চলছে।
- খেরসনের কেন্দ্রস্থল ঘিরে রেখেছে রাশিয়ার সেনাবাহিনী।
- রাশিয়ার সেনাবাহিনীর একটি দীর্ঘ সামরিক বহর ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে। স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে, এ সামরিক বহর ৪০ কিলোমিটার দীর্ঘ।
- ইউক্রেন থেকে নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিচ্ছে চীন। ইউক্রেনে অধ্যয়নরত চীনের শিক্ষার্থীদের একটি দলকে রাজধানী কিয়েভ থেকে সরিয়ে মলদোভায় নেয়া হয়েছে।
- অস্ট্রেলিয়া জানিয়েছে তারা ইউক্রেনে পঞ্চাশ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেবে। প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন অস্ত্র কেনার জন্য এ অর্থ দেয়া হবে।
এগিয়ে আসছে রাশিয়ার সামরিক যান, কিয়েভে আতঙ্ক
কিয়েভ থেকে বিবিসির চিফ ইন্টারন্যাশনাল করেসপন্ডেন্ট লিস ডুসেট জানাচ্ছেন, রাশিয়ার বিশাল সামরিক বহর কিয়েভমুখী হবার কারণে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে।
রাশিয়ার সামরিক বহরের এই গতিপথ পর্যবেক্ষণ করছে পুরো বিশ্ব।
খবর পাওয়া যাচ্ছে যে রাশিয়ার এই বিশাল সামরিক বহর এগিয়ে আসার পথে আরো বেশি শক্তি সঞ্চয় করছে।
কিয়েভ শহরের অনেকে আশঙ্কা করছেন রাশিয়ার সৈন্যরা 'মধ্যযুগীয় কায়দায়' শহরকে অবরোধ করে রাখবে। শহরের বাসিন্দাদের জন্য খাদ্য, পানি এবং জরুরি সরবরাহ বন্ধের আশংকা করা হচ্ছে।
রাশিয়া যখন ইউক্রেনে হামলা শুরু করে তখন ধারণা করা হয়েছিল শক্তিশালী রাশিয়া মাত্র কয়েকদিন কিংবা কয়েক ঘণ্টার মধ্যেই কিয়েভ দখল করে নেবে।
কিন্তু হামলার পর পাঁচদিন অতিবাহিত হয়েছে। পশ্চিমা দেশগুলোর সরবরাহ করা অস্ত্র দিয়ে ইউক্রেনের সেনাবাহিনী এবং সাধারন মানুষ একত্রিত হয়ে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করেছে। অনেক সাধারন মানুষ হাতে অস্ত্র তুলে নিয়েছে এবং রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিয়েছে।
একথা অস্বীকার করার কোন উপায় নেই যে রাশিয়ার সামরিক কনভয় যদি এক ইঞ্চি করেও অগ্রসর হয়, তাহলেও এটি কিয়েভের দিকেই আসছে।
কেমন আছেন ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজের নাবিকেরা?
ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে পড়া বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধি'র একজন নাবিকের সাথে কথা হয়েছে বিবিসি বাংলার শাহনেওয়াজ রকির। তিনি কী বললেন, কী দেখছেন, কেমন আছেন? পড়ুন এখানে
রাশিয়ার মিসাইল হামলায় ধ্বংসস্তুপের কিছু ছবি
রাশিয়ার মিসাইল হামলায় ইউক্রেনের উত্তর-পূর্ব এলাকায় একটি সামরিক ঘাঁটি ধ্বংস হয়েছে। এতে ইউক্রেনের ৭০ সেনা নিহত হয়েছে বলে জানান স্থানীয় কর্মকর্তারা। স্থানীয় মেয়র সেখানকার কিছু ছবি টেলিগ্রামে পোস্ট করেছেন। ইউক্রেনের জরুরি সেবা বিভাগও কিছু ছবি টুইটারে পোস্ট করেছে।
আপনার উপর কী প্রভাব পড়বে?
বিশ্বের যেসব দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বা আমদানি-রপ্তানি বেশি হয়, টাকার অংকে সেই তালিকার শীর্ষ ১০টি দেশের মধ্যে নেই রাশিয়া বা ইউক্রেন।
কিন্তু দুইটি দেশের সঙ্গেই বাংলাদেশের বাণিজ্য রয়েছে।
যদিও ইউক্রেন-রাশিয়া যুদ্ধে বাংলাদেশ এখন পর্যন্ত নিরপেক্ষ অবস্থান ধরে রেখেছে।
কিন্তু বিশ্বায়নের এই যুগে পৃথিবীর যেকোনো দেশের মধ্যে সংঘাতের প্রভাব অন্য দেশগুলোর ওপরেও ছড়িয়ে যায়।
এই যুদ্ধ আপনার পকেটের উপর কীভাবে চাপ ফেলতে পারে পড়ুন এখানে
ইউক্রেনের দক্ষিনাঞ্চলে একটি শহর ঘিরে ফেলেছে রাশিয়া
দক্ষিন ইউক্রেনের শহর খেরসন শহরের কেন্দ্রস্থল ঘিরে ফেলেছে রাশিয়ার সৈন্যরা। সে অঞ্চল থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে, রাশিয়ার সৈন্যরা শহরটিতে স্থল হামলা শুরু করেছে। এ শহরটি রাশিয়া-নিয়ন্ত্রিত ক্রাইমিয়ার কাছাকাছি।
"খেরসন শহরের প্রবেশমুখে রাশিয়ার সৈন্যরা চেকপোস্ট বসিয়েছে," ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন খেরসন শহরের মেয়র ইগর কয়খায়েভ।
"খেরসন উইক্রেনের ছিল এবং থাকবে," তিনি লিখেছেন।
ইউক্রেনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইউক্রেন টোয়েন্টিফোরকে খেরসন-ভিত্তিক সাংবাদিক এলিনা পানিনা জানিয়েছেন, রাশিয়ার সৈন্যরা শহরটি ঘিরে ফেলেছে। সবদিকে রাশিয়ার সৈন্য এবং সামরিক সরঞ্জাম দেখা যাচ্ছে।
স্থানীয় সাংবাদিক জানিয়েছেন, শহরে এখনো বিদ্যুৎ ও পানি সরবরাহ রয়েছে। তবে তিন লাখ অধিবাসীর জন্য শহরের ভেতরে খাদ্য সামগ্রী নিয়ে আসা বেশ কঠিন হয়ে গেছে। কারণ, শহরের বাইরে বিভিন্ন গুদামে খাদ্য মজুদ করা হয়েছে।
পুতিন কেন পারমানবিক সতর্কাবস্থা বাড়ানোর নির্দেশ দিলেন?
ইউক্রেনে রুশ অভিযানকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের পারমাণবিক শক্তিকে "বিশেষ সতর্কাবস্থায়" রাখার নির্দেশ দিয়েছেন। ইউক্রেন প্রশ্নে নেটোর নেতাদের "আগ্রাসী বক্তব্যের" কারণেই এ পদক্ষেপ - বলছে রাশিয়া।
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং নোভোয়া গেজেটা পত্রিকার প্রধান সম্পাদক দিমিত্রি মুরাতভ বিশ্বাস করেন, "পুতিনের শব্দচয়নকে মনে হয়েছে পারমাণবিক যুদ্ধের সরাসরি হুমকি।"
এ নিয়ে ব্রিটেন এবং সারা বিশ্বেরই সংবাদমাধ্যমে অনেক বিশ্লেষকই নানা ব্যাখ্যা দিয়েছেন।
এগুলোতে সাধারণভাবে উঠে এসেছে যে রাশিয়ার চার ধরনের পারমাণবিক প্রস্তুতিমূলক সতর্কাবস্থা আছে। প্রথমটি হচ্ছে সাধারণ সার্বক্ষণিক সতর্কাবস্থা, দ্বিতীয়টি হচ্ছে 'উচ্চতর', তৃতীয়টি হচ্ছে 'সামরিক বিপদ', এবং শেষটি হচ্ছে 'ফুল' বা পূর্ণ।