আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

উৎকণ্ঠায় ইউক্রেনে প্রায় হাজার দেড়েক বাংলাদেশি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিভিশনের দেয়া এক ভাষণে বলেছেন, মস্কো পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক এবং লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। এনিয়ে নড়েচড়ে বসেছে পুরো বিশ্ব।

সরাসরি কভারেজ

  1. রাশিয় ইউক্রেন সঙ্কটের সর্বশেষ আপডেট নিয়ে বিবিসি বাংলার লাইভ পেজ আজকের মত এখানেই শেষ হচ্ছে। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

  2. রাশিয়া-ইউক্রেন সঙ্কট- ঘটনাপ্রবাহ এক নজরে

    রাশিয়া-ইউক্রেন সঙ্কট নিয়ে দিনের বিভিন্ন খবরাখবরের সার সংক্ষেপ এক নজরে:

    • ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত দুটি অঞ্চল, দোনেৎস্ক এবং লুহানস্ককে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ।
    • তিনি বলেছেন, ওই দুটি এলাকায় রুশ সৈন্যরা 'শান্তি রক্ষায়' কাজ করবে। তবে আমেরিকা বলছে এটা “বাজে কথা” এবং এটা “আক্রমণের সূচনা”
    • বিদেশের মাটিতে সৈন্য মোতায়েনের ক্ষমতা ভ্লাদিমির পুতিনকে দিয়ে রুশ সংসদের উচ্চ কক্ষ তার অনুকূলে ভোট দিয়েছে। এর মাধ্যমে তাকে পূর্ব ইউক্রেনে সৈন্য পাঠানোর সবুজ সঙ্কেত দেয়া হল
    • মি. পুতিন আজ একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করেছেন এবং নেটো প্রতিরক্ষা জোটে ইউক্রেনকে অন্তর্ভুক্ত যাতে না করা হয় সেই দাবি পুনর্ব্যক্ত করেছেন
    • আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন পূর্ব আমেরিকান সময় দুপুর ১টায় (সন্ধ্যা ছয়টা জিএমটি)
    • পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি শুরু করেছে- ব্রিটেনে রাশিয়ার পাঁচটি গুরুত্বপূর্ণ ব্যাংক এবং তিনজন সম্পদশালী রাশিয়ানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য
    • জার্মানি রাশিয়া থেকে গ্যাস আমদানি করার গুরুত্বপূর্ণ নর্ড স্ট্রিম টু গ্যাস পাইপলাইন প্রকল্পের অনুমোদন স্থগিত করেছে
    • হাঙ্গেরি ইউক্রেনের সাথে তাদের সীমান্তে সৈন্য মোতায়েনের ঘোষণা দিয়েছে
    • রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুস আগামী কয়েক বছরে রাশিয়ার কাছ থেকে সামরিক হেলিকপ্টার, জেটবিমান এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার পরিকল্পনা করছে বলে স্থানীয় গণমাধ্যম খবর দিচ্ছে
    • ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সিদ্ধান্তকে পুরো ইউরোপের জন্য এক বিরাট চ্যালেঞ্জ বলে বর্ণনা করেছেন
    • ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর নিউইয়র্কে জরুরি অধিবেশনে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সেখানে একাধিক রাষ্ট্র শান্তি বজায় রাখা এবং যুদ্ধ এড়াতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর জোর দিয়েছেন।
    • রাশিয়া-ইউক্রেন সংকটে তেলের সরবরাহে সমস্যা হতে পারে, এমন আশঙ্কায় বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করেছে। বর্তমানে দাম গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ ৯৯ ডলার ছুঁয়েছে
    • ইউক্রেনে আনুমানিক হিসাবে প্রায় এক থেকে দেড় হাজার বাংলাদেশি উৎকণ্ঠার মধ্যে রয়েছেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন। প্রয়োজনে তাদের ইউক্রেন ছাড়ার বিষয় নিয়ে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তারা যোগাযোগ রাখছেন।
  3. উৎকণ্ঠায় ইউক্রেনে প্রায় হাজার দেড়েক বাংলাদেশি

    ইউক্রেনে আনুমানিক হিসাবে প্রায় এক থেকে দেড় হাজার বাংলাদেশি রয়েছেন বলে জানাচ্ছেন পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন।

    বিবিসি বাংলাকে তিনি বলেছেন বর্তমান পরিস্থিতিতে এই প্রবাসী বাংলাদেশিরা উৎকণ্ঠিত অবস্থার মধ্যে রয়েছেন।

    রাষ্ট্রদূত বলেছেন, “তারা পুরো ইউক্রেনে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং ইস্টার্ন ইউক্রেনের যেসব এলাকায় সমস্যা রয়েছে, সেখানেও অনেক বাংলাদেশি আছেন, স্টুডেন্ট আছেন।”

    তিনি বলেছেন, যদিও শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য বিভিন্ন কারণে ইউক্রেন ছাড়ার ব্যবহারিক নানা অসুবিধা আছে, কিন্তু পরিস্থিতির কারণে অনেকে বাধ্য হয়ে ইউক্রেন ছাড়ার কথা ভাবছেন এবং ছাড়ছেনও।

    মিজ হোসেন বিবিসি বাংলাকে বলেছেন, ইউক্রেনে বসবাসরত প্রায় ৫০০ বাংলাদেশি তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তারা চলে যেতে চাইলে তাদের কী ধরনের সহায়তা দেয়া যাবে, তা নিয়ে তারা ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছেন।

    তিনি বলেছেন পোল্যান্ড ইউক্রেনের সাথে তাদের সীমান্ত খুলে দিয়েছে।

    “পোল্যান্ড সরকার এক ব্রিফিংএ আমাদের জানিয়েছে, ইউক্রেনে থাকা তৃতীয় দেশের নাগরিকরা সেদেশ ছাড়তে চাইলে, পোল্যান্ড ১৫ দিনের জন্য তাদের ট্রানজিটে থাকার অনুমতি দেবে।”

  4. রুশ পদক্ষেপের বিরোধিতা করলেন তুরস্কের প্রেসিডেন্ট

    তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ান ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে বলেছেন তুরস্ক ইউক্রেনের ভৌগলিক অখণ্ডতার বিরুদ্ধে নেয়া যে কোন সিদ্ধান্তের বিরোধী।

    পূর্ব ইউক্রেনের দুটি অঞ্চলকে রাশিয়া স্বাধীন বলে স্বীকৃতি দেবার পর এই মন্তব্য করেছেন মিঃ এরদোয়ান।

    আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে।

    ইউক্রেন এবং রাশিয়ার সঙ্গে কৃষ্ণসাগরে তুরস্কের সমুদ্র সীমান্ত রয়েছে। তবে তুরস্ক নীতিগতভাবে নিষেধাজ্ঞা আরোপের বিরোধী।

    মি. জেলেনস্কির সাথে এক টেলিফোন আলাপে মি. এরদোয়ান বলেছেন তুরস্ক রাশিয়ার এই সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য মনে করে এবং সঙ্কট সমাধানে “আন্তর্জাতিক অঙ্গনে কূটনীতির সবরকম পথ ব্যবহারের” আহ্বান তিনি জানিয়েছেন।

  5. যেসব নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন

    পূর্ব ইউক্রেনে বিদ্রোহী নিয়ন্ত্রিত দুইটি অঞ্চলকে রাশিয়া স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ায় যুক্তরাজ্যের মতো একাধিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন।

    বিবিসির ইউরোপ সংবাদদাতা ক্যাটিয়া অ্যাডলার বলছেন, বিশেষ ব্যক্তির বিরুদ্ধে বা বিশেষ লক্ষ্যে এসব নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করা হয়েছে। যদি ইউক্রেনে রাশিয়া তার সামরিক কর্মকাণ্ড আরও বৃদ্ধি করে, তাহলে নিষেধাজ্ঞা আরও জোরদার করা হবে বলে বলা হচ্ছে।

    এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবিত নিষেধাজ্ঞার লক্ষ্যবস্ত হল:

    • দোনেৎস্ক এবং লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির দেয়ার সিদ্ধান্তের সঙ্গে যারা যারা জড়িত রয়েছেন (যাদের মধ্যে রাশিয়ান পার্লামেন্টের ৩৫১ জন সদস্যও রয়েছেন), এবং যে ১১ জন ব্যক্তি ওই প্রস্তাবটি তুলেছেন
    • যেসব ব্যাংক রাশিয়ার সামরিক বাহিনী এবং ওই অঞ্চলের কর্মকাণ্ডে অর্থায়ন করে
    • ইউরোপীয় ইউনিয়নের মূলধনী বা আর্থিক বাজারে রাশিয়ার রাজ্যগুলো বা সরকারের সংশ্লিষ্টতার সুযোগ স্থগিত করা
    • বিচ্ছিন্নতাবাদী দুইটি অঞ্চলের সঙ্গে সকল প্রকার ব্যবসা বাণিজ্য বন্ধ করা। যারা এটি করবেন, তাদের আর্থিক শাস্তি নিশ্চিত করা।

    এসব নিষেধাজ্ঞা কার্যকর করতে হলে ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের সকল সদস্যের সম্মতি থাকতে হবে। তবে পররাষ্ট্র নীতির প্রশ্নে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে মতভিন্নতা খুবই স্বাভাবিক ঘটনা।

    পশ্চিমা দেশগুলোর মতো ব্রাসেলসও রাশিয়ার বিরুদ্ধে যৌথ নিষেধাজ্ঞা আরোপ করতে চায়। কিন্তু কূটনীতিকরা আশঙ্কা করছেন, হাঙ্গেরি এসব নিষেধাজ্ঞার ব্যাপারে একমত নাও হতে পারে। কারণ দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান মস্কোর সঙ্গে খুবই ঘনিষ্ঠ।

    এছাড়া জ্বালানি সরবরাহ এবং কম মূল্যে প্রাপ্তির কারণে রাশিয়ার ওপর ভবিষ্যতে আরও নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে নিজেদের দ্বিধার কথা পরিষ্কার করে দিয়েছে জার্মানি, ইটালি এবং অস্ট্রিয়া।

  6. নাগরিকদের ফেরত আনতে বিশেষ বিমান পাঠিয়েছে ভারত

    ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের ফেরত আনার জন্য এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমান পাঠিয়েছে ভারত। বর্তমানে ইউক্রেনের বিভিন্ন অংশে ২০ হাজারের বেশি ভারতীয় শিক্ষার্থী এবং নাগরিক রয়েছেন।

    ইউক্রেন সীমান্তে রাশিয়া সৈন্য সমাবেশ শুরু করার পর থেকেই পশ্চিমা দেশগুলো তাদের নাগরিকদের ইউক্রেন ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।

    যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া তাদের দূতাবাস থেকে সব কর্মীদের অন্য দেশে সরিয়ে নিয়ে গেছে।

    রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় গভীর উদ্বেগ জানিয়েছে ভারত। সকল পক্ষকে ধৈর্য ধারণ করে কূটনৈতিকভাবে সংকটের সমাধান করার জন্য তাগিদ দিয়েছে দেশটি।

  7. রাশিয়ার জন্য নর্ড স্ট্রিম পাইপলাইন কেন গুরুত্বপূর্ণ?

    ইউরোপে রাশিয়ার অর্থনৈতিক ও সামরিক প্রভাবকে ঘিরে যে রাজনীতি চলছে তাতে এই নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনকে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে।

    বাল্টিক সাগরের তলদেশ দিয়ে নর্ড স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে রাশিয়া সরাসরি জার্মানিতে গ্যাস সরবরাহ করে।

    নর্ড স্ট্রিম-২ কিন্তু রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহের প্রথম প্রকল্প নয়।

    এর আগে নর্ড স্ট্রিম-১ নামে একটি পাইপলাইন নির্মাণ করা হয়, যেটি চালু আছে।

    নর্ড স্ট্রিম-১ এর নির্মাণকাজ শেষ হয় ২০১১ সালে।

    এর পরবর্তী ধাপ হিসাবে নর্ড স্ট্রিম-২ পাইপ লাইনের কাজ শুরু করা হয়।

    বাল্টিক সাগরের নিচ দিয়ে সেটির নির্মাণ কাজ গত বছরের সেপ্টেম্বরে শেষ হয়েছে, কিন্তু এখনো এটি চালু হয়নি। এটি চালু হলে রাশিয়া থেকে জার্মানিতে বর্তমানের তুলনায় দ্বিগুণ গ্যাস রপ্তানি করা সম্ভব হবে।

    এর ফলে ইউরোপের দুই কোটি ৬০ লাখ বাসাবাড়িতে গ্যাস সরবরাহ নিশ্চিত হবে বলে রাশিয়া আশা করছে।

    রাশিয়া তার বিপুল পরিমাণ জ্বালানি সম্পদ নানাভাবে বিদেশে রপ্তানি করতে চাইছে। অন্যদিকে রাশিয়া থেকে স্বল্পমূল্যে গ্যাস কিনতে আগ্রহী ইউরোপের দেশগুলো।

    তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আশঙ্কা, এর ফলে ইউরোপ জ্বালানির জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারে।

    নর্ড স্ট্রিম-২ পাইপলাইন বন্ধ করে দেয়া হলে রাশিয়া অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতির শিকার হবে বলে ধারণা করা হচ্ছে।

  8. ব্রেকিং, রাশিয়ার পাঁচটি ব্যাংকের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা জারি

    রাশিয়ার পাঁচটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য।

    এগুলো হলো রোসিয়া, আইএস ব্যাংক, জেনারেল ব্যাংক, প্রোমসভায়াজ ব্যাংক এবং ব্ল্যাক সি ব্যাংক।

    এগুলো রাশিয়ার গুরুত্বপূর্ণ ব্যাংক।

    ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন যুক্তরাজ্যের পার্লামেন্টে এই নিষেধাজ্ঞা জারির ঘোষণা করেন।

    সেই সঙ্গে রাশিয়ার তিনজন ব্যক্তির সকল সম্পদের পরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারা হলেন গেনেডি তিমচেনঙ্কো, বরিস রোটেনবার্গ এবং ইগোর রোটেনবার্গ।

    যুক্তরাজ্যে থাকা তাদের সকল সম্পদ জব্দ অবস্থায় থাকবে। তারা যুক্তরাজ্যে যাতায়াত করতে পারবেন না। যুক্তরাজ্যের কোন নাগরিক তাদের সঙ্গে ব্যবসাবাণিজ্য করতে বা সম্পর্ক রাখতে পারবেন না।

    ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, যুক্তরাজ্য এবং তার সহযোগী মিত্র দেশগুলো রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা জারি করবে।

  9. ব্রেকিং, শান্তির চেষ্টা ব্যর্থ হতে পারে: ব্রিটিশ প্রধানমন্ত্রী

    যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, পূর্ব ইউক্রেনে বিদ্রোহী নিয়ন্ত্রিত দুইটি অঞ্চলের স্বাধীনতায় স্বীকৃতি দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্টভাবে মিনস্ক চুক্তি লঙ্ঘন করেছেন।

    বিচ্ছিনতাবাদী অঞ্চলের স্বীকৃতি দিয়ে ভ্লাদিমির পুতিন সম্পূর্ণ ইউক্রেনে হামলা করার প্রেক্ষাপট তৈরি করছেন বলে ব্রিটিশ পার্লামেন্টে বলেছেন মি. জনসন।

    মি. পুতিনের পরিকল্পনার পরবর্তী অংশের বাস্তবায়ন ঠেকাতে আমাদের এখনি প্রস্তুতি নেয়া উচিত, বলেছেন বরিস জনসন।

    ব্রিটিশ সংসদ সদস্যদের তিনি জানিয়েছেন, প্রায় দুই লাখ সৈন্য ইউক্রেনে হামলা চালাতে পারে।

    তিনি বলেছেন, ''সবচেয়ে যেটা খারাপ ঘটতে পারে, তাতে ইউরোপিয় একটি দেশের চার কোটি ৪০ লাখ পুরুষ, নারী ও শিশু কোন রকম যৌক্তিক কারণ ছাড়াই একটি পুরোদস্তুর আগ্রাসী যুদ্ধের মধ্যে পড়ে যেতে পারে।''

    তিনি বলেছেন, পরিস্থিতি না বদলাতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং অন্য মিত্র দেশগুলো যে সহনশীলতার সঙ্গে কূটনৈতিক সমাধানের চেষ্টা করছে, তা ব্যর্থ হবে।

  10. রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথা ভাবছে ইউক্রেন

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অনুরোধ তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।

    একটি সংবাদ সম্মেলনে তিনি ইউরোপিয় মিত্র দেশগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন, তারা যেন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে দেরি না করে।

    রাশিয়ার সঙ্গে বড় ধরনের যুদ্ধ বাধবে না বলে তিনি মনে করলেও, মি. জেলেনস্কি জানিয়েছেন, প্রয়োজনে তিনি দেশে মার্শাল ল' জারি করতে প্রস্তুত রয়েছেন।

  11. ব্রেকিং, নর্ড স্ট্রিম ২ গ্যাস পাইপ প্রকল্প বন্ধ করছে জার্মানি

    জার্মানির চ্যান্সেলার ওলাফ শোলৎজ বলেছেন রাশিয়ার সর্বসাম্প্রতিক পদক্ষেপের পর নর্ড স্ট্রিম ২ গ্যাস পাইপলাইন প্রকল্প চালুর অনুমোদন জার্মানি দেবে না।

    রাশিয়া ও জার্মানির মধ্যে এই পাইপলাইনের কাজ শেষ হয়েছে গত বছর সেপ্টেম্বর মাসে, কিন্তু পাইপলাইনটি এখনও চালু হয়নি।

    এই পাইপলাইন প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

  12. রাশিয়া আর ইউক্রেনের মধ্যে শক্তির পার্থক্য কেমন?

    বিশ্বের সামরিক শক্তিধর ১৪০টি দেশের মধ্যে রাশিয়ার অবস্থান দ্বিতীয় হলেও, ইউক্রেনের অবস্থান ২২তম।

    বিশ্বের বিভিন্ন দেশের সামরিক শক্তি পর্যবেক্ষণকারী গ্লোবার ফায়ার পাওয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, রাশিয়ার সৈন্য সংখ্যা আট লাখ ৫০ হাজার, আর ইউক্রেনের সৈন্য সংখ্যা দুই লাখ। তবে উভয় দেশের রিজার্ভ সৈনিক রয়েছে আরও আড়াই লাখ।

    রাশিয়ার আধা সামরিক বাহিনীর সদস্য সংখ্যা আড়াই লাখ, তবে ইউক্রেনের রয়েছে মাত্র ৫০ হাজার।

    রাশিয়ার মোট আকাশযান রয়েছে ৪ হাজার ১৭৩টি, ইউক্রেনের মাত্র ৩১৮টি।

    ইউক্রেনের যুদ্ধবিমান ৬৯টি হলেও রাশিয়ার রয়েছে ৭৭২টি।

    রাশিয়ার মোট হেলিকপ্টার্ রয়েছে ১,৫৪৩টি, যেখানে অ্যাটাক হেলিকপ্টার ৫৪৪টি। অন্যদিকে ইউক্রেনের হেলিকপ্টার রয়েছে ১১২টি, অ্যাটাক কপ্টার ৩৪টি।

    রাশিয়ার ট্যাঙ্ক রয়েছে ১২ হাজার ৪২০টি, ইউক্রেনের ২,৫৯৬টি।

    আমর্ড ভেহিকেল রাশিয়ার রয়েছে ৩০,১২২টি, ইউক্রেনের রয়েছে ১২,৩০৩টি।

    স্বয়ংক্রিয় আর্টিলারি রাশিয়ার আছে ৬,৫৭৪টি, ইউক্রেনের আছে ১,০৬৭টি।

    রাশিয়ার মোবাইল রকেট প্রজেক্টর রয়েছে ৩,৩৯১টি, ইউক্রেনের আছে ৪৯০টি।

    সামরিক নৌযানের দিক থেকে অনেক এগিয়ে রয়েছে রাশিয়া। রাশিয়ার নৌ সামরিক যান ৬০৫টি থাকলেও ইউক্রেনের রয়েছে ৩৮টি।

    রাশিয়ার একটি বিমানবাহী রণতরী থাকলেও ইউক্রেনের এরকম কোন রণতরী নেই। তেমনি রাশিয়ার ৭০টি সাবমেরিন থাকলেও ইউক্রেনের কোন সাবমেরিন নেই।

    ইউক্রেনের কোন ডেস্ট্রয়ার নেই, তবে রাশিয়ার রয়েছে ১৫টি। ইউক্রেনের একটি ফ্রিগেট থাকলেও রাশিয়ার রয়েছে ১১টি। মাইন ওয়ারফেয়ার নৌযান ইউক্রেনের একটা থাকলেও রাশিয়ার রয়েছে ৪৯টি।

    রাশিয়ার করভেট রয়েছে ৮৬টি, যেখানে ইউক্রেনের আছে মাত্র একটি।

    এর বাইরে রাশিয়া পারমাণবিক শক্তিধর দেশ কিন্তু ইউক্রেনের এরকম কোন অস্ত্র নেই।

    রাশিয়ার এস-৪০০ নামের অত্যন্ত শক্তিশালী মিসাইল সিস্টেম রয়েছে, যা আকাশ প্রতিরক্ষায় খুবই কার্যকর, তবে ইউক্রেনের এরকম কোন ব্যবস্থা নেই।

  13. নর্ড স্ট্রিম-২ পাইপলাইন বন্ধের দাবি ইউক্রেনের

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেনের দুইটি অঞ্চলের স্বাধীনতার স্বীকৃতি দেয়ার শাস্তি হিসাবে যেন অবিলম্বে রাশিয়ার নর্ড স্ট্রিম-২ পাইপ লাইন বন্ধ করে দেয়া হয়।

    রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস রপ্তানির লক্ষ্যে বাল্টিক সাগরের নিচ দিয়ে ১,২২৫ কিলোমিটার লম্বা পাইপ লাইন তৈরি করেছে রাশিয়া। এর ফলে রাশিয়া থেকে জার্মানিতে বর্তমানের তুলনায় দ্বিগুণ গ্যাস রপ্তানি করা সম্ভব হবে।

    এর ফলে ইউরোপের দুই কোটি ৬০ লাখ বাসাবাড়িতে গ্যাস সরবরাহ নিশ্চিত হবে বলে রাশিয়া আশা করছে। অন্যদিকে রাশিয়া থেকে স্বল্পমূল্যে গ্যাস কিনতে আগ্রহী ইউরোপের দেশগুলো।

    তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আশঙ্কা, এর ফলে ইউরোপ জ্বালানির জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারে।

  14. সোভিয়েত ইউনিয়নকে পুনরুজ্জীবিত করার দিকে যাচ্ছে রাশিয়া: ইউক্রেনের মন্ত্রী

    ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী অলেক্সি রেজনিকভ অভিযোগ করেছেন, সাবেক সোভিয়েত ইউনিয়নকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

    কিয়েভে সশস্ত্র বাহিনীগুলোর কাছে পাঠানো একটি চিঠিতে তিনি লিখেছেন, বিছিন্নতাবাদী দুইটি অঞ্চলকে স্বীকৃতি দেয়ার মস্কোর সিদ্ধান্ত প্রমাণ করে যে, তারা সোভিয়েত ইউনিয়ন পুনরুজ্জীবিত করার দিকে আরেক ধাপ এগোলো।

    ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে গিয়েছিল।

    ''সোভিয়েত ইউনিয়ন পুনরুজ্জীবিত করার জন্য আরেকটি পদক্ষেপ নিলো ক্রেমলিন। এবার নতুন ওয়ারশ প্যাক্ট, নতুন বার্লিন ওয়াল। একমাত্র পার্থক্য হলো, ইউক্রেন আর ইউক্রেনের সেনাবাহিনী।''

    ''আমাদের সামনে একটাই পথ, নিজের দেশকে রক্ষা করা, নিজেদের বাড়ি, স্বজনদের রক্ষা করা। আমাদের জন্য কিছুই বদলাবে না,'' তিনি লিখেছেন।

    ''সামনে কঠিন চ্যালেঞ্জ আছে। হয়তো অনেক ক্ষয়ক্ষতি হবে। আপনাদের হয়তো কষ্টের মধ্য দিয়ে যেতে হবে, ভয় আর প্রতারণাকে জয় করতে হবে। কিন্তু বিজয় আমাদের জন্য অপেক্ষা করছে। কারণ আমরা আমাদের ভূমিতে রয়েছি আর সত্য আমাদের পক্ষে রয়েছে।''

    মস্কোর বিরুদ্ধে ''অপরাধমূলক কর্মকাণ্ড'' আর ''মুক্ত বিশ্বকে জিম্মি'' করে রাখার অভিযোগ তুলেছেন মিঃ রেজনিকভ।

  15. ব্রেকিং, আমরা কোন পদক্ষেপ নিতে দ্বিধা করবো না: ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী

    ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, এটা পরিষ্কার হয়ে গেছে যে, রাশিয়া আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে। বাল্টিক এবং নরডিক দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের নিয়ে গঠিত, যুক্তরাজ্য নেতৃত্বাধীন জয়েন্ট এক্সপেডিশনারি ফোর্সের একটি বৈঠকের শুরুতে তিনি বলেছেন, বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা দুইট অঞ্চলের স্বাধীনতায় ভ্লাদিমির পুতিনের স্বীকৃতি ''খুব উদ্বেগজনক লক্ষণ।''

    তিনি বলেছেন, ''ইউক্রেনে যা ঘটছে, তা খুবই গুরুতর ব্যাপার। এটা একটি সার্বভৌম দেশ, যাদের বেশ কিছু এলাকা আলাদা করে নেয়া হয়েছে। এটি ইউরোপের একটি গণতান্ত্রিক সার্বভৌম দেশ, সেখানে যা ঘটছে, আমাদের প্রত্যেক ইউরোপিয়ানের উদ্বিগ্ন হওয়া উচিত।''

    ''নেটো, ইউরোপ এবং আমাদের মূল্যবোধকে খাটো করে দেখার ভ্লাদিমির পুতিনের এই চেষ্টা ঠেকাতে যা কিছু করা দরকার, কোন পদক্ষেপ নিতেই আমরা দ্বিধা করবো না,'' বলেছেন মি. ওয়ালেস।

  16. পূর্ব ইউক্রেনে সৈন্য পাঠানোর নির্দেশ রাশিয়ার

    স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়ার পর পূর্ব ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত দুইটি অঞ্চলে সৈন্য পাঠানোর নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

    ভিডিওতে দেখা যাচ্ছে যে, রাশিয়ার সামরিক যানবাহন ইউক্রেন সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে।

    রাশিয়া বলেছে, আলাদা হয়ে যাওয়া অঞ্চল দুইটিতে 'শান্তি রক্ষার' কাজ করবে তাদের সৈন্যরা। ২০১৪ সাল থেকেই এসব এলাকার বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা করছে রাশিয়া।

    যদিও 'শান্তি রক্ষার' এই ঘোষণাকে 'ফালতু কথা' বলে বর্ণনা করেছে যুক্তরাষ্ট্র।

    তাদের অভিযোগ, রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করছে।

    ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, তার দেশ কাউকে বা কোন কিছুর জন্যই ভীত নয়।

    রাশিয়ার এই পদক্ষেপের জের ধরে যুক্তরাজ্যসহ একাধিক দেশ নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে।

  17. সংলাপের পরিবর্তে সংঘাতের পথ বেছে নিয়েছেন পুতিন: সাজিদ জাভিদ

    যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, ''যুক্তরাজ্য সবসময়েই সংলাপের ওপর গুরুত্ব দেয় এবং ভবিষ্যতেও তাই করবে। কিন্তু প্রেসিডেন্ট পুতিনের পদক্ষেপ থেকে এটা পরিষ্কার হয়ে গেছে যে, তিনি সংলাপের পরিবর্তে সংঘাতের ওপর গুরুত্ব দিয়েছেন।''

    বিবিসি ব্রেকফাস্টকে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, রাশিয়ার সরকারের বিশেষ বিশেষ ব্যক্তি, কোম্পানি এবং ব্যবসা প্রতিষ্ঠানের ওপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাজ্য।

    ''আমি মনে করি, এটা ইউরোপের জন্য বিশেষ একটি মুহূর্ত। বিশেষ করে পশ্চিম ইউরোপের জন্য এটা একটা পরীক্ষা, যেখানে আমাদের সবাইকে একত্র হতে হবে, একসাথে কাজ করতে হবে। কারণ আমাদের সবার মনে আছে, আক্রমণকারী শাস্তি না পেলে কী ঘটতে পারে।'' বলছেন মি. জাভিদ।

  18. ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ দেবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

    রাশিয়া-ইউক্রেন সংকটের জের ধরে আর কিছু পরের দিকে ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ দিতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

    ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, বর্তমান পরিস্থিতি সম্পর্কে যুক্তরাজ্য কি জানতে পারছে আর কি পদক্ষেপ নিতে যাচ্ছে, সেটা তিনি পার্লামেন্টে তুলে ধরবেন।

    তিনি বলেছেন, ''এই সংকটের শুরু থেকেই আমরা পরিষ্কার রয়েছি যে, কোন পদক্ষেপ নিতে আমরা দ্বিধা করবো না।''

    তিনি জানিয়েছেন, গত রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। তাকে মি. জনসন আশ্বস্ত করেছেন যে, ''আমরা আগেও যেমন বলেছি, রাশিয়ার ওপর সেভাবেই নিষেধাজ্ঞা আরোপ করা হবে।''

  19. রাশিয়া-ইউক্রেন সংকটের সর্বশেষ তথ্য

    আপনি যদি কিছুক্ষণ আগে এই পাতায় যোগ দিয়ে থাকেন, তাহলে রাশিয়া ও ইউক্রেন সংকটের সর্বশেষ যেসব তথ্য জেনে রাখতে পারেন:

    • ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত দুইটি অঞ্চল, দোনেৎস্ক এবং লুহানস্ককে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
    • তিনি বলেছেন, ওই দুইটি এলাকায় তিনি রাশিয়ান সেনা পাঠাতে পারেন। তার এই ঘোষণায় আশঙ্কা তৈরি হয়েছে যে, এর মাধ্যমে ইউক্রেনে রুশ দখল অভিযান শুরু হতে পারে।
    • ভ্লাদিমির পুতিন বলেছেন, দোনেৎস্ক এবং লুহানস্কে রাশিয়ান সৈন্যরা 'শান্তি রক্ষায়' কাজ করবে। তবে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি একে 'ফালতু কথা' বলে নাকচ করে দিয়েছেন। যুক্তরাষ্ট্রের বিশ্বাস, মি. পুতিন আক্রমণের জন্য তৈরি হচ্ছেন।
    • ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর নিউইয়র্কে জরুরি অধিবেশনে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সেখানে একাধিক রাষ্ট্র শান্তি বজায় রাখা এবং যুদ্ধ এড়াতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর জোর দিয়েছেন।
    • রাশিয়ার এই ঘোষণার পর জরুরি বৈঠকে বসেছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তরে জরুরি কোবরা কমিটি। ধারণা করা হচ্ছে, এই বৈঠকে রাশিয়ার ওপর বড় ধরনের একাধিক নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা হবে।
    • যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে, সুতরাং ব্রিটেন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে।
    • ইউক্রেনের প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন, তারা ভীত নয় এবং কারও কাছে হার মানবেন না।
    • রাশিয়া-ইউক্রেন সংকটে তেলের সরবরাহে সমস্যা হতে পারে, এমন আশঙ্কায় বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করেছে। বর্তমানে দাম গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ ৯৮ ডলার ছুঁয়েছে।
    • ইউক্রেনের দূতাবাসগুলো থেকে নিজেদের কর্মীদের অন্যান্য দেশে সরিয়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া।
  20. ইউক্রেনে 'ট্যাঙ্ক এবং সৈন্য পাঠিয়েছে' রাশিয়া

    রাশিয়া এর মধ্যেই ইউক্রেনে ট্যাঙ্ক এবং সৈন্য পাঠিয়েছে, যার মানে দেশটিতে হামলা শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ।

    স্কাই নিউজে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ''আজ ইউরোপের জন্য খুব অন্ধকার একটি দিন। ইতোমধ্যেই আমরা যা দেখেছে এবং জানতে পেরেছি, তাতে এটা পরিষ্কার যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সার্বভৌম ইউক্রেন এবং তাদের আঞ্চলিক অখণ্ডতার ওপর হামলা করেছে।''

    যুক্তরাজ্য সবসময়েই বলে আসছে যে, এটি গ্রহণযোগ্য নয়, বলছেন মি. জাভিদ।

    ''আমরা দেখেছি যে, তিনি ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী এলাকাগুলোকে স্বীকৃতি দিয়েছেন। আমরা এটাও বলতে পারি যে, তিনি ট্যাঙ্ক এবং সৈন্যও পাঠিয়েছেন। এসব থেকে আপনি বুঝে নিতে পারেন যে, ইউক্রেনে (রাশিয়ার) আক্রমণ শুরু হয়ে গেছে।''