আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

যেসব আসন নিবন্ধিত শরিকদের দিয়েছে বিএনপি

জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন গেলো আজ। দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী বা স্বতন্ত্র বেশ কিছু প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন।

সরাসরি কভারেজ

  1. যেসব আসন নিবন্ধিত শরীকদের দিয়েছে বিএনপি

    বিএনপি নির্বাচন কমিশনে চিঠি দিয়ে গণফোরাম, এলডিপি, জেএসডি, জমিয়তে উলামায়ে, খেলাফত মজলিস ও কল্যাণ পার্টির পঁচিশ প্রার্থীকে ধানের শীষ প্রতীক দেয়ার অনুরোধ জানিয়েছে।

    এসব প্রার্থীরা হলেন গণফোরামের কুড়িগ্রাম-২ আসনে আমসাআ আমিন, পাবনা-১ আবু সাইয়িদ, ময়মনসিংহ -৮ এ এইচ এম খালেকুজ্জামান, ঢাকা-৬ সুব্রত চৌধুরী, ঢাকা -৭ মোস্তফা মহসীন মন্টু, মৌলভীবাজার -২ সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও হবিগঞ্জ-১ রেজা কিবরিয়া।

    এলডিপির ময়মনসিংহ ১০ সৈয়দ মাহমুদ মোরশেদ, কুমিল্লা-৭ রেদোয়ান আহমেদ, লক্ষ্মীপুর-১ শাহাদত হোসেন ও চট্টগ্রাম -৭ মো: নূরুল আলম। জাতীয় সমাজতান্ত্রিক দল কিশোরগঞ্জ -৩ মুহাম্মদ সাইফুল ইসলাম,ঢাকা -১৮ শহীদ উদ্দিন মাহমুদ, কুমিল্লা-৪ আবদুল মালেক রতন ও লক্ষ্মীপুর -৪ আ সম আবদুর রব।

    জমিয়তে উলামায়ে বাংলাদেশের নারায়নগঞ্জ-৪ মনির হোসাইন,সুনামগঞ্জ-৩ শাহীনুর পাশা চৌধুরী ও সিলেট-৫ উবাইদুল্লাহ ফারুক।

    কৃষক শ্রমিক জনতা লীগের টাঙ্গাইল-৪ লিয়াকত আলী, টাঙ্গাইল-৮ কুড়ি সিদ্দিকী ও গাজীপুর -৩ ইকবাল সিদ্দিকী।

    খেলাফত মজলিসের হবিগঞ্জ-২ আব্দুল বাছিত আজাদ ও হবিগঞ্জ-৪ আহমদ আবদুল কাদের।

    আর কল্যাণ পার্টির চট্টগ্রাম -৫ সৈয়দ মুহাম্মদ ইবরাহিম এবং বিজেপি’র ঢাকা-১৭ আন্দালিভ রহমান।

    এছাড়া এলডিপির চেয়ারম্যান কর্ণেল (অব) অলি আহমদ তার দলীয় ছাতা প্রতীক নিয়ে চট্টগ্রামের একটি আসন থেকে নির্বাচন করবেন । তবে তিনিও বিএনপি জোটেরপ্রার্থী হচ্ছেন।

    আর নিবন্ধনের বাইরে থাকা নাগরিক ঐক্য ও জামায়াতের প্রার্থীরা সরাসরি বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন বলে বিএনপির নেতারা জানিয়েছেন।

  2. প্রতিটি প্রার্থীর জন্য খরচের পরিমাণ সর্বোচ্চ ২৫ লাখ টাকা নির্ধারণ করে দিয়েছে নির্বাচন কমিশন

    প্রার্থীদের নির্বাচনী প্রচারণার নানা উপকরণ এখন হরহামেশাই চোখে পড়ে। প্রতিটি আয়োজনেই টাকা খরচ করতে হয়।

    নির্বাচন মানেই খরচ , আর সে বিষয়টি মাথায় রেখেই নির্বাচন কমিশন প্রতিটি প্রার্থীর জন্য খরচ পরিমাণ নির্ধারণ করে দিয়েছে সর্বোচ্চ ২৫ লাখ টাকা।

  3. মহাজোট থেকে যে ২৯ টি আসন পেলো জাতীয় পার্টি

    নীলফামারী-৩ আসনে মেজর অব রানা মো: সোহেল, নীলফামারী-৪ আহসান আদেলুর রহমান, লালমনিরহাট-৩ গোলাম মোহাম্মদ কাদের, রংপুর-১ মশিউর রহমান রাঙ্গা, রংপুর-৩ এইচ এম এরশাদ, কুড়িগ্রাম -১ একেএম মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম-২ পনির উদ্দিন আহমেদ, গাইবান্ধা-১ শামীম হায়দার পাটোয়ারী, বগুড়া-২ শরীফুল ইসলাম জিন্নাহ, বগুড়া-৩ নুরুল ইসলাম তালুকদার, বগুড়া-৬মো: নূরুল ইসলাম, বগুড়া-৭ আলতাফ আলী, বরিশাল-৩ গোলাম কিবরিয়া টিপু, বরিশাল-৬ নাসরিন জাহান রত্না, পিরোজপুর-৩ রুস্তম আলী ফরাজি, টাঙ্গাইল-৫ শফিউল্লাহ আল মুনির, ময়মনসিংহ-৪ রওশন এরশাদ, ময়মনসিংহ-৮ ফখরুল ইমাম, কিশোরগঞ্জ-৩ মুজিবুল হক চুন্নু, ঢাকা-৪ আবু হোসেন বাবলা, ঢাকা-৬ কাজী ফিরোজ রশীদ, নারায়নগঞ্জ-৩ লিয়াকত হোসেন খোকা, নারায়নগঞ্জ-৫ সেলিম ওসমান, সুনামগঞ্জ-৪ পীর ফজলুর রহমান মিজবাহ, সিলেট-২ ইয়াহহিয়া চৌধুরী, ব্রাক্ষ্মনবাড়িয়া-২ জিয়াউল হক মৃধা, ফেনী-৩ লে: জে: (অব) মাসুদ উদ্দিন চৌধুরী, লক্ষ্মীপুর-২ মো: নোমান ও চট্রগ্রাম-৫ আনিসুল ইসলাম মাহমুদ।

    এছাড়া পটুয়াখালী-১ রুহুল আমিন হাওলাদার। যদিও নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করেছে। তবে কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে তিনি আদালতে রিট করেছেন।

    ওদিকে এ তালিকায় নাম নেই পার্টির আরেক সিনিয়র নেতা জিয়াউদ্দিন আহমেদ বাবলুর।

  4. মহাজোট থেকে ৩০ আসন জাতীয় পার্টির, উন্মুক্ত ১৩২ আসনে

    কয়েক দিনের দরকষাকষির পর শেষ পর্যন্ত আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে জাতীয় পার্টির প্রার্থীদের ত্রিশটি আসন দেয়া হয়েছে।

    এর মধ্যে ঋন খেলাপের অভিযোগে প্রার্থিতা বাতিল হওয়া দলটির সদ্য বিদায়ী মহাসচিব রুহুল আমিন হাওলাদারও রয়েছেন।

    তবে এ ত্রিশটি আসনের মধ্যে দলটির সিনিয়র নেতাদের একজন জিয়াউদ্দিন আহমেদ বাবলুর কোনো আসন নেই।

    অন্যদিকে এর বাইরেও ১৩২টি আসনে জাতীয় পার্টির প্রার্থীরা নির্বাচন করবেন বলে এসব আসন সবার জন্য উন্মুক্ত রেখেছে আওয়ামী লীগ।

    পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এসব তথ্যের সততা নিশ্চিত করেছেন।

    আরও পড়তে পারেন:

  5. মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সামলাতে কী কৌশল অবলম্বন করছে দলগুলো?

    একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির মত বড় দলগুলোর অনেক মনোনয়ন প্রত্যাশী নেতাই চূড়ান্তভাবে দল থেকে মনোনয়ন পাননি।

    মনোনয়ন বঞ্চিত নেতাদের অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন, আবার অনেকে অন্য দলের প্রতীকে নির্বচন করছেন।

    রাজনৈতিক দলগুলো এই মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থীদের সামাল দিতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সামলাতে কী কৌশল অবলম্বন করছে?

  6. মোরশেদ খান মনোনয়ন পেলেননা, খোকার আসনে সুব্রত

    ঢাকা- ৬ আসনে গণফোরামের সুব্রত চৌধুরী বিএনপির মনোনয়ন পেয়েছেন।

    এ আসনে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন ছাড়াও বিএনপি নেতা কাজী আবুল বাশার মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

    শেষ পর্যন্ত জাতীয় ঐক্যফ্রন্ট শরীক দল গণফোরাম নেতা সুব্রত চৌধুরীকেই মনোনয়ন দিলো বিএনপি।

    ইশরাক হোসেন দলীয় সিদ্ধান্ত মেনে নেয়ার কথা জানিয়েছেন।

    অন্যদিকে চট্টগ্রাম ৮ আসনে বিএনপি নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন পাননি।

    এ আসনে তিনিসহ মোট তিনজন বিএনপি নেতা মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

    অন্য দুজন হলেন মোহাম্মদ আবু সুফিয়ান ও এরশাদ উল্লাহ।

    প্রাথমিক বাছাইয়ে মিস্টার খানের মনোনয়নপত্র বাতিল হলেও পরে আপিল করে তিনি প্রার্থিতা ফেরত পেয়েছিলেন।

    কিন্তু দলের পক্ষ থেকে মিস্টার খানের বদলে দলের চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে মোহাম্মদ আবু সুফিয়ানকে।

    এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন জাসদের মঈনুদ্দিন খান বাদল।

  7. বিএনপির গুলশান কার্যালয়ের সামনে এখনও বিক্ষোভ করছেন মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীরা

  8. ভোটের মাঠে থাকবেন না খালেদা জিয়া, কী প্রভাব পড়বে এর?

    বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির কারাভোগরত চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে দেয়া তিনটি মনোনয়নপত্রই বাতিল হয়ে গেছে।

  9. সিলেট-১ আসনে মুক্তাদিরকে চূড়ান্ত করলো বিএনপি, আওয়ামী লীগের মোমেন

    সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

    এ আসনে দলের ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরীও প্রাথমিকভাবে দলের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

    তাদের দুজনের মধ্য থেকে প্রার্থী হিসেবে খন্দকার আব্দুল মুক্তাদিরকেই চূড়ান্ত করলো বিএনপি।

    সে অনুযায়ী তিনি আজ রিটার্নিং অফিসারের কাছে চূড়ান্ত মনোনয়নপত্র জমা দিলেন।

    এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ছোটো ভাই ড. এ কে আব্দুল মোমেন।

  10. সিলেট ২ ও ৩ আসন বিএনপির প্রার্থী চূড়ান্ত

    সিলেট ৩ আসনে বিএনপি নেতা মো: আব্দুস সালাম ও আব্দুল হক(এম এ হক) দুজনেই তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন।

    এ আসনে দলটির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন শফি আহমেদ চৌধুরী।

    এ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন মাহমুদুস সামাদ চৌধুরী।

    অন্যদিকে সিলেট-২ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলটির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা।

    এ আসনে জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্র মো: ইয়াহহিয়া চৌধুরীই আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী হচ্ছেন।

  11. বরিশালে চূড়ান্ত মনোনয়নপত্র জমা দিলেন ৪ প্রার্থী

    বরিশাল থেকে সাংবাদিক শাহীনা আজমিন জানিয়েছেন সেখানে রিটার্নিং অফিসারের কাছে চারজন প্রার্থী চূড়ান্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন।

    তারা হলেন- বরিশাল-৫ আসনে বিএনপির মজিবর রহমান সারোয়ার, বরিশাল-৬ আসনের বিএনপির আবুল হোসেন, বরিশাল-২ আসনের বিএনপির সরদার সরফু্দ্দিন আহমেদ সান্টু ও বরিশাল-৩ আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী টিপু সুলতান।

    এর মধ্যে মজিবর রহমান সারোয়ার ও আবুল হোসেন প্রতিনিধির মাধ্যমে চূড়ান্ত মনোনয়নপত্র জমা দেন।

  12. সিলেট ৬ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন জমা দিলেন ফয়সল আহমদ চৌধুরী

    সিলেট ৬ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন জমা দিলেন ফয়সল আহমদ চৌধুরী।

    এ আসনে বিএনপির মোট চার জন মনোনয়নপত্র জমা দিয়েছিলো। মিস্টার চৌধুরী ছাড়া অন্য তিনজন হলেন হোসেন খান হেলাল, মোহাম্মদ আব্দুর রকিব ও মাওলানা হাবিবুর রহমান।

    আজ শেষ পর্যন্ত ফয়সল আহমদ চৌধুরী চূড়ান্ত মনোনয়ন জমা দেন।

    এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ

  13. প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে সোশ্যাল মিডিয়ায় বিএনপির প্রতিক্রিয়া

    দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হবার কারণে খালেদা জিয়ার তিনটি আসনেই মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর আগে সর্বোচ্চ আদালতের এক রায়েও নিশ্চিত হয়ে যায় যে দু্ই বছরের বেশি মেয়াদের কারাদণ্ড হওয়ায় খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না।

    বিবিসি বাংলায় আরও পড়তে পারেন-

  14. প্রার্থিতা ফিরে পেতে আদালতে গেলেন রুহুল আমিন হাওলাদার

    জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদের বিশেষ সহকারী রুহুল আমিন হাওলাদার তার প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন।

    পটুয়াখালী-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন পত্র দাখিল করেছিলেন জাপা সদ্য বিদায়ী এই মহাসচিব।

    ঋন খেলাপি হওয়ার অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেছিলো রিটার্নিং অফিসার।

    পরে নির্বাচন কমিশনে আপিল করলেও কমিশন তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে।

    কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করেই আজ আদালতে রিট করা হলো মিস্টার হাওলাদারের পক্ষ থেকে।

  15. খুলনা- ৪ আসনে বিএনপি’র একজন প্রত্যাহার করলেন

    খুলনা-৪ আসনে বিএনপি নেতা শরীফ শাহ কামাল তার মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন।

    এ আসনে বিএনপি চূড়ান্ত মনোনয়ন দিয়েছে ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলালকে।

    এ আসনে মোট নয় জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলো।

    ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আব্দুস সালাম মুর্শেদী।

  16. বিএনপির গুলশানের কার্যালয়ের সামনে বিক্ষোভ চলছে

    ঢাকায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ের সামনে দলটির মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকরা আজও বিক্ষোভ করছে।

    দলটির মনোনয়ন বঞ্চিত কয়েকজন নেতার সমর্থকরা বিএনপির পল্টনের কার্যালয় এবং গুলশানে চেয়ারপার্সনের কার্যালয় ঘিরে বিক্ষোভ শুরু করে শনিবার থেকেই।

    শনিবার রাতে এক পর্যায়ে গুলশান কার্যালয়ে ভাঙচুর করে মনোনয়ন বঞ্চিত কয়েকজন প্রার্থীর সমর্থকরা।

    মধ্যরাতেও গুলশানে তাদের বিক্ষোভ করতে দেখা যায়।

    মধ্যরাতে চেয়ারপার্সনের কার্যালয়ের ভেতর থেকে মাইকিং করে তাদের চলে যেতে অনুরোধ করা হয়।

    এর আগে চাঁদপুরের একজন প্রার্থীর সমর্থকরা দলটির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছিল।

  17. ঢাকায় কূটনীতিকদের সাথে দুই দলের বৈঠকে যা আলোচনা হয়েছিল

    বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন নিরপেক্ষতার সাথে তাদের ভূমিকা পালন করতে পারছে কি না সেটি নিয়ে দুই প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিরা পশ্চিমা কূটনীতিকদের কাছে তাদের বক্তব্য তুলে ধরেন গত ৫ই ডিসেম্বর

  18. মনোনয়ন বঞ্চিতরা অনেক জায়গাতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন

    মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হবার পর দলের অভ্যন্তরে ক্ষোভের মাত্রা আরো বেড়ে যাওয়ার আশংকা আছে, যার নজীর পূর্ববর্তী নির্বাচনগুলোতেও দেখা গেছে। সম্ভাব্য এই দলীয় কোন্দল নিয়ন্ত্রণে দলগুলো যা বলছে তা নিয়ে আমাদের টিভি প্রতিবেদনটি দেখতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে-

  19. বাংলাদেশে সংসদ সদস্যদের নানাবিধ সুযোগ-সুবিধা রয়েছে

    বাংলাদেশের আইন অনুযায়ী একজন সংসদ সদস্য যেসব সুযোগ-সুবিধা পান সেগুলোর মধ্যে আছে-

    * সংসদ সদস্যদের মাসিক বেতন ৫৫,০০০ টাকা

    * নির্বাচনী এলাকার ভাতা প্রতিমাসে ১২,৫০০ টাকা

    *শুল্কমুক্তভাবে গাড়ি আমদানির সুবিধা

    এ নিয়ে আমাদের প্রতিবেদনটি পড়তে পারবেন আমাদের ওয়েবসাইটে- বাংলাদেশে এমপি হলে কী সুবিধা পাওয়া যায়?

  20. যেসব বিষয় বিবেচনায় রেখে প্রার্থী বাছাই করেছে দুই দল

    দুই দলই দলীয় মনোনয়ন দেয়ার ক্ষেত্রে প্রার্থীর জেতার সম্ভাবনা এবং প্রতিপক্ষের কৌশলের ওপর অনেক বেশি জোর দিয়েছেে। এ নিয়ে আমাদের প্রতিবেদনটি পড়তে পারেন-