আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

সারা দেশে সহিংসতায় অন্তত ৮৩ জনের মৃত্যু, বহু আহত

সরকারের পদত্যাগের এক দফা দাবি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে রোববার ঢাকা ও বিভিন্ন জেলা-উপজেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে বহু হতাহত হয়েছে। পরিস্থিতি সামলাতে আগামী তিনদিন আবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার ঢাকামুখী লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারীরা।

সার সংক্ষেপ

  • আবারো তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার
  • "সর্বাত্মক অসহযোগ" আন্দোলন কর্মসূচি ঘিরে সারা দেশে সহিংসতায় পুলিশসহ অন্তত ৮৩ জনের মৃত্যু,আহত হয়েছেন অনেক মানুষ
  • রোববার সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি
  • ঢাকাসহ অনেক স্থানে মোবাইল ইন্টারনেট বন্ধ
  • সোমবার ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি করার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা
  • হত্যা ও সহিংসতার দায় আন্দোলনকারী নেতৃত্বকেই নিতে হবে, বলছে আওয়ামী লীগ
  • সরকার পতনের এক দফা দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

সরাসরি কভারেজ

  1. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ, তিনদিনের সাধারণ ছুটি শুরু

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ কর্মসূচি ঘিরে উদ্ভূত পরিস্থিতি সামলাতে সরকারের ঘোষণা করা তিনদিনের সাধারণ ছুটি শুরু হয়েছে। এই সময় সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

    বুধবার পর্যন্ত এই বিশেষ ছুটি থাকবে। সেই সাথে অনির্দিষ্টকালের জন্য কারফিউও বহাল থাকবে।

    রোববার দুপুর থেকে সারা দেশে মোবাইল ইন্টারনেট বন্ধ রয়েছে। ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকলেও ফেসবুক, ইউটিউব, টিকটকের মতো সেবা বন্ধ রয়েছে।

    অন্যদিকে আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ঢাকায় লংমার্চ করার কথা রয়েছে।

    রোববারের সহিংসতায় সারা দেশে অন্তত ৮৩ জনের প্রাণহানি হয়েছে, আহত হয়েছেন অনেক মানুষ।

  2. কর্মসূচি নিয়ে যা বলেছেন আসিফ মাহমুদ

    ফেসবুকের এক পোস্টে সমন্বয়ক আসিফ মাহমুদ সোমবারের কর্মসূচির পরিকল্পনা লিখেছেন।

    সেখানে তিনি উল্লেখ করেছেণ, ঘোষিত পয়েন্টগুলোতে ঢাকার আন্দোলনকারী ও লংমার্চ করে ঢাকায় আসা জনতা অবস্থান নিবে সকাল ১১ টা থেকে। শহীদমিনারে ১১ টা থেকে সবাই জড়ো হবেন।

    ''শহীদ মিনার থেকে মিছিল নিয়ে আমরা শাহবাগে যাবে, কেন্দ্রীয় সমাবেশ শাহবাগে হবে। পরিস্থিতি বিবেচনায় চুড়ান্ত ঘোষণা দেয়া হবে শাহবাগ থেকে। পয়েন্টগুলোতেও সে সংবাদ পৌছে দেওয়া হবে।''

    ''আমরা সুসংগঠিতভাবে সিদ্ধান্ত বাস্তবায়ন করবো। কোন ঘোষণা না আসা পর্যন্ত বিচ্ছিন্নভাবে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি.''লিখেছেন সমন্বয়ক আসিফ মাহমুদ।

    সরকার পতনের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে লং মার্চ টু ঢাকা শিরোনামে ঢাকায় আজ সমাবেশ করার কথা রয়েছে।

  3. চলমান ‘বেদনাদায়ক’ সহিংসতা অতিসত্বর বন্ধ করতে হবে:জাতিসংঘের ফলকার তুর্ক

    বাংলাদেশে চলমান ‘বেদনাদায়ক’ সহিংসতা অতিসত্বর বন্ধ করতে হবে বলে বিবৃতি দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রধান ফলকার তুর্ক।

    রবিবার রাতে প্রকাশিত বিবৃতিতে মি. তুর্ক জানিয়েছেন, “আগামীকাল (সোমবার) ঢাকার উদ্দেশ্যে বড় ধরনের পদযাত্রার পরিকল্পনা ও আন্দোলনকারীদের বিরুদ্ধে ক্ষমতাসীন দলের যুব সংগঠনের আহ্বানের প্রেক্ষিতে আমি গভীরভাবে শঙ্কিত যে আরো প্রাণহানি ও ধ্বংস হবে।”

    “আমি জরুরিভাবে রাজনৈতিক নেতৃবৃন্দ ও নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান করতে চাই যেন তারা মানুষের শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার প্রতিষ্ঠা করতে পারে, তা যেন নিশ্চিত করতে পারে।”

    সরকারকে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশগ্রহণকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত করা বন্ধ করা, ঢালাওভাবে আটককৃতদের মুক্তি দেয়া, পূর্ণ ইন্টারনেট সেবা চালু করা ও অর্থবহ আলোচনার পরিবেশ তৈরি করার পরিবেশ তৈরি করার প্রতি জোর দিয়েছেন মি. তুর্ক।

    সহিংসতায় উস্কানি দিয়ে ও অতিরিক্ত বল প্রয়োগ করে জনগণের অসন্তোষ দমনের ধারাবাহিক প্রচেষ্টা অতিসত্বর বন্ধ করতে হবে বলেও উঠে আসে মি. তুর্কের বিবৃতিতে।

  4. রোববার সারাদিন যা যা হয়েছে

    • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা 'সর্বাত্মক অসহযোগ আন্দোলন' চলাকালে সহিংসতায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অন্তত ৮৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জে অন্তত ১৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৩ জনই পুলিশ সদস্য বলে বাহিনীটি নিশ্চিত করেছে। অনেক স্থানে সরকারি স্থাপনা ও গাড়িতে আগুন দেয়া ও ভাঙচুর করা হয়েছে।
    • রোববার কারফিউর সময় এগিয়ে এনে রোববার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য জারি করা হয়েছে
    • নির্বাহী আদেশে আবার সরকারি-বেসরকারি অফিস টানা তিনদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সোম, মঙ্গল ও বুধবার এই তিন দিন ছুটি থাকবে।
    • সরকার ঘোষিত এই কারফিউ মানতে দেশের সাধারণ মানুষের প্রতি আহবান জানিয়েছেন বিজ্ঞপ্তি দিয়েছে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের আলোকে দায়িত্ব পালন করবে বলে জানানো হয়েছে।
    • রোববার দুপুরে একটি সংবাদ সম্মেলনে দেশের সাবেক সেনাপ্রধানসহ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা সশস্ত্র বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি দাঁড় না করানোর জন্য আহবান জানিয়েছে।
    • সোমবার ঢাকা অভিমুখে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা সারা দেশে বিক্ষোভ-আন্দোলন এবং গণঅবস্থান কর্মসূচি অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছেন।
    • প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর হস্তে নৈরাজ্যবাদীদের দমন করতে আজ দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস।
    • ঢাকাসহ বিভিন্ন স্থানে সংঘাত-সহিংসতা বাড়তে শুরু করলে রোববার দুপুর থেকে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়েছে। তবে এ সময় ব্রডব্যান্ড ইন্টারনেট চালু রয়েছে। তবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটকসহ বন্ধ রয়েছে বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম।
    • আন্দোলনকারীদের উপর সরাসরি গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
  5. 'অসহযোগ আন্দোলনের' প্রথম দিনের কিছু ছবি

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনের কিছু ছবি:

  6. সারা দেশে সহিংসতায় নিহত অন্তত ৮৩ জন

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলাকালে সহিংসতায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কমপক্ষে ৮০ জন নিহত হয়েছেন।

    রোববার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে সরকার সমর্থক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে তারা মারা গেছেন। অনেক স্থানে বাড়িঘর ও গাড়ি ভাঙ্গচুর- আগুন দেয়ার মতো ঘটনা ঘটেছে।

    নিহতদের অনেকে শরীরে গুলির আঘাত রয়েছে। আবার অনেককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

    এর মধ্যে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি সিরাজগঞ্জে। সেখানে অন্তত ১৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৩ জনই পুলিশ বলে নিশ্চিত করেছেন বাহিনীর কর্মকর্তারা।

    আর ঢাকায় মারা গেছেন কমপক্ষে ছয় জন, যাদের মধ্যে আওয়ামী লীগের একজন নেতা রয়েছেন। এছাড়া সাভারে একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

    এছাড়া ফেনীতে আটজন, নরসিংদীতে ছয়জন, লক্ষ্মীপুরে আট জন, ভোলায় একজন, রংপুরে চার জন, মুন্সিগঞ্জে তিনজন, মাগুরায় চার জন, বগুড়ায় চার জন, জয়পুরহাটে দুই জন, পাবনায় তিনজন, শেরপুরে তিন জন, সিলেটে পাঁচ জন, কিশোরগঞ্জে তিনজন, কুমিল্লায় দুইজন, কক্সবাজারে এক জন এবং বরিশালে একজন নিহত হয়েছেন বলে নিশ্চিত হয়েছে বিবিসি বাংলা।

  7. নৈরাজ্যবাদীদের কঠোর হাতে প্রতিহত করার জন্য প্রধানমন্ত্রীর আহ্বান: বাসস

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর হস্তে নৈরাজ্যবাদীদের দমন করতে আজ দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস।

    সেই খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার জানান, প্রধানমন্ত্রীর বলেছেন, "যারা এখন সহিংসতা চালাচ্ছে তাদের কেউই ছাত্র নয়, তারা সন্ত্রাসী।”

    সারওয়ার বাসসকে আরো জানান, জাতীয় নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ নীতি নির্ধারক কর্তৃপক্ষ নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত বৈঠক থেকে বেরিয়ে এসে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন।

    পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বেসামরিক বিমান চলাচলমন্ত্রী, শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বৈঠকে উপস্থিত ছিলেন।

    মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), পুলিশের মহাপরিদর্শক (আইজিপি); বিজিবি, এনএসআই ও ডিজিএফআই মহাপরিচালক, এনসিএসএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), র‌্যাব মহাপরিচালক (ডিজি) এবং স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান অন্যান্যের এ সময় মধ্যে উপস্থিত ছিলেন বলে বাসসের খবরে বলা হয়েছে।

  8. সেনাবাহিনী সংবিধান ও প্রচলিত আইনের আলোকে দায়িত্ব পালন করবে: আইএসপিআর

    রোববার সন্ধ্যা থেকে ডাকা কারফিউ মানতে দেশের সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে সেনাবাহিনী।

    আন্তঃ বাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর রোববার রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানিয়েছে সশস্ত্র বাহিনী।

    এতে বলা হয়েছে, দেশে চলমান সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির পুনরায় অবনতি হওয়ায় রোববার রাত থেকে অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছে। জনগণের জান মাল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের আলোকে দায়িত্ব পালন করবে জানিয়ে এই বিজ্ঞপ্তিতে কারফিউ মেনে চলতে দেশের জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়।

  9. সশস্ত্র বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি দাঁড় না করানোর আহবান সাবেক সেনাপ্রধানের

    দেশের বর্তমান পরিস্থিতিতে দেশের সশস্ত্র বাহিনীতে সাধারণ ছাত্র জনতার মুখোমুখি না করার আহবান জানিয়েছেন সাবেক সেনাপ্রধান ও সেনা কর্মকর্তারা।

    দেশের বিদ্যমান অবস্থায় সংকট নিরসনে করণীয় প্রসঙ্গে রোববার দুপুরে ঢাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন সাবেক সেনা কর্মকর্তারা।

    সেখানে লিখিত বক্তব্যে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়া বলেন, সশস্ত্র বাহিনীকে অবিলম্বে সেনা ছাউনিতে ফিরিয়ে নিয়ে যে কোন আপদকালীন সংকট মোকাবেলার জন্য প্রস্তুত রাখা প্রয়োজন”।

    তিনি বলেন “অনুরোধ করে বলছি, এ সংকট আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ গ্রহণ করুন। দেশ প্রেমিক সশস্ত্র বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি করা যাবে না”।

    বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবদানের কথা তুলে ধরে মি. ভুঁইয়া এই ব্রিফিংয়ে বলেন, “যে সম্মান, মর্যাদা ও গৌরব অর্জন করেছে, তা আজ কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়েছে”।

    যে কারণে মাঠে দায়িত্বরত সশস্ত্র বাহিনীর সদস্যদের নিজ দেশের সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।

    সশস্ত্র বাহিনীকে অবিলম্বে সেনা ছাউনিতে ফিরিয়ে নেয়ার আহবান জানিয়ে সাবেক এই সেনাপ্রধান বলেন, “আমরা নিজেরা নিজেদের সাথে যুদ্ধ করতে পারি না। দেশটাকে যুদ্ধ শহরে পরিণত করতে দিতে পারি না”।

    এই ছাত্র বিক্ষোভে নিহত ও গুলির ঘটনা জাতিসংঘের নেতৃত্বে স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্তের জন্য তিনি দাবি জানান।

    এই সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।

  10. সহিংসতায় সারা দেশে অন্তত ৭৮ জন নিহত, মৃতের সংখ্যা সবচেয়ে বেশি সিরাজগঞ্জে

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলাকালে সহিংসতায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কমপক্ষে ৭৮ জন নিহত হয়েছেন।

    রোববার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে সরকার সমর্থক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে তারা মারা গেছেন।

    এর মধ্যে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি সিরাজগঞ্জে। সেখানে অন্তত ১৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৩ জনই পুলিশ বলে নিশ্চিত করেছেন বাহিনীর কর্মকর্তারা।

    আর ঢাকায় মারা গেছেন কমপক্ষে ছয় জন, যাদের মধ্যে আওয়ামী লীগের একজন নেতা রয়েছেন।

    এছাড়া ফেনীতে আটজন, নরসিংদীতে ছয়জন, লক্ষ্মীপুরে আট জন, ভোলায় একজন, রংপুরে চার জন, মুন্সিগঞ্জে তিনজন, মাগুরায় চার জন, বগুড়ায় চার জন, জয়পুরহাটে দুই জন, পাবনায় তিনজন, শেরপুরে তিন জন, সিলেটে দুই জন, কিশোরগঞ্জে তিনজন, কুমিল্লায় দুইজন এবং বরিশালে একজন নিহত হয়েছেন বলে নিশ্চিত হয়েছে বিবিসি বাংলা।

  11. জঙ্গি হামলা হচ্ছে, ঘরে ফিরে যান: সরকারি বিজ্ঞপ্তি

    কোটা সংস্কার আন্দোলনকারীদের এক দফা দাবিতে ডাকা অসহযোগ আন্দোলন ঘিরে জঙ্গি হামলার সতর্কতা জানিয়ে বিবৃতি দিয়েছে সরকার।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস উইং থেকে এই বিবৃতিটি পাঠানো হয়েছে বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন প্রেস সচিব নাঈমুল ইসলাম খান।

    রোববার সংঘাতে অর্ধশতাধিক মানুষের প্রাণহানির মধ্যেই বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ছাত্র-ছাত্রী ও অভিভাবক সকলকে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে। জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

    সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টানা কর্মসূচি শেষে এক দফায় সরকার পতনের ডাক দেয়া হয় শনিবার। রবিবার থেকে শুরু করা হয়েছে অসহযোগ আন্দোলন। এর মধ্যেই সারা দেশে সহিংসতায় অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

  12. রাজশাহীতে সরকারি অফিসে আগুন

    রাজশাহীতে মোহনপুরে থানার সামনে কয়েকটি গাড়ি ও মোটরসাইকেলে এবং স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ের অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল আলম।

    এছাড়া সেখানে এসি ল্যান্ড বা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের সামনে কেশরহাট পৌরসভা অফিসেও অগ্নিসংযোগের কথা জানিয়েছেন রাজশাহীর সাংবাদিক আনোয়ার আলী হিমু।

    তিনি জানান সেখানে প্রথমে মোহনপুর থানার সামনে, এরপর এসি ল্যান্ডের প্রাঙ্গনে আগুন দেয়া হয়। এরপর আওয়ামী লিগের অফিসে ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়।

  13. সিরাজগঞ্জের থানা হামলায় ১৩ পুলিশ নিহত

    সিরাজগঞ্জের এনায়েতপুর থানা হামলায় অন্তত ১৩ জন পুলিশ সদস্য নিহত হয়েছে বলে জানা যাচ্ছে।

    রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইডি বিজয় বসাক বিবিসি বাংলাকে জানিয়েছেন, সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলায় ১১ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

    কারা এই হামলা চালিয়েছে, পুলিশ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।

    ''আমরা ওই এলাকায় ঢোকার চেষ্টা করছি, কিন্তু এখনো পারছি না।''

    পরবর্তীতে পুলিশ সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেখানে ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছে।

    স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, বেশ কয়েক হাজার মানুষ দুপুরের দিকে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা করে।

    এ নিয়ে রোববার সারা দেশে সহিংসতায় অন্তত ৫৯ জনের মৃত্যুর নিশ্চিত খবর পেয়েছে বিবিসি বাংলা।

    রোববার দুপুরে কুমিল্লায় আরেক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করার তথ্য পাওয়া গেছে।

    পুলিশ সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন জায়গায় পুলিশের থানা, পুলিশ সুপারের কার্যালয়, রেঞ্জ অফিস, ফাঁড়িতে হামলার ঘটনা ঘটেছে, যাতে তিন শতাধিক পুলিশ আহত হয়েছে।

  14. সিলেটের গোলাপগঞ্জে সংঘর্ষে নিহত ২, আহত অনেকে

    সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো অনেকে।

    উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুদর্শন সেন বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

    নিহতের একজনের নাম তাজউদ্দিন, তার বয়স ৪৩ বছর এবং অপরজন ১৮ বছর বয়সী সানি আহমেদ বলে জানা গিয়েছে।

    তবে তাদের মৃত্যুর কারণের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

    রোববার বেলা আড়াইটার দিকে ঢাকা দক্ষিণ রোডের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আন্দোলনকারীদের সাথে পুলিশ ও বিজিবির সংঘর্ষ বেধে যায়।

  15. কুমিল্লায় পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা

    কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে দাউদকান্দির ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি। নিহতের নাম এরশাদ ‌আলী বলে তিনি জানিয়েছেন।

    তিনি বলেন, আন্দোলনকারীরা কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়েতে বিক্ষোভ করার এক পর্যায়ে পুলিশ ফাঁড়ির পুরাতন ভবন ঘেরাও করে এবং ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে।

    এসময় পুলিশ তাদের প্রতিহত করতে চাইতে বিক্ষোভাকারীরা এরশাদ ‌আলীকে টেনে হিঁচড়ে বেধড়ক পেটাতে থাকে। এ সময় অন্য পুলিশ সদস্যরা ছাদে উঠে গেলেও এরশাদ আলী ভিড় থেকে নিজেকে বের করতে পারেননি।

    এতে গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিক্ষোভকারীরা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় আগুন লাগিয়ে দেয়।

    সেইসাথে তারা পুলিশের একটি প্রাইভেট কার ও রেকারে আগুন দেয়।

  16. হত্যা ও সহিংসতার দায় আন্দোলনকারী নেতৃত্বকেই নিতে হবে: আওয়ামী লীগ

    দেশে বর্তমানে সহিংসতা ও মৃত্যুর যেসব ঘটনা ঘটছে, সেগুলোর দায় আন্দোলনকারী নেতৃত্বকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

    রোববার বিকেলে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।

    “সরকার পতনের এই আন্দোলন ছাত্র সমাজের নয়। তথাকথিত সরকার পতনের এই এক দফা দাবি ক্ষমতালিপ্স বিএনপি-জামায়াত ষড়যন্ত্রকারীদের,” বলেন মি. নানক।

    আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে বলেও জানিয়েছেন তিনি।

    “সরকার তাদের (আন্দোলনকারী শিক্ষার্থীদের) যেকোনও বক্তব্য শোনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু ছাত্র সমাজের কাঁধের উপর বন্দুক রেখে সরকারকে হটিয়ে দেওয়ার ষড়যন্ত্র বাংলাদেশের কৃষক-শ্রমিক-ছাত্র আপামর জনগণ মেনে নেবে না, মেনে নেবে না,” বলেন মি. নানক।

    তিনি আরও বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগ ইতোমধ্যেই সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে পাড়া-মহল্লায়-রাজপথে কঠিন প্রতিরোধের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে উদ্ভূত পরিস্থিতি ও সকল হত্যা-সহিংসতার দায় আন্দোলনকারী নেতৃত্বকেই নিতে হবে।”

    বিএনপি-জামায়াত দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চাচ্ছে বলেও মন্তব্য করেন মি. নানক।

    “আমাদের শেষ রক্তবিন্দু থাকতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের আস্ফলন সহ্য করবো না,” সাংবাদিকদের বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মি. নানক।

  17. আবারো তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা

    কোটা সংস্কার আন্দোলনকারীদের অসহযোগ আন্দোলনের মধ্যে সোমবার থেকে তিনদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

    আগামী বুধবার পর্যন্ত এই ছুটি বলবৎ থাকবে।

    নির্বাহী আদেশে এই ছুটি ঘোষণা করা হয়েছে বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক।

    এই আন্দোলন ঘিরে সহিংসতা ও প্রাণহানি বাড়ার পর কারফিউ জারি করা হয় গত ১৯ জুলাই রাতে। পরে ২১ থেকে ২৩শে জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

    পরে ২৪ ও ২৫শে জুলাই সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীমিতভাবে চলে সরকারি-বেসরকারি অফিস।

    পরিস্থিতি আরো স্বাভাবিক হলে গত রবি, সোম ও মঙ্গলবার অফিস চলে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। পরে গত বুধবার থেকে স্বাভাবিক সময় ধরে চলছে সরকারি-বেসরকারি অফিস।

  18. সারাদেশে বিক্ষোভ সহিংসতায় নিহত ২৫

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদফা দাবিতে অসহযোগ আন্দোলনকে ঘিরে সারা দেশে ব্যাপক সংঘাত সহিংসতায় এ পর্যন্ত ২৫ জন নিহতের খবর জানা গিয়েছে।

    এর মধ্যে ঢাকায় এক জন, ফেনীতে পাঁচ জন, মুন্সীগঞ্জে তিন জন, বগুড়ায় তিন জন, মাগুরায় দুই জন, কিশোরগঞ্জে তিন জন, রংপুরে দুই জন, সিলেটে দুই, সিরাজগঞ্জে এক জন, পাবনায় তিন জন নিহতের খবর নিশ্চিত করেছে বিবিসি।

    এসব জেলায় আহত হয়েছেন প্রায় দুই শতাধিক। নিহতদের যে হাসপাতালে নেয়া হয়েছে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা এই হতাহতের খবর বিবিসিকে নিশ্চিত করেছে।

  19. ফেনীতে সংঘর্ষে নিহত ৫, আহত অর্ধশতাধিক

    ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা কর্মসূচিতে সংঘর্ষের ঘটনায় পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

    এছাড়া আহত হয়েছেন অর্ধ শতাধিক আন্দোলনকারী।

    ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. আসিফ ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।

    নিহতদের সবাই গুলিবিদ্ধ অবস্থায় এসেছেন বলে তিনি জানান। আহতদের অধিকাংশ গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

    হাসপাতালে প্রতিনিয়ত আহতরা আসছেন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বেলা ১১ টার দিকে জেলার মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জড়ো হয় আন্দোলনকারীরা। এরপর বেলা দুইটার দিকে সরকার দলীয় লোকেরা তাদের ওপর হামলা চালায়। এতে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

  20. সন্ত্রাস করলে আইনের প্রয়োগ ঘটানো হবে: তথ্য প্রতিমন্ত্রী

    বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, আমরা অনেক ধৈর্য ধরেছি। প্রধানমন্ত্রী ডাক দিলে আওয়ামী লীগসহ দেশের অনেক মানুষ রাস্তায় নেমে আসবে। কিন্তু আমরা সংঘাতে যেতে চাই না। তবে সন্ত্রাসীরা সন্ত্রাস করলে আইনের প্রয়োগ কিন্তু ঘটাতে হবে।’

    তিনি বলেন, ‘আমরা প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চাই। কিন্তু আপনি রায় দিয়ে দিচ্ছেন। আমরা হত্যার বিচারের জন্য তদন্ত কমিশন গঠন করেছি। এখানে বিদেশি এক্সপার্টরা আসবেন। তদন্তের পর আমরা জানতে পারব কে কীভাবে মারা গেলেন। তখন সব কিছুই বের হয়ে আসবে।’

    হামলায় মৃত্যুর ঘটনায় সরকারের ওপর দায় চাপানো হচ্ছে দাবি করে এই প্রতিমন্ত্রী বলেন, মৃতদের যে তালিকা তাতে আগুন ঝলসে নিহত হয়েছেন এমন মানুষও আছেন। আগুন কে দিয়েছে?

    এক প্রশ্নের জবাবে মি. আরাফাত বলেন, ‘এই আন্দোলনে বিএনপি শিক্ষার্থীদের সাথে বিএনপি একাত্মতা ঘোষণা করেনি। বরং বিএনপির সাথে একাত্মতা ঘোষণা করেছে আন্দোলনকারীরা।