আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

শুক্রবার আত্মপ্রকাশ করছে ছাত্রদের নতুন দল; তর্ক-বিতর্ক করতে গিয়ে দেশে যেন স্বৈরাচার সুযোগ না পেয়ে বসে- তারেক রহমান

শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। প্রধান উপদেষ্টার সাথে দলীয় আমিরের বৈঠকের পর জামায়াতের অবস্থান কর্মসূচি স্থগিত। কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটি সংলগ্ন সমিতি পাড়ায় বিমান বাহিনীর সদস্যদের সাথে স্থানীয়দের সংঘর্ষে একজনের মৃত্যু। এক নজরে দিনের ঘটনাপ্রবাহ...

সরাসরি কভারেজ

  1. সোমবার সারাদিন যা যা হলো:

    • ছয় মাস পর জানা গেল জেল থেকে পালিয়ছে আববার ফাহাদ হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি।
    • রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তর্ক-বিতর্ক করে করতে গিয়ে দেশে যেন ক্ষতিকর পরিস্থিতি তৈরি না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
    • মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে ডাকা অবস্থান কর্মসূচি স্থগিত করেছে জামায়াতে ইসলামী।
    • যতদিন পর্যন্ত নির্বাচিত সরকার পাওয়া না যাচ্ছে ততদিন দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সেনা সদস্যদের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
    • পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সাথে কেমন সম্পর্ক চায়।
    • আগামী ২৮শে ফেব্রুয়ারি শুক্রবার আত্মপ্রকাশ করবে ছাত্র নেতৃত্বের নতুন রাজনৈতিক দল।
    • সাজেকে ভয়াবহ আগুনে পুড়েছে ৫০টিরও বেশি রিসোর্ট ও রেস্টুরেন্ট
    • বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা রয়েছে বলে স্বীকার করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
    • কক্সবাজারের বিমান বাহিনীর ঘাঁটি সংলগ্ন সমিতি পাড়ায় বিমান বাহিনীর সদস্যদের সাথে স্থানীয়দের সংঘর্ষের একজন নিহত হয়েছে।
    • দেশে আইনশৃঙ্খলা অবনতির দিকে যাচ্ছে জানিয়ে দেশের স্বার্থে আবার ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট

  2. ছয় মাস পর জানা গেল জেল থেকে পালিয়েছে আবরার ফাহাদ হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

    বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি জেলখানা থেকে পালিয়েছেন।

    শেখ হাসিনার সরকারের পতনের পরদিন গত ছয়ই অগাস্ট ওই আসামি জেল থেকে পালিয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ এবং ওই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী জসিম উদ্দিন।

    আবরারের বাবা মি. উল্লাহ বিবিসি বাংলাকে বলেছেন, “আজকে শুনানির শেষ পর্যায়ে বিচারপতি জানতে চান, কোন কোন আসামির পক্ষে কোন কোন আইনজীবী আছেন। তখন সেখানেই জানানো হয় যে কাশিমপুর কারাগার থেকে মুনতাসির আল জেমি পালিয়েছে।”

    বরকত উল্লাহ জানান, গত ছয়ই অগাস্ট ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি কারাগার থেকে পালালেও আজ প্রথম তিনি তা জানতে পারেন আদালতে মামলার শুনানির সময়।

    রাষ্ট্রপক্ষের আইনজীবী জসীমউদ্দিন বিবিসি বাংলাকে বলেন, “আদালতে মামলার শুনানির সময় কার কার পক্ষের আইনজীবী আমরা পাই নাই। এর মধ্যে তিনজন আগেই পলাতক ছিল। এই জেমি পালিয়েছে ছয়ই আগস্ট। তাই ওনার কোনো আইনজীবী আজ আদালতে ছিল না।”

    রাষ্ট্রপক্ষের এই আইনজীবী আরো জানিয়েছেন, জেমির সাথে জেলে থাকা আরেক আসামির মাধ্যমেই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে যে গত অগাস্টে পালিয়েছেন তিনি।

    আইনজীবী জসীমউদ্দিন বলেন, একই সময় আসামিপক্ষের আইনজীবী ও কারা কর্তৃপক্ষের মাধ্যমেও বিষয়টি নিশ্চিত হয়েছেন তিনি।

    সন্ধ্যায় এ নিয়ে ফেসবুকে দেওয়া এক পোস্টে আবরার ফাহাদের ছোট ভাই বুয়েটের ছাত্র আবরার ফাইয়াজ লিখেন, ‘আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি জেমি জেলখানা থেকে পালিয়ে গেছে ৫ই আগস্টের পরে। অথচ আমাদের জানানো হচ্ছে আজকে, যখন ওর আইনজীবী কোনো যুক্তিতর্ক উপস্থাপন করতে আসেনি তখন। ফাঁসির আসামির তো কনডেম সেলে থাকার কথা ছিল, সে পালায় কীভাবে!”

    আবরার ফাইয়াজ আরও লিখেন, “পালানোর পরেও এ তথ্য বাইরে না আসা তো এটাই প্রমাণ করে যে, তাকে ধরতেও কোনো চেষ্টা করা হয়নি। পূর্বে থেকেই আরো ৩ জন পলাতক আছে।”

    ফাঁসির আসামি মুনতাসির আল জেমি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

    ২০১৯ সালের ৭ ই অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল নেতাকর্মী পিটিয়ে হত্যা করেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ২০২১ সালের ৮ই ডিসেম্বর বুয়েটের ২০ জন শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেন আদালত। এ মামলায় আরও পাঁচ শিক্ষার্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

  3. তর্ক-বিতর্ক করতে গিয়ে দেশে যেন স্বৈরাচার সুযোগ না পেয়ে বসে : তারেক রহমান

    রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তর্ক-বিতর্ক করে করতে গিয়ে দেশে যেন ক্ষতিকর পরিস্থিতি তৈরি না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    তিনি বলেছেন, “বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক-বিতর্ক হবে, এটা রাজনীতির একটি অংশ। তবে আমাদের খেয়াল করতে হবে, তর্ক-বিতর্ক করতে গিয়ে দেশে যেন এমন পরিস্থিতির উদ্ভব না হয়, যাতে করে সেই স্বৈরাচার অথবা যারা বাংলাদেশের ভালো চায় না এমন কেউ সুযোগ পেয়ে বসে।”

    সোমবার খুলনা মহানগর বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

    এসময় তিনি বলেন, “গণতন্ত্রের সপক্ষের শক্তি হিসেবে বিএনপির সকলকে অব্যাহতভাবে চেষ্টা করতে হবে যাতে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসে। যেকোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়।”

    তারেক রহমান বলেন, “আমরা যদি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে বাংলাদেশ যে খাদের কিনারে চলে গেছে সেখান থেকে উঠিয়ে আনতে সক্ষম হব।”

    বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী নেতাকর্মীদের ওপর দমন পীড়নের কথাও তুলে ধরেন বিএনপি নেতা তারেক রহমান।

  4. প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ, অবস্থান কর্মসূচি স্থগিত

    মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে ডাকা অবস্থান কর্মসূচি স্থগিত করেছে জামায়াতে ইসলামী।

    সোমবার সন্ধ্যায় দলটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তাদের কর্মসূচি স্থগিত করার কথা জানানো হয়।

    এর আগে সোমবার বিকেল চারটায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাতের সময় জামায়াতের নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উপস্থিত ছিলেন।

    জামায়াতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ বিবিসি বাংলাকে জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াতের আমির দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

    ওই সাক্ষাতের পরেই সন্ধ্যায় দলটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে জামায়াত আমিরের অবস্থান কর্মসূচি স্থগিতের কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

    জামায়াতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মি. আকন্দ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, "দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ২৫শে ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে।"

    এতে আরও বলা হয়, জামায়াতে ইসলামীর সিনিয়র নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে জামায়াতের আমির শফিকুর রহমান তার স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার কর্মসূচিও আপাতত স্থগিত করা হয়েছে।

    এর আগে জামায়াতের আমির শফিকুর রহমান তাদের দলের নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার কথা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলেন।

  5. নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সেনাবাহিনীকে ধৈর্যের সঙ্গে কাজ করতে বললেন সেনাপ্রধান

    যতদিন পর্যন্ত নির্বাচিত সরকার পাওয়া না যাচ্ছে ততদিন দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সেনা সদস্যদের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। দায়িত্ব পালন করতে গিয়ে যথসম্ভব কম বল প্রয়োগ করার কথাও বলেন তিনি।

    সোমবার সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    সেনাপ্রধান বলেন, "আমরা মনে করেছিলাম তাড়াতাড়ি সেনানিবাসে ফেরত আসতে পারব। কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে। আমি জানি যে বহুদিন ধরে এই কাজটা করে যাচ্ছি। ধৈর্য রাখতে হবে এবং পেশাদারত্বের মাধ্যমে কাজটা করে যেতে হবে। দেশ ও জাতির জন্য এই সার্ভিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

    "বল প্রয়োগ করা যাবে না। মাঝে মাঝে এই কাজগুলো করতে যেয়ে কিছু বলপ্রয়োগ হয়ে যায়। বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত, একেবারে প্রোপোরশনেট যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে এই কাজগুলো করা যায়, ততই ভালো," বলেন সেনাপ্রধান।

    এর আগে, সেনাপ্রধান ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের সেনাবাহিনীর শ্রেষ্ঠ ফায়ারিং পুরস্কার প্রদান করেন।

    "একজন সেনাসদস্যের পেশাগত উৎকর্ষ অর্জনে ফায়ারিংয়ে দক্ষতা অত্যন্ত জরুরি। এটা মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ। প্রতিবছর এই প্রতিযোগিতা সেনাসদস্যদের কাঙ্ক্ষিত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে," বলেন সেনাপ্রধান।

  6. ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সাথে কেমন সম্পর্ক চায়: পররাষ্ট্র উপদেষ্টা

    পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সাথে কেমন সম্পর্ক চায়।

    সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

    পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “অবশ্যই বাংলাদেশ সিদ্ধান্ত নেবে ভারতের সঙ্গে কী ধরনের সম্পর্ক চায়। একইভাবে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়। এটি দুপক্ষের বিষয় এবং এটা বলাতে দোষের কিছু নেই।”

    “আমার মনে হয়, এ বিষয়ে আমাদের স্পষ্ট সিদ্ধান্ত আছে। আমরা ভারতের সঙ্গে ভালো কার্যকর সম্পর্ক (গুড ওয়ার্কিং রিলেশনস) চাই। সেটার ভিত্তি হবে পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থ। এ বিষয়ে আমাদের কোনও অস্পষ্টতা নেই,” যোগ করেন তিনি।

    পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “তাদের একজন কেন্দ্রীয় মন্ত্রী অহরহ বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছেন। ঠিক আছে, এগুলো চলতে থাকবে ধরে নিয়েই সম্পর্ক ভালো করা যায় কি না, সেই চেষ্টা করছি। কাজেই আমাদের অবস্থান হচ্ছে এটাই যে, আশেপাশে থেকে দুই-চারজন কী বললো না বললো, সেটাতে মনোযোগ না দিয়ে বরং আমরা আমাদের সম্পর্ক ভালো করার চেষ্টা করি।’’

    বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু প্রসঙ্গে ভারতের গণমাধ্যম ও মন্ত্রীদের বক্তব্য প্রসঙ্গে উপদেষ্টা মি. হোসেন বলেন, “বাংলাদেশের সংখ্যালঘু তো ভারতের বিষয় হতে পারে না। বাংলাদেশের সংখ্যালঘু বাংলাদেশের বিষয়। এ ব্যাপারে নন ইন্টারফেয়ার পলিসিতে যেতে হবে আমাদের।”

    তিনি বলেন, “আমাদের সংখ্যালঘুর বিষয়টা আমরা দেখছি। তারা বাংলাদেশের নাগরিক। আমার যতটুকু অধিকার আছে ঠিক তাদেরও ততোটুকু অধিকার আছে। সেটাই সরকার সব সময় সেটাই বাস্তবায়নের চেষ্টা করবে।”

  7. শুক্রবার আত্মপ্রকাশ করছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল

    আগামী ২৮শে ফেব্রুয়ারি শুক্রবার আত্মপ্রকাশ করবে ছাত্র নেতৃত্বের নতুন রাজনৈতিক দল।

    জুলাই অগাস্টের গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা এই দল গঠন করছেন।

    সোমবার রাতে ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

    তিনি জানান, আগামী শুক্রবার জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে নতুন এই দলের আত্মপ্রকাশের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

    এই অনুষ্ঠানে জুলাই-অগাস্টের আন্দোলনে নিহতদের পরিবার, আহত ছাত্র জনতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত থাকবেন।

    সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলকেও আমন্ত্রণ জানানো হবে।

    দলের নাম কিংবা কমিটি কাদের নেতৃত্বে হচ্ছে আত্মপ্রকাশের আগে সেটি এখনই জানানো হবে না বলে সংবাদ সম্মেলনে জানান মুখ্য সংগঠক মি. আলম।

    নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন জানান, নতুন রাজনৈতিক দল ও দলীয় প্রতীক নিয়ে বিভিন্ন ধরনের পরামর্শ এসেছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

  8. কক্সবাজারের ঘটনা সম্পর্কে যা বলেছে আইএসপিআর

    কক্সবাজারের সংঘর্ষের ঘটনা সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর।

    ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ''কক্সবাজারে অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি সংলগ্ন সমিতিপাড়ার কিছু স্থানীয় দুর্বৃত্ত সোমবার বিমান বাহিনী ঘাঁটির উপর অতর্কিত হামলা চালিয়েছে।''

    সেখানে বলা হয়েছে, বিয়াম স্কুলের পাশে বিমান বাহিনীর চেকপোস্ট থেকে মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য ঘাঁটির অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়। এ সময় সমিতি পাড়ার আনুমানিক দুই শতাধিক স্থানীয় লোকজন বিমান বাহিনীর ঘাঁটির দিকে অগ্রসর হলে তাদের বাধা দেয় বাহিনীর সদস্যরা।

    ''পরবর্তীতে স্থানীয় লোকজনের সংখ্যা বৃদ্ধি পেলে বিমান বাহিনীর চেকপোস্ট এলাকায় বিমান বাহিনীর সদস্য ও সমিতি পাড়ার কতিপয় দুষ্কৃতকারী লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে কতিপয় কুচক্রী মহলের ইন্ধনে দুর্বৃত্তরা বিমান বাহিনীর সদস্যদের উপর ইট পাটকেল ছুড়ে।''

    এই সময় বিমান বাহিনীর চারজন সদস্য আঘাতপ্রাপ্ত হন ও শিহাব কবির নাহিদ নামের একজন যুবককে গুরুতর আহত অবস্থায় গাড়িতে করে স্থানীয় হাসপাতালে নেয়ার পর মৃত্যুবরণ করেন।

    আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ''রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার্থে বিমান বাহিনীর সদস্যগণ কর্তৃক বিমান বাহিনীর বিধান অনুয়ায়ী ফাঁকা গুলি ছোড়া হয়, তবে স্থানীয় জনসাধারণের উপর কোন প্রকার তাজা গুলি ছোড়া হয়নি। বিমান বাহিনীর সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখ্য যে, স্থানীয় জনগণের ইটপাটকেলের আঘাতে বিমান বাহিনীর গাড়ির কাঁচ ভেঙ্গে যায়। এছাড়াও স্থানীয় জনগণ ঝোপঝাড়ে আগুন দেয়ার চেষ্টা করেছিল, যা পরবর্তীতে বেশি সম্প্রসারিত হয়নি।''

    '' একটি কুচক্রী মহল বিমান বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমান বাহিনীর গুলিতে উক্ত যুবক নিহত হয়েছে বলে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে, যা সত্যি নয়। এক্ষেত্রে প্রচারিত গুলির খোসার ছবিটি পর্যবেক্ষণ করলে দেখা যায় যে, উক্ত খোসাটি ফাঁকা গুলির; যা প্রাণঘাতি নয় এবং শুধুমাত্র শব্দ তৈরি করে। যুবক নিহতের ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনী গভীর শোক ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছে,'' বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

    সেখানে আরো বলা হয়েছে, ''কিছু অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৎ উদ্দেশ্যে বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার এর নাম বিমান বাহিনী ঘাঁটি শেখ হাসিনা হিসেবে উল্লেখ করা হচ্ছে- যা সত্য নয়। উল্লেখ্য যে, উক্ত ঘাঁটির নাম ০২ ডিসেম্বর ২০২১ সালে সরকারি প্রজ্ঞাপনে পরিবর্তন করে বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার রাখা হয় যা বর্তমানেও বহাল রয়েছে।''

    এর আগে নিহতের পিতা সাংবাদিকদের কাছে দাবি করেছেন, তার ছেলে বিমান বাহিনীর গুলিতে মারা গেছেন।

    কক্সবাজারের সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক সবুক্তাগিন মাহমুদ সোহেল বিবিসি বাংলাকে একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেছেন, তার শরীরে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ বোঝা যাবে।

    প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, সকালে চেকপোস্টে মোটরসাইকেলসহ একজনকে বিমান বাহিনীর সদস্যরা আটক করার পর স্থানীয়দের সাথে সংঘর্ষের সূত্রপাত হয়।

    ঘটনার একাধিক ভিডিওতে দেখা গেছে, সংঘর্ষের সময় স্থানীয়রা ইটপাটকেল ছুড়ে মারছে, অন্যদিকে বিমান বাহিনীর সদস্যরাও গুলি করছেন।

  9. উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা, পুলিশের বাধা

    উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের গণপদযাত্রায় পুলিশ বাধা দিয়েছে।

    আজ সোমবার ‘ধর্ষণ ও নিপীড়ণের বিরুদ্ধে বাংলাদেশ’ এই ব্যানারে এক দল শিক্ষার্থী-তরুণ ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই গণপদযাত্রার কর্মসূচি শুরু করেন।

    বিকেল তিনটার দিকে শিক্ষার্থীরা পদযাত্রা করে সচিবালয় থেকে অল্প দূরত্বে শিক্ষা ভবনের সামনে পৌঁছুলে আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বাধা দেয়।

    এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধাক্কাধাক্কি হয়। বিক্ষোভকারীরা পুলিশের প্রতিবন্ধকতা সরিয়ে ফেলেন। তবে পুলিশের বাধার মুখে সচিবালয়ের দিকে এগোতে পারেননি তারা।

    শিক্ষা ভবনের সামনেই অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন তারা। সেখানেই সমাবেশ করেন।

    এর আগে বিক্ষোভকারীরা সমাবেশ করেন শহীদ মিনারে।

    সমাবেশ থেকে বলা হয়, জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে ধর্ষণ ও নিপীড়ণের সব ঘটনার বিচার এবং সংশ্লিষ্ট আইনের সংস্কারের দাবিতে গণপদযাত্রার শান্তিপূর্ণ কর্মসূচি তারা নিয়েছিলেন। তাতে পুলিশ বাধা দিয়েছে।

    এসব দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।

  10. সাজেকে ভয়াবহ আগুনে পুড়েছে ৫০টিরও বেশি রিসোর্ট ও রেস্টুরেন্ট

    রাঙ্গামাটির সাজেক পর্যটন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুর সাড়ে বারোটার দিকে আগুন লাগার পর গত চার ঘণ্টার চেষ্টায়ও তা নিয়ন্ত্রণে আসেনি।

    সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কানন সরকার বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছে।

    তিনি জানিয়েছে, মুহূর্তেই ছড়িয়ে পড়া এই আগুনে এখন পর্যন্ত ৫০টিরও বেশি বাড়িঘর, রিসোর্ট ও রেস্টুরেন্ট আগুনে পুড়ে গেছে।

    স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, সাজেকের একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। তবে পানির সংকট থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে।

    বেলা ১টার দিকে আগুন লাগে বলে জানা গেছে। একটি রিসোর্টের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

    এখনও পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে বিবিসি বাংলাকে জানিয়েছে সাজেক থানার ওসি কানন সরকার। আগুন নেভাতে হেলিকপ্টারের সহায়তা চাওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

  11. ফেসবুকে লেখার কারণে ১২ সরকারি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখির কারণে ১২ জন সরকারি কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এই কর্মকর্তারা বিসিএসের বিভিন্ন ব্যাচের প্রশাসন ব্যতীত ২৫ টি ক্যাডারের কর্মকর্তা।

    আগামী ২৭শে ফেব্রুয়ারির মধ্যে সকল সাময়িক বরখাস্তের আদেশ ও বিভাগীয় মামলা প্রত্যাহার করা না হলে দোসরা মার্চ পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।

    পরিষদের সমন্বয়ক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান এক বিবৃতিতে জানিয়েছেন, একই ধরনের কাজ প্রশাসন ক্যাডারের সদস্যরা করলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

    আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের কার্যকর উদ্যোগ না নিলে এবং দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে এই আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।

    উপ-সচিব পদে কোটা পদ্ধতি বাতিল, পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

  12. রোজার অফিস সময় জানালো সরকার

    রোজায় সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। জোহরের নামাজের জন্য বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।

    সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, রমজান মাসে সাহ্‌রি ও ইফতারের সময় বিবেচনায় এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে। শুক্র ও শনিবার আগের মতোই সাপ্তাহিক ছুটি থাকবে।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো জনস্বার্থ বিবেচনা করে তাদের নিজস্ব আইন বা বিধি অনুযায়ী অফিস সময় নির্ধারণ করবে। এ ছাড়া সুপ্রিম কোর্ট ও তার আওতাধীন সব আদালতের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে।

  13. আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা রয়েছে: আইন উপদেষ্টা

    বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা রয়েছে বলে স্বীকার করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

    রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন মি. নজরুল।

    তিনি বলেন, “টাকা থাকলে বদ মতলব থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়। তাদের একটা রোল থাকতে পারে। আছে বলেও আমরা অনেকে বিশ্বাস করি। আমাদের ব্যর্থতা আছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই।”

    তবে এ ব্যর্থতা উত্তরণের জন্য সরকারের প্রচণ্ড তাড়না ও চেষ্টা রয়েছে বলেও উল্লেখ করেন মি. নজরুল।

    তিনি বলেন, “আমাদের আত্মতুষ্টির স্কোপ নাই। পরিস্থিতি মাঝে মাঝে ভালো হয়েছে, মাঝে মাঝে খুব খারাপ হয়েছে। যখন খারাপ হয় তখন আমরা প্রচণ্ড আত্ম-জিজ্ঞাসায় পড়ি।”

  14. বনশ্রীতে ছিনতাইয়ের ঘটনায় এখনও হয়নি মামলা, নেই গ্রেপ্তার

    রাজধানীর বনশ্রী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে প্রায় ২০০ ভরি সোনা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। তবে, এখনও পর্যন্ত এ বিষয়ে কোন মামলা হয়নি।

    ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান আকন্দ বিবিসি বাংলাকে বলেন, “এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ করলে মামলা হবে।”

    তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন মি. আকন্দ। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন মি. আকন্দ।

    এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

    এ ভিডিওতে দেখা যায় একটি মোটর সাইকেলে করে ছয় সাতজন লোক এসে আনোয়ার হোসেনের উপর হামলা চালায়। তাকে গুলি করে ব্যাগ নিয়ে ছিনতাইকারীদের চলে যেতে দেখা যায় ভিডিওতে।

  15. কক্সবাজারের সংঘর্ষে অন্তত একজনের মৃত্যু, বেশ কয়েকজন আহত

    কক্সবাজারের সংঘর্ষের ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে।

    কক্সবাজারের সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক সবুক্তাগিন মাহমুদ সোহেল বিবিসি বাংলাকে একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেছেন, তার শরীরে থেতলে যাওয়া আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ বোঝা যাবে।

    আরেকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে তিনি জানান।

    স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, নিহত ব্যক্তির নাম শিহাব কবির নাহিদ।

    নিহতের পিতা সাংবাদিকদের কাছে দাবি করেছেন, তার ছেলে বিমান বাহিনীর গুলিতে মারা গেছেন।

  16. কক্সবাজারে বিমান বাহিনীর সদস্য ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ

    কক্সবাজারের বিমান বাহিনীর ঘাঁটি সংলগ্ন সমিতি পাড়ায় বিমান বাহিনীর সদস্যদের সাথে স্থানীয়দের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন।

    কক্সবাজারের পুলিশ জানিয়েছে, বিমান বাহিনী ঘাঁটির কাছে সংঘর্ষের তথ্য পেয়ে তারা ঘটনাস্থলে যাচ্ছেন। সেখানে এখনো সংঘর্ষ চলছে বলে তারা জানতে পেরেছেন।

    অন্যদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ''বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের উপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।''

    স্থানীয় সাংবাদিকরা বিবিসিকে জানিয়েছেন, কক্সবাজার ১নং ওয়ার্ডের বিমান বাহিনীর ঘাঁটির পাশে সমিতি পাড়ার আশেপাশে বেশ কিছু জায়গা বিমান বাহিনীকে বরাদ্দ দেয়া হয়েছে। কিন্তু এসব জায়গায় মহেশখালী, কুতুবদিয়াসহ বিভিন্ন স্থান থেকে আসা কয়েক হাজার মানুষ বসবাস করেন।

    সোমবার সকাল ১০টার দিকে বিমান বাহিনীর সদস্যদের সাথে স্থানীয়দের সাথে সংঘর্ষ শুরু হয়।

    ঘটনার একাধিক ভিডিওতে দেখা গেছে, সংঘর্ষের সময় স্থানীয়রা ইটপাটকেল ছুড়ে মারছে, অন্যদিকে বিমান বাহিনীর সদস্যরাও গুলি করছেন।

  17. চিকিৎসক ছাড়া ডাক্তার পদবি ব্যবহার না করার দাবিতে ‘একাডেমিক শাটডাউন’ কর্মসূচি

    এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ নামের পাশে ডাক্তার লিখতে পারবে না, এমন পাঁচ দফা দাবিতে সারাদেশের সব মেডিকেল কলেজে ‘একাডেমিক শাটডাউন’ এবং কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসক ও বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

    চিকিৎসকদের সংগঠন ডক্টর’স মুভমেন্ট ফর জাস্টিসের সভাপতি জাবির হোসেন বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, “সারাদেশের সব মেডিকেল কলেজে শিক্ষার্থীরা সব ধরনের পরীক্ষা ও ক্লাস বর্জন করেছে আজ। একইসাথে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালগুলোর বিভিন্ন ওয়ার্ডে যে সেবা দেয় তা থেকে বিরত রয়েছে। একাডেমিক শাটডাউন পালন করা হচ্ছে।”

    ক্ষোভ প্রকাশ করে ডা. হোসেন বলেন, “আমরা কষ্ট করে পাঁচ বছর এমবিবিএস ডিগ্রী করি। আর কেবল বিভিন্ন মেয়াদি কোর্স করেই তারা ডাক্তার হতে চায়।”

    এদিকে, যারা মেডিকেল অ্যাসিসটেন্ট হিসেবে কাজ করেন, তারা নিজেদের ডাক্তার পরিচয় দেয়ার জন্য পদবি ব্যবহার করতে চান। এই দাবিতে তাদের করা একটি রিট হাইকোর্টে চলমান।

    আগামীকাল মঙ্গলবার ওই রিটের শুনানি হওয়ার কথা রয়েছে।

    এমন প্রেক্ষাপটে চিকিৎসকদের সংগঠন ও মেডিকেলের শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করছে। ওই রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছেন চিকিৎসকরা।

    আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় ‘কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লং মার্চ টু হাইকোর্ট’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

    তাদের দাবির মধ্যে রয়েছে কেবল এমবিবিএস বা বিডিএস উত্তীর্ণদের বিএমডিসির নিবন্ধন দেওয়া, মেডিকেল অ্যাসিসটেন্টদের (ম্যাটস) নিবন্ধন দেওয়া বন্ধ করা।

    এছাড়াও সব ধরনের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এবং মানহীন সরকারি ও বেসরকারি কলেজ বন্ধ করা, এরই মধ্যে পাস করা ম্যাটস শিক্ষার্থীদের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদবি বাতিল করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা।

  18. দেশের স্বার্থে জাতীয় নির্বাচন বিলম্বিত না করি, ঐক্যবদ্ধ হই: বিএনপি মহাসচিব

    দেশে আইন-শৃঙ্খলা অবনতির দিকে যাচ্ছে জানিয়ে দেশের স্বার্থে আবার ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    নিজের ভেরিফায়েড ফেসবুকে সোমবার এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

    মি. আলমগীর লেখেন, “ আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে স্থানীয় সরকার সংস্কার সংস্থার সুপারিশগুলো জনগণের প্রতিনিধিত্বের মৌলিক ধারণার বিরুদ্ধে যাচ্ছে। আইনশৃঙ্খলা অবনতির দিকে যাচ্ছে। হ্যাঁ। আমরা একটি ট্রানজিশনাল পর্যায় অতিক্রম করছি, তবে চলুন আমরা এই পরিবর্তনকে দীর্ঘায়িত না করি, দেশের স্বার্থে জাতীয় নির্বাচন বিলম্বিত না করি, দেশের স্বার্থে আবার ইউনাইটেড হই।”

    অধ্যাপক ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রতি শতভাগ সমর্থন দেয়া হয়েছে বলেও উল্লেখ করেন মি. আলমগীর।

    তিনি লিখেছেন, “এখনো এক বছর পেরিয়ে যায়নি, আমরা বাংলাদেশে জীবনের সবচেয়ে বড় বিজয় অর্জন করেছি, সবচেয়ে খারাপ ডিকটেটর হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। অনেক প্রাণ হারিয়েছে, মূল্যটা অনেক বেশি। আমরা ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের সংস্কার চাই, কিন্তু এই সংস্কারটি জনগণের প্রতিনিধি দ্বারা বাস্তবায়িত হতে হবে, যারা মানুষের পালস বুঝে।”

    ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে এর আগে বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে আহ্বান জানানো হয়েছিল।

  19. বিতর্কিত নির্বাচনে জড়িত ১০৩ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার

    ২০১৮ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত একশ তিন জন পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করে প্রজ্ঞাপন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    এসব কর্মকর্তারা বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পেয়েছিলেন।

    যাদের পদক প্রত্যাহার করা হয়েছে, তাদের মধ্যে ডিআইজি, পুলিশ সুপার থেকে শুরু করে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা রয়েছে।

    গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।

    একইসাথে ওই কর্মকর্তাদের পদক সংক্রান্ত নেয়া যাবতীয় অর্থ ফেরত দেয়ারও নির্দেশ দিয়েছে সরকার।

    এই কর্মকর্তাদের অনেকে কারাগারে আবার অনেকে অবসরে রয়েছেন।

    ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর ওই বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

    এছাড়া বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এ সময়ে তাকে বরিশাল রেঞ্জে সংযুক্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

    একইসাথে আরেকজন ডিএমপির আরেকজন যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসানকে একই কারণে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

    এ সময়ে সিলেট রেঞ্জে ডিআইজি কার্যালয়ে তিনি সংযুক্ত থাকবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

  20. বিশ্ববিদ্যালয়ের নামকরণ নিয়ে গাজীপুরে রেললাইন অবরোধ

    গাজীপুরের একটি বিশ্ববিদ্যালয়ের নাম বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করার দাবিতে কালিয়াকৈর হাইটেক রেলস্টেশন এলাকায় রেললাইন অবরোধ করেছে শিক্ষার্থীরা।

    আজ সোমবার সকাল নয়টা থেকে এখন বেলা বারটা পর্যন্ত শিক্ষার্থীরা ওই এলাকা অবরোধ করে রাখে।

    এর ফলে উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে গেছে।

    এই বিশ্ববিদ্যালয়টির পূর্ব নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি। সম্প্রতি নাম পরিবর্তন করে ‌গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’ করে অন্তর্বর্তী সরকার।

    তবে এ সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের দাবিতে আজ বিক্ষোভ ও রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা।

    স্থানীয় একজন সাংবাদিক জানান, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নামের পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণ করে গেজেট প্রকাশের পর নাম পছন্দ না হওয়ায় তা পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি রাখার দাবি করেছে শিক্ষার্থীরা।

    দ্রুত সময়ের মধ্যে নাম পরিবর্তন করে গেজেট প্রকাশের দাবিতে বিক্ষোভ করছে তারা।

    এর আগে আরও দুই দিন তারা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে। সে সময় তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভও করেছিলেন তারা।

    আজ সোমবার সকালে তারা প্রশাসনিক ভবনের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করে। পরে এক পর্যায়ে পাশেই হাইটেক রেল স্টেশনের সামনে অবস্থান নিয়ে রেললাইন অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।

    জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে রেললাইন অবরোধ করেছে। তারা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন কিছু সময় আটকে রেখেছিল, পরে ছেড়ে দিয়েছে। তবে সাময়িক সময়ের জন্য ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

    এ দাবিতে শিক্ষার্থীরা ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি ও খোলা চিঠিও পাঠিয়েছে।