ভেনেজুয়েলার সড়কে সড়কে নিরাপত্তা বাহিনীর টহল, নতুন প্রেসিডেন্টকে 'বিশ্বাস করা যায় না' বলে ঘোষণা বিরোধীদের

জাতীয় জরুরি অবস্থা প্রত্যাহার করা হলেও ভেনেজুয়েলার বিভিন্ন সড়কে সামরিক বাহিনীর টহল ও চেকপোস্ট রয়েছে, পরিস্থিতি এখনো থমথমে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন বলেছে, দেশটিতে যুক্তরাষ্ট্রের অভিযানে 'আন্তর্জাতিক আইনের অবজ্ঞা' হয়েছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. মঙ্গলবার সারাদিন যা যা হলো:

    • পাকিস্তান সুপার লিগে তালিকাভুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার সন্ধ্যায় পাকিস্তান সুপার লিগের অফিসিয়াল এক্স হ্যান্ডেল এবং ভেরিফায়েড ফেসবুক পেজে মোস্তাফিজুর রহমানের ছবি দিয়ে একটি পোস্ট শেয়ার করা হয়েছে।
    • ভেনেজুয়েলায় মার্কিন অভিযান এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। কেউ কেউ মাদুরোকে বন্দি করার মার্কিন সিদ্ধান্তের সমালোচনা করেছেন, আবার অনেকে ভেনেজুয়েলার স্বাধীনতার আহ্বানও জানিয়েছেন।
    • ভেনেজুয়েলার কারাকাস শহরে কয়েক ডজন সামরিক চেকপোস্ট বসানো হয়েছে বলে জানা গেছে। এমনকি শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বিদেশি সাংবাদিকদেরও।
    • ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান “আন্তর্জাতিক আইনের একটি মৌলিক নীতিকে অবজ্ঞা করেছে” বলে মন্তব্য করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন বা ওএইচসিএইচআর।
    • নির্বাচনে জাতিসংঘের পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি সংস্থাটির সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদের ম্যান্ডেটের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক।
    • দেশে একপক্ষীয় নির্বাচনের শঙ্কা তৈরি হয়েছে বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি।
    • একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি প্রশাসন পক্ষপাতিত্বমূলক আচরণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি'র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
    • ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
    • ব্যক্তি খাতের কারসাজির কারণেই বাসাবাড়িতে রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসিবাংলার মূল পাতায়।

  2. পাকিস্তান সুপার লিগে তালিকাভুক্ত হলেন মোস্তাফিজ

    বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মোস্তাফিজুর রহমান

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মোস্তাফিজুর রহমান।

    পাকিস্তান সুপার লিগে তালিকাভুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার মোস্তাফিজুর রহমান।

    মঙ্গলবার সন্ধ্যায় পাকিস্তান সুপার লিগের অফিসিয়াল এক্স হ্যান্ডেল এবং ভেরিফায়েড ফেসবুক পেজে মোস্তাফিজুর রহমানের ছবি দিয়ে একটি পোস্ট শেয়ার করা হয়েছে।

    যেখানে বাংলাদেশ জাতীয় দলের পেসারকে স্বাগত জানানো হয়েছে। বলা হয়েছে “ব্যাটসম্যানরা সাবধান, নতুন যুগ ফিজের জন্য অপেক্ষা করছে, এইচবিএল পিএসএল ১১- এ যোগ দিলেন মোস্তাফিজুর রহমান।”

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল এর আসন্ন আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মোস্তাফিজুর রহমানের। আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএলের মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।

    কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশের পেসারকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স।

    এই ঘটনার জেরে ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের কথা আইসিসিকে জানায় বাংলাদেশের ক্রিকেট বোর্ড বা বিসিবি।

    পাকিস্তান সুপার লিগের অফিসিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজুর রহমানকে নিয়ে পোস্ট

    ছবির উৎস, Pakistan Super League FB

    ছবির ক্যাপশান, পাকিস্তান সুপার লিগের অফিসিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজুর রহমানকে নিয়ে পোস্ট
  3. একপক্ষীয় নির্বাচনের শঙ্কা ইসলামী আন্দোলনের

    প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে ইসলামী আন্দোলনের নেতারা

    ছবির উৎস, ISLAMI ANDOLON

    ছবির ক্যাপশান, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে ইসলামী আন্দোলনের নেতারা

    দেশে একপক্ষীয় নির্বাচনের শঙ্কা তৈরি হয়েছে বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

    মঙ্গলবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি।

    দলের যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান সাংবাদিকদের বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড, গণভোট, তুচ্ছ কারণে মনোনয়ন বাতিল ও প্রশাসনের একপক্ষীয় আচরনের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন তারা।

    নির্বাচনের সামগ্রিক আলোচনা থেকে গণভোটের বিষয়টি হারিয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি।

    আসন্ন নির্বাচনে এগারো দলের সমঝোতার প্রশ্নে মি. রহমান বলেন, “আলোচনা চলছে। আমরা এক সাথে সংস্কার কমিশনে কাজ করেছি। বিভাগীয় পর্যায়ে সমাবেশ করেছি। আমাদের মধ্যে চমৎকার বোঝাপড়া আছে। এবং সকল পক্ষই সমঝোতা রক্ষায় আন্তরিক।”

  4. মাদুরোকে গ্রেফতারের প্রতিবাদে বিভিন্ন দেশে বিক্ষোভ

    ভেনেজুয়েলায় মার্কিন অভিযান এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দী করার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে।

    কেউ কেউ মাদুরোকে বন্দী করার মার্কিন সিদ্ধান্তের সমালোচনা করেছেন, আবার অনেকে ভেনেজুয়েলার স্বাধীনতার আহ্বানও জানিয়েছেন।

    ভেনেজুয়েলায় অভিযানের নিন্দা জানাতে টোকিওতে মার্কিন দূতাবাসের বাইরে জড়ো হন অনেকে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ভেনেজুয়েলায় অভিযানের নিন্দা জানাতে টোকিওতে মার্কিন দূতাবাসের বাইরে জড়ো হন অনেকে
    আর্জেন্টিনার বুয়েনস আইরেসে, বিক্ষোভকারীরা "মাদুরোর স্বাধীনতা, ইয়াঙ্কিরা বাড়ি ফিরে যাও" লেখা একটি ব্যানার ধরে আছেন।

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইন্দোনেশিয়ার জাকার্তায় মার্কিন দূতাবাসের বাইরে "মার্কিন সামরিক আগ্রাসন" বন্ধের আহ্বান জানান বিক্ষোভকারীরা
    ইন্দোনেশিয়ার জাকার্তায় মার্কিন দূতাবাসের বাইরে "মার্কিন সামরিক আগ্রাসন" বন্ধের আহ্বান জানান বিক্ষোভকারীরা

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইন্দোনেশিয়ার জাকার্তায় মার্কিন দূতাবাসের বাইরে "মার্কিন সামরিক আগ্রাসন" বন্ধের আহ্বান জানান বিক্ষোভকারীরা
  5. বাড়ির বাইরে যেতেও ভয় পাচ্ছেন ভেনেজুয়েলার অনেক নাগরিক

    ভেনেজুয়েলায় মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ভেনেজুয়েলায় মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবন

    জাতীয় জরুরি অবস্থা প্রত্যাহার করা হলেও ভেনেজুয়েলার অনেক নাগরিক বাড়ির বাইরে যেতেও ভয় পাচ্ছেন।

    ভেনেজুয়েলার মধ্য-পশ্চিম এলাকার বাসিন্দা ভিক্টোরিয়া বিবিসির সাংবাদিককে জানান, শনিবার থেকে বাড়ির বাইরে বের হননি তিনি।

    তিনি জানান, শহরের রাস্তাঘাট প্রায় ফাঁকা এবং অনেক দোকান বন্ধ রয়েছে। সশস্ত্র পুলিশের মুখোমুখি হওয়ার ঝুঁকি নিতে চাচ্ছেন না কেউ।

    যদিও সশস্ত্র বেসামরিক গোষ্ঠীগুলো নিয়ে তিনি আরও ভয়ে আছেন। যারা "মানুষকে থামিয়ে তাদের ফোন চেক করছে পরিস্থিতি সম্পর্কিত কোনও বিষয়বস্তু আছে কিনা সেটি দেখার জন্য"।

    ভিক্টোরিয়া জানান, ভেনেজুয়েলার জনগণ "খুশি যে তেসরা জানুয়ারি ছিল এই সরকারের পতনের শুরু।"

    "কিন্তু এখনও অনেক সরকারি ব্যক্তি দায়িত্বে আছেন, এবং আমাদের প্রত্যেকের মধ্যে দমন, ভীতি প্রদর্শন এবং ভয় রয়ে গেছে," বলেন তিনি।

    এদিকে, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে কয়েক ডজন সামরিক চেকপয়েন্ট বসানো হয়েছে এবং বিদেশি সাংবাদিকদেরও রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

  6. ভেনেজুয়েলার কারাকাসে সামরিক চেকপোস্ট ও সশস্ত্র টহল

    ভেনেজুয়েলার কারাকাস শহরে কয়েক ডজন সামরিক চেকপোস্ট বসানো হয়েছে বলে জানা গেছে। এমনকি শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বিদেশি সাংবাদিকদেরও।

    স্থানীয় সম্প্রদায়ের নেতা কাতিউস্কা ক্যামারগো বিবিসির সাংবাদিককে জানিয়েছেন, কারাকাসের পেটারে শহরের রাস্তায়, "বন্দুকধারী ব্যাক্তিরা টহল দিচ্ছে, মানুষের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসও পরীক্ষা করছে তারা।"

    এদিকে, সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের ইউনিয়ন জানিয়েছে যে, সোমবার সকালে ১৪ জন সাংবাদিককে আটক করা হয়েছে, যদিও তাদের পরে ছেড়ে দেওয়া হয়।

  7. নির্বাচনের আগে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় উদ্বেগ

    বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের লোগো

    ছবির উৎস, BSS

    ছবির ক্যাপশান, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তায় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

    মঙ্গলবার ঐক্য পরিষদের এক প্রেস বিজ্ঞপ্তিতে, বিদ্যমান পরিস্থিতি চলতে থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘু জনগোষ্ঠী নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট দিতে পারবে কিনা এ নিয়েও শঙ্কা জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, “নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোটদানে জোরপূর্বক বিরত রাখার জন্যে সাম্প্রদায়িক দুর্বৃত্তমহল এসব ঘৃণ্য কার্যকলাপ অব্যাহতভাবে সারা দেশে চালিয়ে যাচ্ছে।”

    দাবি করা হয়, গত বছরের ডিসেম্বরে কমপক্ষে ৫১টি সহিংসতার ঘটনা ঘটেছে। চলতি বছরেও এই ধারা অব্যাহত রয়েছে।

    দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর সম্প্রতি সংগঠিত হামলা, সহিংসতা ও জমি দখলের কয়েকটি ঘটনাও প্রেস বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।

  8. বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে কিনা জানালো জাতিসংঘ

    জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক

    ছবির উৎস, LightRocket via Getty Images

    ছবির ক্যাপশান, জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক (ফাইল ছবি)

    নির্বাচনে জাতিসংঘের পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি সংস্থাটির সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদের ম্যান্ডেটের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক।

    সোমবার সংস্থাটির মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘ কোনও পর্যবেক্ষক পাঠাবে কিনা এমন প্রশ্নের জবাবে মি. দুজারিক বলেন, “না। আমরা পাঠাই না, জাতিসংঘ নিজে পর্যবেক্ষক পাঠায় না, যদি না সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের কোনও ম্যান্ডেট থাকে।”

    প্রশ্নকারীকে উদ্দেশ্য করে মি. দুজারিক বলেন, “আমি আপনার জন্য পরীক্ষা করে দেখতে পারি যে জাতিসংঘের কান্ট্রি অফিস কোনও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কিনা, যা আমরা প্রায়শই নির্বাচনের ক্ষেত্রে করে থাকি।”

  9. ওসমান হাদি হত্যার ঘটনায় ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট পুলিশের

    ডিএমপি মিডিয়া সেন্টারে গোয়েন্দা পুলিশের সংবাদ সম্মেলন

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, ডিএমপি মিডিয়া সেন্টারে গোয়েন্দা পুলিশের সংবাদ সম্মেলন

    ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

    মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই শরিফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে।

    তিনি জানান, শ্যুটার ফয়সার করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগীকে পালাতে সহায়তা করেছিলেন পল্লবী থানা যুবলীগের সভাপতি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছয় নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি।

    তিনি বলেন, বিভিন্ন স্থান থেকে পাওয়া সিসি টিভি ফুটেজ পর্যালোচনা এবং অস্ত্র ও গুলির ফরেনসিক পরীক্ষার মাধ্যমে আসামিদের সংশ্লিষ্টতা পেয়েছে গোয়েন্দা পুলিশ।

    অভিযুক্ত ফয়সাল করিমের ভিডিও বার্তারও ফরেনসিক যাচাই করা হয়েছে বলেও জানান তিনি।

  10. ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান ‘আন্তর্জাতিক আইনের অবজ্ঞা’ - জাতিসংঘ মানবাধিকার সংস্থা

    ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান “আন্তর্জাতিক আইনের একটি মৌলিক নীতিকে অবজ্ঞা করেছে” বলে মন্তব্য করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন বা ওএইচসিএইচআর।

    জেনেভায় সাংবাদিকদের উদ্দেশে কমিশনের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, “কোনো রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে হুমকি দেওয়া বা বলপ্রয়োগ করা উচিত নয় অন্য কোনো দেশের”।

    এই সমালোচনা এসেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের পর, যেখানে যুক্তরাষ্ট্রের কয়েকটি মিত্র দেশও ট্রাম্পের সামরিক অভিযানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

    তাদের মধ্যে সবচেয়ে স্পষ্ট অবস্থান নিয়েছে ফ্রান্স।

    দেশটির স্থায়ী উপ-প্রতিনিধি জয় ধর্মাধিকারী বলেন, যুক্তরাষ্ট্রের হাতে মাদুরোর আটক “বিরোধ নিষ্পত্তির শান্তিপূর্ণ নীতির পরিপন্থি এবং বলপ্রয়োগ না করার নীতিরও পরিপন্থি”।

    আজ সকালে টানা চতুর্থ দিনের মতো চীন ট্রাম্পের ‘বেপরোয়া’ পদক্ষেপের বিরোধিতা পুনর্ব্যক্ত করেছে।

    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, চীন ওই“শান্তি ও স্থিতিশীলতা যৌথভাবে বজায় রাখতে….ওই অঞ্চলের দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রস্তুত”।

    ঐতিহাসিকভাবে মাদুরো চীনকে মিত্র হিসেবে বিবেচনা করেছেন।

  11. প্রশাসনের পক্ষপাতিত্বে ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠবে: আসিফ মাহমুদ

    এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

    একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি প্রশাসন পক্ষপাতিত্বমূলক আচরণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি'র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

    মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, অন্তত একশটি উদাহরণ রয়েছে প্রশাসনের একতরফা আচরণের।

    তিনি অভিযোগ করেন, “সিলেট- ৩ আসনে তথ্য পরবর্তীতে দাখিল করবেন বলার পরও একজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে ওই আসনে বিএনপির প্রার্থীর ক্ষেত্রে একই ধরনের পরিস্থিতি থাকা সত্ত্বেও তার কাগজপত্র পরবর্তীতে দাখিলের শর্তে মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে”।

    প্রশাসনের এমন আচরণের কারণে ১২ই ফেব্রুয়ারির নির্বাচনেও অতীতের মতো পক্ষপাতিত্ব এবং একতরফা আচরণের শঙ্কা মানুষের মধ্যে তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

    “কমিশনকে আহ্বান জানিয়েছি, এই ঘটনাগুলোর ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং সামনের শুনানিতে যেটি ইলেকশন কমিশনের সরাসরি অধীনে হবে, আপিলের ক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাতিত্ব যেন আর না থাকে”।

    “যদি সেখানে কোনো ধরনের পক্ষপাতিত্ব হয় তাহলে এই ইলেকশন কমিশনের একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের যে সক্ষমতা সেটার ওপর প্রশ্ন আসবে,” বলেন মি. ভূঁইয়া।

  12. 'ঘাটতি নেই, কারসাজির কারণে সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি'

    সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

    ব্যক্তি খাতের কারসাজির কারণেই বাসাবাড়িতে রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

    মঙ্গলবার সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর, গ্যাসের দাম নিয়ে জ্বালানি সচিব এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি এর চেয়ারম্যানের সঙ্গেও বৈঠক করেন জ্বালানি উপদেষ্টা।

    পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জানান, সিলিন্ডার গ্যাস ব্যাবসার ৯৮ শতাংশ ব্যক্তিমালিকানাধিন প্রতিষ্ঠানের হাতে। যেসব বেসরকারি কোম্পানি এলপিজি সিলিন্ডার বাজারজাত করে, তাদের ওপর মন্ত্রণালয়ের খুব বেশি ‘নিয়ন্ত্রণ নেই’ বলেও মন্তব্য করেন উপদেষ্টা।

    তিনি বলেন, আমদানি গত মাসের তুলনায় এ মাসে বেশি, সুতরাং এ ধরনের ঘাটতি হওয়ার কথা না।

    "কিন্তু এখানে এলপিজি যারা আমদানি করে তারা আশা করছিল যে এলপিজির দাম বাড়বে, বিইআরসি ৫৩ টাকা না কত টাকা বাড়িয়েছে। তো এইটার অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করেছে”।

    কারসাজির মাধ্যমেই অস্বাভাবিকভাবে দাম বৃদ্ধি করা হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, জেলা প্রশাসন এবং পুলিশের মাধ্যমে সরকার ব্যবস্থা নিচ্ছে।

    "কারসাজি করছে... হোলসেলার এবং রিটেইলার যারা তারা”, বলেন তিনি।

    এলপিজির দাম বৃদ্ধির আলোচনার মধ্যেই সম্প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে এক হাজার ৩০৬ টাকা করেছে বিইআরসি। যদিও খুচরা বাজারে সরকার নির্ধারিত দামে সিলিন্ডার গ্যাস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

  13. জানুয়ারি মাসজুড়েই থাকবে শীতের দাপট, আজ সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে

    ঘন কুয়াশার মধ্যে একজন ব্যক্তি হেটে আসছেন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, দেশের বিভিন্ন জেলায় কনকনে শীতের সঙ্গে ঘন কুয়াশায় বিপাকে সাধারণ মানুষ

    জানুয়ারি মাস জুড়েই দেশে শীতের দাপট থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলেও জানানো হয়েছে।

    এছাড়া দেশের অন্তত দশটি জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত‍্য প্রবাহ বইছে, যা আগামী ১০ই জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

    আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, উত্তরের জেলা রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় এবং রাঙ্গামাটি, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

    দেশের বিভিন্ন জেলায় কনকনে শীতের আবহের মধ্যেই গত ২৪ ঘণ্টায় কক্সবাজারের টেকনাফে সর্বোচ্চ তাপমাত্রা ২৬ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

    আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বিবিসি বাংলাকে বলেন, "সূর্যের আলোর কারণে আটই জানুয়ারির পর থেকে মানুষের মধ্যে দিনের বেলায় শীতের অনুভূতি কিছুটা কমতে পারে। তবে রাতে শীতের তীব্রতা খুব একটা কমার সম্ভাবনা নেই"।

    তিনি বলেন, “আগামী চব্বিশ ঘণ্টায় দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে কুয়াশার কারণে মানুষের মধ্যে শীতের অনুভূতিটা বেশিই থাকবে”।

  14. ট্রাম্পের পদক্ষেপের জন্য ‘কৃতজ্ঞ’, তিনি নোবেল পাওয়ার যোগ্য: মাচাদো

    মারিয়া কোরিনা মাচাদোর পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছে কিছু মানুষ

    ছবির উৎস, GIORGIO VIERA/AFP via Getty Images

    ছবির ক্যাপশান, গত বছর শান্তিতে নোবেল পেয়েছেন মারিয়া কোরিনা মাচাদো

    ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা ও গত বছর শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো বলেছেন, তিনি বিশ্বাস করেন ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের যোগ্য।

    ভেনেজুয়েলায় তার পদক্ষেপের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট “বিশ্বকে তা প্রমাণ করেছেন” এবং এটি “মানবতার জন্য বিশাল পদক্ষেপ” বলেওতিনি মন্তব্য করেছেন।

    ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মাচাদো বলেছেন, “তার পদক্ষেপের জন্য আমরা কৃতজ্ঞ”।

    তিনি নিকোলাস মাদুরোর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

    মাদুরো সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, "তিনি সম্পূর্ণরূপে সিস্টেম এবং নির্বাচনী পরিষদ নিয়ন্ত্রণ করেছিলেন" এবং ভেনেজুয়েলায় স্বাধীন নির্বাচন পরিচালনা করা অসম্ভব ছিল। কিন্তু "আমরা তাকে বিশাল ব্যবধানে পরাজিত করেছি", তিনি বলেন।

    মাচাদো বহু মাস ধরে লুকিয়ে ছিলেন, তিনি জানান “যত দ্রুত সম্ভব” ভেনেজুয়েলায় ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন।

    মাচাদো আরও জানান, আজই “উত্তেজনা বেড়েছে” যেখানে “১৪ জন সাংবাদিককে আটক করা হয়েছে” ভেনেজুয়েলায়।

    অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট “ডেলসি রদ্রিগেজকে বিশ্বাস করা যায় না” এবং ভেনেজুয়েলাবাসীর জন্য পরবর্তী পরিবর্তন অবশ্যই এগিয়ে যেতে হবে- বলেন তিনি।

  15. সোমবার সারাদিন যা যা হলো-

    • ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উঠিয়ে নেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।
    • ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন না মানায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস। এদিন ভেনিজুয়েলার বর্তমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
    • বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অসুস্থ হয়ে কলকাতার একটি হাসপাতালে দুদিন ভর্তি থাকার পরে সোমবার ছাড়া পেয়েছেন।
    • আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের আগে কোনো দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না বলে বিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন।
    • চাঁদাবাজির অভিযোগ এনে জুলাই আন্দোলনের কর্মী তাহরিমা জান্নাত সুরভীর রিমান্ড বাতিল করে জামিন মঞ্জুর করেছে আদালত।
    • আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিল হওয়ার পর তা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন আলোচিত প্রার্থী তাসনিম জারা। এদিন প্রার্থিতা বাতিল হওয়া আরো ৪২জন আবেদন করেছেন ইসিতে।
    • ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট বা অভিযোগপত্র আগামী বুধবার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
    • পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
    • ভেনেজুয়েলায় মার্কিন হামলাকে ঘিরে পরিস্থিতি যেন আরও বড় সংঘাতের দিকে না যায়, সেজন্য উভয়পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
  16. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে