ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নেওয়ার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উঠিয়ে নেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. সোমবার সারাদিন যা যা হলো-

    • ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রের একটি আদালতে নেওয়া হয়েছে। সেখানকার আদালতে মাদুরোর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিস্তারিত পড়ে শোনানো হবে।
    • ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উঠিয়ে নেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।
    • ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন না মানায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস। এদিন ভেনিজুয়েলার বর্তমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
    • বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অসুস্থ হয়ে কলকাতার একটি হাসপাতালে দুদিন ভর্তি থাকার পরে সোমবার ছাড়া পেয়েছেন।
    • আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের আগে কোনো দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না বলে বিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন।
    • চাঁদাবাজির অভিযোগ এনে জুলাই আন্দোলনের কর্মী তাহরিমা জান্নাত সুরভীর রিমান্ড বাতিল করে জামিন মঞ্জুর করেছে আদালত।
    • আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিল হওয়ার পর তা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন আলোচিত প্রার্থী তাসনিম জারা। এদিন প্রার্থিতা বাতিল হওয়া আরো ৪২জন আবেদন করেছে ইসিতে।
    • বিএনপি নেতা তারেক রহমানের সাথে সোমবার গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা।
    • ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট বা অভিযোগপত্র আগামী বুধবার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
    • পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
    • ভেনেজুয়েলায় মার্কিন হামলাকে ঘিরে পরিস্থিতি যেন আরও বড় সংঘাতের দিকে না যায়, সেজন্য উভয়পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

    এই ছিল আজকের লাইভ পাতার প্রধান খবর।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. আন্তর্জাতিক আইন না মানায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

    জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে মহাসচিব আন্তেনিও গুতেরেসের পক্ষে তার সহকারি মহাসচিব রোজমেরি ডিকার্লো একটি বিবৃতি পাঠ করেন।

    বিবৃতিতে গুতেরেস বলেছেন, ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপের ক্ষেত্রে “আন্তর্জাতিক আইনের বিধিবিধান মানা হয়নি। যা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন”।

    বিবৃতিতে আরও বলা হয়, “এমন পদক্ষেপের ফলে দেশটিতে অস্থিতিশীলতা আরও বাড়তে পারে। ওই অঞ্চরে এর প্রভাব কী হতে পারে এবং রাষ্ট্রগুলোর পারস্পরিক সম্পর্ক পরিচালনার ক্ষেত্রে এটি কী ধরনের দৃষ্টান্ত রাখে সেটিও একটি উদ্বেগের বিষয়।”

  3. ভেনেজুয়েলা ইস্যুতে জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

    সোমবার যুক্তরাষ্ট্রের একটি আদালতে নেওয়া হয় মাদুরোকে

    ছবির উৎস, Reuters/Adam Gray

    ছবির ক্যাপশান, সোমবার যুক্তরাষ্ট্রের একটি আদালতে নেওয়া হয় মাদুরোকে

    ভেনিজুয়েলার বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

    কিছুক্ষণ আগে এই বৈঠকটি শুরু হয়। জরুরি এই বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার বিষয়গুলো।

    এর আগে কলম্বিয়ার অনুরোধে এই বৈঠক ডাকা হয়।

    ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ও প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার ঘটনার পর এর তীব্র সমালোচনা করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস।

    ভেনেজুয়েলায় সামরিক অভিযানের ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারও।

  4. হাসপাতাল থেকে ছাড়া পেলেন ওবায়দুল কাদের

    ওবায়দুল কাদের - ফাইল ছবি
    ছবির ক্যাপশান, ওবায়দুল কাদের - ফাইল ছবি

    বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অসুস্থ হয়ে কলকাতার একটি হাসপাতালে দুদিন ভর্তি থাকার পরে সোমবার ছাড়া পেয়েছেন। আওয়ামী লীগের তিনজন নেতা পৃথকভাবে এই খবর বিবিসি বাংলার কাছে নিশ্চিত করেছেন।

    দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বিবিসি বাংলাকে বলেন, “মি. কাদের তো এমনিতেই বার্ধক্যজনিত কারণে কিছুটা অসুস্থ। তার ওপরে এবারে শীতও বেশ ভালই পড়েছে। তার নিয়মিত চিকিৎসাও চলে। হাসপাতালে ভর্তি হতে হয়েছিল, মূলত কিছু রুটিন চেক আপের জন্য। তবে সোমবার তিনি ছাড়া পেয়েছেন।

    “এখন বাংলাদেশের অনেক গণমাধ্যমে দেখছি যে তিনি নাকি ভেন্টিলেটারে ইত্যাদি সংবাদ পরিবেশিত হচ্ছে। এসবই গুজব,” বলছিলেন মি. নাসিম।

    ভারতে অবস্থানরত দলটির আরেক নেতা নাম উল্লেখ না করার শর্তে জানিয়েছেন যে গত সপ্তাহ থেকে ওবায়েদুল কাদেরের শ্বাসকষ্ট হচ্ছিল।

    চিকিৎসকরা হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু বাড়িতেই তাকে অক্সিজেন দেওয়া হচ্ছিল। অবশেষে, কিছু পরীক্ষা নিরীক্ষা করাতে দুদিনের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।

    ওই নেতাই বলেন যে তাদের দলনেত্রী শেখ হাসিনার কাছেও ওবায়েদুল কাদেরের অসুস্থতার খবর পৌঁছানো হয়েছে এবং তিনি মি. কাদেরের শারীরিক অবস্থার খোঁজও রাখছেন।

    তবে কলকাতার কোন হাসপাতালে তার চিকিৎসা করা হল, সেটা আওয়ামী লীগের কোনও নেতাই বলতে চাননি।

  5. প্রতীক বরাদ্দের আগে প্রচারণা না করতে ইসির নির্দেশনা

    আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

    ছবির উৎস, BBC/MUKIMUL AHSAN

    ছবির ক্যাপশান, আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

    আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের আগে কোনো দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না।

    সোমবার নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানিয়েছে ইসি।

    এতে বলা হয়েছে, 'আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে কোনো রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না''।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ''আগামী ২১শে জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নির্বাচনী আচরণ বিধিমালা মেনে প্রচারণার জন্য নির্বাচন কমিশন প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছে। আগামী ১২ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার ৪৮ ঘণ্টা পূর্বে নির্বাচনী প্রচারণা সমাপ্ত করতে হবে''।

    জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধিমালার আলোকে এই বিজ্ঞপ্তি জারি করে ইসি।

  6. রিমান্ড বাতিল করে সেই আলোচিত সুরভীর জামিন মঞ্জুর

    চাঁদাবাজির অভিযোগ এনে জুলাই আন্দোলনের কর্মী তাহরিমা জান্নাত সুরভীর রিমান্ড বাতিল করে জামিন মঞ্জুর করেছে আদালত।

    সোমবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা লেখা হয়েছে, “আলহামদুলিল্লাহ, তাহরিমা সুরভীর জামিন মঞ্জুর হয়েছে”।

    এর আগে সকালে সুরভীর দুইদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আদালতে এ রিমান্ড মঞ্জুর করেন। সকালে যখন তাকে আদালতে নেওয়া হয় তখন আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন তার সমর্থকরা।

    সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে একটি চক্র একজন ব্যবসায়ীর কাছ থেকে টাকা নেয়।

    তাতে জড়িত থাকার অভিযোগে সুরভীর বিরুদ্ধে মামলার পর গত বুধবার মধ্যরাতে টঙ্গীর বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

    তাকে গ্রেফতারের পর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা তৈরি হয়।

  7. ছবিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আদালতে নেওয়ার চিত্র

    ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে ম্যানহাটনের একটি আদালতে নেওয়া হয়েছে। সেখানকার আদালতে মাদুরোর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিস্তারিত পড়ে শোনানো হবে।

    হেলিকপ্টার থেকে নামিয়ে কড়া পাহারায় নেওয়া হয় আদালতে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, হেলিকপ্টারে করে নিউইয়র্কে আদালতের কাছের একটি হেলিপ্যাডে নামানো হয় মাদুরোকে।
    হেলিকপ্টার থেকে নামিয়ে কড়া পাহারায় নেওয়া হয় আদালতে

    ছবির উৎস, Reuters/Eduardo Muñoz

    ছবির ক্যাপশান, হেলিকপ্টার থেকে নামিয়ে কড়া পাহারায় নেওয়া হয় আদালতে
    হাতকড়া পড়িয়ে কড়া পাহারায় নিয়ে যাওয়া আদালতের দিকে

    ছবির উৎস, Reuters/Adam Gray

    ছবির ক্যাপশান, হাতকড়া পড়িয়ে কড়া পাহারায় নিয়ে যাওয়া আদালতের দিকে
    আদালতের তোলার পর বাইরে ছিল কড়া পাহারা

    ছবির উৎস, WABC via REUTERS

    ছবির ক্যাপশান, আদালতে তোলার পর বাইরে ছিল কড়া পাহারা
  8. মাদুরোকে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের আদালতে

    হেলিকপ্টার থেকে নামিয়ে মাদুরোকে আদালতে নেওয়া হচ্ছে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, সোমবার আদালতে নেওয়া হয়েছে মাদুরোকে

    ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে ম্যানহাটনের একটি আদালতে নেওয়া হয়েছে।

    সেখানকার আদালতে মাদুরোর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিস্তারিত পড়ে শোনানো হবে।

    এর আগে ম্যানহাটনে একটি হেলিকপ্টার থেকে নামানো হয় মাদুরোকে। তার সঙ্গে একজন নারীকেও দেখা গেছে। ধারণা করা হচ্ছে সেখানে তার স্ত্রীকেও হাজির করা হয়েছে।

    তাদেরকে হেলিকপ্টার থেকে নামিয়ে কড়া পাহারায় আদালতে নেওয়া হয়। এসময় মাদুরোকে খুঁড়িয়ে হাটতে দেখা যায়।

    শুক্রবার রাতে ভেনেজুয়েলা থেকে তুলে আনার পর নিউইয়র্কের ব্রুকলিনের কারাগারে বন্দি ছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস।

  9. প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন তাসনিম জারা

    ইসিতে আপিল দায়েরের পর সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি
    ছবির ক্যাপশান, সোমবার নির্বাচন কমিশনে আপিল দায়ের করেন তাসনিম জারা

    আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিল হওয়ার পর তা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন আলোচিত প্রার্থী তাসনিম জারা।

    সোমবার বিকেলে নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে প্রার্থিতা ফিরে পেতে আপিল দায়ের করেন তিনি।

    তিনি ঢাকা-৯ আসন থেকে নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। পরে যাচাই বাছাইয়ে এক শতাংশ ভোটারের মধ্যে দুইজন ভোটারের তথ্যের গড়মিল থাকায় তার মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

    বিকেলে ইসিতে আপিল শেষে তিনি সাংবাদিকদের বলেন, “প্রায় পাঁচ হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে স্বাক্ষর দিয়েছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, নিজেরাই স্বেচ্ছাসেবী হিসেবে বুথ করেছেন ভলেন্টিয়ারিং করেছেন। তাদের প্রতি সম্মান জানিয়ে আমরা আমাদের আইনি লড়াইটা চালিয়ে যাব। আমরা আপিল করেছি। এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাব”।

    গত ৩ জানুয়ারি ঢাকার রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেন দুইজনের স্বাক্ষরের গড়মিলের কারণে।

    এর আগে গত ২৭শে ডিসেম্বর এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। ওইদিন সন্ধ্যায়ই স্বতন্ত্রপ্রার্থী হিসাবে ঢাকা-৯ থেকে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন।

    এদিন, তাসনিম জারা ছাড়াও অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তারা নির্বাচন কমিশনে আপিল দায়ের করেছে।

    রিটার্নিং কর্মকর্তার রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের প্রথম দিনে সারাদেশের ৪২জন প্রার্থী এখন পর্যন্ত আপিল করেছেন। আপিল দায়ের করা যাবে আগামী ৯ই ফেব্রুয়ারি পর্যন্ত।

  10. তারেক রহমানের সাথে বৈঠক করেছেন সিপিবিসহ বাম জোটের নেতারা

    সোমবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

    ছবির উৎস, BNP MEDIA CELL

    ছবির ক্যাপশান, সোমবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

    বিএনপি নেতা তারেক রহমানের সাথে সোমবার গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা।

    সোমবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

    বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি,আইনশঙ্খলা- অর্থনৈতিক অবস্থা, আসন্ন সংসদ, উগ্রবাদের উত্থান, আসন্ন জাতীয় নির্বাচন প্রভতি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

    বৈঠকে ছিলেন- সিপিবির সভাপতিমন্ডলীর সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম, সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ক্কাফী রতন, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, সহকারি সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য মোস্তাক হোসেনসহ বাম ও প্রগতিশীল রাজনৈতিক নেতাদের অনেকেই।

    বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

    গত ২৯ নভেম্বর এয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাসদকে নিয়ে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট গঠন করে ৯টি বাম প্রগতিশীল রাজনৈতিক দল।

  11. ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নেওয়ার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ

    ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে দেশটির রাজধানীতে বিক্ষোভ

    ছবির উৎস, EPA/Shutterstock

    ছবির ক্যাপশান, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে দেশটির রাজধানীতে বিক্ষোভ

    ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উঠিয়ে নেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।

    সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, “ভেনেজুয়েলাতে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বাংলাদেশ উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে।

    “বাংলাদেশ বিশ্বাস করে যে, কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমেই দেশগুলোর পরস্পরের মধ্যে বিরোধ নিষ্পত্তি করা উচিত”।

    এতে আরো বলা হয়, বাংলাদেশ জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি তার অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।

    গত শুক্রবার রাতে, ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে নেয় মার্কিন বাহিনী।

  12. ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে আগামী বুধবার: স্বরাষ্ট্র উপদেষ্টা

    সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

    ছবির উৎস, BSS

    ছবির ক্যাপশান, সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

    ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট বা অভিযোগপত্র আগামী বুধবার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

    সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা।

    তিনি বলেন, “ইতোমধ্যে এই ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্তর্বর্তী সরকার এ মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে।"

    আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে অটল। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবেন, তারা ব্যর্থ হবেন- এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে আরো কঠোর হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে”।

    তিনি জানান, ‘নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি ও প্রচার-প্রচারণাকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য সভায় নির্দেশনা দেয়া হয়েছে।

  13. ঢাকার রায়ের বাজারে দাফন করা জুলাইয়ে নিহত আট জনের পরিচয় শনাক্ত

    ২০২৪ সালের জুলাই অগাস্টে ঢাকার বিভিন্ন স্থানে নিহত অজ্ঞাত পরিচয়ের ১১৪ জনকে দাফন করা হয়েছিল ঢাকার রায়ের বাজার কবরস্থানে।

    তাদের মরদেহ উত্তোলন ও ময়নাতদন্ত শেষে আটজন অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে সরকার।

    সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এই তথ্য জানায়।

    এতে বলা হয়, নিহতদের মরদেহ উত্তোলন ও ময়নাতদন্ত এবং ডিএনএ নমুনা সংগ্রহের করার পর ৯টি পরিবারের সংগৃহীত ডিএনএ নমুনার মাধ্যমে এরই মধ্যে ৮ জন অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে সিআইডি।

    এ নিয়ে সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, “এই শনাক্তকরণের ফলে শহীদদের পরিবারগুলো অন্ততপক্ষে জানতে পারছেন যে তাঁদের প্রিয়জনের ভাগ্যে কি ঘটেছে বা তাঁরা ঠিক কোন স্থানে শায়িত আছেন। যা তাদের জন্য এবং জাতির জন্য এক বিরাট মানসিক শান্তির কারণ হবে”।

    শনাক্তকৃতদের কবর তাদের নিকট আত্মীয়দের বুঝিয়ে দেয়া হয় এবং সেখানে একটি গাছের চারা রোপণ করা হয়।

  14. ভেনেজুয়েলার পর ট্রাম্পের নজর কি গ্রিনল্যান্ডের দিকে?

    ট্রাম্প

    ছবির উৎস, EPA

    ভেনেজুয়েলার পর ডোনাল্ড ট্রাম্পের নজর এখন কার দিকে? এই প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে স্বয়ং মার্কিন এই প্রেসিডেন্টের বক্তব্য থেকে।

    রোববার এয়ার ফোর্স ওয়ানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, 'জাতীয় স্বার্থেই' তাদের গ্রিনল্যান্ড দরকার।

    "জাতীয় নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দরকার এবং ডেনমার্ক এটি আটকাতে পারবে না," বলেছেন ডোনাল্ড ট্রাম্প।

    এমন বক্তব্যের আগে রোববার ডোনাল্ড ট্রাম্পের সহকারী স্টেফেন মিলারের স্ত্রী কেটি মিলার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গ্রিনল্যান্ডের একটি মানচিত্র পোস্ট করেন।

    ওই মানচিত্রটিতে যুক্তরাষ্ট্রের পতাকার রং ব্যবহার করা হয় এবং তাতে লেখা ছিল, 'শিগগিরই'।

    তবে গ্রিনল্যান্ড দখল করার হুমকি দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

    "যুক্তরাষ্ট্রের জন্য গ্রিনল্যান্ড দখল করা প্রয়োজন, এমন কথা বলার কোনো অর্থ নেই...ড্যানিশ কিংডমের অন্তর্ভুক্ত তিনটি ভূখণ্ডের কোনোটিকেই দখল করার অধিকার যুক্তরাষ্ট্রের নেই," বলেন মেটে ফ্রেডেরিকসেন।

  15. ভেনেজুয়েলায় মার্কিন হামলায় কিউবার ৩২ জন নাগরিক নিহত, দুইদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

    মার্কিন হামলার পর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের চিত্র

    ছবির উৎস, Getty Images

    নিকোলাস মাদুরোকে ধরতে মার্কিন অভিযানের সময় কিউবার কমপক্ষে ৩২ জন নাগরিক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির সরকার।

    তারা মাদুরোর নিরাপত্তার দায়িত্ব ছিলেন বলে জানানো হয়েছে।

    নিহতদেরকে 'সাম্রাজ্যবাদী পোশাক পরিহিত সন্ত্রাসীদের মুখোমুখি হয়ে প্রাণ হারানো কিউবান যোদ্ধা' বলে অভিহিত করেছে কিউবার সরকার।

    তাদের সন্মানে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ ক্যানেল।

  16. ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ কে?

    ভেনেজুয়েলার অন্তবর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন ডেলসি রদ্রিগেজ

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ভেনেজুয়েলার অন্তবর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন ডেলসি রদ্রিগেজ

    নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র বন্দি করে নিয়ে যাওয়ার পর ভেনেজুয়েলার অন্তবর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন ডেলসি রদ্রিগেজ।

    ৫৬ বছর বয়সী এই নারী এর আগে দেশটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং মাদুরো সরকারের অনুগত হিসেবে পরিচিত। রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে তাকে প্রায়শই প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীর সঙ্গে দেখা যেত।

    মার্কিন বাহিনীর হাতে মাদুরো আটক হওয়ার পর তাকে 'ভেনেজুয়েলার একমাত্র প্রেসিডেন্ট' হিসেবে বর্ণনা করে মুক্তি দাবি করেছিলেন মিজ রদ্রিগেজ।

    ভেনেজুয়েলাকে 'উপনিবেশে' পরিণত হতে দিবেন না বলেও ঘোষণা দিয়েছিলেন তিনি।

    তাকে সতর্ক করে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, 'সঠিকভাবে' কাজ না করলে তাকে মাদুরোর চেয়েও 'বড় মূল্য দিতে হবে'।

    এরপর সুর পাল্টে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করার আগ্রহ প্রকাশ করতে দেখা গেছে ডেলসি রদ্রিগেজকে।

  17. বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশ দিল অন্তর্বর্তী সরকার

    মুস্তাফিজুর রহমান

    ছবির উৎস, BCCI

    ছবির ক্যাপশান, সম্প্রতি মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয় কেকেআর

    পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

    হিন্দুত্ববাদী কিছু সংগঠনের দাবির মুখে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) দল থেকে ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘোষণার প্রতিক্রিয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হলো।

    এর আগে, মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসন্ন আইপিএল খেলার সকল সম্প্রচার বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ জানিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

    সেইসঙ্গে, আগামী টি-টুয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে চিঠি দিতে বাংলাদেশের ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রতি নির্দেশ দেন তিনি।

    সেই প্রেক্ষিতে ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে বাংলাদেশ যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

  18. ভেনেজুয়েলা ইস্যুতে সব পক্ষকে 'শান্ত' হওয়ার আহ্বান ইউরোপীয় ইউনিয়নের

    ইইউ'র পররাষ্ট্র ও নিরাপত্তানীতি বিষয়ক প্রতিনিধি কাজা কালাস

    ছবির উৎস, NurPhoto via Getty Images

    ছবির ক্যাপশান, ইইউ'র পররাষ্ট্র ও নিরাপত্তানীতি বিষয়ক প্রতিনিধি কাজা কালাস

    ভেনেজুয়েলায় মার্কিন হামলাকে ঘিরে পরিস্থিতি যেন আরও বড় সংঘাতের দিকে না যায়, সেজন্য উভয়পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

    সামাজিক মাধ্যমে এক্সে প্রকাশিত এক বিবৃতিতে জোটের পক্ষে এই আহ্বান জানিয়েছেন ইইউ'র পররাষ্ট্র ও নিরাপত্তানীতি বিষয়ক প্রতিনিধি কাজা কালাস।

    ওই বিবৃতিতে ভেনেজুয়েলার জনগণের ভবিষ্যৎ নির্ধারণের অধিকারের প্রতি সম্মান জানানোরও আহ্বান জানানো হয়েছে।

    জনগণের ইচ্ছার প্রতিফলনই ভেনেজুয়েলায় বর্তমান সংকটের সমাধান ও গণতন্ত্রে পুনরুদ্ধারের একমাত্র পথ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

  19. ভেনেজুয়েলার নতুন নেতাকে সতর্ক করলেন ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Reuters

    ভেনেজুয়েলার অন্তর্বতীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া ডেলসি রদ্রিগেজকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, 'সঠিকভাবে' কাজ না করলে তাকে মাদুরোর চেয়েও 'বড় মূল্য দিতে হবে'।

    মার্কিন ম্যাগাজিন দ্য আটলান্টিককে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন মি. ট্রাম্প।

    সুপ্রিম কোর্ট ও সেনা বাহিনীর সমর্থনে মিজ রদ্রিগেজ রোববার রাতে আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার অন্তর্বতীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন।

    মন্ত্রিসভার সঙ্গে প্রথম বৈঠকের পর এক বিবৃতিতে তিনি, যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

    "যদি তিনি সঠিকভাবে কাজ না করেন, তাহলে তাকে অনেক বড় মূল্য দিতে হবে, সম্ভবত মাদুরোর চেয়েও বেশি," বলেছেন ট্রাম্প।

    সম্প্রতি মার্কিন সেনারা যেভাবে মধ্যরাতে হামলা চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করে যুক্তরাষ্ট্রে নিয়ে এসেছেন, সেটি ঘিরে নিজ দেশেই সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প।

    চীন, রাশিয়াসহ অনেক দেশ এ ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে।

    কিন্তু হামলার পক্ষে সাফাই গাইতে গিয়ে মাদুরোর শাসনামলকে ভেনেজুয়েরার জন্য 'সবচেয়ে বাজে' শাসন বলে অভিহিত করেছেন ট্রাম্প।

  20. দায়িত্ব নিয়েই সুর নরম করলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ

    দেলসি রদ্রিগেজ

    ছবির উৎস, AFP via Getty Image

    ছবির ক্যাপশান, মাদুরোর সরকারে ভাইস প্রেসিডেন্ট পদে থাকা ডেলসি রদ্রিগেজ এখন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট

    সুপ্রিম কোর্টের আদেশের পর ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন ডেলসি রদ্রিগেজ। মাদুরোর সরকারের সময় ভাইস প্রেসিডেন্ট পদে কাজ করা ভেনেজুয়েলার এই নেতা নতুন দায়িত্বে এসেই তার সুর নরম করেছেন।

    রোববার রাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর মন্ত্রিসভার সঙ্গে প্রথম বৈঠক করেন মিজ রদ্রিগেজ।

    বৈঠক শেষে এক বিবৃতিতে তিনি জানান, তার সরকার যুক্তরাষ্ট্রে সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে আগ্রহী।

    “আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে পারস্পরিক উন্নয়নের লক্ষ্যে আমাদের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করার জন্য মার্কিন সরকারকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি,” বলেন মিজ রদ্রিগেজ।

    আন্তর্জাতিক আইন মেনে দু’দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবেন বলে জানিয়েছেন মিজ রদ্রিগেজ।