আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

সংঘাত থামাতে কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতাদের আলোচনার মধ্যেই দেশ দুটি পরস্পরের উপর হামলা চালিয়েছে। জুলাই সনদকে সংবিধানের ওপর প্রাধান্য দিলে ‘খারাপ নজির’ সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং ফেব্রুয়ারিতেই তারা চলে যাবেন।

সরাসরি কভারেজ

  1. মঙ্গলবার সারাদিন যা যা হলো

    • ওয়াশিংটনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে কূটনৈতিক পর্যায়ে ভলোদিমির জেলেনস্কির সাথে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতাদের আলোচনা চালিয়ে যাওয়ার মধ্যেই ইউক্রেন আর রাশিয়া তাদের হামলা চালিয়ে যাচ্ছে।
    • অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল মন্তব্য করেছেন যে ‘সরকারের পক্ষ থেকে আমরা দৃঢপ্রতিজ্ঞ আছি, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে আমরা চলে যাবো।’
    • আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্বাচন আয়োজন করার জন্য নির্বাচন কমিশনকে চল্লিশ লাখ ইউরো সহায়তা প্যাকেজ দেয়ার কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
    • আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর হাসানুল বান্না শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন।
    • জুলাই সনদের ‘সবকিছু সংবিধানের ওপর প্রাধান্য’ পেলে তা ভবিষ্যতের জন্য ‘খারাপ নজির’ তৈরি করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
    • জাতীয় রাজস্ব বোর্ডের ৪১ জন কর কর্মকর্তাকে একসাথে বদলি করার সিদ্ধান্ত জানিয়েছে রাজস্ব বোর্ডের কর প্রশাসন।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য ধন্যবাদ। দেশ-বিদেশের খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...

  2. সংঘাত থামাতে কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে

    ওয়াশিংটনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে কূটনৈতিক পর্যায়ে ভলোদিমির জেলেনস্কির সাথে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতাদের আলোচনা চালিয়ে যাওয়ার মধ্যেই ইউক্রেন আর রাশিয়া তাদের হামলা চালিয়ে যাচ্ছে।

    ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন যে রাশিয়া ইউক্রেনের শিল্পাঞ্চল ক্রেমেনচুকে ‘তেল ও যাতায়াত অবকাঠামো’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। ক্রমেনচুকে ইউক্রেনের বৃহত্তম তেল শোধনাগার রয়েছে এবং সেটিতে রাশিয়া নিয়মিতভাবে হামলা চালিয়ে আসছে।

    এর মধ্যে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস রাশিয়া নিয়ন্ত্রিত লুহানস্ক অঞ্চলে দুটি অস্ত্রের ডিপোতে হামলা করেছে বলে জানিয়েছে।

    এর মধ্যে মঙ্গলবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে ত্রিশটির বেশি ইউরোপিয়ান ও কমনওয়েলথ দেশের জোট ‘কোয়ালিশন অব দ্য উইলিং’এর ভার্চুয়াল বৈঠক হয়েছে।

    যুদ্ধ থামার পর রাশিয়া যেন আবার আক্রমণ না করে তা নিশ্চিত করতে ইউক্রেনে সৈন্য পাঠানো, অস্ত্র সহায়তা দেয়ার মত বিষয়গুলো নিয়ে ঐ বৈঠকে আলোচনা হয়েছে।

    গত মার্চে এই ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ জোট তৈরি করেছিল ফ্রান্স আর যুক্তরাজ্যের নেতারা।

  3. মাইলস্টোনের তিন শিক্ষক চিরস্মরণীয় হয়ে থাকবেন: প্রধান উপদেষ্টা

    ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে জুলাই মাসে বিমান দুর্ঘটনায় মারা যাওয়া তিনজন শিক্ষকের ‘স্মৃতি ধরে রাখতে যা কিছু করা প্রয়োজন, তা করা হবে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    ঐ ঘটনায় মারা যাওয়া তিন শিক্ষকের পরিবারের সদস্যরা মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে দেখা করার সময় এই মন্তব্য করেন মি. ইউনূস।

    নিহত শিক্ষক মাহেরীন চৌধুরী, মাসুকা বেগম ও মাহফুজা খানম গত ২১শে জুলাই মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মারা যান।

  4. অতিরিক্ত ৪১ জন কর কমিশনারকে একসাথে বদলি

    জাতীয় রাজস্ব বোর্ডের ৪১ জন কর কর্মকর্তাকে একসাথে বদলি করার সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। রাজস্ব বোর্ডের কর প্রশাসন মঙ্গলবার এক চিঠিতে এই বদলির আদেশ দিয়েছে।

    জুন মাসে এনবিআরের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলন করেছিল সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। এরপর জুলাইয়ের শুরু থেকেই রাজস্ব বোর্ডের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো, সাময়িক বরখাস্তের মত বিভিন্ন ধরনের শাস্তি কার্যকর করা শুরু করে সরকার।

    জুলাইয়ের শুরুতে চারজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এর কিছুদিন পর বদলির আদেশের চিঠি ছিঁড়ে ফেলার ঘটনায় ১৪ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

    আন্দোলনের জের ধরে এখন পর্যন্ত ত্রিশজনেরও বেশি কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

    এর আগে দুপুরে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক এক সংবাদ সম্মেলনে এনবিআরের শীর্ষ ১৭ জন কর্মকর্তার বিরুদ্ধে ‘জ্ঞাত আয় উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত’ হওয়ার কথা জানান এবং ঐ কর্মকর্তাদের সম্পদের হিসেব চেয়ে আদেশ জারি করে।

  5. ওয়াশিংটনের বৈঠক যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে ‘সত্যিকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ’: জেলেনস্কি

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন যে যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে সোমবারে ওয়াশিংটনে হওয়া বৈঠক ‘সত্যিকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

    সোশ্যাল মিডিয়ায় মি. জেলেনস্কি পোস্ট করেছেন যে: “আমরা নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট ফরম্যাট নিয়ে কাজ করছি।”

    ‘সিকিউরিটি গ্যারান্টি’ বা নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে হতে যাওয়া এই বৈঠকে যোগ দিতে ওয়াশিংটনে গিয়েছেন যুক্তরাজ্যের সেনাপ্রধান।

    সোমবার ওয়াশিংটনে ইউরোপীয় নেতাদের সাথে বৈঠকের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনে কথা বলেন ও পুতিন-জেলেনস্কি বৈঠক নিয়ে আলোচনা করেন।

    রুশ প্রেসিডেন্ট ঐ বৈঠকের সম্ভাবনা নাকচ না করে দিলেও কোথায় বা কবে সেই বৈঠক হতে পারে তা নিয়ে এখনো কিছু জানা যায়নি।

    ওদিকে ওয়াশিংটনে যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠা নিয়ে আলোচনা চলার মধ্যেই সোমবার রাতে ইউক্রেনে ২৭০টি ড্রোন দিয়ে রাশিয়া আক্রমণ করেছে বলে এক্সে পোস্ট করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা।

  6. জুলাই সনদকে সংবিধানের ওপর প্রাধান্য দিলে ‘খারাপ নজির’ সৃষ্টি হবে: সালাহউদ্দিন আহমেদ

    জুলাই সনদের ‘সবকিছু সংবিধানের ওপর প্রাধান্য’ পেলে তা ভবিষ্যতের জন্য ‘খারাপ নজির’ তৈরি করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

    মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি মন্তব্য করেন যে ‘পুরো জাতির জন্য খারাপ নজির তৈরি করা ঠিক হবে না।’

    এছাড়া জুলাই জাতীয় সনদের ‘প্রতিটি বিধান, প্রস্তাব ও সুপারিশ’ সাংবিধানিকভাবে বলবৎ হবে বলে এর ‘বৈধতা ও কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না’ ধারাটিকে ‘আপত্তিজনক’ হিসেবেও মনে করেন তিনি।

    “কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না, এই এখতিয়ার কি আমাদের সংবিধান কাউকে দিয়েছে?”, মন্তব্য করেন তিনি।

    এই সনদ নিয়ে বিএনপির সাথে যখন আলোচনা হবে তখন তারা তাদের আপত্তির জায়গাগুলো উপস্থাপন করবেন বলে জানান তিনি।

  7. ছয় হাজারের বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়

    যুক্তরাষ্ট্রের আইন ভঙ্গ করা ও মেয়াদের চেয়ে বেশি সময় থাকার কারণে ছয় হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

    বিবিসিকে তারা জানিয়েছে আইন ভঙ্গ করার ঘটনাগুলোর মধ্যে ‘সিংহভাগ’ ছিল শারীরিক আক্রমণ, মাদকের প্রভাবে গাড়ি চালানো, ডাকাতি ও ‘সন্ত্রাস সমর্থনের’ ঘটনা।

    অভিবাসন ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের অভিযান চলতে থাকার মধ্যেই এই সিদ্ধান্ত নিলো পররাষ্ট্র মন্ত্রণালয়।

  8. আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর হাসানুল বান্নার পদত্যাগ

    আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর হাসানুল বান্না শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন।

    চীফ প্রসিকিউটর বরাবর পদত্যাগের আবেদন করে পাঠানো চিঠিতে তিনি উল্লেখ করেন যে তিনি দীর্ঘদিন ধরে ‘জন্ডিস/লিভার জনিত রোগে’ আক্রান্ত।

    নিয়োগের পর মাত্র কয়েকদিন অফিস করার পর তার শরীরে এই রোগ ধরা পড়ে।

    এ বছরের পহেলা জানুয়ারি হাসানুল বান্নাকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয়।

  9. নির্বাচন কমিশনকে চার মিলিয়ন ইউরোর বেশি সহায়তা প্যাকেজ দেবে ইউরোপিয়ান ইউনিয়ন

    আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্বাচন আয়োজন করার জন্য নির্বাচন কমিশনকে চল্লিশ লাখ ইউরো সহায়তা প্যাকেজ দেবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

    মঙ্গলবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি।

    ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনের পরিকল্পনা, বিরোধ নিষ্পত্তির মত বিষয়গুলো ঘিরে নির্বাচন কমিশনের কার্যকারিতা বৃদ্ধির চেষ্টা করবে এবং তারা ‘ভোটার এডুকেশন’ এর ওপর গুরুত্ব দিচ্ছেন বলে জানান মি. মিলার।

  10. ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাবো: আসিফ নজরুল

    অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেন যে ‘সরকারের পক্ষ থেকে আমরা দৃঢপ্রতিজ্ঞ আছি, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে আমরা চলে যাবো।’

    নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন রকম মন্তব্যের বিষয়ে তিনে বলেন, “রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলে।”

    “রাজনৈতিক দলগুলো অনেক কথাই বলে, নির্বাচনের সময় নিয়ে কে কি বললো, না বললো সেটি আপনারা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন”, বলেন মি. নজরুল।