আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ইউনূস-ব্লিঙ্কেন বৈঠক, সাকিবকে নিরাপত্তা দিতে পারবে না বিসিবি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সাকিব আল হাসানকে নিরাপত্তা দিতে পারবে না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। সরকার যতদিন জনকল্যাণে কাজ করবে, সমর্থন পাবে বলে জানিয়েছেন জামায়াতের আমির। দিনের ঘটনাপ্রবাহ জেনে নিন।

সার সংক্ষেপ

  • বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন
  • অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে কটূক্তি ও হত্যার হুমকির অভিযোগে পটুয়াখালীতে মামলা
  • দেশের মাটিতে টেস্ট ক্যারিয়ার শেষ করতে চান অলরাউন্ডার সাকিব আল হাসান, তবে এজন্য যে নিরাপত্তা তিনি চেয়েছিলেন সেটি ক্রিকেট বোর্ডের হাতে নেই বলেই জানাচ্ছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ
  • বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার, ডিজিটালাইজেশন, তারল্য, জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহন খাতে সংস্কারের জন্য সাড়ে তিন বিলিয়ন ডলার সহায়তা দিবে বিশ্বব্যাংক
  • অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে সারা দেশে এ পর্যন্ত ২১৬টি অস্ত্র উদ্ধার করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে ৯২ জনকে

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার যা ঘটেছে

    • বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বৃহস্পতিবার নিউইয়র্কে এক হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
    • দেশের মাটিতে টেস্ট ক্যারিয়ার শেষ করতে চান অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে এজন্য যে নিরাপত্তা তিনি চেয়েছিলেন সেটি ক্রিকেট বোর্ডের হাতে নেই বলেই জানাচ্ছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এ বিষয়ে সাকিবকেই সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।
    • বর্তমানে যারা সরকারে আছেন তারা যতদিন জনকল্যাণে কাজ করবেন ততদিন তারা জামায়াতে ইসলামীর সমর্থন ও সহযোগিতা পাবেন বলে জানিয়েছেন দলটির আমির শফিকুর রহমান।
    • নিজের রাজনৈতিক পরিচয় প্রকাশের পর প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে হাজির হলেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি জেনারেল এস এম ফরহাদ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে সংবাদ সম্মেলনে তিনি বলেন, হত্যার ভয়ে শিবির নেতাকর্মীদের পরিচয় গোপন রাখতে হয়েছিল।
    • সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ (সিজিআই) লিডারস স্টেজ’ অনুষ্ঠানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যে তিনজন তরুণকে মঞ্চে ডেকে নিয়েছিলেন, তাদের একজনের পরিচয় সম্পর্কে বিতর্ক শুরু হয়েছে। জাহিন রোহান রাজিন নামে ওই ব্যক্তি সবার 'অপরিচিত' এবং গণআন্দোলনের অংশ ছিলেন না, এমন অভিযোগে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।
    • বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কারের উদ্যোগকে এগিয়ে নিতে বিশ্বব্যাংক সাড়ে তিন বিলিয়ন বা ৩৫০ কোটি মার্কিন ডলার দেবে। নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সাধারণ পরিষদের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় ​​বাঙ্গা এ কথা বলেছেন।
  2. ইউনূস-ব্লিঙ্কেন বৈঠক

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

    বৃহস্পতিবার নিউইয়র্কে এক হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মি. ইউনূস।

    সেখানে এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথেও তিনি বৈঠক করেন।

    এছাড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভার সাথে বৈঠক করেছেন তিনি। আরও সাক্ষাৎ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফসহ বেশ কয়েকজন সরকার ও রাষ্ট্রপ্রধানের সাথেও।

    শুক্রবার সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেয়ার কথা রয়েছে অধ্যাপক ইউনূসের।

  3. অধ্যাপক ইউনূসকে কটূক্তি ও হত্যার হুমকির অভিযোগে মামলা

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে কটূক্তি ও হত্যার হুমকির অভিযোগে মামলা হয়েছে পটুয়াখালীতে।

    পটুয়াখালীর কলাপাড়ায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়েরের পর কলাপাড়া থানাকে সেটি এজাহার হিসেবে গ্রহণের আদেশ দেয় আদালত।

    আদালতের বেঞ্চ সহকারী মো. কাইউম ও বাদীর আইনজীবী হাফিজুর রহমান চুন্নু স্থানীয় সাংবাদিকদের এ আদেশের সত্যতা নিশ্চিত করেছেন।

    উপজেলার পূর্ব মধুখালী গ্রামের হাসান মাহমুদ বাদী হয়ে একই গ্রামের মো. মাসুম বিল্লাহকে আসামি করে মামলাটি করেছেন।

    অভিযোগে বলা হয়, আসামি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্থানীয়ভাবে এলাকায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নিয়ে 'মানহানিমূলক উক্তি' করেন। যাতে "বাদীর হৃদয়ে রক্তক্ষরণ হয়"।

    "একাকি পেলে" হত্যার হুমকির অভিযোগও দেয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

    অন্যদিকে, মো. মাসুম বিল্লাহ সাংবাদিকদের বলেন, "বাদী হাসান মাহমুদ আমার আপন চাচাতো ভাইয়ের ছেলে। গ্রামের স্কুলের নিয়োগ সংক্রান্ত দ্বন্দ্বের জেরে আমাকে ঘায়েল করতে এমন কাল্পনিক ইস্যুতে মামলা দায়ের করেছেন।"

  4. সাকিবকে নিরাপত্তা দিতে পারবে না বিসিবি, নিরাপত্তা দেওয়ার সামর্থ্য আমাদের নেই, জানালেন সভাপতি

    দেশের মাটিতে টেস্ট ক্যারিয়ার শেষ করতে চান অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে এজন্য যে নিরাপত্তা তিনি চেয়েছিলেন সেটি ক্রিকেট বোর্ডের হাতে নেই বলেই জানাচ্ছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এ বিষয়ে সাকিবকেই সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।

    বৃহস্পতিবার বোর্ড সভা শেষে ব্রিফিংয়ে মি. আহমেদ বলেন, "নিরাপত্তার বিষয়টি আমাদের হাতে নেই। এ ব্যাপারে তাকেই সিদ্ধান্ত নিতে হবে। নিরাপত্তা দেওয়ার সামর্থ্য নেই বিসিবির।"

    অবশ্য তিনিও চান মি. হাসান ক্যারিয়ারের টেস্ট ক্যারিয়ার দেশের মাটিতে শেষ করুক, "সাকিব যদি এখান থেকে শেষ টেস্ট খেলতে পারে, ওর মতো আমিও বিশ্বাস করি এর থেকে ভালো কিছু হতে পারে না।"

    "সাকিব এ মুহূর্তে তার জীবনের খুব বাজে সময় পার করছে। আমার আসলে খুব বেশি কিছু বলার ছিল না। তাকে বোঝানোর চেষ্টা করিনি। সে মনে করেছে অবসর নেওয়ার এটাই সঠিক সময়। আমি তার সিদ্ধান্তকে সম্মান জানাই। আমার দিক থেকে ওর জন্য খুব বেশি কিছু বলার নেই," যোগ করেন মি. আহমেদ।

    সাকিবের নিরাপত্তার বিষয়টি সরকারের তরফ থেকেও আসতে হবে বলে মন্তব্য করেন তিনি।

    "সাকিব একজন রাজনীতিবিদি, সবাই জানেন, সবকিছু মিলিয়ে সে হয়তো নিরাপদ বোধ করছে না। এটা নিয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না," এক প্রশ্নের জবাবে বলেন মি. আহমেদ।

  5. ডেঙ্গুতে ২৪ ঘন্টায় তিনজন, চলতি মাসে ৫৮ জনের মৃত্যু

    বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত তিনজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪১ জনে। এরমধ্যে সেপ্টেম্বর মাসেই মারা গেছেন ৫৮ জন।

    বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞাপ্তিতে এসব তথ্য জানানো হয়।

    এতে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮২৯ জন।

    চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৩৮৪ জন। এর মধ্যে ছাড়া পেয়েছেন ২৪ হাজার ৩১২ জন।

  6. সরকার যতদিন জনকল্যাণে কাজ করবে, আমাদের সমর্থন পাবে: জামায়াত আমির

    বর্তমানে যারা সরকারে আছেন তারা যতদিন জনকল্যাণে কাজ করবেন ততদিন তারা জামায়াতে ইসলামীর সমর্থন ও সহযোগিতা পাবেন বলে জানিয়েছেন দলটির আমির শফিকুর রহমান।

    "যদি দেখি তারা কোনো উল্টা-পাল্টা কাজ করছে সাথে সাথে আমরা সংশোধনের চেষ্টা করবো," যোগ করেন তিনি।

    ঢাকা কাফরুলে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

    সরকারকে ইঙ্গিত করে মি. রহমান বলেন, "দোয়া করি তারা যেন ব্যর্থ না হয়।"

  7. ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে ছাত্রদল নেতার মামলা

    নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে ছাত্রলীগের সাবেক ও বর্তমান বেশ কয়েকজন নেতার নামে মামলা করেছেন ছাত্রদলের এক নেতা।

    ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন নীলক্ষেত এলাকায় হামলার এক ঘটনার কথা উল্লেখ করে এ মামলায় ছাত্রলীগ নেতাসহ মোট ৬৬ জনকে আসামি করা হয়েছে।

    ছাত্রলীগের সাবেক সভাপতি নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, বর্তমান সভাপতি সাদ্দাম হোসেন, ঢাবি শাখার সাবেক সভাপতি সঞ্জিত চন্দ্র দাসকে আসামি করা হয়েছে।

    বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালতে ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মামলার আবেদন করেন।

    অভিযোগটিকে এজাহার হিসেবে গ্রহণ করতে শাহবাগ থানাকে নির্দেশ দেন আদালত।

    অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর ছাত্রদলের তৎকালীন নবগঠিত সোহেল-আরিফ কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্যের সাথে দেখা করতে যাচ্ছিলো। বিকেল চারটার দিকে স্যার এ. এফ রহমান হলের সামনে পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে আরিফুল ইসলামসহ কয়েকজন আহত হন।

  8. দিলীপ আগরওয়ালার আরো ছয় দিনের রিমান্ড

    হীরার গহনা বিক্রেতা প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে আরও ছয় দিনের রিমান্ড দিয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

    রাজধানীর বাড্ডা থানার একটি হত্যা মামলায় ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন তার রিমান্ড মঞ্জুর করেন।

    সরকার বিরোধী আন্দোলন চলাকালে হৃদয় আহম্মেদ নামে এক কিশোর হত্যা মামলায় গ্রেপ্তারের পর চৌঠা সেপ্টেম্বর মি. আগরওয়ালাকে তিন দিনের রিমান্ড দেয়া হয়েছিল।

    আদালত সূত্র জানিয়েছে, একই মামলায় বেশকিছু তথ্য জানতে নতুন করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয় পুলিশের পক্ষ থেকে।

    শুনানি নিয়ে আদালত দিলীপ কুমারের ছয় দিন রিমান্ড মঞ্জুর করেন।

  9. দুর্গাপূজায় নিরাপত্তা ঝুঁকি নেই: আইজিপি

    সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কোথাও নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

    বৃহস্পতিবার দুপুরে ট্যুরিস্ট পুলিশ সদর দফতরে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

    আইজিপি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা পুরোপুরি নিরাপত্তার সাথে ধর্মীয় অনুষ্ঠান পালন করবে। পুলিশ সেখানে নিরাপত্তা দেবে।

    "নিরাপত্তার জন্য কোনো ছাড় দিতে চাই না," যোগ করেন তিনি।

  10. ভূমি অফিসে চাকরি দেয়ার কথা বলে প্রতারণার অভিযোগে গ্রেফতার এক

    সরকারি কর্মকর্তা সেজে ভূমি অফিসে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে মো. আলমগীর হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকার নিউমার্কেট থানা পুলিশ।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

    বার্তায় বলা হয়েছে, "গ্রেফতারকৃত মো. আলমগীর হোসেন কাঁটাবন ভূমি অফিসে কম্পিউটার অপারেটর পদে এক যুবককে চাকরি দেওয়ার কথা বলে ১৮ লক্ষ টাকায় চুক্তি করে এবং নগদ সাত লক্ষ টাকা গ্রহণ করে।"

  11. আন্দোলনে কারো একক কৃতিত্ব নেয়ার সুযোগ নেই- ছাত্র শিবিরের ঢাবি সেক্রেটারি, রাজনৈতিক পরিচয়ে প্রথম সংবাদ সম্মেলন

    কোটা সংস্কার ও সরকারবিরোধী আন্দোলনে কারো 'ক্রেডিট নেয়াটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্পিরিটের সাথে যায় না' বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি এস এম ফরহাদ।

    নিজের রাজনৈতিক পরিচয় প্রকাশের পর প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে হাজির হলেন তিনি।

    মি. ফরহাদ বলেন, আন্দোলনে ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।

    "এখানে কারো একক কৃতিত্ব নেয়ার সুযোগ নেই," যোগ করেন তিনি।

    বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, হত্যার ভয়ে শিবির নেতাকর্মীদের পরিচয় গোপন রাখতে হয়েছিল।

    ছাত্র শিবিরের নেতাদের গুম, ক্রসফায়ার, মিথ্যা মামলা ও রিমান্ডের বিষয়ে প্রশ্ন না তুলে কেন পরিচয় প্রকাশে করেনি "এই প্রশ্ন করা মজলুমের ওপর আবারো নতুন করে জুলুম" বলে মন্তব্য করেন এস এম ফরহাদ।

    ছাত্র শিবিরের নামে রগকাটার কোনো 'ডকুমেন্ট' পাওয়া যাবে না, বরং ইন্টারনেটে খুঁজলে ছাত্রলীগের নাম আসবে বলেও দাবি তার।

  12. আন্দোলনে গুরুতর আহতদের প্রয়োজনে বিদেশে চিকিৎসা দিতে চায় সরকার

    জুলাই-অগাস্টে ছাত্র আন্দোলন ও সরকার বিরোধী বিক্ষোভে যারা "ক্রিটিক্যালি ইনজ্যুরড" (গুরুতর আহত) তাদের প্রয়োজনে বিদেশে পাঠিয়ে চিকিৎসা করাতে চায় সরকার।

    বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব শাহ মো. হেলাল উদ্দিন।

    কারো কৃত্রিম অঙ্গ সংযোজন করার দরকার হলে সরকার সহায়তা দেবে বলেও জানিয়েছেন তিনি।

    এর আগে, আহতদের চিকিৎসার ব্যাপারে বাংলাদেশ সফররত চীনের একটি মেডিকেল দলের সাথে স্বাস্থ্য উপদেষ্টা বৈঠক করেন।

    এই মেডিকেল টিমের সদস্যদের পরামর্শ অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করার কথা জানান হেলাল উদ্দিন।

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আন্দোলনের সময়কাল থেকে এখন পর্যন্ত ৭০৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২৫ হাজার।

    অতিরিক্ত সচিব বলেন, চূড়ান্ত তালিকা হতে আরও সময় লাগবে। সারাদেশ থেকে তালিকা সংগ্রহের কাজ চলছে।

  13. ক্রিকেটের দুই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা সাকিবের

    টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান।

    বৃহস্পতিবার ভারতের কানপুরে এক সংবাদ সম্মেলনে মি. হাসান জানিয়েছেন, অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টই হবে তার শেষ টেস্ট।

    সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেই এই ফরম্যাটে নিজের শেষ ম্যাচ খেলেছেন বলে জানান এই অলরাউন্ডার।

    তবে, ওয়ানডেতে আরো কয়েক মাস মাঠে দেখা যাবে তাকে।

    আগামী বছরের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির পর সাদা বলের ক্রিকেট ছাড়বেন।

    এদিকে, বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তার জন্য অনুকূলে নয়। একাধিক মামলায় আসামি করা হয়েছে তাকে।

    মি. হাসান জানিয়েছেন, তিনি যাতে নিরাপদে দেশে খেলতে পারেন এবং নির্বিঘ্নে দেশ থেকে বের হতে পারেন এই বিষয়টি দেখভাল করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

  14. মহারাষ্ট্রে মুসলমানদের বিক্ষোভের ভিডিও ভুয়া: পিটিআই ফ্যাক্টচেক

    ভারতের মহারাষ্ট্রে হাজার হাজার মুসলমান মিছিল করে মুম্বাইয়ের দিকে এগোচ্ছেন বলে যেসব খবর এবং ভিডিও সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে, সেগুলো ভুয়া বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

    একটি ভিডিও ইস্ট তিমোরের, আরেকটি ভিডিও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরে মুম্বাইতে ভারতীয় দলকে নিয়ে যে বিশাল র‍্যালি হয়েছিল, তার অংশ।

    সেগুলিকেই মুসলমানদের মিছিলের ভিডিও বলে সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে।

    বিবিসি মারাঠি বিভাগ জানাচ্ছে, ইসলামের নবীকে নিয়ে ১৬ই অগাস্ট যে অশালীন মন্তব্য করেছিলেন একজন হিন্দু ধর্মগুরু, তার বিরুদ্ধে মুসলমানদের একটা মিছিল মুম্বাইয়ের দিকে এসেছিল তিনদিন আগে।

    হাজার খানেক মানুষ ও অনেক গাড়ির ওই বহর মুম্বাইয়ের প্রবেশদ্বার বলে পরিচিত মুলুন্দ টোল প্লাজায় আটকে দেয় পুলিশ।

    সেখানে তারা প্রশাসনের হাতে নিজেদের দাবি সম্বলিত চিঠি দিয়ে ফিরে যান।

    এআইএমআইএম দলের প্রাক্তন সংসদ সদস্য ইমতিয়াজ জলিল ওই মিছিলের প্রধান সংগঠক ছিলেন।

    ইসলামের নবীকে নিয়ে অশালীন মন্তব্য করার জন্য রামগিরি মহারাজ নামে ওই ধর্মগুরুর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

    এরই মধ্যে একজন বিজেপি নেতা নীতেশ রাণেও একাধিকবার মুসলমানদের উদ্দেশ্য করে হুমকি দিয়েছেন। তার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন মুসলমানরা।

    তবে কাউকেই এখনো গ্রেফতার করা হয় নি।

    এদিকে, মুম্বাইয়ের যে মিছিলের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সংবাদ সংস্থা পিটিআইয়ের ‘ফ্যাক্ট-চেক’ বিভাগ জানাচ্ছে ভিডিওটি ইস্ট তিমোরে পোপ ফ্রান্সিসের উপস্থিতিতে একটি জমায়েতের।

    মহারাষ্ট্রের মিছিলের সঙ্গে তার কোনও সম্পর্কই নেই।

    পিটিআই জানিয়েছে, সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওর ‘রিভার্স সার্চ’ করে তারা জানতে পেরেছে, সেটি ইস্ট তিমোরে বিশাল একটি জমায়েতের ভিডিও।

    পোপ ফ্রান্সিসের সফরকালে সেখানে তার সামনে হাজির হয়েছিল ওই জনতা। সেই ভিডিও আবার ‘নাইজেরিয়ান ক্যাথলিকস’ নামের একটি ফেসবুক পেজে ১২ই সেপ্টেম্বর পোস্ট করা হয়।

    এছাড়া, একটি সেতুর ওপর দিয়ে জনসমুদ্র দেখা যাচ্ছে, এরকম ভিডিওটি হল চৌঠা জুলাই মুম্বাইয়ের মেরিন ড্রাইভে ভারতীয় ক্রিকেট দলের জন্য যে বিজয় মিছিল বেরিয়েছিল, সেখানকার।

  15. ড. ইউনূসের সাথে মঞ্চে ওঠা তরুণকে নিয়ে বিতর্ক

    সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ (সিজিআই) লিডারস স্টেজ’ অনুষ্ঠানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যে তিনজন তরুণকে মঞ্চে ডেকে নিয়েছিলেন, তাদের একজনের পরিচয় সম্পর্কে বিতর্ক শুরু হয়েছে।

    ওই ব্যক্তি সবার 'অপরিচিত' এবং গণআন্দোলনের অংশ ছিলেন না, এমন অভিযোগে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।

    নিউইয়র্কে ওই অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস বাংলাদেশের সাম্প্রতিক গণআন্দোলনে ছাত্র-জনতার ভূমিকা নিয়ে আলাপের এক পর্যায়ে তিনজন তরুণকে মঞ্চে ডেকে, তাদেরকে গণআন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী হিসেবে সবার সাথে পরিচয় করিয়ে দেন।

    মঞ্চে যাদের ডাকা হয়েছিল তাদের মধ্যে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি এবং তৃতীয় তরুণ।

    সামজিক মাধ্যমে বিভিন্ন পোস্টে জানা যাচ্ছে, ওই তরুণের নাম জাহিন রোহান রাজিন, এবং তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ নন।

    এ নিয়ে ব্যাপক বিতর্ক আর আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বৃহস্পতিবার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

    তিনি লিখেছেন, সিজিআইয়ের অনুষ্ঠানে মঞ্চে উঠে পড়া ওই ব্যক্তি 'অনুপ্রবেশকারী' এবং 'অসৎ লোক'। তার এ অনুপ্রবেশ নাশকতার অংশ।

    ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “ওই ব্যক্তি তার নিজস্ব ব্যবস্থাপনায় সিজিআই ইভেন্টে যোগ দিয়েছেন। আমরাসহ ডেলিগেটরা তার উপস্থিতি ও উদ্দেশ্য জানতাম না। এমনকি সে ডেলিগেটদের কারও সঙ্গে যোগাযোগও করেনি।”

    তিনি লিখেছেন, "স্যার আমাদের মঞ্চে ডাকলে হুড়মুড় করে আমাদের আগে মঞ্চের দিকে তিনি (আলোচিত ব্যক্তি) দৌড়ে যান। তখন আমি তাকে মঞ্চে ওঠা থেকে ঠেকাতে পারিনি, যদিও আমি সন্দিহান ছিলাম।"

    "বিশ্বনেতা ও গণ্যমান্য ব্যক্তিদের সামনে আমি তখন অসহায় ছিলাম। মনে হচ্ছে, এটি ছিল ফ্যাসিবাদী গোষ্ঠীর পূর্বপরিকল্পিত কাজ।"

    ফেসবুক পোস্টে মি. আলম আন্দোলন ও গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দ, সমন্বয়কারী ও যোদ্ধাদের কাছে ক্ষমাপ্রার্থনা করেন।

    ভবিষ্যতে এ বিষয়ে আরও সতর্ক থাকবেন বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করেন মি আলম।

  16. আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া

    ঢাকাসহ বাংলাদেশের আট বিভাগেই বৃহস্পতিবার সারাদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

    তবে শুক্রবার নাগাদ কমে আসবে বৃষ্টির তীব্রতা।

    বৃহস্পতিবার থেকে পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

    বৃষ্টির কারণ হিসেবে বলা হচ্ছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী থেকে প্রবল অবস্থায় রয়েছে।

    লঘুচাপটি বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হওয়ায় সাগর উত্তাল হয়ে আছে।

    এ কারণে সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

    এদিকে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

  17. বাংলাদেশকে ৩৫০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কারের উদ্যোগকে এগিয়ে নিতে বিশ্বব্যাংক সাড়ে তিন বিলিয়ন বা ৩৫০ কোটি মার্কিন ডলার দেবে।

    নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় ​​বাঙ্গা বুধবার এ কথা বলেছেন।

    বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বলেন, অন্তত দুইশো কোটি ডলার নতুন ঋণ দেওয়া হবে এবং বিদ্যমান কর্মসূচি থেকে আরও ১৫০ কোটি ডলার পুনর্বন্টন করা হবে।

    তিনি বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের ডিজিটালাইজেশন, জ্বালানি ও বিদ্যুৎ এবং পরিবহন খাত সংস্কারে সহায়তা করবে।

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে বিস্তৃত পরিসরে সংস্কারের ডাক দিয়েছে তার জন্য বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন অধ্যাপক ইউনূস।

    তিনি বিশ্বব্যাংককে তার ঋণদান কর্মসূচি সম্পর্কে আরো 'সৃজনশীল' হতে বলেন।

    তিনি বলেন, এটি দেশকে পুনর্গঠনের একটি বড় সুযোগ।

    বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট দক্ষিণ এশিয়ায় জ্বালানি খাতের সহযোগিতা এবং নেপাল ও ভুটানে উৎপাদিত হাইড্রোএনার্জি কীভাবে ভারত ও বাংলাদেশের মতো প্রতিবেশীদের মধ্যে ভাগাভাগি করা যায় সে নিয়ে আলোচনা করেন।

    বৈঠকে জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খান উপস্থিত ছিলেন।

  18. বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের আশ্বাস চীনের

    বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করতে চায় চীন।

    বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

    চীনের পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ইউনূসকে ‘চীনা জনগণের পুরনো বন্ধু’ হিসেবে উল্লেখ করেছেন এবং অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য তাকে অভিনন্দন জানান।

    তিনি বলেন, “আপনি জনগণের প্রত্যাশা পূরণ করবেন, এ ব্যাপারে আপনার ওপর আমাদের পূর্ণ আস্থা আছে”।

    ওয়াং ই বলেন, চীনা সৌর প্যানেল নির্মাতাদের বাংলাদেশে কারখানা স্থাপনের জন্য প্রফেসর ইউনূস যে আহ্বান জানিয়েছে তা গুরুত্ব দিয়ে বিবেজনা করবে চীন।

    গত মাসে ঢাকায় চীনের রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান।

    চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেইজিং দুই দেশের প্রতিষ্ঠানসমূহের মধ্যে সহযোগিতা ও অংশীদারত্ব বাড়াবে।

    তিনি বলেন, স্বল্পোন্নত দেশগুলোর সব পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়ার ব্যাপারে চীন যে সিদ্ধান্ত নিয়েছে তাতে বাংলাদেশও উপকৃত হবে।

    চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীনা রেড ক্রস জুলাই-অগাস্ট মাসের গণঅভ্যুত্থানে গুরুতর আহত শিক্ষার্থী এবং মানুষদের চিকিৎসার জন্য চিকিৎসকদের একটি দল পাঠিয়েছে।

    ওয়াং ই আরো বলেন, চীন বাংলাদেশ থেকে আরো বেশি সংখ্যক শিক্ষার্থীকে স্বাগত জানাবে।

    অধ্যাপক ইউনূস এই উদ্যোগের জন্য চীনকে ধন্যবাদ জানান।

    কোটি কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে আসতে চীনের ‘আশ্চর্যজনক’ প্রচেষ্টারও প্রশংসা করেন তিনি।

    তিনি বলেন, চীনা সৌর কোম্পানিগুলো বাংলাদেশে আরো বড় পরিসরে বিনিয়োগ করতে পারে। অন্য চীনা নির্মাতারাও তাদের কারখানাগুলো বাংলাদেশে স্থানান্তর করতে পারে।

    তিনি দুই দেশের কোম্পানির মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধিরও আহ্বান জানান।

    ড. ইউনূস বলেন, "আমরা চীনা কোম্পানিগুলোর সাথে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে চাই। আমাদের একসাথে কাজ করার অনেক সুযোগ আছে।”