পদত্যাগ করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম, অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুয়েট

পদত্যাগপত্র জমা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুয়েট, বুধবার সকালের মধ্যে হল ত্যাগের নির্দেশ। পুলিশের ১২ ডিআইজিসহ ৮২ কর্মকর্তাকে ওএসডি। ইউক্রেন ইস্যুুতে জাতিসংঘে রাশিয়ার পক্ষে ভোট যুক্তরাষ্ট্রের। নিজেরা মারামারি করলে স্বাধীনতা বিপন্ন হবে- সেনাপ্রধানের 'সতর্কবার্তা'।

সরাসরি কভারেজ

  1. মঙ্গলবার সারা দিন যা যা ঘটেছে

    • নতুন রাজনৈতিক দলে যোগ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। আগামী ২৮শে ফেব্রুয়ারি ঘোষিত হতে যাওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেয়ার কথা রয়েছে তার।
    • শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। সেইসঙ্গে, বুধবার সকাল দশটার মধ্যে শিক্ষার্থীদেরকে হল ত্যাগেরও নির্দেশ দেওয়া হয়েছে।
    • 'নিজেরা কাঁদা ছোড়াছুড়ি বা মারামারি-কাটাকাটি করলে' দেশ এবং জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে সতর্ক করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বিডিআর বিদ্রোহের বিচারিক প্রক্রিয়া নষ্ট না করার জন্যও আহ্বান জানিয়েছেন তিনি।
    • আগামী নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখার জন্য অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যারা নির্বাচনের বিরোধিতা করছে, তাদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
    • ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী 'অত্যন্ত পরিকল্পিতভাবে' পিলখানা হত্যাকাণ্ডে যোগসাজশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
    • ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের ভোটাভুটিতে রাশিয়ার পক্ষ নিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার জাতিসংঘে উত্থাপিত তিনটি প্রস্তাব নিয়ে ভোট হয়, যেখানে দু’বারই রাশিয়ার পক্ষ নেয় যুক্তরাষ্ট্র।
    • মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পুনর্বিবেচনা বা রিভিউ চেয়ে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের করা আবেদনের শুনানি বুধবার পর্যন্ত মুলতুবি করেছে আপিল বিভাগ।
    • বাংলাদেশ পুলিশে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৮২ জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সংযুক্ত করা হয়েছে।
    • টাঙ্গাইলে পিকনিকের তিনটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। বাসগুলো ময়মনসিংহ থেকে নাটোর যাচ্ছিলো।
    • গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬৩৮ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর মধ্যে ৬৩৯ জন গ্রেফতার হয়েছেন যৌথ বাহিনীর বিশেষ অভিযান 'অপারেশন ডেভিল হান্টে'।
    • আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো বাহিনীর যদি গাফিলতি থাকে, তাহলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
    • সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও তার পরিবারের সদস্যদের ২৭টি ব্যাংক হিসাবে থাকা ১৪০ কোটি ১৭ লাখ টাকা ফ্রিজ বা অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।
    • ভারতে হিন্দু সম্প্রদায় ও ইসকনের একজন প্রভাবশালী নেতা বাংলাদেশে হিন্দুদের জন্য সুরক্ষা দাবি করে দেশের সুপ্রিম কোর্টে যে জনস্বার্থ মামলা করেছিলেন, প্রধান বিচারপতির বেঞ্চ তা খারিজ করে দিয়েছে।

    বিবিসি বাংলার আরও খবর পড়তে ওয়েব সাইটের মূল পাতায় ক্লিক করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

    বুধবার দিনের উল্লেখযোগ্য খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পেজে

  2. টাঙ্গাইলে এবার বনভোজনের বাসে ডাকাতি, অস্ত্রের মুখে মালামাল লুট

    ডাকাত দল রাস্তায় গাছ ফেলে তিনটি বাস থামায়

    ছবির উৎস, Abdullah Al Noman

    ছবির ক্যাপশান, ডাকাতরা রাস্তায় গাছ ফেলে বাস থামায়

    টাঙ্গাইলে এবার শিক্ষার্থীদের বনভোজনের বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে ঘাটাইল এলাকায় এ ঘটনা ঘটে।

    পুলিশ জানিয়েছে যে, ময়মিনংহের ফুলবাড়িয়ার উপজেলার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা চারটি বাসে করে বনভোজনের উদ্দেশ্যে নাটোর যাচ্ছিলেন।

    মঙ্গলবার ভোরের দিকে তারা ঘাটাইল এলাকায় পৌঁছালে ডাকাত দল রাস্তায় গাছ ফেলে তিনটি বাস থামায়।

    এরপর অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দলটি বাসে অবস্থানরত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল লুট করে।

    বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান বিবিসি বাংলাকে জানিয়েছেন যে, ডাকাত দলে অন্তত দশজন ছিলেন এবং তাদের সবার কাছে দেশিয় অস্ত্র ছিল।

    ডাকাতরা তাদের কাছ থেকে নগদ প্রায় দেখ লাখ টাকা, অন্তত এক ভরি স্বর্ণ এবং কমপক্ষে দশটি মোবাইল ফোন নিয়ে গেছে বলেও জানান মি. রহমান।

    তিনটি বাসে যখন ডাকাতি চলছিল, তখন অপর বাসের যাত্রীরা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে গ্রেফতার করতে পারেনি।

    এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তবে ডাকাত দলটিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান।

    এর আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাজশাহীগামী একটি চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

  3. নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখতে অর্ন্তবর্তী সরকার প্রতি আহ্বান তারেক রহমানের

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

    ছবির উৎস, BNP Press Wing

    ছবির ক্যাপশান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

    আগামী নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখার জন্য অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    গণতন্ত্রের স্বার্থে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে দল হিসেবে বিএনপি সরকারকে সহযোগিতা করবে বলেও জানান তিনি।

    "এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। কারণ এই সরকার যত স্মুথলি, যত সুন্দরভাবে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে, আগামী দিনে গণতান্ত্রিক যাত্রা তত স্মুথ হবে এই দেশের জন্য," মঙ্গলবার কুমিল্লা মহানগর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বলেন মি. রহমান।

    "আমরা আশা করবো অর্ন্তবর্তীকালীন সরকার প্রতি মানুষের যে নিরপেক্ষতা প্রত্যাশা, সেই নিরপেক্ষতা তারা বজায় রাখবেন," বলেন তিনি।

    যারা নির্বাচনের বিরোধিতা করছে, তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

    "আজকে আমরা দেখছি, কিছু সংখ্যক লোক, কিছু সংখ্যক ব্যক্তি বা সংগঠন হঠাৎ করে বলছে, কথায় কথায় বলে ওঠে যে বিএনপি শুধু নির্বাচন নির্বাচন চায়; বিএনপি নির্বাচন ছাড়া কিছু বোঝে না।"

    "আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, ভোটের রাজনীতিতে বিশ্বাস করি, জনগণের কাছে ভোট চাইবো, দেশের মধ্যে নির্বাচন চাইবো, এটিই স্বাভাবিক ব্যাপার।"

    "একটি স্বাভাবিক ব্যাপারকে কেন কিছু সংখ্যক লোক অস্বাভাবিক ব্যাপারে পরিণত করতে চাইছে সেটি আমাদেরকে চিন্তা করে দেখতে হবে। এখানে অন্য কোনো লক্ষ্য বা উদ্দেশ্য কি-না, সেটি আমাদের ভেবে দেখতে হবে।" বলেন মি. রহমান।

  4. পুলিশের ১২ ডিআইজিসহ ৮২ কর্মকর্তাকে ওএসডি

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়

    ছবির উৎস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়

    ছবির ক্যাপশান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ

    বাংলাদেশ পুলিশে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৮২ জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করা হয়েছে।

    তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সংযুক্ত করা হয়েছে।

    আজ মঙ্গলবার পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। এ আদেশ অবিলম্বে কার্যক্রর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

  5. অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুয়েট, বুধবার সকালের মধ্যে হল ত্যাগের নির্দেশ

    কুয়েট

    ছবির উৎস, KUET

    শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট)। সেইসঙ্গে, বুধবার সকাল দশটার মধ্যে শিক্ষার্থীদেরকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

    মঙ্গলবার জরুরিভিত্তিতে ডাকা সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    এর আগে, গত ১৯শে ফেব্রুয়ারির সিন্ডিকেটের সভায় ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল।

    কিন্তু আন্দোলন চলতে থাকায় মঙ্গল অনির্দিষ্টকালের জন্য কুয়েট বন্ধ ঘোষণা করা হলো।

    উল্লেখ্য যে, ক্যাম্পাসে ছাত্ররাজনীতিকে কেন্দ্র করে গত ১৮ই ফেব্রুয়ারি কুয়েটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের সংঘর্ষ হয়।

    এ ঘটনার পর থেকে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, হামলায় জড়িত ব্যক্তিদের বিচার এবং উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগসহ ছয় দফা দাবিতে আন্দোলন করে আসছে একদল শিক্ষার্থী।

    দাবি আদায়ে তারা ঢাকায় এসে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপিও দিয়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থী।

  6. একদিনে সারা দেশে গ্রেফতার ১৬৩৮ জন

    তল্লাশি

    ছবির উৎস, RAZIB/BBC

    ছবির ক্যাপশান, আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি

    বাংলাদেশে বিভিন্ন অভিযোগে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬৩৮ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

    এর মধ্যে ৬৩৯ জন গ্রেফতার হয়েছেন যৌথ বাহিনীর বিশেষ অভিযান 'অপারেশন ডেভিল হান্টে'।

    বাকি ৯৯৯ জনকে আগের বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

    গ্রেফতারের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় বেশ দেশি-বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

    গত আটই ফেব্রুয়ারি যৌথ বাহিনীর বিশেষ অভিযান 'অপারেশন ডেভিল হান্ট' শুরু হওয়ার পর এখন পর্যন্ত দশ হাজারের বেশি মানুষ গ্রেফতার হয়েছেন।

  7. ইউক্রেনের বিষয়ে জাতিসংঘের প্রস্তাবে রাশিয়ার পক্ষ নিলো যুক্তরাষ্ট্র

    জাতিসংঘের ভোটাভুটি

    ছবির উৎস, EPA

    ইউক্রেন-রাশিয়া যুদ্ধের তৃতীয় বার্ষিকী উপলক্ষে জাতিসংঘের ভোটাভুটিতে রাশিয়ার পক্ষ নিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে যুদ্ধ শুরুর জন্য রাশিয়াকে দায়ী করতে রাজি হয়নি যুক্তরাষ্ট্র, যা নিয়ে ইউরোপীয় মিত্রদের সঙ্গে দেশটির মতবিরোধ আরও স্পষ্ট হয়েছে।

    ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনা করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের মতবিরোধ বাড়তে দেখা যাচ্ছে।

    ইউক্রেন ইস্যুতে সোমবার জাতিসংঘে উত্থাপিত তিনটি প্রস্তাব নিয়ে ভোট হয়, যেখানে দু’বারই রাশিয়ার পক্ষ নেয় যুক্তরাষ্ট্র।

    এর মধ্যে সাধারণ পরিষদে উত্থাপিত একটি প্রস্তাব ছিল ইউক্রেনে মস্কোর আগ্রাসন বন্ধ এবং অবিলম্বে রুশ সেনাদের প্রত্যাহারের দাবি নিয়ে। এ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়া। রাশিয়ার মতো একই অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রও ওই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়।

    সাধারণ পরিষদে উত্থপিত আরেকটি প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকে যুক্তরাষ্ট্র। রাশিয়াকে 'আগ্রাসী' উল্লেখ করার পক্ষে ফ্রান্সের নেতৃত্বে ওই প্রস্তাবটি আনা হয়েছিল।

    পরে নিরাপত্তা পরিষদে ইউক্রেন যুদ্ধের ইতি টানার একটি প্রস্তাব উত্থাপন করে এটির পক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র। তবে রাশিয়াকে যুদ্ধের জন্য দায়ী না করায় ব্রিটেন ও ফ্রান্স তাতে ভোট দেয়নি।

    এ ঘটনায় যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্রদের মধ্যে হতাশা কাজ করছে।

    এদিকে, ইউক্রেনে রুশ অধিকৃত অঞ্চলে থাকা বিরল খনিজ সম্পদের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার সম্ভাবনা দেখছে ক্রেমলিন। সোমবার এক টেলিভিশন সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

    এমন সময় এই খবর প্রকাশিত হলো যখন সপ্তাহখানেকের মধ্যেই ইউক্রেন ও রাশিয়া যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

    হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার পর যুদ্ধবিরতির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন মি. ম্যাক্রোঁ।

    অন্যদিকে, ইউক্রেনের খনিজ সম্পদে মার্কিন প্রবেশাধিকারের বিষয়ে কিয়েভ ও ওয়াশিংটন একটি চুক্তি স্বাক্ষরের কাছাকাছি রয়েছে বলেও জানা যাচ্ছে। যদিও বিষয়টি নিয়ে দু’দেশের কেউই আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি।

  8. বাংলাদেশের হিন্দুদের নিয়ে ভারতের ইস্কন নেতার মামলা নাকচ

    দিল্লিতে ভারতের সুপ্রিম কোর্ট ভবন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, দিল্লিতে ভারতের সুপ্রিম কোর্ট ভবন

    ভারতে হিন্দু সম্প্রদায় ও ইসকনের একজন প্রভাবশালী নেতা বাংলাদেশে হিন্দুদের জন্য সুরক্ষা দাবি করে দেশের সুপ্রিম কোর্টে যে জনস্বার্থ মামলা করেছিলেন, প্রধান বিচারপতির বেঞ্চ তা খারিজ করে দিয়েছে।

    ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেছেন, এটা একটি প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয় – ফলে তা কোনও মতেই ভারতের শীর্ষ আদালতের বিচার্য হতে পারে না।

    প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের পরামর্শে মামলাটি এরপর প্রত্যাহার করে নেওয়া হয়।

    মামলাটি দায়ের করেছিলেন ভারতে ইস্কন মন্দির স্টিয়ারিং কমিটির ভাইস-চেয়ারম্যান এবং পাঞ্জাবের লুধিয়ানায় ‘ভগবান জগন্নাথ রথযাত্রা কমিটি’র প্রধান রাজেশ ঢানডা। আবেদনকারীদের পক্ষে প্রধান আইনজীবী ছিলেন ভারতের সাবেক অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি।

    মামলাটিতে বলা হয়েছিল, বাংলাদেশে হিন্দু-সহ ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতন ও হামলার শিকার হচ্ছেন – ভারত সরকার যেন সে দেশে তাদের দূতাবাসের মাধ্যমে এর প্রতিকারে ব্যবস্থা নেয় এবং বাংলাদেশ সরকারের ওপর চাপ প্রয়োগ করে, সে জন্য আদালত তাদের নির্দেশ দিক।

    কিন্তু প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়ে দেন, ''এটা একটা পররাষ্ট্র সংক্রান্ত বিষয় ... আমরা কীভাবে তা নিয়ে মন্তব্য করব?''

    ''প্রতিবেশী একটি দেশের নিজস্ব বিষয় নিয়ে যদি আমাদের আদালত হস্তক্ষেপ করতে যায়, তাহলে তা খুবই অদ্ভুত ব্যাপার হবে'', আরও মন্তব্য করেন তিনি।

    বেঞ্চের মনোভাব জানান পর মামলাকারীর আইনজীবী মামলাটি প্রত্যাহার করে নেন এবং জানান তার মক্কেল বিষয়টি নিয়ে ভারত সরকারের দ্বারস্থ হতে পারেন।

  9. সাবেক আইনমন্ত্রী ও তার স্বজনদের ১৪০ কোটি টাকা অবরুদ্ধের আদেশ

    গত ১৩ই অগাস্ট গ্রেফতার হন আনিসুল হক

    ছবির উৎস, BSS

    ছবির ক্যাপশান, গত ১৩ই অগাস্ট গ্রেফতার হন আনিসুল হক

    হত্যা মামলায় অভিযুক্ত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও তার পরিবারের সদস্যদের ২৭টি ব্যাংক হিসাবে থাকা ১৪০ কোটি ১৭ লাখ টাকা ফ্রিজ বা অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।

    দুর্নীতি দমন কমিশন বা দুদকের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিচারক জাকির হোসেন এই আদেশ দেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম 'বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

    গণঅভ্যুত্থানের পর গত ১৩ই অগাস্ট গ্রেফতার হন মি. হক। হত্যা মামলার পাশাপাশি তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিপুল অঙ্কের জ্ঞাত আয়ের বহির্ভুত সম্পদ অর্জনেরও মামলা রয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।

    মামলার বিচার চলাকালে মি. হক ও তার পরিবারের সদস্যরা যেন হিসাবগুলো থেকে অন্যত্র অর্থ সরাতে না পারেন, সেজন্যই অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন করে দুদক। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে।

  10. বিডিআর বিদ্রোহ সম্পূর্ণটাই তদানীন্তন বিডিআর সদস্য দ্বারা সংঘটিত: সেনাপ্রধান

    সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

    ছবির উৎস, Channel i

    ছবির ক্যাপশান, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

    বিডিআর বিদ্রোহের বিচারিক প্রক্রিয়া নষ্ট না করার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

    "একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনাসদস্য করেনি। সম্পূর্ণটাই তদানীন্তন বিডিআর সদস্য দ্বারা সংঘটিত। ফুলস্টপ। এখানে কোনো ইফ এবং বাট (যদি ও কিন্তু) নাই," বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে মঙ্গলবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন সেনাপ্রধান।

    "এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এত দিন ধরে হয়েছে, ১৬ বছর ধরে, ১৭ বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিকটেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে।"

    "এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য," বলেন মি. জামান।

    বিদ্রোহের ঘটনার পেছনে কোনো রাজনৈতিক নেতা বা বিদেশি শক্তি ছিল কি-না, সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান সেনাপ্রধান।

    "এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কি না, ইনভলব ছিল কি না, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলব ছিল কি না, সেটার জন্য কমিশন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান এখানে আছেন। উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন," বলেন মি. জামান।

    তিনি আরও বলেন, "বটমলাইন হচ্ছে, এই সমস্ত আমাদের এই চৌকস সেনাসদস্য, যারা প্রাণ হারিয়েছেন, তারা প্রাণ হারিয়েছেন তদানীন্তন বিডিআর সদস্যদের গুলিতে। আমরা নিজেরা এসব জিনিস নিয়ে অনেক ভিন্নমত পোষণ করছি কেউ কেউ। এই জিনিসটাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছি। সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না।"

    বাহিনীর মধ্যে কেউ অপরাধ করে থাকলে তাকে ছাড় দেওয়া হবে না বলে জানান সেনাপ্রধান।

    "আমার স্ট্যান্ডপয়েন্ট হচ্ছে, যদি কেউ অপরাধ করে থাকে সেটার জন্য কোনো ছাড় হবে না। বিন্দুমাত্র ছাড় নাই। আমি আপনরাদের পরিষ্কার করে দিচ্ছি- ইট ইজ এ ডিসিপ্লিন ফোর্স। ডিসিপ্লিন ফোর্সকে ডিসিপ্লিন থাকতে দেন," বলেন মি. জামান।

  11. সাবেক আইজিপি নূর মোহাম্মদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক পুলিশ মহাপরিদর্শক নূর মোহাম্মদ

    ছবির উৎস, BSS

    ছবির ক্যাপশান, সাবেক পুলিশ মহাপরিদর্শক নূর মোহাম্মদ

    বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ ও তার স্ত্রী ইসমত আরা বেগমের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।

    দুর্নীতি দমন কমিশনের আবেদনের পর সম্প্রতি ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিচারক জাকির হোসেন এই আদেশ দেন বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়েছে।

    মি. মোহাম্মদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৫৪২ কোটি টাকা উপার্জন এবং বিদেশে অর্থ পাচারের মাধ্যমে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে বলেও খবরে উল্লেখ করা হয়েছে। বিষয়টির সত্যতা খতিয়ে দেখছে দুদুক।

    অনুসন্ধান চলাকালে মি. মোহাম্মদ যেন অন্য দেশে চলে যেতে না পারেন, সেজন্যই দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে।

  12. পদত্যাগপত্রে যা লিখেছেন নাহিদ ইসলাম

    মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম

    ছবির উৎস, SHAFIQUL ALAM

    ছবির ক্যাপশান, মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম

    নতুন রাজনৈতিক দলের যোগ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম।

    মঙ্গলবার তিনি প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন।

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়া এই পদত্যাগপত্রে তিনি লিখেন, ‘রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের পরে ছাত্র-জনতার আহ্বানে সাড়া দিয়ে পরিবর্তিত নতুন বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব গ্রহণ করার জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা’।

    এই উপদেষ্টা পরিষদে তাকে সুযোগ দেয়ার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি।

    তিনি লিখেন, ‘উপদেষ্টা পরিষদে আমি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাই। নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও আপনার নেতৃত্বে দায়িত্ব পালনে সদা সচেষ্ট থেকেছি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমার ছাত্র-জনতার কাতারে উপস্থিত থাকা উচিত মর্মে আমি মনে করি। ফলে আমি আমার দায়িত্ব থেকে ইস্তফা দেওয়া সমীচীন মনে করছি’।

    পরে তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র গ্রহণ করতে প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানান।

  13. দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করেছি: নাহিদ

    নাহিদ ইসলাম

    ছবির উৎস, Nahid Islam Facebook

    সরকারে থাকাকালে নিজের দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করেছেন বলে মন্তব্য করেছেন অর্ন্তবর্তীকালীর সরকারে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম।

    নতুন রাজনৈতিক দলে অংশগ্রহণের ইচ্ছা রয়েছে বলেও জানান তিনি।

    "নতুন যে রাজনৈতিক শক্তি এবং দল গঠন হচ্ছে, সেখানে অংশগ্রহণ করতে আমার অভিপ্রায় আছে। জনগণের সাথে মিশে আবারও জনগণকে ঐক্যবদ্ধ করা এবং গণঅভ্যুত্থানের যে প্রতিশ্রুতি, সেটি মাঠে থেকে বাস্তবায়ন করতেই আমি পদত্যাগ করছি," মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বলেন মি. ইসলাম।

    "আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি কাজ করে যাওয়ার। দুৃইটি মন্ত্রণালয়ের বাইরেও অনেক অতিরিক্ত দায়িত্ব আমাকে পালন করতে হয়েছে...। সেই কাজের ফলাফল হয়তো সামনে জনগণ পাবে"

    "ছয় মাস খুবই কম সময়, তারপরও চেষ্টা করেছি। সেই কাজ জনগণ মূল্যায়ন করবে," বলেন মি. ইসলাম।

    তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদে ছিলেন নাহিদ ইসলাম।

  14. নিজেরা মারামারি করলে স্বাধীনতা বিপন্ন হবে- সেনাপ্রধানের 'সতর্কবার্তা'

    সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
    ছবির ক্যাপশান, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

    'নিজেরা কাঁদা ছোড়াছুড়ি বা মারামারি-কাটাকাটি করলে' দেশ এবং জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে সতর্ক করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

    মঙ্গলবার জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে এই সতর্কতা উচ্চারণ করেন তিনি।

    কোনো পক্ষের নাম উল্লেখ না করে এই জেনারেল বলেন "আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাঁদা ছোড়াছুড়ি করেন, মারামারি-কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে।"

    "পরে বলবেন যে আমি সতর্ক করিনি, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি," যোগ করেন তিনি।

    মতের বিরোধ থাকলেও দিনশেষে দেশ এবং জাতির দিকে খেয়াল করে সবাইকে এক থাকার আহবান জানান জেনারেল ওয়াকার-উজ-জামান।

    "তাহলে দেশটা উন্নত হবে, সঠিক পথে পরিচালিত হবে। নাহলে আমরা আরো সমস্যার মধ্যে পড়তে যাবো। বিশ্বাস করেন, ওই দিকে আমরা যেতে চাই না," বলেন সেনাপ্রধান।

  15. সুপ্রিম কোর্টে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

    সুপ্রিম কোর্টে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ
    ছবির ক্যাপশান, সুপ্রিম কোর্টে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

    পূর্ব-ঘোষিত ‘মার্চ টু কোর্ট’ কর্মসূচি অনুযায়ী ঢাকার শিক্ষানবিশ বা ইন্টার্ন চিকিৎসক এবং ও বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে সুপ্রিম কোর্টের প্রধান ফটকে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেছেন।

    সুপ্রিম কোর্ট থেকে বিবিসি সংবাদদাতা জানিয়েছেন, ইন্টার্ন চিকিৎসকরা তাদের দাবি পূরণের উদ্দেশে আজ তারা অ্যাটর্নি জেনারেলের কাছে স্মারকলিপি জমা দেবেন।

    তাদের মূল দাবি হলো, 'ডাক্তার' পদবি শুধু এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারীদের জন্য সীমিত রাখা।

    গণমাধ্যমের খবর অনুযায়ী, দেশের চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের ইন্টার্ন চিকিৎসকরাও একই দাবিতে বিক্ষোভ করেছেন। এই দাবিতে তারা ‘একাডেমিক শাটডাউন’ ও কর্মবিরতি পালন করায় চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে।

    চিকিৎসকদের সংগঠন ডক্টর’স মুভমেন্ট ফর জাস্টিসের সভাপতি জাবির হোসেন গতকাল এ ব্যাপারে বিবিসি বাংলাকে বলেন, “আমরা কষ্ট করে পাঁচ বছর এমবিবিএস ডিগ্রি করি। আর কেবল বিভিন্ন মেয়াদি কোর্স করেই তারা ডাক্তার হতে চায়।”

    সুপ্রিম কোর্টে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ
    ছবির ক্যাপশান, সুপ্রিম কোর্টে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ
  16. যেসব সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি

    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ায় সেনাবাহিনী, পুলিশের বিভিন্ন ইউনিট, বিজিবি সদস্যদের সমন্বয়ে যৌথবাহিনী গঠন করে অভিযান চালানো হবে

    আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং দেশের সার্বিক পরিস্থিতি আরও উন্নত করতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি।

    গতকাল সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে কোর কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।

    সভায় গৃহীত সিদ্ধান্তগুলো হলো—

    • ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশিচৌকি বাড়ানো হবে। অপরাধপ্রবণ এলাকায় টহল সংখ্যা বাড়ানো হবে। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশের বিভিন্ন ইউনিট, বিজিবি সদস্যদের সমন্বয়ে যৌথবাহিনী গঠন করে টার্গেট এলাকায় জোরদার অপারেশন পরিচালনা করা হবে।
    • রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে নৌবাহিনীর একটি অতিরিক্ত পেট্রল এবং কিছু এলাকায় কোস্টগার্ডের একটি অতিরিক্ত পেট্রল নিয়োজিত থাকবে।
    • পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান, উপপুলিশ কমিশনার, সেনাবাহিনীর মাঠে নিয়োজিত ব্রিগেড প্রধান ও অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তাদের প্রতিটি ঘটনার ক্ষেত্রে সময়ে সময়ে গণমাধ্যমকে ব্রিফ করবেন।
    • ডিএমপি'র পুলিশ সদস্য, বিজিবি, আনসার ও বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যদের জন্য মোটরসাইকেল কেনা হবে যাতে করে তাৎক্ষণিকভাবে অলিগলিতে টহল দিয়ে অপরাধীদের পাকড়াও করা যায়।
    • ছিনতাইকারী ও ডাকাতরা অবস্থান করতে পারে এমন সম্ভাব্য স্থানগুলোয় কম্বাইন্ড অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হবে।
    • ঢাকা শহরের বাইরে, বিশেষ করে টঙ্গী, বসিলা, কেরানীগঞ্জ এবং মুন্সীগঞ্জ এলাকায়ও আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক টহল বাড়ানো হবে।
    • ৫০০ এপিবিএন সদস্য ডিএমপিতে ন্যস্ত হয়ে পুলিশের সঙ্গে কাজ করবে।
    • থানাভিত্তিক সন্ত্রাসীদের হালনাগাদ তালিকা করে আইনশৃঙ্খলা বাহিনী তাদের আইনের আওতায় আনতে তড়িৎ পদক্ষেপ নেবে।
    • মিথ্যা, গুজব ও প্রোপাগান্ডার বিপরীতে সত্য তথ্যগুলো প্রচারে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হবে।

    ওই সভায় অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।

  17. পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম

    নাহিদ ইসলাম

    পদত্যাগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

    মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার কাছে এই পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।

    আগামী ২৮শে ফেব্রুয়ারি ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেয়ার কথা রয়েছে মি. ইসলামের।

    গত কয়েকদিন থেকেই তার পদত্যাগ নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিলো।

    আগামী শুক্রবার বিকেলে ছাত্রদের নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হবে জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া এভিনিউ এলাকায়। দলটির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের দায়িত্ব নেয়ার বিষয়টি চূড়ান্ত।

    গত বছরের পাঁচই অগাস্ট শেখ হাসিনা সরকার পতনের তিন দিন পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। সরকারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয় নাহিদ ইসলামকে।

  18. রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতির ঘটনায় আরও দুইজন গ্রেফতার

    টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান

    ছবির উৎস, Abdullah Al Numan

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির মামলায় আরও দুইজনকে গ্রেফতার করেছে টাঙ্গাইল জেলা পুলিশ। তারা দু'জন সম্পর্কে ভাই।

    তাদের একজন এই ঘটনা মূলহোতা বলে দাবি করেছে পুলিশ।

    সোমবার রাতে নেত্রকোনা এবং ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়৷

    আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।

    এসময় তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, চার হাজার ২১০ টাকা, দুইটি ছুরি, দুইটি রুপার আংটি, এনআইডি কার্ড, এটিএম কার্ডসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

    পুলিশ সুপার জানান, এই ডাকাত দলের মূল হোতা প্রাথমিকভাবে বাস ডাকাতির কথা স্বীকার করেছেন। সর্বশেষ গ্রেফতার দুই জনের একজনের সাত দিনের রিমান্ড এবং অন্যজনের পাঁচ দিনের রিমান্ড চাওয়া হবে৷

    এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

    বিবিসি বাংলার এ সম্পর্কিত প্রতিবেদন-

    উদ্ধার হওয়া লুন্ঠিত মালামাল

    ছবির উৎস, Abdullah Al Numan

    ছবির ক্যাপশান, উদ্ধার হওয়া লুন্ঠিত মালামাল
  19. আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কারও গাফিলতি পেলে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

    স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

    ছবির উৎস, Ministry of Home Affairs

    ছবির ক্যাপশান, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনও বাহিনীর যদি গাফিলতি থাকে, তাহলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

    আজ মঙ্গলবার বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

    "এখানে কাউকেই ছাড় দেওয়া হবে না। সে পুলিশ হোক, বিজিবি হোক, র‌্যাব হোক, আনসার বা কারা হোক... ঠিক মতো তাদের কাজ যদি তারা না করে, তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো," বলেন তিনি।

    এ সময় পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "তাদের পরিবারের সদস্যদের প্রধান দাবি দুইটা। বিচার ও শহীদ সেনা দিবস। শহীদ সেনা দিবস আমরা ঘোষণা করেছি এবং আজকে শহীদ সেনা দিবস হিসাবেই দিনটিকে পালন করা হচ্ছে। আর বিচারের জন্য আমরা কমিশন গঠন করে দিয়েছি।"

    "২৪শে জানুয়ারি থেকে কমিশনের কাজ শুরু হয়েছে। তাদেরকে তিন মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে আমরা দোষীদের বিচারের আওতায় আনবো," তিনি যোগ করেন।

    স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

    ছবির উৎস, Ministry of Home Affairs

    ছবির ক্যাপশান, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী
  20. আওয়ামী লীগ পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকাণ্ডে যোগসাজশ করেছে: মির্জা ফখরুল

    মির্জা ফখরুল

    ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী "অত্যন্ত পরিকল্পিতভাবে" পিলখানা হত্যাকাণ্ডে যোগসাজশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকালে ঢাকার বনানীতে সামরিক কবরস্থানে পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

    আওয়ামী লীগ "যথাসময় যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে এই ঘটনা ঘটতে দেয়" দাবি করে তিনি আরও বলেন যে ২০০৯ সালে ২৫শে ফেব্রুয়ারি বাংলাদেশ ও বাংলাদেশ সেনাবাহিনীর শত্রুরা চক্রান্ত করে বিডিআর অভ্যুত্থানের নাম করে ৫৭ জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্য করে।

    তার মতে, সেই শত্রুদের উদ্দেশ্য ছিল "নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানা ও সেনাবাহিনীর মনোবল নষ্ট করা।"

    সেসময় টানা দুইদিন ধরে পিলখানাতে ওই হত্যাযজ্ঞ চললেও এখন পর্যন্ত সেই ঘটনার কোনও পূর্ণাঙ্গ, সঠিক ও নিরপক্ষে তদন্ত হয়নি বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তবে তিনি আশা করেন যে এবার এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং ঘটনার সাথে জড়িত ও দায়ীদেরকে বিচারের আওতায় আনা হবে।

    এই দিনকে শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করায় অন্তর্বর্তী সরকার তিনি ধন্যবাদও জানান।