আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

সংঘর্ষের পর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদ স্থগিত

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে গেছে। এদিকে, শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীও মনে হয় এত জঘন্য অপরাধ করে নাই- এমন মন্তব্য দেওয়ার কয়েক ঘণ্টা পরেই দুঃখ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, নয়ই সেপ্টেম্বর ভোট গ্রহণ।

সরাসরি কভারেজ

  1. আজ মঙ্গলবার সারাদিন যা যা হলো

    • চট্টগ্রামের রাউজানে মঙ্গলবার বিকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার জেরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। সেই সাথে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদও স্থগিত করা হয়েছে।
    • যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ অফিসার দিদারুল ইসলামকে 'হিরো' বলে বর্ণণা করছে সেদেশের কর্মকর্তারা। তিনি নায়কোচিতভাবে মৃত্যুবরণ করেছেন বলে তারা বলছেন।
    • গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় অন্তত ১১২ জন মানুষ নিহত হয়েছে। “গাজা উপত্যকায় বর্তমানে দুর্ভিক্ষের সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে" বলে সতর্ক করেছে জাতিসংঘ সমর্থিত সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেইজ ক্লাসিফিকেশন বা আইপিসি। গাজা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার।
    • শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীও মনে হয় এত জঘন্য অপরাধ করে নাই- এমন মন্তব্য দেওয়ার কয়েক ঘন্টা পরই দুঃখ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি ফেসবুকে লিখেছেন, " আমার কথায় যারা ভেবেছেন আমি একাত্তরে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞকে ছোট করে দেখেছি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি।"
    • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৩১শে অগাস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
    • ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী নয়ই সেপ্টেম্বর ভোট গ্রহণ করা হবে।
    • তিন দিনের মধ্যে জুলাই সনদের চূড়ান্ত রূপে পৌঁছাতে হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ - সভাপতি আলী রীয়াজ। কোনো বিষয়কে অনুল্লেখ করে বা বাদ দিয়ে জুলাই সনদ প্রণয়ন করা হলে তাতে এনসিপি স্বাক্ষর করবে কি না তা বিবেচনাধীন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন।
    • ২৯শে জুলাই থেকে আগামী ১০ দিন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ অনলাইন ও অফলাইনে প্রচারণা চালিয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।
    • চীনের রাজধানী বেইজিংয়ে বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে এবং ৮০ হাজার মানুষকে স্থানান্তরিত করেছে কর্তৃপক্ষ।
    • বিবিসি বাংলার লাইভ পাতাটি আজ এখানেই শেষ হচ্ছে। বুধবার নতুন খবর নিয়ে পুনরায় পাতাটি চালু হবে। ততক্ষণ পর্যন্ত বিবিসি বাংলার সঙ্গেই থাকুন।
    • অন্যান্য খবর পড়তে মূলপাতায় ভিজিট করুন।
    • এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
  2. সংঘর্ষের পর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদ স্থগিত

    চট্টগ্রামের রাউজানে মঙ্গলবার বিকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার জেরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। সেই সাথে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদও স্থগিত করা হয়েছে।

    মঙ্গলবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি চিঠিতে কমিটি বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়। ২০২০ সালের ডিসেম্বরে এই কমিটি গঠন করা হয়েছিল।

    আরেকটি চিঠিতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদ স্থগিত করা হয়েছে। এছাড়া দলের ভেতরে সংঘাত, হানাহানি সৃষ্টি করে দলীয় শৃঙ্খলা লঙ্ঘন করায় উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ার হাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল ইসলাম মিয়াজী, যুবদল নেতা সিরাজুল ইসলাম ও কামাল উদ্দিনকে দলের প্রাথমিক সদস্যপদ বাতিল করে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

    মঙ্গলবার বিকালে রাউজানে সত্তারহাট এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে।

    বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মধ্যে ওই ঘটনা ঘটেছিল বলে পুলিশ জানিয়েছে।

  3. যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ অফিসারকে 'হিরো' বলে বর্ণনা

    যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ অফিসার দিদারুল ইসলামকে 'হিরো' বলে বর্ণণা করছে সেদেশের কর্মকর্তারা। তিনি নায়কোচিতভাবে মৃত্যুবরণ করেছেন বলে তারা বলছেন।

    যেস্থানে একজন বন্দুকধারী গুলি চালিয়েছিল, সেই পার্ক স্ট্রিটে নিরাপত্তা দেওয়ার দায়িত্বে ছিলেন ৩৬ বছর বয়সী দিদারুল ইসলাম। বাংলাদেশ থেকে তিনি যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েছিলেন। তার দুইটি সন্তান রয়েছে, তৃতীয় সন্তান এখন তার স্ত্রীর গর্ভে।

    তাকে শ্রদ্ধা জানাতে গিয়ে নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বলেছেন,''মানুষের জীবন রক্ষার যে কাজ তিনি করতেন, সেটা করতে গিয়েই তিনি মারা গেছেন। তিনি নিউ ইয়র্কের বাসিন্দাদের রক্ষা করেছেন।''

    ওই ঘটনায় একটি আর্থিক প্রতিষ্ঠানের নারী কর্মী, দুইজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। অন্য আরেকজন হাসপাতালে মুমূর্ষ অবস্থায় রয়েছেন।

    শেন তামুরা নামের সন্দেহভাজন বন্দুকধারী নিজের গুলিতে আহত হয়ে মারা গেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। তারা মানসিক স্বাস্থ্যগত সমস্যা ছিল বলে জানা গেছে। কিন্তু কী উদ্দেশ্যে তিনি এই হামলা চালিয়েছেন, তা এখনো পরিষ্কার নয়।

    পার্ক এভিনিউর ওই বহুতল ভবনে প্রবেশে করার সময় প্রথমেই পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে গুলি করে হত্যা করেন শেন তামুরা। পরবর্তীতে অন্যদের আহত করেন।

    হামলাকারীর রেখে যাওয়া একটি লেখা থেকে কর্মকর্তারা ধারণা করছেন, মানসিক সমস্যার জন্য মস্তিষ্কে আঘাতের অভিযোগ এনে ওই ব্যক্তি ন্যাশনাল ফুটবল লীগ (এনফিএল) সদর দপ্তরে হামলা করতে চেয়েছিলেন। কিন্তু ভুল ভবনে প্রবেশ করেছিলেন।

    মার্কিন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, অল্পবয়সে ফুটবল খেললেও কখনো লীগে খেলেননি হামলাকারী।

  4. গাজা নিয়ে জরুরি বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার

    গাজা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ১০ নং ডাউনিং স্ট্রিটের ভেতরে বিশেষ মন্ত্রিসভার বৈঠক চলছে।

    সেখানে থেকে বিবিসির সংবাদদাতা হ্যারি ফারলে জানিয়েছেন, কোনো কেবিনেট মিনিস্টারকে হেঁটে সেখানে ঢুকতে দেখা যায়নি। তাই ধারণা করা হচ্ছে প্রযুক্তির মাধ্যমে থেকে বৈঠকে যোগ দিয়েছেন।

    এই মন্ত্রীদের কেউ কেউ বৈঠকে ব্যক্তিগতভাবে যোগ না দেওয়া প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের জন্য স্বস্তির। কারণ তাদের কেউ কেউ প্রধানমন্ত্রীকে নিজের অবস্থান পরিবর্তন করে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে তাগিদ দিয়েছেন।

    তাদের যুক্তি এটা বৃহৎ পরিসরে প্রতীকী কিন্তু নৈতিকভাবে গুরুত্বপূর্ণ।

    তবে সরকারের অবস্থান হচ্ছে এমন সময়ে এটা করবে যখন শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে সবচেয়ে বেশি প্রভাব পড়বে।

  5. ত্রাণের অপেক্ষায় গাজাবাসীরা, ইসরায়েলের প্রাণঘাতী হামলা অব্যাহত

    হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় গাজায় অন্তত ১১২ জন মানুষ নিহত হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই সংখ্যা মোট ৬০ হাজার ছাড়িয়ে গেছে।

    স্থানীয় হাসপাতালগুলো বলছে, ত্রাণ চাইতে এসে অনেক মানুষই ইসরায়েলি বিমান হামলা ও গুলিবর্ষণে নিহত হয়েছে।

    সেন্ট্রাল নুসেইরাত এলাকার আল আওদা হাসপাতাল জানিয়েছে, সারা রাত এবং সকালে বাড়িঘরে টানা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে। যাদের মধ্যে ১৪ জন নারী ও ১২ জন শিশু।

    অন্ততপক্ষে ১৪ জন ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে নিহত হয়েছে এবং একশ জনেরও বেশি আহত হয়েছে।

    উপকূলীয় অঞ্চল আল মাওয়াসির এক তাঁবুতে রাতে চারজন নিহত হয়েছে। যেখানে ত্রাণ বিতরণে সহায়তা করার জন্য দিনের ১০ ঘণ্টা ইসরায়েল হামলা স্থগিত রেখেছে বলে জানিয়েছে।

    হাসপাতাল সূত্র এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, খান ইউনিসে আরও নয় জন নিহত হয়েছে। আল শিফা হাসপাতাল আজ সকালে জানিয়েছে, গাজা শহরের এক অ্যাপার্টমেন্টে ক্ষেপণাস্ত্র হামলায় দিনে দুই জন নিহত হয়েছে।

    পরে এক হামলায় এক পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছে। আরেক হামলার কারণে উদ্ধারকারীদের হতাহতদের কাছে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে।

    ইসরায়েলি সেনাবাহিনীর কাছে নিহতের সংখ্যার বিষয়ে জানতে চেয়েছে বিবিসি। তবে এখনো জানা যায়নি।

  6. একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে উপদেষ্টা আসিফ নজরুলের দুঃখ প্রকাশ

    শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীও মনে হয় এত জঘন্য অপরাধ করে নাই- এমন মন্তব্য দেওয়ার কয়েক ঘন্টা পরই দুঃখ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

    আজ মঙ্গলবার দুপুরে জুলাই গণঅভ্যুত্থানে হওয়া হত্যাকাণ্ডের বিচার বিষয়ে এক আলোচনা ও তথ্য প্রদর্শনীতে এ কথা বলেছিলেন তিনি। তার ওই বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি হয়।

    সন্ধ্যা সাতটা একত্রিশ মিনিটে ফেসবুকের ব্যক্তিগত প্রোফাইলে মি. নজরুল এক পোস্টে লিখেছেন, শেখ হাসিনার নৃশংসতার সাথে পাকিস্তানী বাহিনীর নৃশংসতার তুলনা করা ঠিক হয়নি।

    পরে ফেসবুক অ্যাকাউন্টটি তার নিজের বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন আইন উপদেষ্টা।

    তিনি লিখেছেন, "শেখ হাসিনার নৃশংসতা অবিশ্বাস্য। লাশ ও আহত মানুষকে আগুনে পোড়ানো, নির্বিচারে নারী-কিশোর-শিশু হত্যা, হেলিকপ্টার দিয়ে গুলি করে বেসামরিক মানুষ মারা, মৃত্যু যন্ত্রনায় কাতর তরুণকে গুলি করে মারা, হাসপাতালে চিকিৎসা না দিয়ে হত্যা করার নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা।"

    যুদ্ধের ময়দানেও এসব কর্মকান্ডকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয় বলে উল্লেখ করেছেন এই উপদেষ্টা।

    "কিন্তু তাই বলে তার নৃশংসতার সাথে একাত্তরে বাংলাদেশের মানুষের উপর পাকিস্তানি বাহিনীর নৃশংসতার তুলনা করা ঠিক হয়নি আমার। দুটোই জঘন্যতম অপরাধ। আমার কথায় যারা ভেবেছেন আমি একাত্তরে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞকে ছোট করে দেখেছি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি" লিখেছেন অধ্যাপক নজরুল।

  7. গভীর পরিবর্তন না করলে স্বৈরাচার আবার ঘুরে ফিরে চলে আসবে: প্রধান উপদেষ্টা

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, গভীরতম পরিবর্তন না করলে যতই সামাল দেয়া হোক না কেন স্বৈরাচার আবার ঘুরে - ফিরে চলে আসবে।

    মঙ্গলবার বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ আয়োজিত জুলাই স্মরণ অনুষ্ঠান ও ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, "এটা ওপরে একটা প্রলেপ দেওয়ার পরিবর্তন না গভীরতমভাবে পরিবর্তন। সেই গভীরতম পরিবর্তন যদি না করি যেই স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি, আবার ঘুরে ফিরে সে চলে আসবে। যতই আমরা আইন-কানুন সামাল দেই, যতই সংস্কার করি। যে সংস্কার আমাদের দরকার সে সংস্কার আরও আরও গভীরের সংস্কার।"

    জুলাই'র শিক্ষা গ্রহণ করে নতুন পথ রচনার আহ্বান জানান তিনি।

  8. ৩১শে অগাস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে: ইসি

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৩১শে অগাস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

    আজ মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ এ কথা জানিয়েছেন।

    তিনি বলেন, আগামী ১০ই অগাস্ট আমরা খসড়া ভোটার তালিকা প্রকাশ করব। এরপর যাচাই বাছাই শেষে ৩১শে অগাস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

    এর আগে গত ২১শে জুলাই ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ চলতি মাসেই খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা জানিয়েছিলেন।

    এছাড়া ভোটারের তালিকায় এবার ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হওয়ার কথাও জানিয়েছিলেন তিনি।

  9. মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ না হলে স্বাক্ষর নাও করতে পারে এনসিপি

    মৌলিক সংস্কারের ভিত্তিতেই জুলাই সনদ হতে হবে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। কোনো বিষয়কে অনুল্লেখ করে বা বাদ দিয়ে জুলাই সনদ প্রণয়ন করা হলে দলটি তাতে স্বাক্ষর করবে কি না তা বিবেচনাধীন বলে মন্তব্য করেছেন তিনি।

    আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকের পর এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

    মি. হোসেন বলেন, " জুলাই সনদ মৌলিক সংস্কারের ভিত্তিতেই সেটা হতে হবে। আমরা যে বিষয়গুলো নিয়ে ঐকমত্য কমিশনে আলাপ করেছি, মৌলিক সংস্কারের প্রত্যেকটা বিষয়ই যেন জুলাই সনদে অন্তর্ভূক্ত হয় সেটাই আমাদের দাবি। যদি কোনো বিষয়কে অনুল্লেখ করে বা বাদ দিয়ে জুলাই সনদ প্রণয়ন করা হয় সেক্ষেত্রে সেই জুলাই সনদে আমরা স্বাক্ষর করবো কিনা সেটা অবশ্যই বিবেচনাধীন।"

    একই সাথে যে জুলাই সনদ প্রণয়ন করা হবে সেটা যেন বাস্তবায়নযোগ্য হয় সেজন্য লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে একটা আইনি ভিত্তি দিয়ে জুলাই সনদকে বাস্তবায়নের পথ তৈরি করা যেতে পারে বলেও উল্লেখ করেছেন মি. হোসেন।

    পরবর্তীতে ক্ষমতায় আসা কোনো দল যাতে সংস্কারের ক্ষেত্রে দ্বিমত প্রকাশ না করতে পারে সেই গ্যারান্টি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

    "জুলাই সনদে এতগুলো রাজনৈতিক দল আমরা যে মৌলিক সংস্কারের বিষয়ে একমত হচ্ছি সেই সংস্কারগুলো থেকে যাতে পরবর্তীতে ক্ষমতায় আসা কোনো দল বিচ্যুত হতে না পারে সেটা গ্যারান্টি দিতে হবে" বলেন মি. হোসেন।

    সংস্কারের প্রস্তাবনার সাথে অসঙ্গতিপূর্ণ কোনো আইন যাতে তৈরি করা না হয় এমন বিধান যুক্ত করার দাবিও জানিয়েছেন এনসিপির এই নেতা।

  10. ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, নয়ই সেপ্টেম্বর ভোট গ্রহণ

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী নয়ই সেপ্টেম্বর ভোট গ্রহণ করা হবে।

    আজ মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

    নয়ই সেপ্টেম্বর সকাল আটটা থেকে দুপুর তিনটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ৩০শে জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ই অগাস্ট।

    মনোনয়নপত্র বিতরণ করা হবে ১২ থেকে ১৮ই অগাস্ট সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত। মনোনয়নপত্র গ্রহণের সবশেষ সময় ১৯শে অগাস্ট।

    ২৫ শে অগাস্ট দুপুর একটা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ২১শে অগাস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

    আর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬শে অগাস্ট। নয়ই সেপ্টেম্বর ভোট গ্রহণের পরপরই ভোট গণনা করে ফলাফল প্রকাশ করা হবে।

    এবার হলের বাইরে ছয়টি কেন্দ্রে প্রথমবারের মত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জসিম উদ্দিন।

    সর্বশেষ ২০১৯ – ২০ সেশনের শিক্ষার্থী থেকে বর্তমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনের প্রার্থী ও ভোটার হতে পারবেন। এর আগে ২০১৯ সালে ডাকসু নির্বাচন হয়েছিল।

  11. এনবিআরের সাবেক সচিব নজিবুর রহমানের ব্যাংক অ্যাকাউন্ট, ফ্ল্যাট জব্দের নির্দেশ

    জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. নজিবুর রহমানের নামে তিন কোটি ৬৫ লাখ টাকা মূল্যের একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে আদালত। এছাড়া সাতটি ব্যাংক অ্যাকাউন্ট ও পাঁচটি বিও অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

    মি. রহমানের ৩২৭৬ বর্গফুটের এ ফ্ল্যাটটি রমনায় অবস্থিত।

    আজ মঙ্গলবার ঢাকার একটি বিচারিক আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়।

    ওই আবেদনে বলা হয়েছে, মি. রহমানের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, বদলি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

    অনুসন্ধানকালে সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনায়, অভিযোগ সংশ্লিষ্ট মো. মজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে স্থাবর/অস্থাবর সম্পদদের তথ্য পাওয়া যায়। রেকর্ডপত্র পর্যালোচনায় সম্পদ অর্জনের বিষয়ে তাদের কোনো বৈধ উৎসের তথ্য পাওয়া যায়নি বলে আদালতে জানানো হয়েছে।

    পরে শুনানি শেষে ফ্ল্যাট জব্দ ও ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে আদালত।

    গত বছরের সাতই অক্টোবর তাকে রমনা থেকে গ্রেফতার করা হয়।

  12. ঝোড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

    সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

    চট্টগ্রামসহ চারটি সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

    আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক আবহাওয়া সতর্কবার্তায় এ নির্দেশনা দেওয়া হয়েছে।

    এতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

    চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর পুনরায় তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

    উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে নির্দেশ দিয়েছে অধিদপ্তর।

    এছাড়া দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আজ মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এক নম্বর সতর্ক সংকেত পুনরায় এক নম্বর সংকেত দেখাতে বলেছে এই সংস্থাটি।

    খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

  13. সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলা করছে দুদক, 'সন্দেহজনক লেনদেনের' অভিযোগ

    সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত পাঁচ কোটি ৩৭ লাখ টাকার সন্ধান পাওয়ার তথ্য জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। এই অভিযোগে তার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে কমিশন।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুদক এই তথ্য জানিয়েছে।

    মি. নূরের ১৯টি ব্যাংক অ্যাকাউন্টে ১৫৮ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার টাকার বেশি সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক।

    এর মধ্যে ৮৫ কোটি ৭২ লাখ ৬৬ হাজার টাকার বেশি জমা হয়েছে এবং ৭৩ কোটি পাঁচ লাখ ৮১ হাজার টাকার বেশি উত্তোলন করা হয়েছে বলে জানিয়েছে দুদক।

    'সন্দেহজনক লেনদেনে' জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করতে অনুমোদন দিয়েছে কমিশন।

    মি. নূর নীলফামারী দুই আসনের সাবেক সংসদ সদস্য। বাংলাদেশে একজন অভিনেতা হিসেবেও তার পরিচিতি আছে।

  14. গাজা ‘দুর্ভিক্ষের সীমায়’ পৌঁছেছে, জাতিসংঘ সমর্থিত সংস্থার সতর্কতা

    “গাজা উপত্যকায় বর্তমানে দুর্ভিক্ষের সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে" বলে সতর্ক করেছে জাতিসংঘ সমর্থিত সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেইজ ক্লাসিফিকেশন বা আইপিসি।

    তাদের এক পর্যালোচনায় সতর্কতা উচ্চারণ করে বলা হয়েছে, "অসংখ্য প্রমাণে দেখা যাচ্ছে যে ব্যাপক অনাহার, অপুষ্টি ও বিভিন্ন রোগ থেকে ক্ষুধাজনিত মৃত্যুর হার বাড়ছে"।

    "সর্বশেষ তথ্য ইঙ্গিত দেয় যে গাজা উপত্যকার বেশিরভাগ অংশ দুর্ভিক্ষের সীমায় পৌঁছেছে এবং গাজা সিটিতে মারাত্মক অপুষ্টি দেখা দিয়েছে," বলা হয় এতে।

    আইপিসি হলো দুর্ভিক্ষের পরিস্থিতি চিহ্নিত করার জন্য জাতিসংঘের বিভিন্ন সংস্থা, সাহায্য গোষ্ঠী এবং সরকারগুলোর একটি বিশ্বব্যাপী উদ্যোগ।

    গত মে মাসে আইপিসি বলেছিল যে গাজার প্রায় ২১ লাখ ফিলিস্তিনি দুর্ভিক্ষের "গুরুতর ঝুঁকিতে" রয়েছে এবং "চরম খাদ্য নিরাপত্তাহীনতার" মুখোমুখি হয়েছে।

    আইপিসি জানিয়েছে, তাদের এই সতর্কতা গাজায় দুর্ভিক্ষের আনুষ্ঠানিক নামকরণ করছে না। বরং তারা সময় ক্ষেপণ না করে এ বিষয়ে আরও বিশ্লেষণ করবে।

  15. শেখ হাসিনা যে অপরাধ করেছে, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীও তা করে নাই: আসিফ নজরুল

    "শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীও মনে হয় এত জঘন্য অপরাধ করে নাই," বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

    "মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহতদের গুলি করে মেরে ফেলা, নিরস্ত্র মানুষকে গুলি করে মেরে ফেলা... আপনারা বলতে পারেন, ২৫শে মার্চ কালরাতে হয়েছে। অবশ্যই হয়েছে, ভয়াবহ ঘটনা ঘটেছে। কিন্তু ওটা তো অন্য দেশের বাহিনী। আমরা তো স্বাধীনতা ঘোষণা করেছি তারপর," যোগ করেন তিনি।

    জুলাই গণঅভ্যুত্থানে হওয়া হত্যাকাণ্ডের বিচার বিষয়ে এক আলোচনা ও তথ্য প্রদর্শনীতে আজ এ কথা বলেন তিনি।

    আসিফ নজরুল মনে করেন, ১৯৭১ সাল ও ২০২৪ সালের দুই ঘটনার "পারসপেক্টিভ আলাদা"।

    "১৯৭১ সালে মৃতদেহ পুড়িয়ে ফেলেছে, এরকম কোনো ফুটেজ আমি দেখি নাই। ১৯৭১ সালে একজন গুলি খেয়েছে, তাকে ধরে নিয়ে যাচ্ছে তার বন্ধু, সে অবস্থায় তাকে গুলি করেছে। কোনো মুক্তিযোদ্ধার এমন কোনো বর্ণনা আমি পড়ি নাই বা ফুটেজ দেখি নাই। অন্যরকম নৃশংসতা থাকতে পারে, কিন্তু এরকম নৃশংসতা করে নাই।"

    এরপর তিনি বলেন, ২০২৪ এর জুলাই-অগাস্ট মাসে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠুভাবেই করা হবে।

    "এই বিচার নিয়ে আপনাদের হতাশ হওয়ার কিছু নাই। আমাদের সরকারের আমলেই কাঙ্ক্ষিত রায় পাবেন।"

    এসময় তিনি আরও জানান, এমনভাবে বিচারের সাক্ষ্য-প্রমাণ রেখে যাওয়া হবে, ভবিষ্যতে কোনো সরকার চাইলেও বিচার থেকে সরতে পারবে না।

    "আর আমি বিশ্বাস করি না, ভবিষ্যতে বিএনপি-জামায়াত যারাই ক্ষমতায় আসুক, তারা বিচারে শৈথিল্য বা গাফেলতি দেখাবে। তারা সবাই নির্যাতিত মানুষ।"

  16. তিন দিনের মধ্যে জুলাই সনদের চূড়ান্ত রূপে পৌঁছাতে হবে: আলী রীয়াজ

    আলোচনার মাধ্যমে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলোকে দ্রুতই চূড়ান্ত রূপ দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

    আজ মঙ্গলবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২১তম দিনের আলোচনার শুরুতে তিনি এ কথা বলেন। খবর বাসস-এর।

    অধ্যাপক রীয়াজ বলেন, ৩১শে জুলাইয়ের মধ্যে অর্থাৎ, আগামী তিনদিনের মধ্যে সনদের চূড়ান্ত রূপে পৌঁছাতে হবে। এতদিনের দীর্ঘ ও ধারাবাহিক আলোচনার মাধ্যমে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেটির চূড়ান্ত রূপ দেওয়ার লক্ষ্যেই আমাদের কাজ।

    তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যেসব মতামত এসেছে, সেগুলোর সমন্বয়ে একটি প্রস্তাব আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রতিটি দলের নিজস্ব অবস্থান রয়েছে। সেই অবস্থান বিবেচনায় নিয়ে তাদের প্রস্তাবগুলোকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে কমিশন। সময় একটু বেশি লাগলেও পরবর্তী আলোচনা অনেক সহজ হয়ে যাবে।

    তিনি জানান, গতকাল কমিশনের ২০তম বৈঠকে রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে জুলাই সনদের খসড়া হস্তান্তর করা হয়েছে।

    খসড়াটি সম্পর্কে তিনি বলেন, "আপনাদের কাছে যে প্রাথমিক খসড়া দেওয়া হয়েছে, তার ওপর আগামীকালের (বুধবার) মধ্যে যেকোনো ধরনের মন্তব্য প্রত্যাশা করছি। সেইসঙ্গে আমরা চেষ্টা করছি, যেসব বিষয়ে প্রাথমিকভাবে ঐকমত্য হয়েছে সেগুলোকে অন্তর্ভুক্ত করে আজ বা আগামীকালের মধ্যেই সংশোধিত খসড়া দলগুলোর কাছে পৌঁছে দিতে।"

    কমিশনের প্রতি আন্তরিকতা ও সহনশীলতার জন্য রাজনৈতিক দলের নেতাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

  17. ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা আজ

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আজ। একইসঙ্গে এদিন ১৮টি হল সংসদ নির্বাচনের তফসিলও ঘোষণা করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    গতকাল সোমবার ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক আমন্ত্রণপত্রে এই তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়, আজ ২৯শে জুলাই বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী ভবনের দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন থেকে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

    তফসিল ঘোষণার পর সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোট হতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ডাকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানী।

    গত ২০শে জুলাই ছাত্র সংগঠন ও অন্যান্য অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে ২৯শে জুলাই তফসিল ঘোষণার কথা জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার। সেই অনুযায়ী নির্ধারিত তারিখেই ডাকসুর তফসিল ঘোষণা হতে যাচ্ছে।

    এর আগে, গত ১০ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল রুমে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা জানায় নির্বাচন কমিশন।

    এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীরা ভোটার বা প্রার্থী হতে পারবে না, ভোটার তালিকায় ছবি ও কিউআর কোড থাকবে, গুজব রোধে কমিটি গঠন করা হবে, তফসিল ঘোষণার ৪৫ দিনের মধ্যে নির্বাচন আয়োজন এবং ভোটদান সংক্রান্ত টিউটোরিয়াল ভিডিও প্রকাশ ইত্যাদি।

    এ বছর হল থেকে ভোট কেন্দ্রগুলো ছয়টি নিরপেক্ষ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। ফলে প্রথমবারের মতো হলের বাইরে ভোটকেন্দ্র থাকবে।

  18. ২৯শে জুলাই থেকে আটই অগাস্ট পর্যন্ত আইনশৃঙ্খলা নিয়ে সাত নির্দেশনা পুলিশের

    আজ ২৯শে জুলাই থেকে আগামী ১০ দিন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ অনলাইন ও অফলাইনে প্রচারণা চালিয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।

    গতকাল ২৮শে জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

    ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে সরকারবিরোধী রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী সামাজিক সংগঠনগুলো গত পহেলা জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতায় ২৯শে জুলাই থেকে আটই অগাস্ট পর্যন্ত কর্মসূচি পালনের সময় ‘বিশেষ গুরুত্বপূর্ণ’।"

    এই সময়ে "কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিতাড়িত ফ্যাসিবাদী শক্তি অনলাইন ও অফলাইনে প্রচারণা চালিয়ে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি, ফ্যাসিবাদবিরোধী কর্মসূচিতে বাধা প্রদানসহ দেশব্যাপী বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাতে পারে।"

    এই পরিস্থিতিতে সাতটি বিশেষ নির্দেশনা সম্বলিত এই বিজ্ঞপ্তি বিভিন্ন পুলিশের ইউনিটে পাঠিয়েছে পুলিশের বিশেষ শাখা বা এসবি।

    দেশব্যাপী পুলিশকে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো হলো:

    • ২৯শে জুলাই থেকে আটই অগাস্ট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা
    • আটই অগাস্ট পর্যন্ত নিয়মিত সন্দেহজনক ব্যক্তিগত মোটরসাইকেল, মাইক্রোবাস ও অন্যান্য যানবাহন তল্লাশি করা
    • বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন, বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকায় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা
    • গ্রেফতারি পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করা
    • মোবাইল পেট্রল জোরদার করা, এবং
    • গুজব রোধে সাইবার পেট্রোলিং কার্যক্রম অব্যাহত রাখাসহ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা
  19. রংপুরে হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনায় পুলিশ ও প্রশাসনের বক্তব্য জানালো প্রেস উইং

    রংপুরের গংগাচড়া উপজেলায় আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনায় স্থানীয় প্রশাসন ও পুলিশের বক্তব্য জানিয়ে একটি বিবৃতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।

    আজ মঙ্গলবার এক বিবৃতিতে প্রেস উইং জানায়, ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের ক্ষতিগ্রস্থ হিন্দু পরিবারের সার্বিক অবস্থা পরিদর্শন শেষে স্থানীয় প্রশাসন ও পুলিশ বিস্তারিত জানিয়েছে।

    বিবৃতিতে বলা হয়, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল গতকাল সোমবার ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ২২টি পরিবারের মধ্যে ১৯টি পরিবার "বর্তমানে তাদের বাড়িতেই আছে"। কটুক্তির অভিযোগে যাকে আটক করা হয়েছে তার এবং তার চাচার পরিবারসহ মোট তিনটি পরিবার পার্শ্ববর্তী গ্রামে আত্মীয়ের বাড়িতে রয়েছেন বলেও এতে জানানো হয়।

    “আজ থেকেই জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িঘর মেরামত করার কাজ শুরু করা হবে” জানিয়ে বিবৃতিতে উল্লেখ করা হয়, জেলা প্রশাসক পরিবারগুলোর সাথে কথা বলেছেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

    বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি “স্বাভাবিক রয়েছে” এবং সেনাবাহিনী ও পুলিশ নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত রয়েছে বলেও জানানো হয়েছে এতে।

    এদিকে রংপুরের পুলিশ সুপার মো. আবু সাইমের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, হিন্দু পরিবারগুলোর ওপর হামলার ঘটনায় মোট ১২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এই বাড়িগুলোতে ২২টি পরিবার বসবাস করতো।

    তিনি জানান, অভিযুক্তআটক হওয়ার পর থেকেই তার বাবা, দাদা এবং চাচার পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র আছেন। অন্যান্য ১৯টি পরিবারের সব পুরুষ সদস্য তাদের “নিজ নিজ বাড়িতেই আছেন”। ঘরবাড়ি ভাঙাথাকায় কিছু নারী সদস্য মালামাল নিয়ে রিকশাভ্যানে করে অন্যত্র চলে গেছেন।

    স্থানীয় নেতৃবৃন্দ এলাকায় সম্প্রীতি ফিরিয়ে আনতে প্রশাসন ও পুলিশেরসঙ্গে কাজ করছে উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত হলে নারী সদস্যরা সবাই নিজ নিজ বাড়িতে ফিরবেন বলে জানান পুলিশ সুপার।

    এছাড়া এই হামলার ঘটনায় দায়ীদের শনাক্তকরণের কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, যারা অপরাধ কর্মকাণ্ডে জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  20. রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের তথ্য জানিয়েছে আইএসপিআর

    রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর আস্তানায় সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।

    আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে এক বার্তায় তারা জানায়, অভিযান এখনে চলছে।

    আইএসপিআর জানিয়েছে, এখন পর্যন্ত একে ৪৭ রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।

    আইএসপিআর-এর সরবরাহকৃত একটি ছবিতে দেখা গেছে, উদ্ধার করা জিনিসপত্রের মাঝে বিভিন্ন অস্ত্র ও গোলাবারুদ ছাড়াও ওয়াকিটকি ও কিছু বইপত্রও রয়েছে।