আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

সায়মা ওয়াজেদকে এড়িয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে কাজ করতে চাইছে সরকার, সাফে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশের নারীরা

ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে এড়িয়ে সরাসরি সংস্থাটির সাথে কাজ করতে চায় সরকার। খালেদা জিয়ার বিরুদ্ধে হাইকোর্টে রাষ্ট্রদ্রোহ ও নাশকতার ১১ মামলা বাতিল করা হয়েছে। সব হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত প্রয়োজন, বলেছেন ঢাকা সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার। দিনের ঘটনাপ্রবাহ দেখুন এক নজরে।

সার সংক্ষেপ

  • সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ
  • মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে কোনো ঘটনারই দায়মুক্তির সুযোগ থাকা ঠিক না, বলেছেন ঢাকা সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার
  • বাংলাদেশ থেকে আগামী বছর যারা হজে যেতে চান তাদের জন্য দুটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়
  • খালেদা জিয়ার বিরুদ্ধে হাইকোর্টে রাষ্ট্রদ্রোহ ও নাশকতার ১১ মামলা বাতিল করা হয়েছে।
  • সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা ও পৌরসভায় 'ফুল টাইম' প্রশাসক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ

সরাসরি কভারেজ

  1. বুধবার যা যা হলো

    • প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে এড়িয়ে সরাসরি সংস্থাটির সাথে কাজ করতে চায় সরকার এবং সে জন্য সংস্থাটিকে চিঠি দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।
    • ঢাকা সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এক সংবাদ সম্মেলনে বলেছেন সব হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন। তিনি বলেছেন মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে কোনো ঘটনারই দায়মুক্তির সুযোগ থাকা ঠিক না।
    • প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন শেখ হাসিনা ও আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে এখন জায়গা নেই।
    • সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। কাঠমান্ডুতে ২-১ গোলে নেপালকে হারিয়েছেন বাংলাদেশের নারী ফুটবলাররা।
    • বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও নাশকতার ১১ মামলা বাতিল করেছে হাইকোর্ট।
    • স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় কমপক্ষে ৬২ জন নিহত হয়েছে। উদ্ধারকারীরা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে।
    • বাংলাদেশ থেকে আগামী বছর যারা হজে যেতে চান তাদের জন্য দুটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। ঘোষণা অনুযায়ী সাধারণ হজ প্যাকেজ-১ এর জন্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। আর সাধারণ হজ প্যাকেজ-২ এর ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।

    আরও সংবাদ ও বিশ্লেষণ পেতে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট

  2. অন্য বিষয়ে নজর না দিয়ে ফোকাসটা নির্বাচনের দিকে রাখুন- মির্জা ফখরুল

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে উদ্দেশে বলেছেন যে তার প্রতি মানুষের ভালোবাসা ও সম্মান যেন নষ্ট না হয় সেদিকে তিনি যেন সজাগ দৃষ্টি রাখেন।

    “সরকারের নেতৃত্বে যিনি আছেন তিনি সারা পৃথিবীতে সমাদৃত। ড. ইউনূসের কাছে বলতে চাই বাংলাদেশের মানুষ আপনাকে ভালোবাসে। সম্মান দিয়েছে, দিবে ও দিতে চায়। আপনার এই জায়গা যেন নষ্ট না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন,” ঢাকায় এক আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন।

    বিএনপি মহাসচিব সরকারের উদ্দেশে বলেন, “অন্য বিষয়ে নজর না দিয়ে ফোকাসটা ওই দিকে করবেন- ইলেকশন। এটার কোনো বিকল্প নেই। রাষ্ট্র হিসেবে টিকে থাকতে হলে, জাতি হিসেবে এগিয়ে যেতে হলে সবার অংশগ্রহণে একটা নিরপেক্ষ নির্বাচন করতে হবে। সে কারণেই এতো প্রাণ গেছে। এতো মানুষ দীর্ঘকাল সংগ্রাম করেছে, কারাগারে গেছে।”

    সরকার একদম কিছু করেনি (নির্বাচনের বিষয়ে) সেটিও সঠিক নয় বলেই মনে করেন তিনি।

    “সর্বশেষ একটা সার্চ কমিটি গঠন করেছে। আমাদের প্রত্যাশা ছিল সার্চ কমিটি গঠনের আগে দলগুলোর সাথে আলোচনা করবেন। তারপরেও এটাকে আমরা বড় সমস্যা মনে করছি না। দ্রুত নির্বাচন কমিশন হোক। এরপর দ্রুততার সাথে তাদের যে কাজ নির্বাচন করা সেটি তারা করুক,” বলেছেন তিনি।

  3. নেপালকে হারিয়ে সাফে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশের নারীরা

    সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। কাঠমান্ডুতে ২-১ গোলে নেপালকে হারিয়েছেন বাংলাদেশের নারী ফুটবলাররা।

    তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় মনিকা চাকমা ও ঋতুপর্ণা গোল করে বাংলাদেশের শিরোপা নিশ্চিত করেন। খেলার ৫২ মিনিটে মনিকার গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

    কিন্তু এর কিছুক্ষণ পরেই নেপালের আমিশা গোল শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনেন।

    এরপর পাল্টাপাল্টি আক্রমণ ও পাল্টা আক্রমণের এক পর্যায়ে ম্যাচের ৮০ মিনিটে দুর্দান্ত এক গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন ঋতুপর্ণা।

    এর আগে ২০২২ সালেও স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথম বারের মতো শিরোপা জিতেছিলো বাংলাদেশের নারীরা।

  4. স্পেনে আকস্মিক বন্যায় অন্তত ৬২ জন নিহত

    স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় কমপক্ষে ৬২ জন নিহত হয়েছে। উদ্ধারকারীরা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে।

    দেশটির অধিকাংশ এলাকা প্রবল বৃষ্টি ও শিলাবৃষ্টিতে আক্রান্ত হয়েছে। ভ্যালেন্সিয়া অঞ্চলের ১ লাখ ৫৫ হাজার ঘরবাড়ি এখনো বিদ্যুৎহীন অবস্থায় আছে এবং মাদ্রিদ-ভ্যালেন্সিয়া এবং বার্সেলোনা-ভ্যালেন্সিয়া রুটের দ্রুত গতির ট্রেন সার্ভিস বাতিল করা হয়েছে।

    স্থানীয় কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে এই পরিস্থিতি নিয়ে অসত্য তথ্য ছড়ানোর বিষয়ে লোকজনকে সতর্ক করেছে এবং বলেছে অফিসিয়াল চ্যানেলগুলোতে দেয়া বক্তব্যই তাদের শোনা উচিত। উদ্ধার কার্যক্রমে এক হাজারের বেশি সেনা মোতায়েন করা হয়েছে।

    দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দুর্গত মানুষকে আশ্বস্ত করে বলেছেন, ‘আমরা আপনাদের ফেলে যাচ্ছি না।’ ইউরোপীয় ইউনিয়ন ও প্রতিবেশী দেশগুলো স্পেনকে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে।

    পর্তুগালের প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যম এক্স এ ‘প্রয়োজনীয় সব সহযোগিতা’ দেয়ার কথা বলেছেন।

    জার্মান সরকার ত্রাণ সহায়তা দেয়ার কথা বলেছে।

    ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট বলেছেন ইইউ স্পেনকে প্রয়োজনীয় সহায়তা করতে প্রস্তুত।

  5. সায়মা ওয়াজেদ পুতুলকে এড়িয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সরাসরি কাজ করতে চাইছে সরকার

    প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে এড়িয়ে সরাসরি সংস্থাটির সাথে কাজ করতে চায় সরকার এবং সে জন্য সংস্থাটিকে চিঠি দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

    “বিশ্ব স্বাস্থ্য সংস্থা একজন আঞ্চলিক পরিচালক নিয়োগ করে। আগে তার সাথে লিয়াঁজো মেইনটেইন করে তাদের সাথে যোগাযোগ করতে হয়। বাংলাদেশ সরকার চাইছে যে যাতে তার সাথে লিয়াজো না করে সরাসরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে কথা বলা যায় কি না,” প্রেস ব্রিফিংয়ে বলছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

    তিনি বলেন, সায়মা ওয়াজেদ পুতুল পতিত স্বৈরাচারী সরকারের পরিবারের সদস্য তিনি এবং তিনি এখন বাংলাদেশের সহায়তায় কতটুকু আসবেন সেটাই প্রশ্নবোধক বলে মনে করেন তারা। এক প্রশ্নের জবাবে ওই সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন এটি একটি নৈতিকতার ইস্যু।

    “ফাইন্যান্সিয়াল ক্রাইম এবং কিছু অপরাধে তিনি অভিযুক্ত হয়েছেন। তার অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। বিএফআইইউ তদন্ত করছে। তার মাধ্যমে কাজ করার প্রশ্নই উঠে না,” বলছিলেন তিনি।

    তিনি বলেন তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সরাসরি কাজ করতে চান এবং সংস্থাটিকে বলেছেন যে এ বিষয়ে কী ব্যবস্থা নেয়া হয় সেটা যেন সরকারকে দ্রুত জানানো হয়।

    প্রসঙ্গত, সায়মা ওয়াজেদ পুতুল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের বর্তমান পরিচালক এবং এ অঞ্চলের আঞ্চলিক অফিস ভারতের নয়াদিল্লিতে।

  6. সব হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত প্রয়োজন- ভলকার তুর্ক

    ঢাকা সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন সব হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন।

    এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন অভিযোগগুলো যেন সুনির্দিষ্ট হয় এবং যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকেই যেন অভিযুক্ত করা হয়। তার মতে, মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে কোনো ঘটনারই দায়মুক্তির সুযোগ থাকা ঠিক না।

    এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে মি. তুর্ক আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথেও সাক্ষাৎ করেছেন।

    এ সময় তিনি প্রধান উপদেষ্টাকে ঢাকায় জাতিসংঘের ফ্যাক্টস ফাইন্ডিং মিশনের কার্যক্রম ছাড়াও সরকারের বিভিন্ন উপদেষ্টা, বিভিন্ন সংস্কার কমিশনের প্রধান, শিক্ষার্থী ও কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকের বিষয়ে অবহিত করেন।

    তিনি জানান জুলাই অগাস্টের গণঅভ্যুত্থানের সময় ঘটা জঘন্য অপরাধ বিষয়ে তদন্ত করে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে রিপোর্ট চূড়ান্ত করবে স্বাধীন জাতিসংঘ ফ্যাক্টস ফাইন্ডিং মিশন।

  7. হজ প্যাকেজ ঘোষণা, কী সুবিধা থাকছে এসব প্যাকেজে

    বাংলাদেশ থেকে আগামী বছর যারা হজে যেতে চান তাদের জন্য দুটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়।

    ঘোষণা অনুযায়ী সাধারণ হজ প্যাকেজ-১ এর জন্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। আর সাধারণ হজ প্যাকেজ-২ এর ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।

    হজ পালনের জন্য এ দুটি প্যাকেজের একটি কাবা শরিফ থেকে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে আর অন্যটি কাবা শরিফের আড়াই থেকে তিন কিলোমিটারের মধ্যে যারা থাকবেন তাদের জন্য।

    পাশাপাশি বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা। এটি গতবারের চেয়ে ১ লাখ ৬ হাজার ৬৪৪ টাকা কম।

    প্রসঙ্গত, সরকার আগেই জানিয়েছে যে হজ ব্যবস্থাপনার সাথে যুক্ত নয় এমন কাউকে সরকারি খরচে আর হজে নেয়া হবে না। মন্ত্রণালয় জানিয়েছে হজ প্যাকেজ-১ এ এবার ১ লাখ ৯ হাজার ১৪৫ টাকা কম খরচ ধরা হয়েছে।

    আর প্যাকেজ-২ এ খরচ কমেছে প্রায় এগার হাজার টাকা। এবার বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দশ হাজার জন নেওয়ার পরিকল্পনা আছে।

    মন্ত্রণালয় থেকে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ-১ এ যারা যাবেন তাদের জন্য মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর হতে তিন কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মসজিদে নববী হতে সর্বোচ্চ দেড় কিলোমিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা থাকবে। মক্কায় হারাম শরীফ যাতায়াতের জন্য থাকবে বাসের ব্যবস্থা।

    এই প্যাকেজটিতে মিনায় তাঁবুর অবস্থান হবে গ্রিন জোনে (জোন-৫) এবং মিনা-আরাফায় 'ডি' ক্যাটাগরির সার্ভিস পাওয়া যাবে। সরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ-২ মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর হতে দেড় কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মার্কাজিয়া এলাকায় আবাসনের ব্যবস্থা করা হবে।

    উভয় প্যাকেজের হজ যাত্রীদের জন্য মক্কার হোটেল কিংবা বাড়ি হতে বাসযোগে মিনার তাঁবুতে এবং মিনা-আরাফাহ-মুযদালিফা-মিনা ট্রেনযোগে যাতায়াতের ব্যবস্থা থাকবে। এছাড়া, মিনা এবং আরাফায় মোয়াল্লেম কর্তৃক খাবার পরিবেশন করা হবে।

    দুটি প্যাকেজেই মক্কা ও মদিনায় বাড়ি বা হোটেলে এটাচড বাথরুমসহ প্রতি রুমে সর্বোচ্চ ৬ জনের আবাসনের ব্যবস্থা থাকবে। হোটেলে থাকবে রেফ্রিজারেটরের ব্যবস্থা। এছাড়া হজযাত্রীদেরকে মক্কা, মদিনা ও জেদ্দায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ঔষধ ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হবে।

    চাঁদ দেখা সাপেক্ষে ২০২৫ সনের ৫ই জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজব্রত পালনের সুযোগ পাবেন।

  8. 'ফুল টাইম' প্রশাসক আসছে সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা ও পৌরসভায়

    সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা ও পৌরসভায় 'ফুল টাইম' প্রশাসক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ।

    সচিবালয়ে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন। তিনি বলেন, “অতি শীঘ্রই আপনারা দেখতে পারবেন এখানে ফুল টাইম অ্যাডমিনিস্ট্রেটর দেয়ার ব্যবস্থা আমরা গ্রহণ করতে যাচ্ছি। এটা নিয়ে এখন চিন্তা ভাবনা হচ্ছে।”

    প্রসঙ্গত, বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভা থেকে মেয়র ও চেয়ারম্যানসহ নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণ করে। পরে সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে প্রশাসক নিয়োগ দেয়া হয়।

    উপদেষ্টা বলেন, তারা বুঝতে পারছেন যে সাময়িক একজন প্রশাসক দিয়ে এত বড় সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ বা পৌরসভার সেবাগুলো দেওয়া সম্ভব নয়।।

    “এখানে সার্বক্ষণিক দায়িত্ব আছে সার্বক্ষণিক কর্তব্য আছে। সেগুলো পালন করার জন্য সার্বক্ষণিক একজন প্রশাসকের প্রয়োজন। সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিতে যাচ্ছি। অতি শীঘ্রই আপনারা জানতে পারবেন,” বলছিলেন তিনি।

  9. ৩৫ বছর নিয়ে আন্দোলনকারীদের লাঠিচার্জ, জলকামান

    সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর করার দাবিতে আন্দোলনরতদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জের পাশাপাশি জলকামান ব্যবহার করেছে পুলিশ।

    পুলিশ বলছে শাহবাগ থেকে শিক্ষা ভবনের দিকে অগ্রসর হতে ব্যারিকেড ভেঙ্গে আন্দোলনকারীরা এগুনোর চেষ্টা শুরু করলে পুলিশ অ্যাকশনে যায়।

    এর আগে আন্দোলনকারীরা বিভিন্ন এলাকা থেকে শাহবাগে এসে সমবেত হয় ও তাদের দাবির পক্ষে স্লোগান দেয়।

    গত কয়েক বছর ধরে চাকরি প্রত্যাশীদের একটি অংশ সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়ে আসছিলেন।

    তাদের এমন দাবির পরিপ্রেক্ষিতে চাকরিতে প্রবেশের বয়সসীমা পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।

    বসয়সীমা নির্ধারণের সার্বিক বিষয় পর্যালোচনা করে গঠিত কমিটির সুপারিশ পাওয়ার পর চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর এবং একজন সর্বোচ্চ তিনবার বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবে- এমন সিদ্ধান্ত নেয় সরকার।

    আন্দোলনকারীরা সরকারের এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে তাদের কর্মসূচি অব্যাহত রেখেছে।

  10. শেখ হাসিনা ও আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে এখন জায়গা নেই, বললেন মুহাম্মদ ইউনূস

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন দেশের অভ্যন্তরে ট্রাইব্যুনালের রায়ের আগে তারা ভারত থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবেন না।

    তিনি ফ্যাসিজমের সব ধরনের বৈশিষ্ট্যের প্রদর্শনীর জন্য বাংলাদেশের উৎখাত হওয়া কর্তৃত্ববাদী নেতা শেখ হাসিনার রাজনৈতিক দলকে অভিযুক্ত করে বলেছেন ‘এখনকার জন্য দেশটির রাজনীতিতে এর কোন জায়গা নেই’।

    যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে মি. ইউনূস এসব মন্তব্য করেছেন। পত্রিকাটির খবরে বলা হয়েছে এই সাক্ষাৎকারে ৮৪ বছর বয়সী নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার বিষয়টি পরিষ্কার করেছেন।

    ওই সংবাদে আওয়ামী লীগকে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও বড় রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করা হয়েছে।

    দলটি অগাস্টে ছাত্রদের নেতৃত্বাধীন অভ্যুত্থানে ক্ষমতা থেকে উৎখাত হয়। অধ্যাপক মুহাম্মদ ইউনূস ওই সাক্ষাৎকারে বলেন তার অন্তর্বর্তী সরকার এখনি ভারত থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবেন না।

    ফাইন্যান্সিয়াল টাইমস বলছে প্রতিবেশী ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক উত্তেজনা উস্কে দেয়ার বিষয়টি এড়াতেই হয়তো এ ধরনের দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হয়েছে।

    “অল্প সময়ের মধ্যে, নিশ্চিতভাবেই তার কোনো জায়গা নেই—আওয়ামী লীগের কোনো জায়গা নেই বাংলাদেশে,” বলেছেন তিনি।

    “তারা নিজেদের স্বার্থ জোরদার করতে জনগণকে নিয়ন্ত্রণ করেছে, পলিটিক্যাল মেশিনারি নিয়ন্ত্রণ করেছে, সব প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করেছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো ফ্যাসিস্ট পার্টির অস্তিত্ব থাকা উচিত নয়।”

    রাজনৈতিক প্রতিপক্ষ ও মানবাধিকার গ্রুপগুলো আওয়ামী লীগকে সাম্প্রতিক নির্বাচনগুলোতে ভোট কারচুপি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং শেখ হাসিনার পনের বছরের শাসনকালে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দখলের জন্য অভিযুক্ত করে আসছে।

    বাংলাদেশীদের মধ্যে এখন বিতর্ক হচ্ছে যে তার দলকে সাময়িক সময়ের জন্য রাজনীতি থেকে বিরত রাখা, সংস্কার কিংবা পুরোপুরি নিষিদ্ধ করা উচিত কি-না। মুহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগ হয়তো ভেঙ্গে যেতে পারে। তবে তার অন্তর্বর্তী প্রশাসন এ বিষয়ে কোন পদক্ষেপ নিবে না কারণ তারা ‘রাজনৈতিক সরকার নন’।

    তিনি বলেন, আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কি-না সেটি রাজনৈতিক দলগুলোর সম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত হবে। “তাদের রাজনৈতিক স্পেসের বিষয়ে তাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে”।

    শেখ হাসিনা ভারতে কোথায় অবস্থান করছেন তা এখনো পরিষ্কার নয়। তবে দলটির সাবেক এমপি ও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, তাদের দল ‘নির্বাচনে যে কোন সময়ে অংশ নেয়ার জন্য প্রস্তুত’।

    অর্থনীতির সাবেক অধ্যাপক এবং ‘গরীবের ব্যাংকার’ হিসেবে পরিচিত মুহাম্মদ ইউনূস ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন।

    তিনি শেখ হাসিনার আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছিলেন। শেখ হাসিনার সমালোচকরা একে ‘প্রতিহিংসা’ বলে বর্ণনা করে থাকেন। শেখ হাসিনার সরকার উৎখাতের ঘটনা ভারতের সাথে কূটনৈতিক টানাপড়েন তৈরি করেছে। তার সরকারের বড় বিদেশি সমর্থক ছিলো ভারত।

    সাক্ষাতকারে মি. ইউনূস বলেছেন, তার সরকার শেখ হাসিনাকে ফেরাতে চাইবেন অভ্যন্তরীণ ট্রাইব্যুনালে বিচারের রায় হওয়ার পর। শেখ হাসিনা ও আরও ৪৫ জনের বিরুদ্ধে অভ্যন্তরীণ অপরাধ ট্রাইব্যুনাল ইতোমধ্যেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

    “তিনি মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত...যখন রায় আসবে, আমরা ভারতের সাথে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে ফেরত পাওয়ার চেষ্টা করবো”। তিনি বলেন, “আমার মনে হয় না রায় আসার আগে আমাদের কিছু করার আছে”।

    শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় গত অগাস্টে ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছিলেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতার যে অভিযোগ তার মায়ের বিরুদ্ধে সেটি মিথ্যা এবং তিনি যে কোন অভিযোগ মোকাবেলায় প্রস্তুত কারণ ‘তিনি বেআইনি কিছু করেননি”।

  11. ঢাকায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক অফিসের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা যা বললেন

    অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন, ঢাকায় জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের জন্য অফিস দেয়ার বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়নি।

    “বিষয়টি নিয়ে আলোচনা চলছে কিংবা পরীক্ষা করে দেখা হচ্ছে। অফিস দেয়া হবে এমন সিদ্ধান্ত হয়নি সরকারের পক্ষ থেকে। তবে দেয়া হবে না তাও বলা হয়নি। আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি,” তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলছিলেন।

    ঢাকা সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্কের সাথে বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলছিলেন তিনি।

    এর আগে মঙ্গলবার সরকারের পাঁচ উপদেষ্টার সাথে তার বৈঠকের পর উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছিলেন যে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনের একটি অফিস ঢাকায় খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

    তবে আজ পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে জানান, তারা এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক বা লিখিত কোন প্রস্তাব পাননি, তবে কথাবার্তা চলছে।

    “তাদের ফ্যাক্টস ফাইন্ডিং টিম ঢাকায় কাজ করছে। আর খুব অল্প কিছু দেশেই তাদের এ ধরনের অফিস আছে। আমরা দেখি আমাদের প্রয়োজন আছে কি না,” বলছিলেন তিনি।

    মি. হোসেন জানান জুলাই অগাস্টে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে জাতিসংঘের টিম যে কাজ করছে তার রিপোর্ট পেতে আরও মাসখানেক সময় লাগবে বলে তাকে জানানো হয়েছে।

    অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার টিমকে ভিসার বিষয়ে সহযোগিতা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

  12. খাগড়াছড়ির পানছড়িতে তিন ইউপিডিএফ কর্মী নিহতের দাবি, বৃহস্পতিবার অবরোধ

    খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে তিন ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জনপাড়ায় এ ঘটনা ঘটে।

    ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রচার ও প্রকাশনা বিভাগের মুখপাত্র নিরন চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে দাবি করা হয়, নিহতরা ইউপিডিএফের কর্মী।

    এ ঘটনার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি দিয়েছে ইউপিডিএফ।

    বিবৃতিটিতে ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ মারমার বরাত দিয়ে বলা হয়, “আজ সকাল দশটার দিকে হাসিনার আমলে সৃষ্ট সেনা মদদপুষ্ট নব্য মুখোশ বাহিনীর একদল সশস্ত্র সন্ত্রাসী খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জন পাড়ায় ইউপিডিএফ কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা চালায়। এতে ইউপিডিএফের তিন জন কর্মী ঘটনাস্থলে নিহত হন”।

    নিহতরা হলেন সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা।

    খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, পুলিশ খোঁজখবর নিতে ঘটনাস্থলে গিয়েছে। তবে নিহতের বিষয়ে এখনো নিশ্চিত নন বলে জানান তিনি।

    বিবিসি বাংলাকে মি. জুয়েল বলেন, “আমরা শুনেছি এরকম সশস্ত্র পাহাড়ি সংগঠন আছে তাদের নিজেদের ভেতরে গোলাগুলি হয়েছে এরকম খবর পেয়েছি। আমরা খোঁজ খবর নিচ্ছি। আমাদের পুলিশ গেছে সেখানে, বাংলাদেশ সেনাবাহিনী, ডিবি পুলিশও গেছে। নিহতের বিষয়ে এখনো আমরা নিশ্চিত নই, পুলিশ গেছে”।

  13. আনিসুল হক, শাহজাহান খানসহ ৩৪ জনকে মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে

    বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণ আন্দোলনে হামলা ও হত্যা অভিযোগে শতাধিক মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, পুলিশ কর্মকর্তাসহ মোট ৩৪ জনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। মোট ১৪৪ টি মামলায় তাদের গ্রেফতার দেখানো হলো।

    সকালে তাদের আদালতে হাজির করা হয়। শতাধিক মামলায় অভিযুক্তদের নতুন করে গ্রেফতার দেখিয়ে রিমান্ড চাওয়া হয়।

    তাদের মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সহ আট জনের ৪১ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

    তাদের মধ্যে শাহবাগ, বাড্ডা থানার দুই মামলায় আনিসুল হকের আট দিন, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাত দিনের রিমান্ড মঞ্জুর কারা হয়।

    এছাড়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাত দিন, শাহজাহান খানের চার দিন, সাধন চন্দ্র মজুমদার ও হাসানুল হক ইনুর তিন দিন, হাজী সেলিম, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, ছাত্রলীগ নেতা সৈকতের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।

    এদিকে রাজধানীর বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, সালমান এফ রহমান, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, গোয়েন্দা পুলিশের সাবেক ডিসি মশিউর রহমানকেও গ্রেফতার দেখানো হয়েছে।

  14. খালেদা জিয়ার বিরুদ্ধে হাইকোর্টে রাষ্ট্রদ্রোহ ও নাশকতার ১১ মামলা বাতিল

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদোহ ও নাশকতার অভিযোগে ঢাকার বিভিন্ন থানায় দায়ের করা ১১টি মামলা বাতিল করেছে হাইকোর্ট।

    বুধবার হাইকোর্টের একটি বেঞ্চ এ রায় দেয়।

    খালেদা জিয়ার আইনজীবীরা জানিয়েছেন, ২০১৫ সালে সরকারবিরোধী আন্দোলন চলাকালে নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানায় তিনটি এবং দারুস সালাম থানায় সাতটি মামলা দায়ের করা হয়।

    এসব মামলায় এফআইআরে খালেদা জিয়ার নাম না থাকলেও চার্জশিটে তার নাম দেয়া হয়।

    তবে, হাইকোর্টের আদেশে দীর্ঘদিন এসব মামলার কার্যক্রম স্থগিত ছিল।

    খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে ১০টি মামলা বাতিল করেছে হাইকোর্ট।

    এছাড়া মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে খালেদা জিয়ার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলাও বাতিল করেছে আদালত।

  15. আজও সাত কলেজের শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি, যানজট ভোগান্তি

    স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয়ের জন্য কমিশন গঠনের দাবিতে আজ বুধবারও দ্বিতীয় দিনের মতো ঢাকার সায়েন্স ল্যাব মোড়ে ব্লকেড কর্মসূচী শুরু করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

    মঙ্গলবার টানা পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার পর আজকের কর্মসূচি ঘোষণা করেছিলেন এই শিক্ষার্থীরা।

    সকাল ১১টা থেকে শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচির কারণে সায়েন্স ল্যাব এবং ধানমণ্ডিসহ আশেপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে।

    সাত কলেজের শিক্ষার্থীরা অনেকদিন ধরেই জানিয়ে আসছেন যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকতে চান না।

    এখন তারা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার জন্য একটি কমিশন গঠন করার দাবি জানাচ্ছেন। এবং সরকার দাবি না মানা পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।

    সাত কলেজের শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে - কমিশন গঠন, ৩০ দিনের মধ্যে কমিশন একটি রূপরেখা প্রণয়ন করবে, এবং এ প্রক্রিয়া চালাতে গিয়ে কোন সেশনজট তৈরি যাতে না হয় - তা নিশ্চিত করা।

  16. সাবেক কৃষি মন্ত্রী মোঃ আব্দুস শহীদ আটক

    সাবেক কৃষি মন্ত্রী মোঃ আব্দুস শহীদকে উত্তরা থেকে আটক করেছে পুলিশ।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

    এক খুদে বার্তায় জানানো হয়েছে, উত্তরা পশ্চিম থানার পুলিশ মি. শহীদকে মঙ্গলবার রাতে আটক করেছে।

    তার বিরুদ্ধে কয়েকটি হত্যা মামলা রয়েছে।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ থেকে নির্বাচিত হন। ওই আসন থেকে তিনি পরপর সাত বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

  17. মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক ডিসি জসিম গ্রেফতার

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই মাসের একটি হত্যা মামলায় মিরপুরের সাবেক ডিসি জসিম উদ্দিন মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।

    রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন বিবিসি বাংলাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

    “তাকে রংপুর থেকে গ্রেফতার করা হয়েছে। সে ছিল আমাদের রংপুর রেঞ্জ যেটা পুলিশের ডিভিশনাল অফিস ওখানে সংযুক্ত ছিল। তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হওয়ার পর রংপুর মেট্রোপলিটন পুলিশ তাকে হেফাজতে নেয় এবং ঢাকায় পাঠানোর বন্দোবস্ত করছে”।

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া একটি মামলার এজাহারভুক্ত আসামী মি. উদ্দিনকে আজ বুধবারই দুপুর বারটা থেকে একটার মধ্যে হাজির করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামীম।

    মি. তামীম বলেন, “ জুলাই অগাস্ট গণহত্যায় মিরপুরে যে ম্যাসাকার হয়েছে সেখানে বেশ কিছু শহীদের বাবারা, মা, ভাইয়েরা তদন্ত সংস্থায় বা ট্রাইব্যুনালে প্রসিকিউশন অফিসে যে অভিযোগ আনা হয়েছে সেসব অভিযোগের কমপ্লেইনভুক্ত আসামী। তার ব্যাপারে মিরপুরের ম্যাসাকারে যে অভিযোগগুলো তদন্ত সংস্থা তদন্তকালে পেয়েছে সেগুলো আমাদের কাছে জমা দিয়েছে।”

    “আমরা সেগুলো পর্যালোচনা করে দেখেছি সে এই জুলাই অগাস্ট গণহত্যার সাথে জড়িত ছিল মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। সেগুলোর উপরেই ভিত্তি করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হলে তা জারি করা হয়” জানান মি. তামীম।

    মানবতাবিরোধী অপরাধের মামলার প্রথম আসামী হিসেবে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে জানান তিনি।

    এর আগে রোববার সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনসহ ১৭ জন সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। আগামী ২০শে নভেম্বরের মধ্যে তাদের হাজির করতে নির্দেশ দেয়া হয়েছে।

    বৈষম্যবিরোধী আন্দোলনের সময় এসব পুলিশের বিরুদ্ধে শিক্ষার্থীদের উপর হামলা, গুলি, হত্যার অভিযোগে মামলা হয়েছে।

  18. ৩৫ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে এলো ছাত্রশিবির, প্রতিবাদ-মিছিল

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৫ বছর পরে প্রকাশ্যে এসেছে ইসলামী ছাত্র শিবির। জামায়াতে ইসলামীর এ ছাত্র সংগঠন ফেসবুকে একটি বিবৃতি দিয়ে নিজেদের প্রকাশ্যে নিয়ে এসেছে।

    বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নামক একটি ফেসবুক পেইজে এ বিবৃতি দেয়া হয়েছে।

    তবে এই ঘোষণা আসার পর মধ্যরাতে প্রতিবাদ মিছিল করেছে কয়েকটি ছাত্র সংগঠন।

    বাংলাদেশের একটি পত্রিকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মেহেদী মামুন বলেন, “মঙ্গলবার রাতে একটি বিবৃতি দিয়ে ছাত্রশিবিরের প্রকাশ্যে আসে। পরে মধ্য রাতেই দুটি সংগঠনের কয়েকজন কর্মী ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল করে”।

    তবে সকালে এখন পর্যন্ত কোন বিক্ষোভ বা সমাবেশ হয় নি বলে জানান তিনি।

    ইসলামী ছাত্র শিবিরের প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সাকি স্বাক্ষরিত এ বিবৃতিতে বলা হয়েছে, জাকসু সচলসহ ক্যাম্পাসে সুস্থ ধারার অংশগ্রহণমূলক রাজনীতির চায় ছাত্রশিবির।

    ক্যাম্পাসে ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হয়নি দাবি করে বিবৃতিতে বলা হয়েছে, 'দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি ও গোষ্ঠী ছাত্রশিবিরকে আদর্শিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে নিষিদ্ধের একটি বয়ান তৈরি করে এসেছে। আদতে এই বয়ানের কোনো সত্যতা নেই। ১৯৮৯ সালের ১৫ই অগাস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের ১৪২তম সভায় শিবির নিষিদ্ধের প্রস্তাবনা আসলেও এ রকম কোনো সিদ্ধান্ত গৃহীত হয় নি। বরং সভার সিদ্ধান্ত ছিল ‘বিশ্ববিদ্যালয়ের আওতাবহির্ভূত বিধায় এ ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ সম্ভব নয়’ উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

    এই বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম বিবিসি বাংলাকে বলেন, ২২টি ছাত্র সংগঠন শিবিরিকে নিষিদ্ধ করার জন্য দাবি জানিয়েছিল। ছাত্রছাত্রীদের দাবির প্রেক্ষিতে সিন্ডিকেটের ওই বৈঠকে এটি নিয়ে আলোচনাও হয়েছিল। তবে বিষয়টি 'বিশ্ববিদ্যালয়ের আওতা বর্হিভূত বিধায়' এই বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ সম্ভব নয় বলে সিদ্ধান্ত হয়েছিল।''

    এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা প্রকাশ করেছিল ইসলামী ছাত্রশিবির।

  19. বিবিসি বাংলার লাইভে স্বাগতম

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাকে স্বাগতম।

    দেশ ও বিদেশের সব গুরুত্বপূর্ণ খবর থাকবে এই লাইভ পাতায়। তাৎক্ষণিকভাবে খবরের আপডেট পেতে লাইভ পাতায় যুক্ত থাকুন।

    এছাড়া আরো খবর জানতে ভিজিটি করুন বিবিসি বাংলার মূলপাতায়