আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ নিয়ে সরকারের ব্যাখ্যা, বাংলাদেশে বছরের প্রথম তাপপ্রবাহ বয়ে যাচ্ছে

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড এবং পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছয় হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ। সাত কলেজের বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। মেসিডোনিয়ার নাইটক্লাবের অগ্নিকাণ্ডে নিহত ৫৯।

সরাসরি কভারেজ

  1. রোববার সারাদিন যা হলো

    • বাংলাদেশের কয়েকটি জেলার ওপর দিয়ে বছরের প্রথম তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়াবিদরা এটিকে মৃদু তাপপ্রবাহ বলে বর্ণনা করেছেন। শনিবার থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহ সোমবার পর্যন্ত চলতে পারে।
    • বাংলাদেশের স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হবে না বলে যেসব সংবাদ প্রকাশ হয়েছে, তা নিয়ে একটি ব্যাখ্যা দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সেখানে বলা হয়েছে, ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে এ বছর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবেনা বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা সত্য নয়। ঢাকার জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজের কারণে ঢাকায় কুচকাওয়াজ আয়োজন সম্ভব না হলেও দেশের বাকি ৬৩ জেলায় আয়োজন হবে। এর আগে স্বাধীনতা দিবসে কোনো কুচকাওয়াজ হচ্ছে না বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
    • 'ধর্ষণকে ধর্ষণই বলতে হবে,' ধর্ষণকে ‘নির্যাতন’ বলার কোনও সুযোগ নেই বলে জানিয়েছে শিশু সুরক্ষা ও মানবাধিকার নিয়ে কাজ করা একাধিক এনজিও। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সম্প্রতি এক অনুষ্ঠানে গণমাধ্যমকে 'ধর্ষণ' শব্দটি ব্যবহার না করে ‘নারী নির্যাতন’ বা ‘নিপীড়ন’ ব্যবহারের অনুরোধ জানিয়েছিলেন। তার এমন বক্তব্য ঘিরে সমালোচনার ঝড় উঠেছে।
    • অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান প্রধান উপদেষ্টা ২৬শে মার্চ চার দিনের সফরে চীন যাবেন এবং ২৮শে মার্চ চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন।
    • রাজনৈতিক নেতাকর্মী এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানির উদ্দেশ্যে দায়ের করা ছয় হাজার ২০২টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে আপডেটগুলি প্রকাশ করেছে।
    • উত্তর মেসিডোনিয়ায় একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫৯ জন নিহত এবং ১৫৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছে বলে জানা গেছে। কোচানি শহরের পালস ক্লাবে স্থানীয় সময় রাত আড়াইটার দিকে আগুন ছড়িয়ে পড়ে। রাজধানী স্কোপজে থেকে কোচানি শহরের অবস্থান প্রায় ১০০ কিলোমিটার পূর্বে।
    • যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ভয়েস অফ আমেরিকার (ভিওএ) ১,৩০০ জনেরও বেশি কর্মীকে শনিবার ছুটিতে পাঠানো হয়েছে। এছাড়া দুটি মার্কিন সংবাদমাধ্যমের তহবিলও বন্ধ করে দেওয়া হয়েছে।
    • ঢাকার সরকারি সাতটি কলেজের জন্য হচ্ছে নতুন বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের নাম হবে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’।
    • যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১২ জনই মিসৌরি অঙ্গরাজ্যের। রোববার যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্যের ওপর দিয়ে ভয়াবহ টর্নেডো বয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয় ওইসব রাজ্যের বিস্তীর্ণ এলাকা। গুড়িয়ে যায় অসংখ্য ঘরবাড়ি, উল্টে যায় গাড়ি।
    • বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। সেই সঙ্গে পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজাও বহাল রাখা হয়েছে।
  2. বাংলাদেশে বছরের প্রথম তাপপ্রবাহ বয়ে যাচ্ছে

    বাংলাদেশের কয়েকটি জেলার ওপর দিয়ে বছরের প্রথম তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়াবিদরা এটিকে মৃদু তাপপ্রবাহ বলে বর্ণনা করেছেন। শনিবার থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহ সোমবার পর্যন্ত চলতে পারে।

    আবহাওয়াবিদ হাফিজুর রহমান বিবিসি বাংলাকে জানিয়েছেন, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা বিভাগের বেশিরভাগ জেলা, রাঙ্গামাটির ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

    দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস।

    হাফিজুর রহমান জানান, এরপরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তারপর তাপপ্রবাহ কিছুটা কমে আসবে। তবে ২০শে মার্চের পর তাপমাত্রা কিছুটা বাড়বে। এপ্রিল ও মে মাস নাগাদ বেশ কয়েকটি তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

  3. স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ নিয়ে সরকারের ব্যাখ্যা

    বাংলাদেশের স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হবে না বলে যেসব সংবাদ প্রকাশ হয়েছে, তা নিয়ে একটি ব্যাখ্যা দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

    আজ রোববার সন্ধ্যার পর প্রেস উইং থেকে এ সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়।

    সেখানে বলা হয়েছে, ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে এ বছর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবেনা বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা সত্য নয়।

    ''জাতীয় স্টেডিয়াম, ঢাকার সংস্কার কাজ চলমান থাকায় গত কয়েক বছরের ন্যায় এ বছরও ঢাকায় কুচকাওয়াজ আয়োজন সম্ভব হচ্ছে না। তবে দেশের বাকি ৬৩ জেলায় যথাযোগ্য মর্যাদার সাথে কুচকাওয়াজ আয়োজন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।''

    এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সকল জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

    এই বিজ্ঞপ্তিতে কুচকাওয়াজের স্থান জাতীয় স্টেডিয়াম বলা হলেও স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ রীতি অনুযায়ী কুর্মিটোলায় জাতীয় প্যারেড গ্রাউন্ড হয়ে থাকে।

    এর আগে দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সাংবাদিকদের বলেছিলেন, এ বছরও স্বাধীনতা দিবসে কোনো কুচকাওয়াজ হচ্ছে না।

    সেই সময় স্বরাষ্ট্রসচিব বলেন, “রমজান চলছে, ঈদের ছুটি পড়ছে এই সময়, ২৬শে মার্চ একই সময় পড়েছে। বৈঠকে এই সময়ে ঝুঁকি কমানোর বিষয়ে আলাপ হয়েছে। গত বছর কুচকাওয়াজ হয়নি, এবারও হবে না। আমরা কোনো আনন্দ করার মেজাজে নাই, আমরা এখন একটা ওয়ার মুডে আছি।”

    স্বাধীনতা দিবসে আইনশৃঙ্খলা বা কোনো নিরাপত্তা ঝুঁকি আছে কিনা, জানতে চাইলে সচিব বলেন, ‘আমি কোনো ঝুঁকি দেখছি না।’

  4. 'ধর্ষণকে' ‘নির্যাতন’ বলার কোনও সুযোগ নেই'

    'ধর্ষণকে ধর্ষণই বলতে হবে,' ধর্ষণকে ‘নির্যাতন’ বলার কোনও সুযোগ নেই বলে জানিয়েছে শিশু সুরক্ষা ও মানবাধিকার নিয়ে কাজ করা একাধিক এনজিও।

    রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক যৌথ এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বক্তারা।

    দেশব্যাপী চলমান প্রতিবাদে সংহতি জানিয়ে সেভ দ্য চিলড্রেন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, মানুষের জন্য ফাউন্ডেশন, আইন ও সালিশ কেন্দ্র এবং ব্রেকিং দ্য সাইলেন্স যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

    ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সম্প্রতি এক অনুষ্ঠানে গণমাধ্যমকে 'ধর্ষণ' শব্দটি ব্যবহার না করে ‘নারী নির্যাতন’ বা ‘নিপীড়ন’ ব্যবহারের অনুরোধ জানিয়েছিলেন।

    তার এমন বক্তব্য ঘিরে সমালোচনার ঝড় উঠেছে।

    সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে বলা হয়, ‘ধর্ষণ’ ও ‘নারী নির্যাতন’ দুটি বিষয়েই আইনে সংজ্ঞা আলাদা হওয়ায় অপরাধগুলোকে মিলিয়ে ফেললে বিচারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে।

    মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, “ আমরা যদি বলি অ্যাসাল্ট (নির্যাতন) তাহলেও তো হলো না। ধর্ষণ না বললে একটা যৌন নির্যাতন ও নিপীড়নের বিষয় আছে সেটি লঘু হয়ে যাবে। ”

    সেভ দ্য চিলড্রেনের চাইল্ড প্রোটেকশন ও চাইল্ড রাইটস গভর্ন্যান্স বিভাগের পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, “সকল অপরাধকে যদি সরলীকরণ করা হয় তাহলে যথাযথ আইন প্রয়োগ সম্ভব হবে না। ”

  5. চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ড. ইউনূসের বৈঠক ২৮শে মার্চ

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

    তিনি জানান প্রধান উপদেষ্টা ২৬শে মার্চ চার দিনের সফরে চীন যাবেন এবং ২৮শে মার্চ চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন।

    রোববার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

    এই সফরে প্রধান উপদেষ্টা চীনের বড় বড় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

    চীনের বড় কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করবে ও কারখানা স্থাপনের প্রক্রিয়া ত্বরান্বিত করবে বলে তিনি আশা করছেন।

    সেইসাথে চীনের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলো যাতে বাংলাদেশের বিনিয়োগ করে সে বিষয়ে প্রধান উপদেষ্টার আগ্রহ থাকার কথা জানান তিনি।

    এই সফরে প্রধান উপদেষ্টার পিকিং বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেয়ার কথা রয়েছে। সেখানে তাকে সম্মাননা হিসেবে ডক্টরেট উপাধি দেয়া হতে পারে।

    এর আগে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফর নিয়ে আলোচনা হয়।

  6. রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছয় হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ

    রাজনৈতিক নেতাকর্মী এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানির উদ্দেশ্যে দায়ের করা ছয় হাজার ২০২টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে আপডেটগুলি প্রকাশ করেছে।

    রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গঠিত কেন্দ্রীয় কমিটি মাঠ পর্যায়ের কমিটির উপস্থাপন করা ছয় হাজার ২৯৫টি মামলা পর্যালোচনা করে এই সুপারিশ করেছে।

    এর মধ্যে ছয় হাজার ২০২টি মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়েছে।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাঠ পর্যায়ের কমিটিগুলি থেকে প্রাপ্ত প্রস্তাবগুলো মূল্যায়নের জন্য, কেন্দ্রীয় কমিটি আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টার সভাপতিত্বে আটটি সভা করেছে।

    ওই সভায় কেন্দ্রীয় কমিটির কাছে ছয় হাজার ২৯৫টি মামলা প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছিল।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিরপরাধ ব্যক্তি ও রাজনৈতিক নেতা কর্মীদের অনর্থক হয়রানি থেকে পরিত্রাণ দেওয়ার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে গৃহীত এই কার্যক্রম চলমান থাকবে।

  7. মেসিডোনিয়ার নাইটক্লাবের অগ্নিকাণ্ডে নিহত ৫৯

    উত্তর মেসিডোনিয়ায় একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫৯ জন নিহত এবং ১৫৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছে বলে জানা গেছে।

    কোচানি শহরের পালস ক্লাবে স্থানীয় সময় রাত আড়াইটার দিকে আগুন ছড়িয়ে পড়ে। রাজধানী স্কোপজে থেকে কোচানি শহরের অবস্থান প্রায় ১০০ কিলোমিটার পূর্বে।

    এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্যান্স টোস্কোভস্কি।

    এদিকে কোচানির হাসপাতালে প্রাথমিকভাবে ৯০ জন রোগীকে গুরুতর দগ্ধ অবস্থায় ভর্তি করা হয়েছিল। যার মধ্যে ১৮ জনের অবস্থা গুরুতর।

    নিহতদের বয়স ১৪ থেকে ২৪ বছরের মধ্যে বলে জানিয়েছেন কোচানির হাসপাতালের পরিচালক।

    আগুন লাগার সময় ওই ক্লাবটিতে দেশটির জনপ্রিয় হিপ-হপ জুটি ডিএনকে-র একটি কনসার্ট চলছিলো। যা দেখতে এসেছিলো প্রায় দেড় হাজারেরও বেশি মানুষ।

    সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে ভবনের ছাদ আগুনে পুড়ছে।

    প্রধানমন্ত্রী রিস্টিজান মিকোস্কি এই ঘটনাকে দেশের জন্য "কঠিন এবং অত্যন্ত দুঃখের দিন" বলে অভিহিত করেছেন, যেখানে এতো তরুণ প্রাণ হারিয়েছে।

    প্রাথমিক প্রতিবেদন থেকে ধারণা করা হচ্ছে কনসার্টকে চমকপ্রদ করতে মঞ্চের আশেপাশে যে আগুনের ফুলকি ছড়ানো হয় সেই পায়রোটেকনিক ডিভাইসের সৃষ্ট স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

    স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই স্ফুলিঙ্গ ওপরে উঠে ছাদে আগুন লেগে যায় এবং ছাদটি অত্যন্ত দাহ্য উপাদানে তৈরি ছিল বলে দ্রুত ছড়িয়ে পড়ে।

    ফুটেজে দেখা যায়, ব্যান্ডটি যখন মঞ্চে পারফর্ম করছিল তখন দুটি স্ফুলিঙ্গ বিস্ফোরিত হয়, তারপর আগুন ছাদে লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলের ওই ফুটেজের সত্যতা যাচাই করেছে বিবিসি।

    সেখানে আরো দেখা যায় নাইটক্লাবের ডান্স ফ্লোর বরাবর ওপরের ছাদে আগুন লেগে যায় এবং মানুষ নানাভাবে আগুন নেভানোর চেষ্টা করছে। ক্লাবটি তখনো মানুষে পূর্ণ ছিল, কেউ বের হচ্ছিলো না।

    ২০ বছর বয়সী মারিজা তাসেভা, স্থানীয় গণমাধ্যম চ্যানেল ফাইভকে জানায়, কিছুক্ষণ পর ক্লাবে দমবন্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। মানুষ তখন হুড়োহুড়ি করে বেরিয়ে আসার সময় তিনি নীচে পড়ে যান। কিছু সময় পদদলিত হলেও, পরে তিনি বাইরে বের হতে সক্ষম হন। কিন্তু তিনি এখনো তার বোনের কোন খোঁজ পাননি।

  8. ভয়েস অফ আমেরিকার ১৩০০ কর্মীকে ছুটিতে পাঠানো হয়েছে

    যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ভয়েস অফ আমেরিকার (ভিওএ) ১,৩০০ জনেরও বেশি কর্মীকে শনিবার ছুটিতে পাঠানো হয়েছে।

    এছাড়া দুটি মার্কিন সংবাদমাধ্যমের তহবিলও বন্ধ করে দেওয়া হয়েছে।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে সরকারি অর্থায়নে পরিচালিত গণমাধ্যমের মূল সংস্থা এবং আরও ছয়টি ফেডারেল সংস্থা বন্ধ করার নির্দেশ দেওয়ার একদিন পর এই সিদ্ধান্ত নেওয়া হলো।

    রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

    ভয়েস অফ আমেরিকার পরিচালক মাইকেল আব্রামোভিৎজ বলেছেন, তার প্রায় পুরো ১,৩০০ সাংবাদিক, প্রযোজক এবং সহকারী সদস্যকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। যা প্রায় ৫০টি ভাষায় পরিচালিত একটি মিডিয়াকে পঙ্গু করে দিয়েছে।

    লিঙ্কডইনে দেওয়া এক পোস্টে আব্রামোভিৎজ বলেছেন, “আমি গভীরভাবে দুঃখিত যে ৮৩ বছরের মধ্যে প্রথমবারের মতো ঐতিহ্যবাহী ভয়েস অব আমেরিকাকে নীরব করে দেওয়া হচ্ছে। বিশ্বজুড়ে স্বাধীনতা ও গণতন্ত্রের লড়াইয়ে ভয়েস অব আমেরিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে।”

    রাশিয়া ও ইউক্রেনসহ পূর্ব ইউরোপের দেশগুলোতে সম্প্রচারকারী রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি এবং চীন ও উত্তর কোরিয়ায় সম্প্রচারকারী রেডিও ফ্রি এশিয়ার অনুদানও বন্ধ করে দিয়েছে ভিওএ এর অভিভাবক সংস্থা, ইউএস এজেন্সি অব গ্লোবাল মিডিয়া (ইউএসএজিএম)।

    ট্রাম্পের এই নির্দেশনার নির্ভরযোগ্য সংবাদ সরবরাহের একটি বিরল উৎস ধ্বংস করা হচ্ছে বলে রয়টার্সের খবরে উল্লেখ করা হয়।

    নাৎসি প্রচারণা মোকাবেলা করার জন্য ১৯৪২ সালে প্রতিষ্ঠিত হয় ভিওএ। এখন সপ্তাহে ৩৬ কোটি মানুষের কাছে সংস্থাটির সেবা পৌঁছায়।

    কংগ্রেসের সর্বশেষ প্রতিবেদন অনুসারে, ইউএসএজিএম গত বছর প্রায় সাড়ে তিন হাজার কর্মী নিয়োগ দিয়েছে যার বাজেট ছিল ৮৮ কোটি ৬০ লাখ ডলার।

    ভয়েস অব আমেরিকার সওল ব্যুরো প্রধান উইলিয়াম গ্যালো রোববার বলেছেন, তাকে কোম্পানির সকল সিস্টেম এবং অ্যাকাউন্ট থেকে লকড আউট করা হয়েছে।

    গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়াকে (ইউএসএজিএম) “অপ্রয়োজনীয়” ফেডারেল আমলাতন্ত্রের অংশ হিসেবে তালিকাভুক্ত করার পরই এসব পদক্ষেপ নেওয়া হয়।

  9. স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হচ্ছে না : স্বরাষ্ট্র সচিব

    এ বছরও স্বাধীনতা দিবসে কোনো কুচকাওয়াজ হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

    রোববার দুপুরে ঈদ উল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ তথ্য জানান।

    স্বরাষ্ট্রসচিব বলেন, “রমজান চলছে, ঈদের ছুটি পড়ছে এই সময়, ২৬শে মার্চ একই সময় পড়েছে। বৈঠকে এই সময়ে ঝুঁকি কমানোর বিষয়ে আলাপ হয়েছে। গত বছর কুচকাওয়াজ হয়নি, এবারও হবে না। আমরা কোনো আনন্দ করার মেজাজে নাই, আমরা এখন একটা ওয়ার মুডে আছি।”

    স্বাধীনতা দিবসে আইনশৃঙ্খলা বা কোনো নিরাপত্তা ঝুঁকি আছে কিনা, জানতে চাইলে সচিব বলেন, ‘আমি কোনো ঝুঁকি দেখছি না।’

  10. সাত কলেজের বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

    ঢাকার সরকারি সাতটি কলেজের জন্য হচ্ছে নতুন বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের নাম হবে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’।

    রোববার ঢাকার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনে শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধিদল নিয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    প্রস্তাবিত নামটি এখন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে উপদেষ্টা পরিষদে পাস হওয়ার পর রাষ্ট্রপতির সম্মতিক্রমে এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করবেন।

    সাতটি সরকারি কলেজ হচ্ছে—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

    ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে এই সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্বিবদ্যালয়ের অধিভুক্ত করা হয়।

    পরে এসব কলেজ পরিচালনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম ও অদূরদর্শিতার অভিযোগে গতবছরের অক্টোবর মাসে আন্দোলনে নামেন এসব কলেজের শিক্ষার্থীরা।

    দাবি জানান সাত কলেজকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় গঠনের। এর পরিপ্রেক্ষিতে ডিসেম্বর মাসে গঠন করা হয় বিশেষ কমিটি।

    সর্বশেষ গত ১৮ই ফেব্রুয়ারি সংশ্লিষ্ট সব অংশীজনের কাছে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নাম আহ্বান করে ইউজিসি। সেখান থেকে নতুন এই নাম চূড়ান্ত করা হয়।

  11. যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে নিহত ৩৪

    যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১২ জনই মিসৌরি অঙ্গরাজ্যের।

    রোববার যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্যের ওপর দিয়ে ভয়াবহ টর্নেডো বয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয় ওইসব রাজ্যের বিস্তীর্ণ এলাকা। গুড়িয়ে যায় অসংখ্য ঘরবাড়ি, উল্টে যায় গাড়ি।

    কানসাস অঙ্গরাজ্যে, কমপক্ষে আট জন নিহত হয়েছেন। ধূলিঝড়ের কারণে সেখানে দুর্ঘটনার কবলে পড়েছে অন্তত ৫৫টি গাড়ি।

    পাওয়ার আউটেজ ট্র্যাকার অনুযায়ী রোববার সকালে মিশিগান, মিসৌরি এবং ইলিনয়সহ সাতটি অঙ্গরাজ্যের আড়াই লাখ ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

    মিসিসিপি অঙ্গরাজ্যে ঝড়ের কবলে ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন সেখানকার গভর্নর টেট রিভস।

    ঝড়ের কবলে আরকানসাসে তিনজনের মৃত্যু এবং ২৯ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে ওকলাহোমা, টেক্সাস অঙ্গরাজ্যে একজন করে নিহত হয়েছেন।

    দক্ষিণ-পূর্বাঞ্চল জুড়ে তীব্র আবহাওয়া অব্যাহত থাকায় মধ্য মিসিসিপি, পূর্ব লুইসিয়ানা এবং পশ্চিম টেনেসিতে পাশাপাশি আলাবামা এবং আরকানসাসের কিছু অংশে আকস্মিক বন্যা এবং বন্যার সতর্কতা জারি করা হয়েছে।

    আর্দ্র, উষ্ণ বাতাস উপরে উঠলে টর্নেডো তৈরি হয়, যা ঠান্ডা বাতাসের সাথে মিশে বজ্রপাতের সৃষ্টি করে।

    বিভিন্ন দিক থেকে প্রবাহিত বাতাস ঘূর্ণি তৈরি করে, যা উপরের দিকে চলে যায়।

  12. রায় দ্রুত বাস্তবায়ন চায় আবরার ফাহাদের পরিবার

    বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্ট ২০ আসামির মৃত্যুদণ্ড ও পাঁচ জনের যাবজ্জীবনের দণ্ড বহাল রাখায় তার বাবা ও ভাই সন্তোষ প্রকাশ করেছেন।

    রায় শুনে গণমাধ্যমকে প্রতিক্রিয়া জানিয়েছেন আবরার ফাহাদের বাবা বরকতউল্লাহ। তিনি দাবি করেন, নিম্ন আদালতের রায় হাইকোর্ট বহাল রেখেছেন। এই রায়টা যাতে দ্রুত কার্যকর হয়।

    তিনি আরো বলেন, “বাবা - মা কষ্ট করে সন্তানকে পড়ালেখা শেখানোর জন্য পাঠায়। আমাদের শিক্ষার্থীদের কাছে আবেদন করবো, তারা যাতে খারাপ রাজনীতির সাথে না জড়ায়।”

    অন্যদিকে আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ বলেন, আগের রায় যেহেতু বহাল রেখেছে, অবশ্যই আমরা সন্তুষ্ট। আমরা আশা করব, বাকি যে প্রক্রিয়াগুলো আছে, দ্রুত তা সম্পন্ন করে রায় কার্যকর করা হবে।

    এদিকে আইনজীবীরা বলছেন, হাইকোর্টের এই রায়ের ব্যাপারে আসামিদের আপিল বিভাগে যাওয়ার সুযোগ আছে ।

    হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত মুনতাসির আল জেমির পালিয়ে যাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে আবরার ফাহাদের পরিবার।

    মামলার শুনানি চলাকালে গত মাসে রাষ্ট্রপক্ষ হাইকোর্টকে জানান, আসামি জেমি গত বছরের ৬ই অগাস্ট কারাগার থেকে পালিয়ে যান।

    আবরার হত্যা মামলার রায়ের মাধ্যমে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

    অ্যাটর্নি জেনারেল বলেন, আজকের রায়ের মধ্য দিয়ে সমাজে এই বার্তা গেল যে, আপনি যত শক্তিশালী হন না কেন সত্য একদিন প্রতিষ্ঠিত হবে। ন্যায় বিচার হবেই।

  13. ঢাকা সফর শেষ করেছেন জাতিসংঘ মহাসচিব

    চার দিনের সফর শেষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ঢাকা ছেড়েছেন। রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

    বিমানবন্দরে বিদায় জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংকট বিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান।

    এছাড়া ঢাকা ছাড়ার আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা বলেন জাতিসংঘ মহাসচিব। সেখানে তারা বিদায়ের শুভেচ্ছা বিনিময় করেন।

    গত বৃহস্পতিবার চার দিনের সফরে ঢাকা এসে প্রধান উপদেষ্টাসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন অ্যান্তোনিও গুতেরেস।

    শুক্রবার তিনি কক্সবাজারে ক্যাম্প পরিদর্শনে যান এবং এক লাখ রোহিঙ্গার সঙ্গে সলিডারিটি ইফতার কর্মসূচিতে অংশ নেন।

    শনিবার সকালে গুলশানে জাতিসংঘের নতুন ভবন উদ্বোধন করেন। দুপুরে ঐকমত্য কমিশন, রাজনৈতিক নেতৃবৃন্দ, তরুণ সমাজ এবং পরে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে গোলটেবিল বৈঠকে অংশ নেন।

    বিকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন মি. গুতেরেস। এরপর ইফতার ও নৈশভোজে অংশ নিয়ে ঢাকার কর্মসূচি শেষ করেন জাতিসংঘ মহাসচিব।

  14. আবরার হত্যা মামলায় আসামিদের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন বহাল হাইকোর্টে

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। সেই সঙ্গে পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজাও বহাল রাখা হয়েছে।

    রোববার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

    ২০১৯ সালের ৬ই অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র পিটিয়ে হত্যা করেন।হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ২০২১ সালের ৮ই ডিসেম্বর বুয়েটের ২০ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেন আদালত। এ মামলায় আরও পাঁচ শিক্ষার্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

    নিম্ন আদালতের রায় খতিয়ে দেখতে ডেথ রেফারেন্স হিসেবে ২০২২ সালের ৬ই জানুয়ারি মামলার নথি হাইকোর্টে পৌঁছায়। গত বছরের ২৮শে নভেম্বর হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি শুরু হয়। সেই শুনানি শেষে আজ রায় হলো হাইকোর্টে।