আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ও অভ্যুত্থানে নিহতদের কেন ‘জাতীয় শহীদ’ ঘোষণা করা হবে না, হাইকোর্টের রুল

বিএনপি এখন চাঁদাবাজের দলে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির প্রধান নাহিদ ইসলাম। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 'চরিত্র হননের অপচেষ্টা' করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৫০ দিনের মধ্যে ইউক্রেন চুক্তি না হলে রাশিয়ার ওপর কঠোর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের।

সরাসরি কভারেজ

  1. সংক্ষেপে সোমবার সারাদিন যা যা ঘটেছে:

    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি রাশিয়ার আচরণে খুবই অসন্তুষ্ট। যে কারণে তিনি ইউক্রেনকে উন্নতমানের অস্ত্র পাঠানোর পরিকল্পনা করছেন।
    • বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লন্ডন বৈঠকের পর যখন মানুষের মধ্যে নির্বাচন নিয়ে একটা আশার সঞ্চার হয়েছে, ঠিক সেই সময়ই কয়েকটি রাজনৈতিক মহল, কয়েকটি চক্র বাংলাদেশের রাজনীতিকে ভিন্ন পথে প্রবাহিত করার চেষ্টা করছে।
    • অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে কেন ‘জাতীয় সংস্কারক’ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। একই সাথে আবু সাঈদ, মুগ্ধসহ জুলাই অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের কেন 'জাতীয় শহীদ' হিসেবে ঘোষণা করা হবে না সেটিও জানতে চাওয়া হয়েছে রুলে।
    • পুরানো ঢাকায় ব্যবসায়ী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটি গুপ্ত সংগঠন কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যবহারের মাধ্যমে ছাত্রদলের বিপক্ষে ‘মব’ সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।
    • জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে। মুজিববাদের নতুন পাহারাদারের দলে আবির্ভূত হয়েছে।
    • চলতি বছর দেশে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন খবরে জনমনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বাড়াচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।
    • গত বছরের পাঁচই অগাস্ট রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
    • ভারত আর চীন সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া চলতে থাকলে তা দুই দেশেরই পারস্পরিক উপকার হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।

    আগামীকাল আবারো চালু করা হবে।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. ৫০ দিনের মধ্যে ইউক্রেন চুক্তি না হলে রাশিয়ার ওপর কঠোর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি রাশিয়ার আচরণে খুবই অসন্তুষ্ট। যে কারণে তিনি ইউক্রেনকে উন্নতমানের অস্ত্র পাঠানোর পরিকল্পনা করছেন।

    এসব অস্ত্র নেটোর মাধ্যমে ইউক্রেনে পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি।

    হোয়াইট হাউসে নেটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটের সঙ্গে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী ৫০ দিনের মধ্যে কোনো যুদ্ধবিরতির চুক্তি না হলে তিনি রাশিয়ার ওপর ১০০ শতাংশ হারে চড়া শুল্ক আরোপ করবেন।

    কিয়েভ থেকে বিবিসি সংবাদদাতা জানিয়েছেন, ইউক্রেনে যুক্তরাষ্ট্রের অস্ত্র পাঠানোর খবরে দেশটির মানুষ কিছুটা স্বস্তি পেলেও পুরোপুরি ভরসা করতে পারছেন না।

    এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, কিয়েভে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত কিথ কেলগের সঙ্গে তার ‘গঠনমূলক’ আলোচনা হয়েছে।

  3. ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, ব্যতিক্রম যেন না হয়: মির্জা ফখরুল

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লন্ডন বৈঠকের পর যখন মানুষের মধ্যে নির্বাচন নিয়ে একটা আশার সঞ্চার হয়েছে, ঠিক সেই সময়ই কয়েকটি রাজনৈতিক মহল, কয়েকটি চক্র বাংলাদেশের রাজনীতিকে ভিন্ন পথে প্রবাহিত করার চেষ্টা করছে।

    তিনি বলেন, , এই ষড়যন্ত্র নতুন নয়। এই চক্রান্তকারীরা বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে। যাতে নির্বাচন না হয়, সেই চেষ্টা তারা করছে। এই পরিকল্পনা অত্যন্ত ভয়াবহ।

    সোমবার ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে মি. আলমগীর এসব কথা বলেন।

    বিএনপি মহাসচিব বলেন, “আমাদের লক্ষ এখন একটাই। বাংলাদেশে ২০২৬ এর ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। এর কোন ব্যতিক্রম হবে না। গণতন্ত্রের প্রশ্নে আপোষ নাই, আমরা নির্বাচন চাই, যে সিদ্ধান্ত হয়েছে সেই সময়েই নির্বাচন চাই”।

    মিডফোর্টের ঘটনাকে ঘিরে বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে অশ্লীল বক্তব্য দেওয়া হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, “ধিক্কার জানাতে চাই সেই সব তথাকথিত রাজনৈতিক ব্যক্তিদের যারা তারেক রহমান সম্পর্কে অশ্লীল অশ্রাব্য কথা বলেছেন। তাই বলে আমরা তাদের বিরুদ্ধে অশ্লীল কথা বলবো না”।

    মি. আলমগীর বলেন, কেউ কেউ বাংলাদেশে আবারো অস্থিতিশীলতা, অস্থিরতা ও বিভাজন সৃষ্টি করতে চায়। যাতে করে গণতন্ত্রের পথ আরো দীর্ঘায়িত হয়। আমরা যেন কারো পাঁতা ফাঁদে পা না দেই।

  4. ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ও অভ্যুত্থানে নিহতদের কেন ‘জাতীয় শহীদ’ ঘোষণা করা হবে না, হাইকোর্টের রুল

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে কেন ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট।

    একই সাথে আবু সাঈদ, মুগ্ধসহ জুলাই অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের কেন 'জাতীয় শহীদ' হিসেবে ঘোষণা করা হবে না সেটিও জানতে চাওয়া হয়েছে রুলে।

    এক রিট আবেদনের প্রাথমিক শুনানিতে বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ সোমবার এ রুল দিয়েছে।

    এর আগে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা, ’২৪-এর অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের প্রকৃত তালিকা প্রকাশ ও তাঁদের জাতীয় শহীদ হিসেবে ঘোষণার নির্দেশনা চেয়ে গত ফেব্রুয়ারি মাসে রিট করেন ঢাকার একজন সাংবাদিক।

    আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহ।

    মি. জিন্নাহ বিবিসি বাংলাকে বলেন, “জুলাই অভ্যুত্থানের পর ড. ইউনূস দেশের দায়িত্ব নিয়েছেন। সংস্কারে হাত দিয়েছেন তিনি। দেশকে নতুন করে নির্মাণ করেতে চেয়ে তিনি বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছেন। যে কারণে আমরা মনে করি তাকে জাতীয় সংস্কারক ঘোষণা করা উচিত”।

    তিনি আরো জানান, জুলাই আন্দোলনে নিহতদের ‘জাতীয় বীর’ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশেও রুল জারি করা হয়েছে।

    রুলে বিবাদী করা হয়েছে জনপ্রশাসন সচিব, প্রতিরক্ষা সচিব, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, তথ্য সচিব ও অর্থ সচিবকে।

  5. কথিত শিক্ষার্থীদের ব্যবহার করে ছাত্রদলের বিপক্ষে ‘মব’ সৃষ্টি করা হচ্ছে: নাছির উদ্দিন

    পুরানো ঢাকায় ব্যবসায়ী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটি গুপ্ত সংগঠন কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যবহারের মাধ্যমে ছাত্রদলের বিপক্ষে ‘মব’ সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।

    আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাছির উদ্দিন এ কথা বলেন।

    এসময় মি. উদ্দিন বলেন, গত মাসে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠকের পর বাংলাদেশের রাজনীতিতে যখন সুবাতাস বইছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন আস্থাশীল জায়গায় রয়েছে ঠিক তখনই গোপন সংগঠনের সন্ত্রাসীরা, বিশেষ করে জামায়াতের কিছু কিছু নেতাকর্মীরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ঈর্ষান্বিত হয়ে তারা বিভিন্ন প্রোপাগান্ডা করছে।

    সাম্প্রতিক কিছু হত্যাকাণ্ডের ঘটনার কথা উল্লেখ করে ছাত্রদল সেক্রেটারি বলেন, ''সাম্প্রতিক ওইসব হত্যাকাণ্ডের দায় দায়িত্ব যেহেতু বিভিন্ন সংগঠনের শীর্ষ অভিভাবককে নিতে হয় নি। কিন্তু মিডফোর্ট এলাকার হত্যাকাণ্ডরে দায় দায়িত্ব আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের ওনাকে টেনে নেওয়া হয়েছে।''

  6. বিএনপি এখন চাঁদাবাজের দলে পরিণত হয়েছে, অভিযোগ নাহিদ ইসলামের

    জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে। মুজিববাদের নতুন পাহারাদারের দলে আবির্ভূত হয়েছে।

    তিনি এ-ও বলেছেন, সেই পাহারাদারকে প্রতিহত করতে হবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে।

    এনসিপি’র সারাদেশে জুলাই যাত্রার কর্মসূচি হিসেবে পটুয়াখালীতে এক পথসভায় তিনি এ কথা বলেন।

    নাহিদ ইসলাম বলেন, “যখন আমরা পদযাত্রা করে প্রতিটি জেলায় যাচ্ছি, যখন মানুষের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস আমাদের প্রতি, তখন আমাদের বিরুদ্ধে তৈরি হচ্ছে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের জবাব দিবো আমরা জনসমর্থন দিয়ে”।

    এনসিপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি বলেন, “গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা সরকার আমাদের বিরুদ্ধে যে ধরনের ষড়যন্ত্র করেছিল, এই অভ্যুত্থানের পর সেই একই সিস্টেম, সেই দুর্নীতি মাফিয়াদের সিস্টেম, সেই সেনাবাহিনী, আমলাতন্ত্রের সিস্টেম আমাদের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলমান রেখেছে”।

    “ডিজিএফআই থেকে শুরু করে, বাংলাদেশের স্টাবিলিশমেন্টগুলো এই অভ্যুত্থানের নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রেখেছে। অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজন সৃষ্টির করছে”, বলছিলেন মি. ইসলাম।

    নাহিদ ইসলাম বলেন,“শত্রু বাংলাদেশের ভেতরে নয়, শত্রু বাংলাদেশের বাইরে রয়েছে। সেই বাইরের শত্রুর বিরুদ্ধে বাংলাদেশের সকল পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে। বারবার বাংলাদেশের ভেতরে আমাদের মধ্যে বিভাজন তৈরি করে রাখা হয়েছে, যাতে আমরা দুর্বল থাকি”।

  7. বড় ধরনের অপরাধ বা সহিংসতার পরিমাণ বাড়েনি: প্রধান উপদেষ্টার দপ্তর

    চলতি বছর দেশে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন খবরে জনমনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বাড়াচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।

    ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সরকারি অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করে সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে বলেছে, চলতি বছর অপরাধ বেড়েছে এই দাবি পরিসংখ্যানের সাথে পুরোপুরি মেলে না।

    পুলিশ সদর দপ্তরের অপরাধ পরিসংখ্যান তুলে ধরে এতে বলা হয়েছে, গত ১০ মাসে বড় ধরনের অপরাধের প্রবণতা স্থিতিশীল রয়েছে।

    বিবৃতিতে আরো বলা হয়েছে, পরিসংখ্যান বলছে না যে অপরাধ মাত্রারিক্তভাবে বাড়ছে, বরং কিছু গুরুত্বপূর্ণ অপরাধের মাত্রা হয় কমেছে নাহলে স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে কিছু সুনির্দিষ্ট অপরাধ বৃদ্ধির প্রবণতা কিছুটা বেড়েছে।

  8. চানখাঁরপুলে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন

    ছাত্র - জনতার গণ অভ্যুত্থানের সময় গত বছরের পাঁচই অগাস্ট রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল - ১।

    এর মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

    আজ সোমবার সকালে এ মামলায় গ্রেফতার চার আসামিকে কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

    তারা হলেন পুলিশের পরিদর্শক আরশাদ, কনস্টেবল মো. সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলাম।

    পলাতক চারজনের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী।

    বাকি দুইজন হলেন রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম এবং রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

    ট্রাইব্যুনাল গত তেসরা জুন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে পলাতক আসামিদের হাজির হওয়ার নির্দেশ দিলেও তারা উপস্থিত হননি।

    এর আগে, গত ২৫শে মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চাঁনখারপুল হত্যা মামলায় প্রথম আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন।

    চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগ দাখিলের পর তা আমলে নেয় ট্রাইব্যুনাল।

    এই মামলার অভিযোগে বলা হয়েছে, রাজধানীর চাঁনখারপুল এলাকায় নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়। এতে শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক এবং মানিক মিয়া গুলিতে নিহত হন।

  9. ভারত আর চীন সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া চললে দুই দেশেরই উপকার হবে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী

    ভারত আর চীন সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া চলতে থাকলে তা দুই দেশেরই পারস্পরিক উপকার হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

    মি. জয়শঙ্কর সোমবার চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই চীনের উপরাষ্ট্রপতি হান ঝেংয়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও-র পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে মি. জয়শঙ্কর চীনে গেছেন। লাদাখের গালওয়ান উপত্যকায় ২০২০ সালে ভারতীয় ও চীনা সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের পর থেকে গত পাঁচ বছরে এই প্রথমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী চীন সফরে গেছেন।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, সোমবারের বৈঠকের শুরুতেই মি. জয়শঙ্কর বলেন, “গত বছর অক্টোবের কাজানে প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট শি জিনপিং- এর বৈঠকের পর থেকে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্রমাগত উন্নতি হচ্ছে। আমি নিশ্চিত যে এই সফরকালে আমার বৈঠকগুলি সেই ইতিবাচক ধারা বজায় রাখবে।“

    দুই দেশের মধ্যে ‘প্রকৃত নিয়ন্ত্রণ রেখা’ বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের ওপরে লাদাখ অঞ্চলে প্রায় পাঁচ বছর ধরে চলতে থাকা সামরিক উত্তেজনা প্রশমন করতে ভারত আর চীন গত অক্টোবর মাসে একটি সমঝোতায় আসে। তার ঠিক দুদিন পরেই মি. মোদী ও মি. শি জিনপিং বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছিলেন যে, দীর্ঘমেয়াদী সীমান্ত সমস্যা সমাধানে ও দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ঘটাতে বেশ কিছু পদ্ধতি আবারও চালু করবে দুই দেশ।

    সোমবারের বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেছেন, দুই প্রতিবেশী দেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭৫ বছর পূর্ণ করছে এবছরই।

    এরকম একটা বছরেই হিন্দুদের কাছে অতি পবিত্র কৈলাশ মানসরোবর যাত্রাও পুনরায় চালু করা হচ্ছে পাঁচ বছর বাদে।

    মি. জয়শঙ্কর বলেছেন, “কৈলাশ-মানসরোবর যাত্রা আবারও শুরু করার সিদ্ধান্ত ভারতে যথেষ্ট সমাদৃত হচ্ছে।।"

  10. রাশিয়ার ওপর অসন্তুষ্ট ট্রাম্প, ইউক্রেনে সামরিক সরঞ্জাম পাঠাবেন

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইউক্রেনে উন্নত সামরিক সরঞ্জাম পাঠাচ্ছেন।

    সোমবার এয়ার ফোর্স ওয়ানের বাইরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, “মূলত আমরা ইউক্রেনে প্রচুর উন্নত সামরিক সরঞ্জাম পাঠাচ্ছি।”

    রোববার রাতে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন এই সরঞ্জামগুলোয় প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অন্তর্ভূক্ত থাকতে পারে।

    ইউক্রেনে যুদ্ধবিরতিতে রাশিয়ার মধ্যস্থতার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অসন্তুষ্ট বলে মনে হচ্ছে।

    গণমাধ্যমকে তিনি বলেন, "পুতিন ভালো ভালো কথা বলেন এবং সিরিয়ায় সকলের ওপর বোমা বর্ষণ করেন। এটা এমন একটা সমস্যা আমি যা মোটেও পছন্দ করি না।”

    ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, “তারা আমাদের ১০০ শতাংশ অর্থ দেবে।” এখানে ‘তারা’ বলতে ইউক্রেন, ইউরোপীয় ইউনিয়ন নাকি নেটো সদস্যদের বোঝাচ্ছে তা স্পষ্ট নয়।

  11. তারেক রহমানের 'চরিত্র হননের অপচেষ্টা' করা হচ্ছে, অভিযোগ বিএনপি মহাসচিবের

    ঢাকায় মিটফোর্ড এলাকায় লালচাঁদ সোহাগ হত্যাকাণ্ডের ঘটনাকে ভিন্ন পথে নিয়ে অন্যায়ভাবে বিএনপি ও এর শীর্ষ নেতৃত্ব তারেক রহমানের 'চরিত্র হননের অপচেষ্টা' চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    তিনি এর প্রতিবাদ জানিয়েছেন। আজ সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন তিনি।

    এক লিখিত বক্তব্যে সোহাগ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বিএনপি মহাসচিব।

    মি. ইসলাম বলেন, “ এই হত্যাকাণ্ডে প্রত্যক্ষ সংশ্লিষ্টতা বা উপস্থিতির প্রমাণ না থাকা সত্ত্বেও ঘটনার সাথে জড়িত বলে যাদের নামে থানায় অভিযোগ করা হয়েছে, তাদের বিরুদ্ধে দলীয় বিশৃঙ্খলার আলোকে আজীবন বহিষ্কারের মতো সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

    “ এরূপ দৃঢ় দলীয় অবস্থান থাকা সত্ত্বেও একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে আমাদের দল এবং শীর্ষ নেতৃত্বের শালীনতা ও চরিত্র হননের দুঃসাহস প্রদর্শন করেছে ” বলেন তিনি।

    এই হত্যাকাণ্ডের ঘটনা কোনো রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করা হচ্ছে কিনা এবং এর মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোনো মহলের প্ররোচনায় এই ধরনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে সন্দেহ করার যথেষ্ট অবকাশ রয়েছে বলে প্রশ্ন তোলেন মি. ইসলাম।

    পূর্বপরিকল্পিতভাবে নয়ই জুলাইয়ের ঘটনা ১১ই জুলাই শুক্রবার জুমার নামাজের পর সবচেয়ে প্রাইম টাইমে ইন্টারনেটে ছড়ানো শুরু হয় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব।

    সোহাগ হত্যাকাণ্ডের অন্তর্নিহিত কারণ অনুসন্ধানের জন্য দলের পক্ষ থেকে একটি ‘তদন্ত ও তথ্যানুসন্ধানী কমিটি’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। যে কমিটি প্রকৃত সত্য উদঘাটন ও তা জনসম্মক্ষে প্রকাশ করবে বলে জানিয়েছেন মি. ইসলাম।

  12. চীন সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, দেখা করেছেন চীনের উপ-রাষ্ট্রপতির সাথে

    ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চীনের উপ-রাষ্ট্রপতি হান ঝেং এর সাথে সাক্ষাৎ করেছেন।

    সোমবার সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এস জয়শঙ্কর এই সাক্ষাতের তথ্য এক পোস্টে শেয়ার করেছেন।

    এস জয়শঙ্কর বলেন, “আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির ওপর জোর দিয়েছি। আমার সফরকালীন এই আলোচনা ইতিবাচক দিক বজায় রাখবে বলে (উভয় নেতাই) আস্থা প্রকাশ করেছি।”

    সাংহাই করপোরেশন অর্গানাইজেশনের এক সম্মেলনে যোগ দিতে চীন সফরে রয়েছেন এস জয়শঙ্কর।

  13. উপকূলীয় এলাকায় লঘুচাপ, ঢাকাসহ তিন বিভাগে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি

    উত্তর বঙ্গোপসাগর এবং এ সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই লঘুচাপের প্রভাবে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকাসহ তিন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর।

    আজ সোমবার দেওয়া ভারী বৃষ্টিপাতের এক সতর্কবার্তায় অধিদপ্তর জানিয়েছে, সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী ৪৪ থেকে ৮৮ কি.মি পর্যন্ত অতি ভারী বর্ষণ হতে পারে।

    অতি ভারী বর্ষণের কারণে এই তিন বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

    আরেকটি সতর্কবার্তায় অধিদপ্তর জানিয়েছে, সৃষ্ট লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর ও এ সংলগ্ন এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

    চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর পুনরায় তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এ সতর্কবার্তায়।

    আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষরিত এ বার্তায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

    অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া আরেকটি পূর্বাভাসে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়ার অধিদপ্তর।

    ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী এবং নোয়াখালীর অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

  14. গুপ্তচরবৃত্তির শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্তের বিধান পাস ইরানের সংসদে

    ইরানের সংসদে গুপ্তচরবৃত্তির শাস্তি বাড়ানোর জন্য একটি সংশোধনী প্রস্তাব বিপুল ভোটে অনুমোদন করা হয়েছে।

    সংশোধিত আইন অনুযায়ী, যদি কেউ শত্রু রাষ্ট্র ও গোষ্ঠীর জন্য কোনো গোয়েন্দা ও গুপ্তচরবৃত্তির কার্যকলাপ এবং অপারেশনাল কার্যক্রমে জড়িত বলে প্রমাণিত হয়, তfহলে তার শাস্তি মৃত্যুদণ্ডের পাশাপাশি সম্পত্তিও বাজেয়াপ্ত করা যাবে।

    সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে এই শত্রু রাষ্ট্র ও গোষ্ঠী চিহ্নিত করার কর্তৃপক্ষ এবং মিনিস্ট্রি অব ইন্টেলিজেন্সকে শত্রুদের নেটওয়ার্ক চিহ্নিত করার কর্তৃপক্ষ হিসেবে মনোনীত করা হয়েছে প্রস্তাবের মূল বক্তব্যে।

    সুপ্রিম জাতীয় নিরাপত্তা পরিষদের যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল (যারা ইতোমধ্যেই শত্রু রাষ্ট্র হিসেবে বিবেচিত) বাদে অন্যান্য শত্রু রাষ্ট্র ও গোষ্ঠীগুলোকে মনোনীত করার ক্ষমতা রয়েছে।

    এর আগে যে প্রস্তাবটি ছিল তাতে প্রতিপক্ষ রাষ্ট্র বা গোষ্ঠীর নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া হয়নি এবং সংসদে ফেরত পাঠানোর জন্য এই অস্পষ্টতাকে কারণ হিসেবে উল্লেখ করেছে ইরানের গার্ডিয়ান কাউন্সিল।

    সংশোধিত মূল প্রস্তাবের আরেকটি অনুচ্ছেদে জনসাধারণের মধ্যে বিভাজন বা জাতীয় নিরাপত্তার ক্ষতি করার উদ্দেশ্যে শত্রু বা বিদেশি নেটওয়ার্কগুলোতে যারা তথ্য বা ভিডিও পাঠায় তাদের শাস্তি নির্ধারণের বিষয়ে আলোচনা করা হয়েছে।

    নতুন প্রস্তাব অনুযায়ী এই কর্মকাণ্ডগুলো এখন থেকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। একইসাথে এর জন্য কারাদণ্ড এবং সরকারি ও জনসেবা থেকে স্থায়ীভাবে বরখাস্ত করার শাস্তি নির্ধারন করা হয়েছে।

    চূড়ান্ত প্রস্তাবে আরও বলা হয়েছে, মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোন সাজার বিরুদ্ধে আপিল করা যাবে না। আর সর্বোচ্চ ১০ দিনের মধ্যে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা যাবে।

    এই প্রস্তাবটি এমন এক সময়ে পাস করা হয়েছিল যখন ইরানে ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে প্রকাশিত অসংখ্য প্রতিবেদনে ইরানি ভূখণ্ডের ভেতরে ব্যাপক গোয়েন্দা তথ্যের অনুপ্রবেশ চিহ্নিত করা হয়েছিল।

    বিলটি সংসদে পাস হওয়ার পর ইরানের বেশ কয়েকজন আইনজীবী সমালোচনা করেছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত উদ্বেগ প্রকাশ করেছেন।

  15. গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ ও বিশ্বে যা যা ঘটেছে

    • ইরানের বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গত মাসে দেশটিতে ইসরায়েলের হামলার সময় সামান্য আহত হয়েছিলেন।
    • অন্যদেশের পক্ষ হয়ে গুপ্তচরবৃত্তি করার শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস করা হয়েছে।
    • নতুন করে বাংলাদেশে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি, এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম।
    • বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দিতেই বিএনপির বিরুদ্ধে সুনির্দিষ্ট চক্রান্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
    • গাজার মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ছয় শিশুসহ দশজন নিহত হওয়ার খবর জানিয়েছেন জরুরি সেবায় নিয়োজিত কর্মকর্তারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আল-নুসেইরাত শরণার্থী শিবিরে পানির ট্যাঙ্কারের পাশে খালি পাত্র নিয়ে অপেক্ষারত জনতার দিকে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে একটি ইসরায়েলি ড্রোন।
    • জাতীয় ঐকমত্য কমিশন জুলাই মাসের শেষ নাগাদ একটি জুলাই সনদে উপনীত হতে পারবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
    • অস্ত্র আইনে করা মামলায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মো. ফাতেহ আলী ও তার তিন সহযোগীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
    • ঢাকার শাহবাগ মোড়ে ‘প্রজন্ম চত্বর’ নামে পরিচিত একটি স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। স্থাপনাটি ভাঙার আগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা পাওয়ার কথা বিবিসিকে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালিদ মনসুর।
    • রাজধানীর পল্লবীতে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও গুলির ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। যদিও তাদের পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি।
    • সশস্ত্র বাহিনীতে কর্মরত ক্যাপ্টেন ও সমমর্যাদার কমিশন্ড অফিসারদের বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরো ৬০ দিনের জন্য বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। কোস্টগার্ড ও বিজিবিতে যে সমমর্যাদার কর্মকর্তারা দায়িত্বরত রয়েছেন, তাদের ক্ষেত্রেও এই সুবিধা কার্যকর হবে।
    • মিটফোর্ডে সোহাগ হত্যার ঘটনা খুবই দুঃখজনক উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এরই মধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে এবং এ হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার পদক্ষেপ নেয়া হচ্ছে।
    • জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা – কর্মচারীদের আন্দোলনে অর্থনীতি ও রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  16. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় আরো খবর পেতে ক্লিক করুন এখানে।