আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ভারত-পাকিস্তানকে 'উত্তেজনা কমানো' এবং 'কূটনৈতিক সমাধানের' আহ্বান

ভারত শাসিত কাশ্মীরের বিভিন্ন এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তীব্র বিস্ফোরণের খবর আসার পর ভারতে কোনও হামলা চালানোর কথা অস্বীকার করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। দিনের উল্লেখযোগ্য সব খবর রয়েছে এই পাতায়।

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার সারা দিন যা যা হলো

    • ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার জন্য দুই দেশই পরস্পরকে এই পরিস্থিতির জন্য দোষারোপ করেছে। আমেরিকা-সহ বিভিন্ন দেশ দুপক্ষকেই সংযত থাকার এবং ‘ডিএসক্যালেট’ বা উত্তেজনা প্রশমন করার আহ্বান জানিয়েছে।
    • ভারত শাসিত কাশ্মীরের বিভিন্ন এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তীব্র বিস্ফোরণের খবর আসার পর ভারতে কোনও হামলা চালানোর কথা অস্বীকার করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
    • বিবিসির পাকিস্তান সংবাদদাতা আজাদেহ্ মশিরি-কে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, পাকিস্তান যদি আক্রমণ করার সিদ্ধান্ত নেয় “তাহলে সারা পৃথিবী সেটা জানবে!”
    • ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক সংঘাতের মধ্যেই হিমাচল প্রদেশের ধরমশালায় বৃহস্পতিবার রাতে আইপিএল টুর্নামেন্টের একটি টিটোয়েন্টি ম্যাচ মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছে।
    • ভারতে পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, লাদাখ, গুজরাট, রাজস্থান এবং হিমাচল প্রদেশের ২৪টি বিমানবন্দর বেসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
    • বৃহস্পতিবার রাতে জম্মু, কাঠুয়া-সহ ভারত শাসিত কাশ্মীরের বিভিন্ন এলাকা থেকে বিস্ফোরণ ও ব্ল্যাকআউটের খবর পাওয়া গেছে। ভারতীয় সেনাবাহিনীর সূত্র বিবিসিকে জানিয়েছে, জম্মুতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে, এ সময় গোটা শহর জুড়ে এয়ার সাইরেন বাজছিল।
    • বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে।
    • পাকিস্তান পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে তাদের এমন দাবির বিষয়ে প্রশ্ন করলে সরাসরি কোনও উত্তর দেননি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
    • ভারত সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, "এটা নির্ভরযোগ্যভাবে জানা গেছে যে লাহোরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করা হয়েছে।"
    • পাকিস্তানি সেনাবাহিনীর জারি করা এক বিবৃতিতে দাবি করা হয়েছে যে ভারতের মোট ২৫টি ইসরায়েলে তৈরি হেরোপ ড্রোন ভূপাতিত করা হয়েছে।

    বিবিসি বাংলার আরও খবর পড়তে ওয়েব সাইটের মূল পাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. ভারত ও পাকিস্তানের উচিত কূটনৈতিক সমাধান খুঁজে বের করা: যুক্তরাষ্ট্র

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনা প্রসঙ্গে বলেছেন, "উভয় দেশকে আলোচনার মাধ্যমে একটি যুক্তিসঙ্গত সমাধানে পৌঁছানোর আহ্বান জানানো হচ্ছে।"

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা পাকিস্তান ও ভারতকে উত্তেজনা নিরসনে একটি দায়িত্বশীল সমাধান খুঁজে বের করার জন্য অনুরোধ করছি।"

    মধ্যস্থতা নিয়ে এক প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তিনি বলেন, "এধরনের পদক্ষেপের বিষয়টি গণমাধ্যমে আনা উচিত নয়।"

    মুখপাত্র আরও বলেন, "মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের ও ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং মার্কো রুবিও সংঘাত আরও বাড়তে না দেওয়ার আহ্বান জানিয়েছেন।"

    "যুক্তরাষ্ট্র গত দুই সপ্তাহ ধরে পাকিস্তান ও ভারতের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছে।"

    মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, "পাকিস্তান চায় ভারত পহেলগাম ঘটনার একটি নিরপেক্ষ তদন্ত করুক।"

    "আমরা এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনারও প্রত্যাশা করি এবং এ ব্যাপারে সকল প্রচেষ্টাকে সমর্থন করি।" যোগ করেন মি. ব্রুস।

    তিনি বলেন "কোনো যুদ্ধ হওয়া উচিত নয়। যুদ্ধ ও সহিংসতা কোনো সমস্যার সমাধান নয়। কূটনীতিই সর্বোত্তম সমাধান।"

  3. পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বিবিসিকে যা বললেন

    ভারত শাসিত কাশ্মীরের বিভিন্ন এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তীব্র বিস্ফোরণের খবর আসার পর ভারতে কোনও হামলা চালানোর কথা অস্বীকার করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

    বিবিসির পাকিস্তান সংবাদদাতা আজাদেহ্ মশিরি-কে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, পাকিস্তান যদি আক্রমণ করার সিদ্ধান্ত নেয় “তাহলে সারা পৃথিবী সেটা জানবে!”

    আর পাকিস্তান সত্যিই কোনও হামলা চালালে তারা সেটা অস্বীকার করবেন না বলেও তিনি দাবি করেন।

    প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বিবিসিকে আরও জানান, পাকিস্তানের মিত্র দেশগুলি তাদের সংযত থাকারই পরামর্শ দিয়েছে।

    সেই সঙ্গেই তিনি যোগ করেন, পাকিস্তান নিজেকে এখনও পর্যন্ত ‘সংযত রেখেছে’ – কিন্তু তারা এমন একটা পর্যায়ে পৌঁছচ্ছে যেখানে ‘কোনও সমাধান বা ব্রেকথ্রু দেখা যাচ্ছে না’!

    তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, সেটা নিশ্চিত করে তিনি জানান সম্ভবত এই আলাপের মধ্যে দিয়ে একটা আশার আলো দেখা যেতে পারে – তবে তার ধারণা ভারত ও পাকিস্তানের প্রতিক্রিয়ায় এখনও কোনও ‘সুর নরম করার’ আভাস দেখা যাচ্ছে না।

    ভারত শাসিত কাশ্মীর থেকে পরপর বিস্ফোরণ ও ব্ল্যাকআউটের খবর আসার কিছুক্ষণ পরেই তিনি বিবিসির সঙ্গে এই কথাবার্তা বলেন।

  4. সংঘাতের মধ্যেই ধরমশালায় আইপিএলের ম্যাচ মাঝপথে বন্ধ

    ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক সংঘাতের মধ্যেই হিমাচল প্রদেশের ধরমশালায় বৃহস্পতিবার রাতে আইপিএল টুর্নামেন্টের একটি টিটোয়েন্টি ম্যাচ মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছে।

    আইপিলের দুটি ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে এই ম্যাচটি মাত্র ১০ ওভার ১ বল খেলা হওয়ার পরেই বন্ধ করে দেওয়া হয়।

    ইএসপিএন সাইট জানাচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে বলেছে ‘বড়সড় টেকনিক্যাল ফেইলিওরে’র কারণেই এই ম্যাচটি মাঝপথে থামিয়ে দিতে হয়!

    ওই বিবৃতিতে বলা হয়, “ওই এলাকাতে বিদ্যুত সংযোগে বিঘ্ন ঘটার জন্য হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের একটি ফ্লাডলাইট টাওয়ার খারাপ হয়ে যায়।”

    স্টেডিয়ামে আসা দর্শকদের এ জন্য যে অসুবিধা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই তার জন্য দু:খ প্রকাশও করেছে।

    ধরমশালার মাঠে এই ঘটনা ঘটল এমন একটা সময়ে যখন বৃহস্পতিবার রাতে উত্তর ও পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকায় যুদ্ধের মোকাবিলায় ব্ল্যাকআউট করা হয়েছে – এবং হিমাচল প্রদেশের লাগোয়া ভারত শাসিত কাশ্মীরের বিভিন্ন এলাকা থেকে বিস্ফোরণের খবরও পাওয়া যাচ্ছে।

  5. ভারতে ২৪টি বিমানবন্দর বেসামরিক সেবার জন্য বন্ধ ঘোষণা

    ভারতে পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, লাদাখ, গুজরাট, রাজস্থান এবং হিমাচল প্রদেশের ২৪টি বিমানবন্দর বেসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

    বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা ব্যুরো (বিসিএএস) দেশটির সকল বিমান সংস্থা ও বিমানবন্দরকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে।

    নির্দেশনা অনুযায়ী, সকল বিমানবন্দরে সকল যাত্রীর জন্য সেকেন্ডারি ল্যাডার পয়েন্ট চেকিং (এসএলপিসি) করা হবে। টার্মিনাল ভবনে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

    এয়ার মার্শালও মোতায়েন করা হবে বলে জানানো হয়েছে।

    এয়ার ইন্ডিয়া, বিসিএএস-এর উদ্ধৃতি দিয়ে X-এ জানিয়েছে যে, এখন থেকে অভ্যন্তরীণ যাত্রীদের তিন ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছাতে হবে এবং চেক-ইন ৭৫ মিনিট আগে বন্ধ করে দেওয়া হবে।

  6. ভারতের সেনা-স্থাপনায় হামলা, অস্বীকার পাকিস্তানের

    ভারতের সেনাবাহিনী দাবি করছে, পাকিস্তান ভারত-শাসিত কাশ্মিরের উধমপুর এবং পাঞ্জাবের পাঠানকোটের তিনটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র আর ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।

    তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ভারতের এই অভিযোগ নাকচ করে বলেছেন, ভারত শাসিত কাশ্মীরে কোনো হামলার দায় তার দেশের নয়।

    ভারতীয় সেনাবাহিনী তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, ওইসব ‘হামলা’র ফলে তাদের কোনোরকম ক্ষয়ক্ষতি হয় নি এবং হামলাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।

    ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবী করছে, “জম্মু, পাঠানকোট আর উধমপুরে সামরিক ঘাঁটির ওপরে পাকিস্তানের দিক থেকে ড্রোন আর ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছিল। এইসব হামলা রুখে দেওয়া গেছে। কোনও জান মালের ক্ষতি হয় নি।“

  7. ভারতের হামলাকে 'ফ্যান্টম ডিফেন্স' বলে অভিহিত করেছেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র

    ভারত সরকারকে "সিনেমা" থেকে "বাস্তব" জগতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

    কিছুক্ষণ আগে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন। এ সময় পাকিস্তানের উপ প্রধানমন্ত্রীও উপস্থিত ছিলেন।

    তিনি ভারতের হামলাকে "ফ্যান্টম ডিফেন্স" বা "ভৌতিক প্রতিরক্ষা" হিসেবে অভিহিত করেছেন।

    এই সামরিক মুখপাত্র আরও বলেছেন, "পাকিস্তান যখন ভারতে হামলা করবে, তখন এর প্রতিধ্বনি সব জায়গায় শোনা যাবে।"

  8. আরও শহরে ব্ল্যাক আউট, সাইরেন

    চন্ডীগড় শহরের প্রশাসন বলছে, বিমান হামলার সঙ্কেত দিতে সাইরেন বাজানো হচ্ছে এবং দ্রুত ব্ল্যাক আউট করে দেওয়া হচ্ছে।

    জম্মুরই আরেক শহর রাজৌরিতে প্রশাসন ব্ল্যাক আউট করে দিতে সাধারণ মানুষকে অনুরোধ করেছে।

    হিমাচল প্রদেশের ধরমশালা শহরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একটি চলমান ম্যাচ বন্ধ করে দিয়ে স্টেডিয়াম খালি করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ক্রিকইনফোডটকম।

    এর আগে বিবিসির সংবাদদাতা দিব্যা আরিয়া জানিয়েছিলেন যে, জম্মু অঞ্চলের বেশ কয়েকটি এলাকা থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে।

    প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছেন, পুরো জম্মু শহরই অন্ধকার করে দেওয়া হয়েছে।

    জম্মুর বিমানবন্দর থেকে বিস্ফোরণের খবর আগেই পাওয়া গিয়েছিল।

    জম্মু শহরের এক বাসিন্দা বিবিসিকে জানিয়েছিলেন যে বিমানবন্দরের কাছে তিনি নিজে “১৬টি বস্তুকে” অবতরণ করতে দেখেছেন।

    পুরো জম্মু শহর এখন অন্ধকার, দোকান বাজার বন্ধ।

    হামলার সঙ্কেত দিতে সাইরেন বাজা শুরু হতেই মানুষ দৌড়াদৌড়ি শুরু করেন।

    এখন সেখান থেকে প্রায় দেড় ঘণ্টা দূরের কাঠুয়া থেকেও বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। সেখানেও ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে পুরো শহর।

    সংবাদ সংস্থা এএনআইকে উদ্ধৃত করে বিবিসি নিউজ জানিয়েছে, জম্মুতে যে ধরনের ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে পাকিস্তান, সেগুলো ‘লয়েটারিং মিউনিশন’, অর্থাৎ এই ড্রোনগুলিতে বিস্ফোরক থাকে এবং লক্ষ্যবস্ততে আঘাত করার পরে সেগুলোতে বিস্ফোরণ ঘটে যায়।

  9. জম্মু বিমানবন্দরের পরে বিস্ফোরণের শব্দ কাঠুয়াতেও

    বিবিসির সংবাদদাতা দিব্যা আরিয়া জানাচ্ছেন, জম্মু অঞ্চলের বেশ কয়েকটি এলাকা থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে।

    প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছেন, পুরো জম্মু শহরই অন্ধকার করে দেওয়া হয়েছে।

    জম্মুর বিমানবন্দর থেকে বিস্ফোরণের খবর আগেই পাওয়া গিয়েছিল।

    এখন সেখান থেকে প্রায় দেড় ঘন্টা দূরের কাঠুয়া থেকেও বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। সেখানেও ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে পুরো শহর।

    সংবাদ সংস্থা এএনআইকে উদ্ধৃত করে বিবিসি নিউজ জানিয়েছে, জম্মুতে যে ধরণের ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে পাকিস্তান, সেগুলো ‘লয়েটারিং মিউনিশন’, অর্থাৎ এই ড্রোনগুলোতে বিস্ফোরক থাকে এবং লক্ষ্যবস্ততে আঘাত করার পরে সেগুলোতে বিস্ফোরণ ঘটে যায়।

  10. পাকিস্তান 'লয়টারিং মিউনিশানস' দিয়ে জম্মুকে লক্ষ্যবস্তু করেছে- খবর

    সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে পাকিস্তান জম্মুতে "লয়টারিং মিউনিশান" দিয়ে ড্রোন হামলা চালাচ্ছে।

    'লয়টারিং মিউনিশান' বলতে সাধারণত এক ধরনের ড্রোন বোঝায় যার সাথে ওয়ারহেড যুক্ত থাকে এবং এটি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এধরণের ড্রোনকে 'কামিকাজে ড্রোন'ও বলা হয়।

    সংবাদ সংস্থাটি আরও জানিয়েছে ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও পাল্টা গুলি চালাচ্ছে।

  11. ব্রেকিং, জম্মু বিমানবন্দরে বিস্ফোরণ

    জম্মু শহরের গুজ্জর নগর সেতুর কাছে থাকা একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, তিনি জম্মু বিমান বন্দরের কাছে ১৬টি বস্তু পড়ে রয়েছে বলে গণনা করেছেন।

    এদিকে, বার্তা সংস্থা এএফপিকে একটি নিরাপত্তা সূত্র বিমান বন্দরে বিস্ফোরণের খবর জানিয়েছে।

    ওই প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন যে ওই সময় বাজার বন্ধ ছিল এবং তারা লোকজনকে দৌড়াদৌড়ি করতে দেখেছেন, তখন সাইরেন বাজছিল এবং গোটা শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

    এদিকে, ভারতীয় সেনাবাহিনীর সূত্র বিবিসিকে জানিয়েছে, জম্মুতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে, এ সময় গোটা শহর জুড়ে এয়ার সাইরেন বাজছিল।

  12. ব্রেকিং, ভারত-শাসিত কাশ্মীরে সাইরেন ও ব্ল্যাকআউট

    ভারত-শাসিত কাশ্মীরের দক্ষিণাঞ্চলীয় প্রদেশের জম্মু শহরে সাইরেনের শব্দ এবং ব্ল্যাকআউট হয়ে যাওয়ার খবর জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

    একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, ব্ল্যাকআউট চলছে এবং তারা সাইরেন শুনতে পাচ্ছেন।

    বিস্তারিত তথ্য পাওয়ার সাথে সাথেই এই বিষয়ে আরও খবর জানানো হবে।

  13. পাকিস্তানে হামলায় নিহতদের জানাজায় দেশটির সেনাবাহিনীর উপস্থিতি নিয়ে ভারতের প্রশ্ন

    পাকিস্তানে ভারতের হামলায় নিহতদের জানাজায় সে দেশের সেনাবাহিনীর উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

    বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলন তিনি এ প্রশ্ন তোলেন।

    জানাজার একটি ছবি দেখিয়ে মি. মিশ্রি প্রশ্ন করেন, পাকিস্তান কি সন্ত্রাসীদের রাষ্ট্রীয় সম্মান দেয়?

    তিনি বলেন, "ভারতীয় বিমান হামলার পর সন্ত্রাসীদের জানাজার কিছু ছবি আমরা দেখেছি। যদি কেবল বেসামরিক লোকই মারা যেত, তাহলে আমি জানি না এই ছবি কী বার্তা দেয়? এই প্রশ্ন করা উচিত।"

    মি. মিশ্রি একটি ছবি দেখিয়েছেন যেখানে পাকিস্তানি সামরিক বাহিনীর কর্মকর্তাদেরও জানাজায় উপস্থিত থাকতে দেখা গেছে।

    "এটা দেখেও অবাক লাগছে যে একজন বেসামরিক লোকের জানাজা পাকিস্তানের পতাকা এবং রাষ্ট্রীয় মর্যাদায় করা হয়েছে" বলেন তিনি।

    মি. মিশ্রি বলেন, " নিজেদের কথা বিবেচনা করে আমরা বিশ্বাস করি যে ওই স্থানগুলোতে যারা নিহত হয়েছে তারা সন্ত্রাসী ছিল। আমরা বিশ্বাস করি এই হামলায় একজন সন্ত্রাসী নিহত হয়েছে এবং রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়েছে।"

    এদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী ইসাক দার বার্তা সংস্থা রয়টার্সের সাথে কথা বলার সময় দাবি করেছেন পাকিস্তান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের কার্যালয়ের মধ্যে যোগাযোগ হয়েছে।

    দুই দেশের সেনাবাহিনীর মধ্যে একটি হটলাইন চালু রয়েছে বলে তিনি জানিয়েছেন।

    দিল্লিতে সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব মি. মিসরিকে এ বিষয়ে প্রশ্ন করা হলে এ বিষয়ে কিছু জানার কথা অস্বীকার করেন তিনি।

    মি. মিশ্রি বলেন, "আমার কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই।"

  14. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা প্রত্যাহার

    সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে।

    এছাড়া মো. আবদুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এবং এসবির একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

    পুলিশসদর দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে আজ এই তথ্য জানানো হয়েছে।

    জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের নয় মাস পর গতকাল বুধবার রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যান মো. আবদুল হামিদ।

    ইমিগ্রেশন কর্তৃপক্ষের একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে জানান, তার দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা ছিল না, সেকারণে তাকে দেশ ছাড়তে বাধা দেওয়া হয়নি।

  15. 'স্টেডিয়ামে ড্রোন হামলার' খবরে পিএসএল ক্রিকেট ম্যাচের সময়সূচি পরিবর্তন

    রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আজ রাতে হওয়ার কথা ছিল এমন একটি ক্রিকেট ম্যাচের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

    এতে বলা হয়েছে, "সব স্টেকহোল্ডারের সাথে পরামর্শ করে আজ রাতের এইচবিএল পিএসএল (পাকিস্তান সুপার লিগ) পেশোয়ার জালমি এবং করাচি কিংসের মধ্যে ম্যাচের সময়সূচি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।"

    যথাসময়ে তারিখ পুনর্নির্ধারণ করে ঘোষণা করা হবে বলে এই বিবৃতিতে বলা হয়েছে। সময়সূচি পরিবর্তনের কোনো কারণ উল্লেখ করা হয়নি বিবৃতিতে।

    তবে ভারতীয় ড্রোন হামলায় রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বেশ কয়েকটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

    কিন্তু পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেনি। তবে সেনাবাহিনী জানিয়েছে স্টেডিয়ামের কাছাকাছি একটি রাস্তায় ভারতীয় ড্রোন ভূপাতিত হয়েছিল।

    এদিকে আগামী দুইদিনের জন্য স্কুলগুলো বন্ধ ঘোষণা করেছে পাকিস্তানের পাঞ্জাব।

    একটি বিজ্ঞপ্তিতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরকার নয় ও ১০ই মে সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

    আন্তর্জাতিক সংস্থাগুলো কর্তৃক অনুষ্ঠিত ও লেভেল এবং এ লেভেলের মতো পরীক্ষাগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে।

    এছাড়া বিমান চলাচল স্থগিত রয়েছে করাচি বিমানবন্দরে।

    পাকিস্তানের বিমান বন্দর নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, "অপারেশনাল কারণে" করাচি বিমান বন্দর থেকে সব ধরনের বিমান চলাচল মধ্যরাত পর্যন্ত স্থগিত থাকবে।

    এর আগে, পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিমান চলাচল স্থগিত রাখার ঘোষণা দিয়েছিল।

  16. যেসব বিষয়ে কথা বলেননি ভারতের পররাষ্ট্র সচিব

    পাকিস্তান পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে তাদের এমন দাবির বিষয়ে প্রশ্ন করলে সরাসরি কোন উত্তর দেননি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

    আজ বুধবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে মি. মিশ্রি বলেন, এই বিষয়ে সরকারি তথ্য সঠিক সময়ে জানানো হবে।

    পাকিস্তানি বাহিনী ৫০ জন ভারতীয় সেনা হত্যা করেছে বলে সেখানকার তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের দাবির বিষয়ে প্রশ্ন করা হয়নি মি. মিশ্রিকে।সংবাদ সম্মেলনে তিনি এই বিষয়ে কোনো কথা বলেননি।

    কিছু ভারতীয় গণমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, গতকাল বুধবার পাকিস্তানে বিমান হামলায় ১০০ জন জঙ্গি নিহত হয়েছে। কিন্তু এই দাবির বিষয়ে কথা বলেননি তিনি।

    তিনি বলেন, এই বিমান হামলার পর মাত্র ৩৬ ঘণ্টা পার হয়েছে এবং আরো বিস্তারিত জানার জন্য গণমাধ্যমকে অপেক্ষা করতে বলেন।

    পাকিস্তানের লাহোরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভারত নিষ্ক্রিয় করেছে উল্লেখ করে এমন আরো কোনো লক্ষ্যবস্তু ভারতের তালিকায় রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, অভিযানের বিস্তারিত জানাবেন না।

    যদিও পাকিস্তান, লাহোরে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানার কথা অস্বীকার করেছে।

  17. মার্কিন নাগরিকদের পাকিস্তান ভ্রমণ সীমিত করার নির্দেশ যুক্তরাষ্ট্রের

    পাকিস্তানে নিজ নাগরিকদের ভ্রমণ সীমিত করার নির্দেশনা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাকিস্তানের মার্কিন দূতাবাস জানিয়েছে, ভারত-পাকিস্তান পরিস্থিতি ক্রমাগত বদলাচ্ছে এবং পরিবর্তিত এই প্রেক্ষপটে নজর রাখেছে যুক্তরাষ্ট্র।

    যদিও দৈনন্দিন কাজের জন্য ইসলামাবাদের মার্কিন দূতাবাস এবং করাচি, লাহোর ও পেশোয়ারের মার্কিন কনস্যুলেট খোলা থাকবে বলেও জানানো হয়েছে।

    সন্ত্রাসবাদ ও দুই দেশের মধ্যে চলমান সামরিক সংঘাতের ঝুঁকির কারণে ভারত-পাকিস্তানের সীমান্তবর্তী এলাকা এবং নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় ভ্রমণ এড়িয়ে চলতে মার্কিন নাগরিকদের পরামর্শ দেয়া হয়েছে।

    সংঘর্ষে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে এমন কোনো এলাকায় যদি অবস্থান করতে হয় এবং এলাকা ছেড়ে দেওয়া সম্ভব না হয়, তাহলে নিরাপদ স্থানে আশ্রয় নিতে নিজ নাগরিকদের নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র।

    কর্মকর্তারা আরও বলেছেন, বিদ্যমান পরিস্থিতি পাকিস্তানে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিমান চলাচলকে প্রভাবিত করেছে। আজ সকালে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ করাচি, লাহোর এবং শিয়ালকোটে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিতের ঘোষণাও দিয়েছে। অতএব, ভ্রমণের আগে আমেরিকান নাগরিকদের তাদের বিমান সংস্থাগুলির সাথে যোগাযোগ করে বিমানের অবস্থা যাচাই করারও পরামর্শ দিয়েছেন।

  18. পাকিস্তান ও ভারতের শেয়ার বাজারে দর পতন

    ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার দর পতনের সাথে সাথে বন্ধ হয়ে গেছে ভারত ও পাকিস্তানের শেয়ার বাজার।

    ভারতের প্রধান স্টক এক্সচেঞ্জ সূচক সেনসেক্স এবং নিফটি প্রায় অর্ধ শতাংশ দর পতনের রেকর্ড করেছে।

    একই সময়ে, পাকিস্তানের করাচি স্টক এক্সচেঞ্জে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক দেখা গেছে। বিক্রিতে ঝুঁকেছেন বিনিয়োগকারীরা।

    শেয়ার কেনা-বেচার সময় ব্যাপক দর পতনের কারণে লেনদেন বন্ধ করতে হয়েছিল। লেনদেন কমেছে ছয় শতাংশেরও বেশি।

    মুদ্রা বাজারেও স্পষ্টভাবে দৃশ্যমান ছিল আতঙ্ক।

    মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম এক শতাংশেরও বেশি কমে গেছে, কমেছে পাকিস্তানি রুপির দামও।

    দুই দেশই একে অপরকে ড্রোন হামলার জন্য অভিযুক্ত করায় বৃহস্পতিবার উদ্বিগ্ন ছিল বিনিয়োগকারীরা।

  19. সীমান্ত পার হয়ে শিখ সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করেছে পাকিস্তান, অভিযোগ ভারতের

    ভারতশাসিত কাশ্মীরের পুঞ্চে শিখ সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করে পাকিস্তান গোলা নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ।

    বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

    তিনি আরও বলেন, পাকিস্তানের গোলা বর্ষণে জেলার একটি গুরুদুয়ারায় এই সম্প্রদায়ের তিনজন নিহত হয়েছেন।

    পররাষ্ট্র সচিব আরও জানান ভারতের সব বিমান হামলার লক্ষ্যবস্তু ছিল “সতর্কতার সাথে নির্বাচন করা সন্ত্রাসী অবকাঠামো। এসব নির্বাচিত স্থানগুলো ছিল ভারতের সীমান্তবর্তী সন্ত্রাসের ঘটনা এবং সন্ত্রাসী অবকাঠামোর সাথে সম্পর্কিত।"

    তিনি অভিযোগ করেছেন পাকিস্তান সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেয়ার জন্য ধর্মীয় স্থানগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করেছে।

    যদিও এর আগে পাকিস্তান ২২শে এপ্রিলের পর্যটকদের ওপর হামলার সাথে কোনো ধরনের সংশ্লিষ্টতা এবং তাদের মাটিতে সন্ত্রাসী অবকাঠামো থাকার কথা অস্বীকার করেছে।

  20. পাকিস্তানের বাঁধের কোনো ক্ষতি করার কথা অস্বীকার করেছে ভারত

    বিমান হামলায় নিলম-ঝিলম বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পাকিস্তান যে দাবি করেছে তা “নিরেট মিথ্যা কথা” বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

    ভারত কেবল ‘সন্ত্রাসী অবকাঠামো’ তে হামলা করেছে বলে তিনি জানিয়েছেন।

    বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

    এই সংবাদ সম্মেলনে আবারও পহেলগাম হামলার জন্য পাকিস্তানভিত্তিক গোষ্ঠীকে দোষারোপ করেছে ভারত।

    মি. মিশ্রি ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে এ হামলার জন্য দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে দায়ী করেছেন।

    তিনি বলেন, টিআরএফ পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বা জঙ্গি গোষ্ঠীর একটি ফ্রন্ট। জাতিসংঘ এটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে।

    ভারতের বিরুদ্ধে হামলা চালানোর জন্য কোনো গোষ্ঠীকে নিজেদের মাটি ব্যবহার করার অনুমতি দেয়ার কথা অস্বীকার করেছে পাকিস্তান।