আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, ই-সিগারেট আমদানি নিষিদ্ধের সিদ্ধান্ত

'রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে' বলে তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলামের যে বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে 'তা অসাবধানতাবশত ভুল হয়েছে' বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা। এক নজরে ১২ই ডিসেম্বরের ঘটনাপ্রবাহ জেনে নিন...

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার সারাদিন যা যা হলো

    • 'রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে' বলে তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলামের যে বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে 'তা অসাবধানতাবশত ভুল হয়েছে' বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন।
    • ভারতের সাথে বাংলাদেশের যে বন্দি বিনিময় চুক্তি আছে সেটি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেয়া হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
    • চট্টগ্রাম বারের কোনো আইনজীবী ওকালতনামা জমা না দেয়ায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির আবেদন নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত। পূর্বনির্ধারিত তারিখ দোসরা জানুয়ারিতেই হবে শুনানি।
    • ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম সংশ্লিষ্ট সব পণ্য আমদানি নিষিদ্ধের তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
    • ভারতের উপাসনাস্থল আইনের কয়েকটি ধারার বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া একাধিক আপিলের শুনানিতে বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছে সুপ্রিম কোর্ট।
    • বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের বিরুদ্ধে অনেক মিথ্যা ও প্রতিহিংসামূলক মামলা রয়েছে। সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে নিষ্পত্তি হলে তিনি দেশে ফিরবেন।
    • র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) একেএম শহিদুর রহমান বলেছেন, কারো নির্দেশে আর গুম-খুনে জড়াবে না বাহিনীটি।
    • সারাদেশে আগামী ২৪ ঘণ্টায় রাত-দিনের তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে তেঁতুলিয়া, পঞ্চগড় ও কুড়িগ্রামসহ উত্তরের বিভিন্ন জেলায় শীতের প্রকোপ বাড়বে এবং তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারবে বলেও জানানো হয়েছে।
  2. তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, প্রত্যাহার করা হয়েছে মন্ত্রণালয়ের কর্মকর্তা

    'রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে' বলে তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলামের যে বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে 'তা অসাবধানতাবশত ভুল হয়েছে' বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন।

    সংবাদটি প্রকাশের পর বিজ্ঞপ্তি পাঠানো জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

    বিবিসি বাংলাকে মি. জসীম উদ্দিন বলেছেন, তথ্য উপদেষ্টা ওই কথা বলেন নি। তিনি (জসীম) অসাবধানতাবশত ভুল বক্তব্য দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছিলেন।

    "আমার ভুলের কারণে উপদেষ্টা মহোদয় বিব্রত হয়েছেন" বলেন মি. উদ্দীন।

    অবশ্য, আগের বার্তাটি নাকচ করে মন্ত্রণালয় থেকে নতুন কোনো বক্তব্যও পাওয়া যায়নি।

    উপদেষ্টা নাহিদ ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

    তবে, মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, এ বিষয়ে উপদেষ্টার বক্তব্যই চূড়ান্ত বলে ধরে নিতে হবে।

    "কারণ তিনি গণমাধ্যমের উদ্দেশে কোনো কথা বলেন নি। একান্ত বৈঠকে কথা বলেছেন," যোগ করেন ওই কর্মকর্তা।

    একটি বিদেশি প্রতিনিধি দলের সাথে বৈঠকে তথ্য উপদেষ্টা বলেন, "রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক। তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে"।

    মন্ত্রণালয় থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়েছিল।

    "তথ্য উপদেষ্টা 'ব্যর্থ প্রমাণের চেষ্টার' সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে কোনো নির্দিষ্ট দলের নাম বলেন নি। যদিও আজ বৃহস্পতিবার বিএনপি নেতারা এ বিষয়ে মন্তব্য করেছেন।

  3. গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও পাঁচ জন মারা গেছেন

    বাংলাদেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও পাঁচ জন মারা গেছেন। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৪১ জন মারা গেছেন।

    এছাড়া গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ৩৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ৯৭ হাজার ৯৪৭ জনে।

    বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া নিয়মিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

    গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে দুই জন মারা গেছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম এবং রংপুর বিভাগীয় এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন করে আরও তিন জন মারা গেছেন।

    ডিসেম্বরের প্রথম ১১ দিনে ছয় হাজার ৪৭৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন ৫৩ জন।

  4. বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, প্রত্যাশা আসিফ মাহমুদের

    ভারতের সাথে বাংলাদেশের যে বন্দি বিনিময় চুক্তি আছে সেটি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেয়া হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

    উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

    মি. মাহমুদ বলেন, “ভারতের পররাষ্ট্র সচিব যখন বাংলাদেশে এসেছেন তখনও বাংলাদেশের পক্ষ থেকে এটা বলা হয়েছে যে একজন গণহত্যাকারী ফ্যাসিস্ট আসলে যার এ মুহূর্তে বিচার হওয়ার কথা, যার এখন কারান্তরীণ থাকার কথা, তিনি ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন বিদ্বেষমূলক বক্তব্য তিনি দিয়ে যাচ্ছেন।”

    “এই বিষয়টাকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র সচিবকে বলা হয়েছে। তিনি সেটা ভারতে উত্থাপন করেছেন। আমরা আশা করি এ ধরনের কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভারত তাকে বাধা দেবে এবং যথা সময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় ট্রিটি আছে সেই ট্রিটি অনুযায়ী ভারত তাকে বাংলাদেশে ফেরত দেয়া হবে” বলেন ক্রীড়া উপদেষ্টা।

    পাঁচই অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাড়ে তিন মাস পর আওয়ামী লীগের দলীয় বিভিন্ন রাজনৈতিক সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে আবারো রাজনীতিতে সরব হওয়া শুরু করেন।

  5. চট্টগ্রামের কোনো আইনজীবী না থাকায় চিন্ময়ের জামিন আবেদন নথিভুক্ত, শুনানি জানুয়ারিতে

    চট্টগ্রাম বারের কোনো আইনজীবী ওকালতনামা জমা না দেয়ায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির আবেদন নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত। পূর্বনির্ধারিত তারিখ দোসরা জানুয়ারিতেই হবে শুনানি।

    আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম এ আদেশ দেন।

    সকালে দ্বিতীয় দিনের মতো ঢাকা থেকে যাওয়া আইনজীবী রবীন্দ্র ঘোষ জামিন শুনানির আবেদন জমা দেন।

    বিকেলে আদেশের পর রবীন্দ্র ঘোষ সাংবাদিকদের বলেন, “ আজ মুভ করেছিলাম। এই বারের আরেকজন আইনজীবী না থাকার কারণে উনি এটা পেন্ডিং রেখে দিয়েছেন। এটা যদি রিজেক্ট হয়, আমরা হাই কোর্টে যাব।”

    পরে চট্টগ্রামের আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বলেন, “আদালত ওনাকে (রবীন্দ্র ঘোষ) সুযোগ দিয়েছিলেন৷ কিন্তু তিনি বিধি মোতাবেক উপস্থিত হতে পারেননি। তাই আবেদনটি নথিভুক্ত করা হয়েছে। চিন্ময় দাশের জামিন শুনানি পূর্ব নির্ধারিত দোসরা জানুয়ারি অনুষ্ঠিত হবে।”

    এর আগে বুধবার একই আদালতে আইনজীবী রবীন্দ্র ঘোষের করা তিনটি আবেদন খারিজ হয়েছিল। রাষ্ট্রপক্ষ ও আইনজীবী সমিতির নেতারা কাল জানিয়েছিলেন, আসামি চিন্ময়ের পক্ষে আইনজীবী রবীন্দ্র ঘোষের কোনো ওকালতনামা না থাকায় আদালত আবেদনগুলো খারিজ করেছে।

    রবীন্দ্র ঘোষ কাল দাবি করেছিলেন, আইনজীবীদের বাধায় আদালতে আবেদনের শুনানি করা সম্ভব হয় নি।

    বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আদালতে আইনজীবীদের দাঁড়াতে বাধা দেয়ার অভিযোগ করে আসছে।

    যদিও চট্টগ্রামের আইনজীবী সমিতির নেতারা এ অভিযোগ অস্বীকার করে আসছেন। তবে, সমিতির সদস্যদেরকে এ সংক্রান্ত মামলার শুনানি থেকে বিরত থাকার অনুরোধ করেছেন তারা।

  6. ইন্টারনেট বিচ্ছিন্ন করার কারণ জানতে পলককে জিজ্ঞাসাবাদ করা হবে

    বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে দেশজুড়ে ইন্টারনেট বিচ্ছিন্ন করার ঘটনায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

    ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম আজ এ বিষয়ে শুনানি শেষে সাংবাদিকদের এ কথা জানান।

    তিনি বলেন, "তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা আবেদন করেছিলাম। আদালত সেটা মঞ্জুর করেছেন। আগামী ১৮ই ডিসেম্বর তাকে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।"

    তিনি আরো বলেন, "জুলাই-অগাস্ট মাসে গণহত্যার পরিকল্পনার ব্যাপারে তিনি জানতেন এবং এসব বাস্তবায়ন করতে সরাসরি তিনি দায়িত্ব পালন করেছেন। এসব বিষয়ে তথ্য উদঘাটন করতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।"

    এর আগে, জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া সাবেক নয় মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

    সেদিন প্রথমবারের মতো ট্রাইব্যুনালে হাজির হয়েছিলেন পলক। আগামী ১৮ই ডিসেম্বর পলকসহ সেই সাবেক নয় মন্ত্রীকে আবারও ট্রাইব্যুনালে হাজির করা হবে।

    উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার মধ্যে গত ১৭ই জুলাই রাতে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছিল সাবেক আওয়ামী লীগ সরকার। পরদিন ১৮ই জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়। টানা পাঁচ দিন সব ধরনের ইন্টারনেট বন্ধ ছিল।

    গত ২৪শে জুলাই ব্রডব্যান্ড ইন্টারেনেট এবং ২৮শে জুলাই মোবাইল ইন্টারনেট চালু হলেও বন্ধ ছিল কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম। ৩১শে জুলাই ফের চালু হওয়ার আগ পর্যন্ত ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মতো সেবা বন্ধ ছিল ১৩ দিন।

    পরে আবার ৫ই অগাস্ট কয়েক ঘণ্টার জন্য মোবাইল ও ব্রডব্যান্ড উভয় ইন্টারনেট সেবাই বন্ধ করে দেওয়া হয়। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করলে দুপুর ২টার পর ইন্টারনেট পুরোপুরি চালু হয়।

  7. ই-সিগারেটকে আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত

    ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম সংশ্লিষ্ট সব পণ্য আমদানি নিষিদ্ধের তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

    বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতি আদেশে আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকায় ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম অন্তর্ভুক্ত করা হবে।

    ই-সিগারেট আমদানি নিষিদ্ধের বিষয়ে স্বাস্থ্য সেবা বিভাগ উদ্যোগ নিয়েছে।

    তাদের পক্ষ থেকে বলা হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখার লক্ষ্যে ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ইএনডিএস) সংশ্লিষ্ট সব পণ্যের আমদানি নিষিদ্ধ করার বিষয়ে জরুরি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

    উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’ এর খসড়া উপস্থাপন করা হয়। এটি চূড়ান্ত অনুমোদনের জন্য পুনরায় উপস্থাপন করতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

  8. ভারতের উপাসনাস্থল নিয়ে আপাতত নতুন মামলা করা যাবে না, বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট

    ভারতের উপাসনাস্থল আইনের কয়েকটি ধারার বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া একাধিক আপিলের শুনানিতে বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছে সুপ্রিম কোর্ট।

    শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে যে এই মামলার শুনানি চলাকালীন দেশের কোথাও এই আইনকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা যাবে না।

    বাবরি মসজিদ-রাম মন্দির বিতর্ক চলাকালীন ওই আইন পাশ করা হয়েছিল। ওই আইন অনুযায়ী ১৫ই অগাস্ট ১৯৪৭ সালে যে সম্প্রদায়ের উপাসনাস্থল যে অবস্থায় ছিল, তার চরিত্র বদল করা যাবে না। বাবরি মসজিদকে অবশ্য ওই আইনের আওতার বাইরে রাখা হয়েছিল।

    সম্প্রতি দেশটির বেশ কয়েকটি মসজিদ ও দরগাহ আদতে হিন্দু মন্দির ছিল– এ ধরনের আবেদনের প্রেক্ষিতে নিম্ন আদালতগুলি সার্ভে করার অনুমতি দিয়েছে।

    বৃহস্পতিবারের শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট বলে, "যেহেতু এই বিষয়টি আদালতে বিচারাধীন, তাই আমরা মনে করি যে কোনও নতুন মামলা দায়ের করা উচিত নয়। নতুন করে মামলা করা হবে না। সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত কোনও আদালতে বিচারাধীন মামলায় কোনও অন্তর্বর্তী বা চূড়ান্ত আদেশ দেওয়া যাবে না। জরিপের আদেশও দেওয়া যাবে না।”

    এই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে হলফনামাও জমা দিতে বলা হয়েছে।

    বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায় আইনটির বিরুদ্ধে মূল আবেদনকারী।

  9. অভিনেত্রী শমী কায়সারের জামিন স্থগিত

    হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছে চেম্বার জজ আদালত।

    জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার জজ আদালত আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

    একই সঙ্গে রাষ্ট্রপক্ষের করা আবেদনটি আগামী ছয়ই জানুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে।

    গত পাঁচই নভেম্বর দিবাগত রাতে ঢাকার উত্তরার চার নম্বর সেক্টরের একটি বাসা থেকে উত্তরা উত্তর ও পূর্ব থানার যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছিলো।

    গত জুলাই-অগাস্ট মাসে হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক মামলায় শমী কায়সারকে গ্রেফতার করা হয়।

    আন্দোলন চলাকালে গত ১৮ই জুলাই ইশতিয়াক মাহমুদ নামের এক ব্যবসায়ীকে হত্যার চেষ্টা হয়। সে সময় ইশতিয়াক মাহমুদের পেটে গুলি লাগে।

    ওই ঘটনায় গত ২৯শে সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় একটি হত্যা চেষ্টা মামলা হয়। মামলায় শমী কায়সার, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়।

  10. দুর্নীতির মামলায় গিয়াস উদ্দিন মামুনের সাজা বাতিলের রায় বহাল রাখলো আপিল বিভাগ

    দুর্নীতির মামলায় ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের ১০ বছরের কারাদণ্ড বাতিল করে হাইকোর্টের দেয়া রায় রহাল রেখেছে আপিল বিভাগ।

    একই সঙ্গে তার স্ত্রী শাহিনা ইয়াসমিনের তিন বছরের কারাদণ্ড বাতিলের রায়ও বহাল রাখা হয়েছে।

    অবৈধভাবে ১১১ কোটি তিন লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় ২০০৮ সালের ২৭শে মার্চ মি. মামুনকে ১০ বছর এবং তার স্ত্রীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত।

    তাদের করা দুইটি আপিলের পরিপ্রেক্ষিতে ২০১২ সালে হাইকোর্ট তাদের খালাস দেয়। একইসাথে বিচারিক আদালতের রায় বাতিল করে।

    এ রায়ের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে গেলে ২০১৫ সালে পুনরায় আপিল শুনানির নির্দেশ দেয়া হয়। ওই রায়কে আবার চ্যালেঞ্জ করে রিভিউ আবেদন করেন মি. মামুন ও তার স্ত্রী।

    ওই রিভিউ আবেদন বৃহস্পতিবার মঞ্জুর করেছে আপিল বিভাগ।

  11. জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় দণ্ডিত বিএনপি নেতা মিজানুরের জামিন

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মিজানুর রহমান ভুঁইয়া মিল্টনের জামিন মঞ্জুর করেছে আদালত।

    বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করেন তিনি।

    আপিল করার শর্তে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত মি. ভুঁইয়ার জামিন মঞ্জুর করে।

    এর আগে ২০২৩ সালের ১৭ই অগাস্ট বিচারিক আদালত এ মামলার রায় ঘোষণা করে।

    রায়ে সাংবাদিক শফিক রেহমান, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং মিজানুর রহমান ভুঁইয়াসহ পাঁচজনের সাত বছরের কারাদণ্ড দেয় আদালত।

    পরে আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২২শে সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসামি মিজানুরের সাজা এক বছরের জন্য স্থগিত করে।

    মামলার অভিযোগ থেকে জানা যায়, বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি ও জোটভুক্ত অন্য দলগুলোর উচ্চ পর্যায়ের নেতারা একত্রিত হয়ে পরস্পর যোগসাজশে সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ছেলে ও তার সাবেক প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন।

    এ ঘটনায় ২০১৫ সালের তেসরা অগাস্ট পল্টন মডেল থানায় এ মামলা করে পুলিশ।

  12. তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে নাগাদ ফিরতে পারেন এ নিয়ে কথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকদের তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে অনেক মিথ্যা ও প্রতিহিংসামূলক মামলা রয়েছে। সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে নিষ্পত্তি হলে তিনি দেশে ফিরবেন।

    বৃহস্পতিবার দুপুরে বিমানের একটি ফ্লাইটে যুক্তরাজ্য থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন দাবি করেছেন।

    গত ৩০শে নভেম্বর সকালে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন মির্জা ফখরুল ও তার স্ত্রী। লন্ডনে তারেক রহমানের সঙ্গে দেখা করার পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন মহাসচিব।

    এদিকে, বিএনপি সংস্কার নয় বরং নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে, এমন ধারণা ভুল বলে দাবি করেছেন মির্জা ফখরুল।

    তার মতে, বাংলাদেশে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে তা নির্বাচিত সরকার ছাড়া মোকাবিলা করা চ্যালেঞ্জিং। এজন্য বিএনপি ন্যূনতম সংস্কার শেষ করে নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছে।

    রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের এমন বক্তব্যকে 'রাজনীতিবিরোধী' বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি জানি না তিনি কোন প্রেক্ষিতে এ কথা বলেছেন। উনার এই বক্তব্য রাজনীতিবিরোধী। রাজনৈতিক দলগুলো সব সময়ই এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে। যার উদ্দেশ্য গণতন্ত্রকে পুনরুদ্ধার করা।’

  13. ক্ষমা চেয়ে র‍্যাব ডিজি বললেন কারো নির্দেশে গুম-খুনে জড়াবে না বাহিনীটি

    র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) একেএম শহিদুর রহমান বলেছেন, কারো নির্দেশে আর গুম-খুনে জড়াবে না বাহিনীটি।

    বৃহস্পতিবার দুপুরে র‍্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    এ সময় তিনি র‍্যাবের নির্যাতনের স্বীকার হওয়া পরিবারগুলোর কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, সুষ্ঠু তদন্ত ও বিচারের মাধ্যমে র‍্যাব দায়মুক্ত হতে চায়।

    তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার গুম-খুন কমিশন করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারকাজ পরিচালনা করছে। আশা করবো সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে র‍্যাবের বিরুদ্ধে প্রতিটি অভিযোগের বিচার হবে। তাহলে বাহিনীটির দায়মুক্তি সম্ভব।”

    তিনি আরো বলেন, র‍্যাবের বিরুদ্ধে আয়নাঘর, গুম, খুনসহ যত ধরনের অভিযোগ ছিল তার তদন্ত করছে কমিশন, তদন্তের ফলাফলের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    র‍্যাবের কোনও সদস্য আইন নিজের হাতে তুলে নিলে বা অপরাধে জড়ালে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন তিনি।

    গত পাঁচই অগাস্ট অন্তবর্তী সরকার দায়িত্ব নেয়ার পর অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে র‍্যাবের ১৬ সদস্যকে আটক করার কথা জানান বাহিনীটির মহাপরিচালক।

    তাদের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসার অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করে আইনি ব্যবস্থা চলছে বলেও জানান তিনি।

    র‍্যাবের গঠনের পর থেকে এ পর্যন্ত বাহিনীর ৫৮ কর্মকর্তা এবং চার হাজার ২৩৫ সদস্যকে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

    ছাত্র-জনতার ওপর গুলি চালাতে যারা হুকুমদাতা বা এ সংক্রান্ত যেসব মামলা রুজু হয়েছে সেই মামলায় এ পর্যন্ত সাবেক চার মন্ত্রী, ১৭ এমপিসহ ৩৫৩ জনকে গ্রফতারের কথা জানান তিনি। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

    র‍্যাব সৃষ্টির পর থেকে এ পর্যন্ত যারা র‍্যাব দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন তাদের কাছে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেন র‍্যাব ডিজি।

  14. সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন

    একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    পাপিয়া সারোয়ারের স্বামী সারওয়ার আলম বিবিসি বাংলাকে খবরটি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তাদের দুটি সন্তান রয়েছে।

    পারিবারিক সূত্রে জানা গেছে, দুই বছর ধরে অগ্নাশয়ের ক্যান্সারে ভুগছিলেন মিজ সারোয়ার। তার স্বামী সারোয়ার আলম জানান, ২০২২ সালে ফোর্থ স্টেজে তার ক্যান্সার ধরা পড়ে। এরপর দিল্লিতে দীর্ঘ সময় চিকিৎসা নিয়েছেন তিনি।

    সবশেষ একমাস আগে অবস্থার অবনতি হলে ঢাকার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে শিল্পীর মরদেহ।

    সেখান থেকে নেওয়া হবে ধানমন্ডির ঈদগাহ মসজিদেবাদ জুমা বাদ জুমা জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

    রবীন্দ্র সংগীত শিল্পী হলেও পাপিয়া সারোয়ার সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন 'নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম' গানটির মাধ্যমে।

    তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন, তবে ক্যারিয়ার গড়েন সংগীতে। স্কুলে পড়ার সময় ১৯৬৬ সালে ছায়ানটে এবং পরবর্তিতে বুলবুল ললিতকলা একাডেমীতে তিনি রবীন্দ্র সংগীতে দীক্ষা নেন। সে সময় তিনি বেতার ও টিভিতেও নিয়মিত গান করতেন।

    ১৯৭৩ সালে শান্তি নিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র সংগীতে অধ্যয়ন করেন। সেখানে শাস্ত্রীয় সঙ্গীতেও তালিম নেন। পরে দেশে ১৯৯৬ সালে "গীতসুধা" নামে একটি গানের দল প্রতিষ্ঠা করেছিলেন ।

    অনন্য সংগীত পরিবেশনার জন্য তিনি ২০১৩ সালে তিনি বাংলা একাডেমী থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন।

    ২০১৫ সালে বাংলা একাডেমি ফেলোশিপ পান। সবশেষ ২০২১ সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন।

  15. তাপমাত্রা কমছে, কুয়াশায় তিন রুটে সাত ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

    শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকাসহ দেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলা বৃহস্পতিবার সকালে ছিল কুয়াশা আচ্ছন্ন।

    কুয়াশার তীব্রতায় রাত ৩টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ঘাট কর্তৃপক্ষ।

    পরে বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে তিনটি রুটেই ফেরি চলাচল স্বাভাবিক হয়।

    আবহাওয়া অফিস জানিয়েছে, সামনের কয়েকদিন সারা দেশে শেষরাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা এবং দেশের উত্তর-উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

    সারাদেশে আগামী ২৪ ঘণ্টায় রাত-দিনের তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে তেঁতুলিয়া, পঞ্চগড় ও কুড়িগ্রামসহ উত্তরের বিভিন্ন জেলায় শীতের প্রকোপ বাড়বে এবং তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারবে বলেও জানানো হয়েছে।

    বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা এবং আশপাশের এলাকায় এর প্রভাব কমলেও উত্তরাঞ্চলে দিনভর কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে।

    বৃহস্পতিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা ১০ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে জেলায় এটিই সর্বনিম্ন তাপমাত্রা।

    বুধবার রাতে আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

    এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত নানা রোগের সংক্রমণও দেখা দিয়েছে।

  16. হঠাৎ বন্ধ হয়ে যায় ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ

    মেটা প্ল্যাটফর্মের মালিকানাধীন ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের সার্ভার অন্তত সাড়ে তিন ঘণ্টা ডাউন হয়ে ছিল।

    বাংলাদেশ সময় বুধবার রাত ১২টার দিকে জনপ্রিয় পরিষেবাগুলো ব্যবহারকারীরা প্রযুক্তিগত এ ত্রুটির সম্মুখীন হন।

    পরে রাত ১টা ২১ মিনিটে এক পোস্টে মেটার পক্ষ থেকে বলা হয়, আমরা জানতে পেরেছি, প্রযুক্তিগত সমস্যার কারণে কিছু ব্যবহারকারী আমাদের অ্যাপ ব্যবহার করতে পারছেন না।

    ‘আমরা যত দ্রুত সম্ভব বিষয়গুলো স্বাভাবিক করার জন্য কাজ করছি এবং কোনও অসুবিধার জন্য দুঃখিত।’

    পরে রাত সাড়ে তিনটার দিকে পরিষেবাগুলো স্বাভাবিক হতে শুরু করে।

    আউটেজ-ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডটকম বলছে, বিশ্বজুড়ে বড় প্রযুক্তিগত ত্রুটির সম্মুখীন হয়েছেন মেটার ব্যবহারকারীরা।