আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ঐতিহাসিক জয়ের মাধ্যমে আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জয়ের জন্য ২৭০টি ইলেক্টোরাল ভোটের দরকার হলেও তার অন্তত ২৭৯টি ভোট নিশ্চিত হয়েছে। প্রতিদ্বন্দ্বী কমালা হ্যারিসের পক্ষে ২২৩টি ভোট। সেনেটের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে যাওয়ার পূর্বাভাস।

সরাসরি কভারেজ

  1. মার্কিন নির্বাচন ২০২৪ ঘিরে যা যা ঘটেছে

    • মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বিজয়ী হয়েছেন রিপাবলিকানপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ খবরে তিনি ২৭৯টি ইলেকটোরাল কলেজ ভোটে জয় নিশ্চিত করেছেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটপ্রার্থী কমালা হ্যারিস পেয়েছেন ২২৩টি ইলেকটোরাল কলেজ ভোট। তবে এখনো কিছু আসনে ফলাফল ঘোষণা বাকি আছে।
    • মার্কিন আইনসভার উচ্চকক্ষ ও নিম্নকক্ষ, পূর্বাভাস বলছে উভয় ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে রিপাবলিকান পার্টি।
    • ডোনাল্ড ট্রাম্প নিজেকে বিজয়ী প্রেসিডেন্ট ঘোষণা করে মার্কিন নাগরিকদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, “আমেরিকা আমাদের একটি অভূতপূর্ব এবং শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে”। বিজয়ের পর ভাষণকালে ইলন মাস্ককে তিনি “স্টার” বলে অভিহিত করেছেন।
    • প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমালা হ্যারিস বা তার দল ডেমোক্র্যাটিক পার্টির পক্ষ থেকে অবশ্য এখনও মি. ট্রাম্পকে অভিনন্দন জানানো হয়নি। তবে বাংলাদেশ সময় মধ্যরাতে হাওয়ার্ড ইউনিভার্সিটিতে দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে যে ভাষণ দিতে যাচ্ছে, সেখানে তিনি পরাজয় স্বীকার করে নির্বাচিত নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
    • মি. ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, ভারত, দক্ষিণ কোরিয়াসহ অনেক দেশের সরকার প্রধান। তবে চীন ও রাশিয়া আনুষ্ঠানিকভাবে কোনো বার্তা পাঠায়নি বলে জানা যাচ্ছে।
    • ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আওয়ামী লীগ ও বিএনপির পক্ষ থেকেও তাকে অভিনন্দন জানানো হয়েছে।
    • প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ২০শে জানুয়ারি একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করবেন।
  2. ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন তারেক রহমান

    মর্কিিন যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে দেওয়া এক বার্তায় মি. ট্রাম্পকে অভিনন্দন জানান তিনি।

    মি. ট্রাম্পের এই বিজয়ের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মি. রহমান।

  3. ট্রাম্পের বিজয়ে কী বলছে চীন?

    মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর রাশিয়ার মতো চীনের তরফ থেকেও আনুষ্ঠানিক কোনো অভিনন্দন বার্তা পাঠানোর খবর পাওয়া যায়নি।

    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সাংবাদিকদেের জানিয়েছেন যে, মার্কিন নির্বাচনের ফলাফল সম্পূর্ণরূপে প্রকাশিত এবং মি. ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী প্রেসিডেন্ট ঘোষণা করার পর চীনও নিয়ম অনুযায়ী প্রাসঙ্গিক বিষয়গুলো পালন করবে।

    অন্যদিকে, প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের আবারও নির্বাচিত হওয়ায় চীনের সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

    নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই মি. ট্রাম্পকে নিয়ে চীনা নাগরিকদের মধ্যে বাড়তি একটা আগ্রহ লক্ষ্য করা যাচ্ছিলো। অনেকেই তাকে পছন্দ করেন এবং প্রায়শই "কমরেড ট্রাম্প" নামে ডেকে থাকেন।

    চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন কৌতুক করে লিখেছেন, "আগামী চার বছরে অনেক মজা দেখা যাবে।" আর এই পোস্টটিতেই সবচেয়ে বেশি লাইক পড়েছে।

    তবে চীনের যেসব ব্যবসায়িরা যুক্তরাষ্ট্রে পণ্য রফতানি করেন, তাদের মধ্যে বেশ উদ্বেগ দেখা যাচ্ছে।

    এর কারণ নির্বাচনি প্রচারণায় মি. ট্রাম্প বলেছিলেন যে, তিনি ক্ষমতায় গিয়ে বিদেশি পণ্যের ওপর কর বাড়াবেন।

  4. 'শান্তিপূর্ণভাবে' নির্বাচন অনুষ্ঠিত হয়েছে: মার্কিন নিরাপত্তা সংস্থা

    কোনো ধরনের অঘটন ছাড়াই নিরাপদে ও শান্তিপূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা।

    "নির্বাচনে ব্যবহৃত অবকাঠামোগুলো আগে কখনো এতবেশি সুরক্ষিত ছিলনা," এক বিবৃতিতে বলেছেন যুক্তরাষ্ট্রের সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর জেন ইস্টারলি।

    তিনি আরও বলেন, "আমাদের নির্বাচনি অবকাঠামোর নিরাপত্তা বা অখণ্ডতার ওপর বাস্তবে ক্ষতিকর কোনো প্রভাব ফেলেছে তেমন কোনো কার্যকলাপের প্রমাণ পাওয়া যায়নি"।

    উল্লেখ্য যে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে বোমা হামলা হতে পারে বলে সতর্ক করেছিল এসবিআই।

    সেই কারণে এবার ভোটের দিন সারা দেশে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছিল দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

  5. আমেরিকার নাগরিকদের জন্য লড়াই চালিয়ে যাবো: জেডি ভান্স

    মার্কিন নির্বাচনে জয়লাভ করার পর ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট জেডি ভান্স বলেছেন যে, তিনি তার দেশের মানুষের জন্য লড়াই চালিয়ে যাবেন।

    বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত বার্তা দেন যুক্তরাষ্ট্রের পরবর্তী ভাইস প্রেসিডেন্ট।

    ভোট দিয়ে নির্বাচিত করায় মার্কিন নাগরিকদের ধন্যবাদ জানিয়েছেন মি. ভান্স।

    "ধন্যবাদ......বিশ্বাস রাখার জন্য। আমি কখনোই থামবো না, আপনাদের সবার জন্য লড়াই চালিয়ে যাবো," বলেন মি. ভান্স।

  6. ট্রাম্পের বিজয়ের খবরে কমালা হ্যারিসের প্রতিক্রিয়া কী?

    মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার পর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পাচ্ছেন।

    তবে নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডেমোক্র্যাটিক পার্টির নেতা কমালা হ্যারিস অবশ্য এখনও মি. ট্রাম্পকে অভিনন্দন জানাননি। কাজেই মিজ হ্যারিস আনুষ্ঠানিকভাবে তার পরাজয় স্বীকার করে নেননি।

    তবে তিনি হাওয়ার্ড ইউনিভার্সিটিতে দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিবেন বলে জানা যাচ্ছে।

    ধারণা করা হচ্ছে, ডেমোক্র্যাটপ্রার্থী মিজ হ্যারিস সেখানেই পরাজয় স্বীকার করে নির্বাচিত নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানাবেন।

  7. বিজয়ী ডোনাল্ড ট্রাম্প কবে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বভার নেবেন?, ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন তারই প্রতিদ্বন্দ্বী কমালা হ্যারিস

    মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ২০শে জানুয়ারি একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ গ্রহণ করবেন। সেদিন থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দেশটির প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করবেন।

    রীতি অনুযায়ী, ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

    তবে তার আগে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে এবং সেটি করা হবে ইলেক্টোরাল কলেজ পদ্ধতি অনুসরণ করে।

    আগামী ১৭ই জানুয়ারি ইলেক্টোরাল কলেজের প্রতিনিধিরা, যাদের বলা হয় ইলেকটোর, তারা একসাথে বসে তাদের ভোট দেবেন।

    সাধারণত যে অঙ্গরাজ্যে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পেয়েছেন, নিয়ম অনুযায়ী, সেই প্রার্থীর পক্ষেই ওই রাজ্যের সবগুলো ইলেক্টোরাল ভোট দেয়া হয়। যদিও কখনো কখনো এর ব্যতিক্রমও দেখা গেছে। সেরকম হলে আইনি ব্যবস্থা নেয়ারও নজীর রয়েছে।

    এরপর আগামী ছয়ই জানুয়ারি ক্যাপিটল হিলে সেনেটে আনুষ্ঠানিকভাবে ইলেক্টোরাল কলেজ ভোট গণনা করা হবে। সেই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বর্তমান ভাইস-প্রেসিডেন্ট ও নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কমালা হ্যারিস। ভোট গণনা শেষে তিনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের নাম ঘোষণা করবেন।

    ২০২০ সালে সেনেটের সেই ভোট গণনার সময়েই উত্তেজিত জনতা ক্যাপিটল হিলে হামলা করেছিল। সেই অনুষ্ঠানে ভোট গণনা পাঠ করছিলেন ডোনাল্ড ট্রাম্পের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

    এরপরে ২০শে জানুয়ারি নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হবে। একই সময় জো বাইডেন হোয়াইট হাউজ ছেড়ে যাবেন।

    ওই শপথ নেওয়ার আগ পর্যন্ত সময়কে বলা হয় ‘রূপান্তরকালীন সময়’।

    ওই সময়ের মধ্যে নতুন নির্বাচিত প্রেসিডেন্ট তার মন্ত্রিসভার সদস্যদের বাছাই করেন এবং পরিকল্পনা তৈরি করে থাকেন।

    মি. ট্রাম্পও সেটিই করবেন বলে জানা যাচ্ছে।

    যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে আরো তথ্য পাবেন বিবিসি বাংলার এ সংক্রান্ত খবরে

  8. ট্রাম্প নির্বাচিত হওয়ায় রাশিয়ার প্রতিক্রিয়া কী?

    মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর বিভিন্ন দেশের নেতারা শুভেচ্ছা ও অভিনন্দন জানালেও এখনও সে ধরনের কোনো বার্তা দিতে দেখা যায়নি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে।

    মি. পুতিন আদৌ আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানাবেন কি-না, সেটি এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা।

    ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার সাংবাদিকদের বলেছেন, ট্রাম্প তার নির্বাচনি প্রচারের সময় ইউক্রেন যুদ্ধের ইতি টানার বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তবে বাস্তবে তার কথার প্রতিফলন কতটুকু দেখা যাবে, সেটি সময়ই বলে দেবে।

    "আমাদের এটা ভুলে গেলে চলবে না যে, আমরা এমন একটি দেশকে নিয়ে কথা বলছি, যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের দেশের বিরুদ্ধে (ইউক্রেনে) যুদ্ধে লিপ্ত," বলেন মি. পেসকভ।

  9. ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ট্রুডো

    মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

    বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) মি. ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

    "কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে বন্ধুত্ব রয়েছে, সেটি অন্যদের জন্য রীতিমত ঈর্ষণীয়। আমি জানি যে, আমাদের দু'দেশের জন্য আরও সুযোগ, সমৃদ্ধি এবং নিরাপত্তা তৈরি করতে প্রেসিডেন্ট ট্রাম্প ও আমি একসঙ্গে কাজ করবো," বলেছেন মি. ট্রুডো।

  10. ট্রাম্পের বিজয়ে অভিনন্দন জানিয়েছেন ইউরোপের নেতারা

    দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইউরোপের বিভিন্ন দেশ ও সংস্থার নেতারা।

    এর মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ জানিয়েছেন যে, দ্বিতীয় মেয়াদে মি. ট্রাম্পের সঙ্গে কাজ করতে প্রস্তুত তার সরকার।

    একই কথা বলেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি। মি. ট্রাম্পের হাত ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতালির সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও আশা ব্যক্ত করেছেন তিনি।

    ভোটে জেতায় মি. ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। 'সমৃদ্ধি ও স্বাধীনতা' প্রশ্নে তার সরকার রিপাবলিকানদের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন তিনি।

    অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিনন্দন জানিয়েছে বলেছেন যে, 'শক্তির মাধ্যমে শান্তি'র প্রতি মি. ট্রাম্পের যে অঙ্গীকার, সেটি ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করবে।

    আর ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন মি. ট্রাম্পকে "উষ্ণ অভিনন্দন" জানিয়েছেন।

  11. ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের রাষ্ট্রপতির অভিনন্দন

    ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

    রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

  12. ডোনাল্ড ট্রাম্পকে ড. ইউনূসের শুভেচ্ছাবার্তা

    ভোটে জিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হওয়ায় রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

    বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে মি. ট্রাম্পকে অভিনন্দন জানানোর বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

    মি. ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে বলে অভিনন্দনপত্রে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা।

  13. অর্থনীতি, কর ও অভিবাসন ইস্যুতে ট্রাম্পের নীতি

    ভোটে জিতে মাকিন যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে প্রত্যাবর্তন নিশ্চিত করে ফেলেছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প।

    দেখে নেওয়া যাক, অর্থনীতি, কর ও অভিবাসন ইস্যুগুলোতে মি. ট্রাম্প কোন নীতি অনুসরণ করতে যাচ্ছেন।

    *অর্থনীতি: নির্বাচনী প্রচারণায় মি.ট্রাম্প প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন যে, ভোটে জিতলে তিনি "মূল্যস্ফীতির অবসান ঘটাবেন এবং আমেরিকাকে ফের সাশ্রয়ী করে তুলবেন"। এ লক্ষ্যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানি ও শক্তি উৎপাদনকে আরও সম্প্রসারিত করবেন বলে জানিয়েছেন। একইসঙ্গে, জ্বালানি খরচ যেন কম আসে, সেজন্য আর্কটিক মরুভূমির মতো এলাকাগুলোতে নতুন তেলকূপ খনন করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান মি. ট্রাম্প।

    *কর: মি.ট্রাম্প বেশ কিছু ক্ষেত্রে কর কমানোর প্রস্তাব করেছেন, সংখ্যার হিসেবে যা প্রায় ট্রিলিয়ন ডলার সমমূল্যের। প্রথম দফায় ক্ষমতায় এসে ২০১৭ সালেও তিনি একই ধরনের একটি করনীতি গ্রহণ করেছিলেন, যা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পদশালীদেরই বেশি সুবিধা দিয়েছিল। ধারণা করা হচ্ছে যে, এবারও হয়তো সেরকমই কিছু ঘটবে। মি. ট্রাম্প বলেছেন যে, তিনি উচ্চ প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি আমদানি পণ্যের ওপর শুল্কহার বৃদ্ধি করবেন।

    *অভিবাসন: এই ইস্যুতে মি.ট্রাম্প ব্যাপক প্রচারণা চালিয়েছিলেন। প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, এবার সেটির কাজ শেষ করবেন বলে মার্কিন নাগরিকদের কথা দিয়েছেন। তিনি আরও বলেছেন যে, ক্ষমতা হাতে পাওয়ার পর তিনি আইন করে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।

  14. ভোটে জেতায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছে আওয়ামী লীগ

    মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

    বুধবার সন্ধ্যায় দলটির ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে এই অভিনন্দন বার্তা প্রকাশ করা হয়।

  15. ডোনাল্ড ট্রাম্পকে শাহবাজ শরিফের শুভেচ্ছা বার্তা, ট্রাম্পকে শাহবাজ শরিফের শুভেচ্ছা

    মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ে অভিনন্দন জানাতে শুরু করেছেন বিশ্বনেতারা। এই তালিকায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও রয়েছেন।

    মি. ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা পাঠানোর পাশাপাশি তিনি পাকিস্তানের সঙ্গে মার্কিন সম্পর্ককে আরও মজবুত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটারে) শাহবাজ শরিফ লিখেছেন, “নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার এই দ্বিতীয়বারের ঐতিহাসিক জয়ের জন্য অভিনন্দন জানাই। পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও জোরদার এবং সম্প্রসারিত করার জন্য আমি নতুন প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি।”

    ইতোমধ্যে ভারত, যুক্তরাজ্যসহ অনেক দেশ ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছে।

  16. একনজরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল

  17. উইসকনসিনে জিতলেন ট্রাম্প – সাথে বিজয়ী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও

    যুক্তরাষ্ট্রে বিবিসি’র সহযোগী সংবাদমাধ্যম সিবিএস জানাচ্ছে সুইং স্টেট উইসকনসিনে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

    এর মাধ্যমে তার ২৭৬টি ইলেকটোরাল ভোট নিশ্চিত হয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট জিতে প্রেসিডেন্ট নির্বাচনেও জয় নিশ্চিত করেছেন।

    এর মাধ্যমে ট্রাম্প আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে প্রত্যাবর্তন নিশ্চিত করলেন।

  18. পরিত্যক্ত হ্যারিসের ওয়াচ পার্টি

    ডোনাল্ড ট্রাম্পের বিজয় ভাষণের কিছুক্ষণ আগে ওয়াশিংটন ডিসিতে কমালা হ্যারিসের নির্বাচনি রাতের পার্টির জায়গায় একদম ভিন্ন দৃশ্য দেখা গেছে।

    হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে কমালা হ্যারিসের বক্তৃতা দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি বক্তৃতা দেবেন না জানানোর পর উপস্থিত সবাই পরিত্যক্ত চেয়ার আর পতাকা ফেলে রেখে বাড়ি ফিরে যান।

  19. ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী, ট্রাম্পকে অভিনন্দন জানালেন মোদী

    ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মি. ট্রাম্পের উদ্দেশ্যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটারে) একটি পোস্ট শেয়ার করেছেন।

    সেখানে তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী মোদী। একইসঙ্গে বিশ্ব শান্তির বার্তাও দিয়েছেন তিনি।

    মি. মোদী লিখেছেন, “আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে ঐতিহাসিক নির্বাচনি জয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। আপনার পূর্ববর্তী মেয়াদের সাফল্যের উপর ভিত্তি করে আমি ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার বিষয়ে আগ্রহী। আসুন আমরা একসঙ্গে আমাদের জনগণের উন্নয়নের জন্য এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য কাজ করি।”

  20. ট্রাম্প তার বিজয় বক্তৃতায় কী বলেছেন?

    ডোনাল্ড ট্রাম্প নিজেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করেছেন এবং ফ্লোরিডায় তার ওয়াচ পার্টিতে সমর্থকদের উদ্দেশ্যে দীর্ঘ এক ভাষণ দিয়েছেন।

    তার বক্তৃতার গুরুত্বপূর্ণ কিছু অংশ:

    • ভোটারদের প্রতি ধন্যবাদ জানানো:“আমি আমেরিকান জনগণকে ধন্যবাদ জানাতে চাই যে, তারা আমাকে তাদের ৪৭তম প্রেসিডেন্ট এবং ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে অসাধারণ সম্মান দিয়েছে”।
    • পপুলার ভোটে জয়ের দাবি:ভোট এখনও গণনা করা হচ্ছে, তবে ট্রাম্প মনে করছেন এই নির্বাচনে পপুলার ভোটের অধিকাংশই পেতে যাচ্ছেন তিনি। তিনি বলেছেন, “আমেরিকা আমাদের একটি অভূতপূর্ব এবং শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে”।
    • জেডি ভান্সভালো চয়েস” হয়েছে:ট্রাম্প তার রানিং মেট জেডি ভান্সের প্রশংসা করেছেন। জেডি ভান্স তার বক্তৃতায় বলেছেন, ট্রাম্প “মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক প্রত্যাবর্তনে” সফল হয়েছেন।
    • ইলন মাস্ক “স্টার”:ট্রাম্প তার বক্তৃতার একটি অংশ ইলন মাস্ককে উৎসর্গ করেন, যেখানে ট্রাম্প তাকে “একটি অসাধারণ ব্যক্তি” এবং “স্টার” বা তারকা হিসেবে বর্ণনা করেন।
    • আরএফকে জুনিয়রআমেরিকাকে আবার সুস্থ করবে”: সাবেক স্বাধীন প্রেসিডেন্ট প্রার্থী এবং ভ্যাকসিন সম্পর্কে ভিত্তিহীন ষড়যন্ত্র তত্ত্বগুলোর সমর্থক রবার্ট এফ কেনেডি জুনিয়রকে নিজের প্রশাসনে স্বাস্থ্য সম্পর্কিত কোনও দায়িত্ব দেয়ার ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত অগাস্ট মাসে নির্বাচনে অংশগ্রহণ থেকে সরে এসে ট্রাম্পকে সমর্থন দেন কেনেডি।