নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করলে জাতীয় রাজনীতি থেকে মাইনাস হবে: সালাহউদ্দিন আহমদ

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। এদিকে, যারাই নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে তারাই জাতীয় রাজনীতি থেকে মাইনাস হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। দিনের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিন যা যা ঘটলো

    • প্রকৃত অপরাধীকে আড়াল করতেই ভোলাগঞ্জে পাথর লুটের ঘটনায় মুহাম্মাদ ফয়জুল করীমকে সম্পৃক্ত করা হচ্ছে বলে দাবি করেছে তার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।
    • যারাই নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে তারাই জাতীয় রাজনীতি থেকে মাইনাস হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার বিবিসি বাংলাকে তিনি বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামীকাল যদি রাশিয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার 'ভালো বৈঠক' হয়, তাহলে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দ্বিতীয় বৈঠকের ব্যবস্থা করার জন্য ফোন করবেন।
    • জাতীয় পার্টি কেন আসন্ন জাতীয় নির্বাচনে অযোগ্য ঘোষিত হবে- এমন প্রশ্ন তুলেছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলছেন, বিএনপি, জামায়াত এবং ইসলামী আন্দোলনও আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনে অংশ নিয়েছিল।
    • ৬০ কোটি ১৪ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
    • শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময় দেশে নজরদারির সরঞ্জাম কেনার বিষয় খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এই কমিটি খতিয়ে দেখবে কীভাবে, কোথা থেকে এবং কত দাম দিয়ে এসব যন্ত্র কেনা হয়েছে এবং কীভাবে এর ব্যবহার করা হয়েছে।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী, মার্কিন ফার্স্টলেডি মেলেনিয়া ট্রাম্প দেশটির সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে এক বিলিয়ন বা ১০০ কোটি ডলারের মামলা করার হুমকি দিয়েছেন।
    • বাংলাদেশে বিশেষজ্ঞ থাকলেও বিদেশ থেকে এনে অনেককে বিভিন্ন দায়িত্ব দেওয়া হচ্ছে, এ নিয়ে প্রশ্ন তুলেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। উপদেষ্টাদের অর্ধেকই 'ইন্টার্নশিপ করতে আসছেন' বলে মনে হচ্ছে–– এরকম মন্তব্যও করেছেন তিনি।
    • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ।
    • রাজনীতি বা নির্বাচন করতে চান এমন উপদেষ্টাদের তফসিলের আগেই পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
    • ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় ‘ক্লাউডবার্স্ট’ বা মেঘভাঙা বৃষ্টিতে আচমকা বন্যায় অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারেও বলে আশঙ্কা করা হচ্ছে।
    • মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বিমান বিদ্ধস্তের ঘটনায় আহত শিক্ষক মাহফুজা খাতুন মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
    • সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে পাথর তুলে বাংলাদেশের যেসব যায়গায় নিয়ে যাওয়া হয়েছে, সেগুলো উদ্ধার করে আগামী সাত দিনের মধ্যে ফেরত আনার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
    • বাংলাদেশের উত্তরাঞ্চলে তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আরও কয়েকটি নদীর পানি বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজ এখানেই শেষ করা হচ্ছে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

    অন্যান্য সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. পাথর লুটের ঘটনায় ফয়জুল করীমকে সম্পৃক্ত করে প্রকৃত অপরাধীকে আড়াল করার অপচেষ্টা হচ্ছে: ইসলামী আন্দোলন

    সম্প্রতি সিলেটের ভোলাগঞ্জে পাথর উত্তোলনের ঘটনায় দেশজুড়ে নানা সমালোচনা তৈরি হয়

    ছবির উৎস, MAHBUBUR RAHMAN RIPON

    ছবির ক্যাপশান, সম্প্রতি সিলেটের ভোলাগঞ্জে পাথর উত্তোলনের ঘটনায় দেশজুড়ে নানা সমালোচনা তৈরি হয়

    প্রকৃত অপরাধীকে আড়াল করতেই ভোলাগঞ্জে পাথর লুটের ঘটনায় সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে সম্পৃক্ত করা হচ্ছে বলে দাবি করেছে তার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।

    সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে।

    বিবৃতিতে বলা হয়েছে, "বছর খানেক আগে সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এক মতবিনিময় সভায় ভোলাগঞ্জের পাথর নিয়ে কথা বলেছেন। সেখানে তিনি স্পষ্ট করে অন্তর্বর্তী সরকারের কাছে পাথর উত্তোলনের অনুমতি প্রদানের আহ্বান জানান এবং পরিবেশ রক্ষার কথা বলেন।"

    তার বক্তব্যকে কাটছাঁট করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হয়েছে বলেও দাবি করা হয় বিবৃতিতে।

    “সিলেটের ভোলাগঞ্জ থেকে পাথর চুরি করলো বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। কিন্তু একটি নীতিগত অবস্থান ব্যক্ত করায় মুফতি ফয়জুল করীমকে লক্ষ্য করে সমালোচনার বৃত্ত তৈরি করা হচ্ছে,” বলা হয় এতে।

    সম্প্রতি সিলেটের ভোলাগঞ্জে পাথর উত্তোলনের ঘটনা আলেচিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মুহাম্মাদ ফয়জুল করীমের দেওয়া একটি বক্তব্যের ভিডিও। এরপর থেকেই এ নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।

  3. পুতিনের সঙ্গে বৈঠক সফল না হওয়ার ২৫ শতাংশ ঝুঁকি দেখছেন ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকটি সফল হবে না, এমন ২৫ শতাংশ ঝুঁকি রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    ফক্স নিউজ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ভ্লাদিমির পুতিনের সাথে তার সাক্ষাৎ ইউক্রেনের সঙ্গে দ্বিতীয় বৈঠকের সূচনা করতে পারে। যেখানে ইউক্রেনীয় নেতা জেলেনস্কির উপস্থিত থাকারও ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

    ইউক্রেন এবং রাশিয়ান অঞ্চল সম্পর্কে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, কিয়েভ ও মস্কোর মধ্যে সীমানা নিয়ে "লেনদেনের" বিষয়টি থাকতে হবে।

    গতকাল ইউরোপীয় নেতাদের সাথে এক বৈঠকে আঞ্চলিক সমস্যা সমাধানের আলোচনায় জেলেনস্কির অংশ নেওয়ার বিষয়েও একমত হয়েছিলেন ট্রাম্প।

  4. ভারতে মেঘ-ভাঙা বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৮ জন

    চাশোতিতে পাহাড় থেকে ব্যাপক স্রোতে নেমে আসছে মাটি-পাথর-জলস্রোত

    ছবির উৎস, ANI

    ছবির ক্যাপশান, চাশোতিতে পাহাড় থেকে ব্যাপক স্রোতে নেমে আসছে মাটি-পাথর-জলস্রোত

    ভারতের জম্মু-কাশ্মীরের কিশতোয়ারে মেঘ-ভাঙা বৃষ্টিতে এখনো পর্যন্ত ৩৮ জনের মৃত্যু হয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন সেখানকার কর্মকর্তারা।

    কিশতোয়ারের চাশোতি এলাকায় বিপর্যয় নেমে এসেছে বলে জানা যাচ্ছে।

    কর্মকর্তারা বিবিসির সংবাদদাতা মাজিদ জাহাঙ্গীরকে বলছেন যে অন্তত ৭০ জনকে ব্লক ও জেলা হাসপাতালগুলিতে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের সংখ্যা বাড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

    ওই এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বীদের ‘মচৈল যাত্রা’ শুরু হয়। ওই যাত্রায় অংশ নেওয়ার জন্য বহু ধর্মপ্রাণ মানুষ সেখানে হাজির হয়েছিলেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

    ঘটনাস্থলে উদ্ধারকারী দল ইতোমধ্যেই পাঠানো হয়েছে।

    সংবাদসংস্থা পিটিআই বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে ব্যাপক স্রোতে পাহাড় থেকে জলস্রোত ও মাটি পাথর নেমে আসতে দেখা যাচ্ছে।

    জম্মু অঞ্চলের ডিভিশনাল কমিশনার রমেশ কুমার বলেছেন, “বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ আমরা খবর পাই যে কিশতোয়ারের চাশোতি এলাকায় মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, স্থানীয় পুলিশ ও প্রশাসনের দল পাঠানো হয়েছে।

    “চিকিৎসকদের দলগুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে। তল্লাশি অভিযান চলছে, অন্যদিকে উদ্ধার করে ত্রাণের ব্যবস্থাও করা হচ্ছে,” জানিয়েছেন মি. কুমার।

    আবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, “রাস্তা ভেসে গেছে। আর আবহাওয়া এতটাই খারাপ যে হেলিকপ্টার কাজে লাগানো যাচ্ছে না।“

  5. নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করলে জাতীয় রাজনীতি থেকে মাইনাস হবে: সালাহউদ্দিন আহমদ

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ (ফাইল ছবি)
    ছবির ক্যাপশান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ (ফাইল ছবি)

    যারাই নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে তারাই জাতীয় রাজনীতি থেকে মাইনাস হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

    বৃহস্পতিবার বিবিসি বাংলাকে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই মানুষ আন্দোলন, সংগ্রাম করে আজকের এই পর্যায়ে এসেছে। ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

    এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বানও জানান সালাহউদ্দিন আহমদ।

  6. পুতিনের সঙ্গে 'আলোচনা ভালো হলে' জেলেনস্কিকে ফোন করবো: ট্রাম্প

    ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ডোনাল্ড ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামীকাল যদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার 'ভালো বৈঠক' হয়, তাহলে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দ্বিতীয় বৈঠকের ব্যবস্থা করার জন্য ফোন করবেন।

    আলাস্কা সহবেশ কয়েকটি জায়গায় বৈঠক হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

    পরিস্থিতি ঠিকঠাক থাকলে আরও আলোচনার জন্য জেলেনস্কি প্রস্তুত আছেন কি না তা জানতে চাওয়া হলে ট্রাম্প বলেছেন, দ্বিতীয় কোনো বৈঠক হবে কি না এখনি এরকম কোনো ধারণা তৈরি করতে চাচ্ছেন না তিনি।

    ট্রাম্প বলেছেন, পুতিনের সঙ্গে তার বৈঠকের পরে সাংবাদিকদের সাথে তাদের কথা বলা "ভালো হতে পারে"।

    তবে তিনি বলেছেন যে যদি পরিস্থিতি পরিকল্পনা অনুযায়ী না হয় তবে তিনি একটি যৌথ সংবাদ সম্মেলন করবেন না, এর পরিবর্তে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার আগে সাংবাদিকদের সাথে একা কথা বলবেন।

  7. জাতীয় পার্টিকে কেন নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হবে- প্রশ্ন শামীম পাটোয়ারীর

    জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী
    ছবির ক্যাপশান, জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী

    জাতীয় পার্টি কেন আসন্ন জাতীয় নির্বাচনে অযোগ্য ঘোষিত হবে- এমন প্রশ্ন তুলেছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলছেন, বিএনপি, জামায়াত এবং ইসলামী আন্দোলনও আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনে অংশ নিয়েছিল।

    বুধবার আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে অযোগ্য ঘোষণায় লিখিতভাবে আবেদন জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে জাপা মহাসচিব এ মন্তব্য করেন।

    শামীম হায়দার পাটোয়ারী বলেন, “নির্বাচনে অযোগ্য ঘোষণার জন্য যেসব কন্ডিশন আছে নির্বাচন ও গণ প্রতিনিধিত্ব আইনে (আরপিও) তার কোনোটিতেই জাতীয় পার্টি পড়ে না। তাহলে জাতীয় পার্টিকে কেন নির্বাচনে মানে অযোগ্য ঘোষণা করা হবে?”

    আওয়ামী লীগের আমলে, রাতের ভোটে অংশ নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব বলেন, “ওই ভোটগুলোয় চরমোনাই অংশগ্রহণ করেছিল। বিএনপি, জামায়াতও অংশগ্রহণ করেছিল।

    তিনি বলেন, "আমরা ভোটে অংশগ্রহণ করেছি। অন্যরাও করেছে। শুধু ভোটে অংশগ্রহণের জন্য কাউকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা যেতে পারে না। এটা গণতন্ত্রের জন্য ক্ষতিকারক।"

  8. সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৬০ কোটি টাকা পাচারের মামলা দুদকের

    সজীব ওয়াজেদ জয়

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, সজীব ওয়াজেদ জয় তার মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন

    ৬০ কোটি ১৪ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    বৃহস্পতিবার দুদকের দায়ের করা ওই মামলায় সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

    মামলার এজাহারের কথা উল্লেখ করে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে জয় এ সম্পদ অর্জন এবং পাচার করেছেন।

    এর আগে অনিয়মের মাধ্যমে পূর্বাচলে প্লট বরাদ্দ নেওয়ায় অভিযোগে শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে সাক্ষ্যগ্রহণ চলছে।

  9. শেখ হাসিনা সরকারের নজরদারির সরঞ্জাম কেনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি

    উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে সংবাদ সম্মেলন

    ছবির উৎস, Chief Adviser’s Press Wing

    ছবির ক্যাপশান, উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে সংবাদ সম্মেলন

    শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময় দেশে নজরদারির সরঞ্জাম কেনার বিষয় খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

    এই কমিটি খতিয়ে দেখবে কীভাবে, কোথা থেকে এবং কত দাম দিয়ে এসব যন্ত্র কেনা হয়েছে এবং কীভাবে এর ব্যবহার করা হয়েছে।

    প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবকে কমিটির প্রধান করা হয়েছে।

    বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এই খবর জানায়।

    তিনি বলেন, "সারভেইলেন্সের যন্ত্রপাতি বিগত সরকারের সময় কেউ বলছেন— প্রায় ৩০০ মিলিয়ন ডলারে কেনা হয়েছে, কেউ বলছেন ২০০ মিলিয়ন ডলারে এগুলো কেনা হয়েছে। পুরো রিপোর্টে আমরা যা পড়েছি সেখানে পুরোপুরি স্পষ্ট— গত স্বৈরাচারী সরকার বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার হরণের জন্য নজরদারির যন্ত্রপাতি, স্পাইওয়ার ব্যবহার করেছে।"

    "এই অবৈধ নজরদারি করার জন্য আমার-আপনার ন্যূনতম বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। সংবিধানে যে গোপনীয়তার অধিকার দেওয়া হয়েছে সেটাকে তারা খর্ব করেছে," বলেন তিনি।

    "উপদেষ্টা পরিষদের সভায় কমিটি করে দেওয়া হয়েছে, এটা তদন্ত করার জন্য। কত টাকা দিয়ে এগুলো কেনা হয়েছে, কোথা থেকে এগুলো কেনা হয়েছে তা খতিয়ে দেখা হবে। যদিও রিপোর্টে বলা হয়েছে— অনেক কিছু ইসরায়েল থেকে কেনা হয়েছে, এই পুরো বিষয়গুলো কমিটি খতিয়ে দেখবে" তিনি যুক্ত করেন।

  10. যৌন অপরাধী এপস্টেইন নিয়ে মন্তব্য: বাইডেনের ছেলের বিরুদ্ধে ১০০ কোটি ডলারের মামলার হুমকি মেলেনিয়া ট্রাম্পের

    মার্কিন ফার্স্টলেডি মেলেনিয়া ট্রাম্প

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মার্কিন ফার্স্টলেডি মেলেনিয়া ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী, মার্কিন ফার্স্টলেডি মেলেনিয়া ট্রাম্প দেশটির সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে এক বিলিয়ন বা ১০০ কোটি ডলারের মামলা করার হুমকি দিয়েছেন।

    “ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মেলেনিয়ার পরিচয় করিয়ে দিয়েছিলেন যৌন অপরাধী জেফরি এপস্টেইন”–– হান্টার বাইডেনের এই মন্তব্যকে চ্যালেঞ্জ করেছেন মেলেনিয়া।

    বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে “১ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতিপূরণ" আদায়ের জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হান্টার বাইডেনের আইনজীবীদের উদ্দেশে চিঠি পাঠিয়েছেন মার্কিন ফার্স্টলেডির আইনজীবীরা।

    এই মাসের শুরুতে হান্টার বাইডেন একটি সাক্ষাৎকারে এপস্টেইনের সাথে ট্রাম্পের পুরোনো সম্পর্কের সমালোচনা করেছিলেন।

    ডোনাল্ড ট্রাম্প এপস্টেইনের বন্ধু ছিলেন, তবে ২০০০ সালের গোড়ার দিকে তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে। ২০০৫ সালে ডোনাল্ড ট্রাম্প ও মেলেনিয়ার বিয়ে হয়।

  11. 'মনে হচ্ছে উপদেষ্টাদের অর্ধেকই ইন্টার্নশিপ করতে আসছেন'- মন্তব্য সিপিডির নির্বাহী পরিচালকের

    সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন
    ছবির ক্যাপশান, সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন

    বাংলাদেশে বিশেষজ্ঞ থাকলেও বিদেশ থেকে এনে অনেককে বিভিন্ন দায়িত্ব দেওয়া হচ্ছে, এ নিয়ে প্রশ্ন তুলেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

    উপদেষ্টাদের অর্ধেকই 'ইন্টার্নশিপ করতে আসছেন' বলে মনে হচ্ছে–– এরকম মন্তব্যও করেছেন তিনি।

    বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের দেশে তো এতো এক্সপার্ট আছেন। কিন্তু হাফ অব দ্য অ্যাডভাইজার্স, তাদের কিন্তু এখানে কোনো ধরনের অভিজ্ঞতা নাই। মনে হচ্ছে তারা যেন এখানে ইন্টার্নশিপ করতে আসছেন।”

    'স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ: বাংলাদেশের সামনে বিকল্পসমূহ' শীর্ষক এই সেমিনারে সিপিডির নির্বাহী পরিচালক আরও বলেন, “এলডিসি গ্রাজুয়েশন নিয়ে কাজ করতে দেশের বাইরে থেকে একজন উপদেষ্টা আনা হয়েছে। সরকারে এমন কাউকে কেন লাগবে যার শেকড়ই এই দেশে নেই। দেশের অর্থনীতিতে বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে যাদের অনুভব নেই।”

    তিনি বলেন, যারা কাজ করার মধ্য দিয়ে শিখতে চান এমন ব্যক্তি আমাদের প্রয়োজন নেই। জনগণের ট্যাক্সের টাকা থেকেই তাদেরকে বেতন দিতে হচ্ছে, এটা গ্রহণযোগ্য নয়।

  12. আগামী সপ্তাহেই নির্বাচনের রোডম্যাপ: ইসি সচিব

    নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ
    ছবির ক্যাপশান, নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ।

    বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

    ইসি সচিব বলেন, “রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহেই নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো।”

    এছাড়া আগমী নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে ৩১৮টি আবেদন জমা হয়েছে। এগুলো নিয়েও পর্যালোচনা চলছে বলে জানান তিনি।

  13. রাজনীতি করতে চাইলে সরকার থেকে পদত্যাগ করা উচিত: আসিফ মাহমুদ

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
    ছবির ক্যাপশান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

    রাজনীতি বা নির্বাচন করতে চান এমন উপদেষ্টাদের তফসিলের আগেই পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

    বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু ছাত্র উপদেষ্টা নয় যারাই রাজনীতি করতে চায় তাদেরই উচিত নির্বাচনের সময়টাতে সরকারে না থাকা, যাতে কোনোভাবেই এই নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয়।

    তিনি বলেন, “সবাই শুধু, হয়তো পরিচিতি বেশি হওয়ার কারণে আমার বা মাহফুজ ভাই বা ছাত্র উপদেষ্টাদের কথা বলে থাকেন, কিন্তু এই সরকারে তো আরও অনেকে আছেন যাদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় আছে।”

    নিজে নির্বাচনে অংশ নেবেন কি না এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, “পরিকল্পনা আছে, তবে নির্বাচন করার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি।”

    এছাড়া জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেওয়ার বিষয়ে তিনি বলেন, “এনসিপিতে যোগ দেবো এটা ধরে নেওয়াটা উচিত না।”

  14. ভারতের জম্মুতে মেঘভাঙা বৃষ্টিতে অন্তত ১২ জনের মৃত্যু

    সংবাদমাধ্যমকে উদ্ধার তৎপরতার কথা জানাচ্ছেন স্থানীয় বিধায়ক সুনীল কুমার শর্মা

    ছবির উৎস, ANI Screengrab

    ছবির ক্যাপশান, সংবাদমাধ্যমকে উদ্ধার তৎপরতার কথা জানাচ্ছেন স্থানীয় বিধায়ক সুনীল কুমার শর্মা

    ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় ‘ক্লাউডবার্স্ট’ বা মেঘভাঙা বৃষ্টিতে আচমকা বন্যায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারেও বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।

    এই বিধ্বংসী বিপর্যয়টি ঘটেছে কিশতওয়ার জেলার চাশোতি গ্রামে, আজ (বৃহস্পতিবার) দুপুরের পর পরই।

    সরকারি কর্মকর্তারা বার্তা সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, এখন পর্যন্ত ১২টি দেহ উদ্ধার করা হলেও নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

    হিন্দুদের তীর্থক্ষেত্র ‘মাচাইল মাতা’র মন্দিরের উদ্দেশে প্রতি বছর পুণ্যার্থীরা যে তীর্থযাত্রা করে থাকেন, তার শুরু হয় কিশতওয়ারের এই চাশোতি গ্রাম থেকেই। এই চাশোতি পর্যন্তই গাড়ি চলাচলের রাস্তা আছে, এরপর বাকি পথ হেঁটে যেতে হয়।

    এদিনের আকস্মিক বন্যার পর এই বার্ষিক তীর্থযাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে বলে কর্মকর্তারা জানান।

    ঘটনার পর পরই চাশোতি থেকে যে ভিস্যুয়ালস পাওয়া গেছে তাতে দেখা যায় স্থানীয় বাসিন্দারা কয়েকজন তীর্থযাত্রীকে উদ্ধারের কাজে সাহায্য করছেন।

    ভারতের এনডিআরএফ বাহিনীর অন্তত ১৮০ জন সদস্য অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে উদ্ধারের কাজ চালাতে ঘটনাস্থলে দিকে রওনা হয়ে গেছেন।

    ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, যিনি জম্মু ও কাশ্মীরের উধমপুর থেকে নির্বাচিত এমপি, তিনি জানিয়েছেন প্রশাসন ত্রাণ ও উদ্ধারের কাজে ঝাঁপিয়ে পড়েছে। আহতদের চিকিৎসার জন্য যাতে হেলিকপ্টারে উড়িয়ে আনা যায়, তারও ব্যবস্থা করা হচ্ছে।

  15. মাইলস্টোন দুর্ঘটনায় আহত আরও এক শিক্ষকের মৃত্যু

    উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ

    মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বিমান বিদ্ধস্তের ঘটনায় আহত শিক্ষক মাহফুজা খাতুন মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দিন বিবিসি বাংলাকে জানান, শ্বাসনালী পুড়ে যাওয়ায় আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন শিক্ষক মাহফুজা।

    তিনি জানান, “উনি অনিয়ন্ত্রিত ডায়াবেটিক এবং হাইপার টেনশনের পেশেন্ট ছিলেন। এগুলো ম্যানেজ হচ্ছিল। কিন্ত গত তিনদিন যাবত তার অবস্থা এমন একটা পরিস্থিতিতে চলে গেল, ক্রমাগত বোর্ডের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিচ্ছিলাম।”

    গত রাত থেকেই তার অবস্থার অবনতি হতে থাকে বলেও জানান মি. উদ্দিন।

    মাইলস্টোন দুর্ঘটনায় আহত ২১ জন এখনো জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। যার মধ্যে তিনজনের অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছন হাসপাতালের পরিচালক।

    গত ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত এই ঘটনায় ৩৫ জনের মৃত্যু হলো।

  16. লুট হওয়া সাদা পাথর সাত দিনের মধ্যে ভোলাগঞ্জে ফেরত আনার নির্দেশ হাইকোর্টের

    ভোলাগঞ্জে সাদা পাথর ফেরত আনার নির্দেশ হাইকোর্টের

    ছবির উৎস, MAHBUBUR RAHMAN RIPON

    ছবির ক্যাপশান, ভোলাগঞ্জে সাদা পাথর ফেরত আনার নির্দেশ হাইকোর্টের

    সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে পাথর তুলে বাংলাদেশের যেসব যায়গায় নিয়ে যাওয়া হয়েছে, সেগুলো উদ্ধার করে আগামী সাত দিনের মধ্যে ফেরত আনার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

    একটি রিটের ওপর শুনানি করে এই আদেশ দেওয়া হয়েছে।

    হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামের একটি সংগঠনের পক্ষ থেকে এই রিট করা হয় বলে জানান আদালতে রিটের পক্ষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী মনজিল মোরসেদ।

    তিনি জানান, বৃহস্পতিবার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

    সাদা পাথর ফেরত আনার পাশাপাশি এগুলো লুটকারীদের নাম-ঠিকানাসহ তালিকা দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।

    সাদ পাথর অপসারণ করে নিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয় প্রশাসনের নিস্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং এই এলাকাটিকে সংরক্ষণে কেন নির্দেশ দেওয়া হবে না এব্যাপারেও রুল জারি করেছে আদালত।

    ভোলাগঞ্জের এই এলাকাটিকে কেন ‘ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া’ ঘোষণা করা হবে না সেটাও বলা হয়েছে রুলে।

    আরেকটি রুলে বলা হয়েছে, যারা ক্ষতি করেছে তাদের কাছ থেকে কেন ক্ষতিপূরণ আদায় করা হবে না। এর জবাব দেওয়ার জন্য চার সপ্তাহের সময় দেওয়া হয়েছে।

    আদালত অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছে চারটি।

    পাথর ফেরত আনার বিষয়ে কতদূর কী করা হলো এ বিষয়ে আগামী বৃহস্পতিবার প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

    উচ্চক্ষমতাসম্পন্ন একটি কমিটি করতে বলা হয়েছে যারা ভোলাগঞ্জে কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা নির্ণয় করবে এবং আদালতে প্রতিবেদন আকারে দাখিল করবে।

    ৪৮ ঘণ্টার মধ্যে স্থানীয় প্রশাসনকে দিনে ও রাতের জন্য মনিটরিং টিম গঠন করতে বলা হয়েছে যাতে সেখানে আর পাথর লুট হতে না পারে, অথবা প্রতিস্থাপনের পর কেউ যেন সাদা পাথর আবার সরিয়ে নিতে না পারে।

    রিটে খনিজসম্পদ বিভাগের সচিব, পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তর, সিলেটের ডিসি ও এসপি, স্থানীয় প্রশাসন, সিলেটের র‍্যাব ৯ এবং ওই এলাকার বিজিবি কমান্ডারকে বিবাদী করা হয়েছে।

    ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে দায়ের করা আরেকটি রিটের শুনানির জন্য আগামী ১৭ই অগাস্ট দিন ধার্য করেছেন হাইকোর্ট।

  17. তিস্তার পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

    তিস্তা
    ছবির ক্যাপশান, তিস্তা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে, ফাইল ছবি

    বাংলাদেশের উত্তরাঞ্চলে তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আরও কয়েকটি নদীর পানি বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

    নীলফামারির ডালিয়া পয়েন্টে বৃহস্পতিবার সকালে তিস্তা নদীর পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো। ওই পয়েন্টে পানির বিপদসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার।

    দুধকুমার নদীর পানি ইতোমধ্যে বিপদসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

    বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এই তথ্য জানিয়েছে।

    সংস্থাটি জানায়, বঙ্গোপসাগর ও আশপাশের অঞ্চলে লঘুচাপ সৃষ্টি হয়েছে যার ফলে বাংলাদেশের রংপুর ও ময়মনসিংহ বিভাগে এবং উজানে ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, সিকিম, মেঘালয় ও অরুণাচল প্রদেশেও ভারী থেকে অভিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

    রংপুর বিভাগে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আরও বেড়ে লালমনিরহাট, নীলফামারি, রংপুর, কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

    তবে আগামীকাল বা তার পরদিন নদীগুলোর পানি সমতল কমে আসতে পারে।

    গঙ্গাও পদ্মার সঙ্গে সংযুক্ত নদীগুলোর পানির উচ্চতাও বেড়েছে।

    পদ্মা নদীর পানি আরও দুই দিন বাড়তে পারে এবং সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এইসময়ে রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর, মুন্সীগঞ্জ ও ঢাকা জেলার এই নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

    ব্রহ্মপুত্র-যমুনার সঙ্গে যুক্ত নদ-নদী এবং রাজশাহী ও রংপুর বিভাগের মহানন্দা, করতোয়া, যমুনেশ্বরি, পুনর্ভবা ও ঘাঘট নদীর পানিও বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

    সিলেট ও ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর পানি বেড়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

    এছাড়া বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোয় স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার আসছে যা আরও দুই দিন অব্যাহত থাকতে পারে, জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

  18. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরও পড়তে পারেন:

    গতকালের উল্লেখযোগ্য খবরগুলো পড়তে ক্লিক করতে পারেন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে