নির্বাচন করার ইচ্ছা আছে, এনসিপি’র হয়ে করবো কি-না সিদ্ধান্ত নেইনি: আসিফ মাহমুদ

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এদিকে, প্লট দুর্নীতির তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিক ছাড়াও তার মা শেখ রেহেনা, ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুদকের তিন কর্মকর্তা। দিনের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিন যা যা হলো

    • আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না বলে মনে করেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা জেলা শাখার মতবিনিমিয় সভায় তিনি এই মন্তব্য করেন।
    • গণমাধ্যমের বিরুদ্ধে 'অনাকাঙ্ক্ষিত ও ঢালাও' অভিযোগ আনা হচ্ছে জানিয়ে এর প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ। বুধবার সম্পাদক পরিষদের এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।
    • বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিলে উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করবেন বলেও তিনি জানিয়েছেন বিবিসি বাংলাকে।
    • পশ্চিমবঙ্গের মালদা জেলার বাসিন্দা আমির শেখকে বাংলাদেশে ‘পুশ-ব্যাক’করে দিয়েছিল বিএসএফ। বুধবার তাকে ভারতে ফেরত আনা হয়েছে বলে দাবি করেছে পশ্চিমবঙ্গের ‘পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ’।
    • বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতাসহ কয়েকটি দাবি পূরণে সরকারের পক্ষ থেকে আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা।
    • পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ করেছে আদালত।
    • জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনসহ সাত দফা দাবি নিয়ে সিইসির সাথে বৈঠক করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধি দল।
    • সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের ঘটনায় এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন বা দুদক।
    • বাংলাদেশের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত লেখক ও বুদ্ধিজীবী যতীন সরকার মারা গেছেন। বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
    • কেবল জটিলতা তৈরির উদ্দেশ্যেই নির্বাচনে পিআর পদ্ধতির প্রস্তাব আনা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
    • সরকারের অস্বচ্ছ এবং একপেশে নীতি-নির্দেশনার কারণেই দেশের ওষুধ শিল্প ঘিরে ঝুঁকি তৈরি হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
    • স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বুধবার রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
    • শাসনব্যবস্থায় পরিবর্তনের পর বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও উদ্বেগ রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার–বিষয়ক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

    বিবিসি বাংলার লাইভ পাতাটি আজকের মতো এখানেই শেষ হলো।

    নতুন খবর নিয়ে বৃহষ্পতিবার আবার লাইভ পাতা চালু হবে।

    বিবিসি বাংলার আরো খবর রয়েছে আমাদের মূলপাতায়

  2. আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না: জিএম কাদের

    জাতীয় পার্টির অনুষ্ঠানে কথা বলেন দলীয় চেয়ারম্যান জিএম কাদের

    ছবির উৎস, DELOAR JALALI

    ছবির ক্যাপশান, জাতীয় পার্টির অনুষ্ঠানে কথা বলেন দলীয় চেয়ারম্যান জিএম কাদের

    আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না বলে মনে করেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের।

    তিনি বলেছেন, “আওয়ামী লীগ যখন জামায়াতে ইসলামীকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করেছে, আমি তার প্রতিবাদ করেছি। একইভাবে এখন বলছি, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না।”

    বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা জেলা শাখার মতবিনিমিয় সভায় তিনি এই মন্তব্য করেন।

    এর আগে মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে করা মামলা প্রত্যাহারের পর বুধবার দলীয় কর্মসূচিতে অংশ নেন তিনি।

    এসময় জাপা নেতা মি. কাদের বলেন, “আমার এবং আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে। মিথ্যা মামলায় যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের জামিন দেওয়া হচ্ছে না।”

    তিনি বলেন, “একজন দোষীকে শাস্তি দিতে দশজন নিরাপদ মানুষকে শাস্তি দিচ্ছে। বাড়ি ঘর ও অফিসে আগুন দিয়ে, মামলা-হামলা করে আমাদের দমিয়ে রাখতে পারবে না। আমরা বর্তমান সরকারের অপকর্মের বিরোধিতা করছি, ঝুঁকি নিয়ে জনগণের পক্ষে কথা বলছি। সরকারের জুলুম নির্যাতনের ভয়ে আমরা থেমে যাবো না।”

    সম্প্রতি লাঙ্গল প্রতীক চেয়ে ইসিতে আবেদন করেছে জাতীয় পার্টির আরেক অংশ। সেই প্রসঙ্গ টেনে মি. কাদের বলেন, “আমাদের লাঙ্গল অন্য কাউকে দিতে চাইলে আমরা রাজপথে আন্দোলন করবো। যারা ভূমিকা রাখতে পারবে তারাই জাতীয় পার্টির প্রকৃত নেতা।”

  3. গণমাধ্যমের বিরুদ্ধে এনসিপির যুব সংগঠনের অভিযোগের প্রতিবাদ সম্পাদক পরিষদের

    গণমাধ্যমের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত ও ঢালাও অভিযোগ আনা হচ্ছে জানিয়ে এর প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ।

    বুধবার সম্পাদক পরিষদের এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

    এতে বলা হয়, সম্পাদক পরিষদ উদ্বেগের লক্ষ্য করেছে যে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ আয়োজিত ‘জাতীয় যুব সম্মেলন ২০২৫’-এ গণমাধ্যম সম্পর্কে ঢালাওভাবে একগুচ্ছ অনাকাঙ্ক্ষিত অভিযোগ তোলা হয়েছে।

    সম্পাদক পরিষদ বলছে, যুব সম্মেলনের অনুষ্ঠানে অভিযোগ আনা হয়েছে ‘গণমাধ্যম গণ–অভ্যুত্থানে জড়িতদের চরিত্রহননের চেষ্টা করছে’ এবং শেখ হাসিনা স্বৈরাচার আমলের মতো ‘গোয়েন্দা সংস্থার মুখপাত্র’ হিসেবে কাজ করছে।

    এই ধরনের ঢালাও মন্তব্য প্রত্যাখ্যান করে সম্পাদক পরিষদ বিবৃতিতে বলছে, গত বছরের ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে সম্পাদক ও সাংবাদিকরা নানা ধরনের নিপীড়ন, হয়রানি ও দমনপীড়নের শিকার হয়েছেন।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভ্যুত্থানের সময় রাষ্ট্রীয় বাহিনীর হত্যাযজ্ঞ মানবাধিকার লঙ্ঘন, ইন্টারনেট ব্ল্যাকআউটসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু গণমাধ্যমের সাহসী প্রতিবেদনে জনগণের সামনে উঠে এসেছে।

    বিশেষ করে অধিকাংশ মুদ্রণ গণমাধ্যম নির্ভীকভাবে তথ্য তুলে ধরে গণ-অভ্যুত্থানের পক্ষে জনমত গঠনে বিশেষ অবদান রেখেছে এবং একইসঙ্গে অনেক ভয়ভীতির মধ্যে কাজ করতে হয়েছে, বলা হয় বিবৃতিতে।

  4. নির্বাচন করার ইচ্ছা আছে, এনসিপি’র হয়ে করবো কি-না সিদ্ধান্ত নেইনি: আসিফ মাহমুদ

    আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
    ছবির ক্যাপশান, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

    বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিলে উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করবেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন মি. ভূঁইয়া।

    “নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে আগ্রহ আছে। কীভাবে করবো বা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, সেটার নিশ্চয়তা নেই। তবে নির্বাচন করলে বর্তমান দায়িত্ব থেকে পদত্যাগ করবো,” বিবিসি বাংলাকে বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

    তফসিলের আগে নাকি পরে পদত্যাগ করবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন তিনি।

    এছাড়া নির্বাচন করলে শিক্ষার্থীদের নতুন দল এনসিপি’তে যোগ দিয়ে তাদের প্রার্থী হবেন কি-না, সেটিও নিশ্চিত নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা।

    “কার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবো, এনসিপি'র বা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবো কি-না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেইনি,” বিবিসি বাংলাকে বলেন উপদেষ্টা মি. ভূঁইয়া।

    নির্বাচন বা রাজনীতি করার ইচ্ছা থাকলে সরকারের অন্য উপদেষ্টাদেরও পদত্যাগ করা উচিত বলে মনে করেন তিনি।

    “যারাই নির্বাচন করবে বা রাজনীতি করার ইচ্ছা আছে, তাদের কারোরই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না। এটা যে কেবল আমি বা মাহফুজ আলম- এরকম না ইস্যুটা। আরও অনেকেই আছেন, যাদের রাজনৈতিক পদ-পদবীও ছিল। আমার মনে হয় যে তাদের কারোই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না,” বিবিসি বাংলাকে বলেন মি. ভূঁইয়া।

  5. বাংলাদেশে পুশ-ব্যাক হওয়া পশ্চিমবঙ্গের বাসিন্দাকে ভারতে ফেরত

    বাংলাদেশ-ভারত সীমান্ত, ফাইল ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বাংলাদেশ-ভারত সীমান্ত, ফাইল ছবি

    পশ্চিমবঙ্গের মালদা জেলার বাসিন্দা আমির শেখকে বাংলাদেশে ‘পুশ-ব্যাক’ করে দিয়েছিল বিএসএফ। বুধবার তাকে ভারতে ফেরত আনা হয়েছে বলে দাবি করেছে পশ্চিমবঙ্গের ‘পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ’।

    মি. শেখকে দুমাসেরও বেশি সময় আগে রাজস্থান থেকে আটক করেছিল সেখানকার পুলিশ।তারপরে তাকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছিল। পরে বিজিবির হাতে আটক হয়ে তিনি জেলে ছিলেন বলে তার পরিবার বিবিসিকে আগেই জানিয়েছিল।

    পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের নেতা আসিফ ফারুক বলছেন, “প্রথম মাসদুয়েক তার কোনো খবরই পরিবার পায়নি। একদিন হঠাৎ করেই ইমো কলে বছর ২০-র আমির শেখ জানায় যে রাজস্থান পুলিশ তাকে মারধর করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে।"

    কলকাতা হাইকোর্টে তার পরিবার হিবিয়াস কর্পাস পিটিশন দাখিল করে। তারপরেই তাকে ফেরত আনা হল বুধবার।

    হেবিয়াস কর্পাস পিটিশন হলো কোনো ব্যক্তির খোঁজ না পেলে তাকে সশরীরে আদালতে হাজির করানোর দাবি জানিয়ে আবেদন।

    তবে তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ও পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যন সামিরুল ইসলাম বলছেন, আমির শেখকে ফেরত আনা হলেও বিএসএফ একরকম অস্বীকার করছে যে তারা তাকে বাংলাদেশে ঠেলে দিয়েছিল।

    তিনি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, বিএসএফ দাবি করেছে যে আমির শেখ নাকি নিজেই ভুল করে বাংলাদেশে চলে গিয়েছিল।

    ওই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টে রাজ্য পুলিশ জানিয়েছে, বিএসএফের কাছ থেকে তারা আমির শেখকে হেফাজতে নিয়েছে।

    সীমান্তরক্ষী বাহিনী স্থানীয় পুলিশকে জানিয়েছে যে ওই ব্যক্তি “ভুল করে বাংলাদেশে চলে গিয়েছিল এবং আবারও ভারতে ফেরার সময়ে বিএসএফ তাকে আটক করে এবং তার কাছে কোনো বৈধ নথি পায়নি"।

    একটি এফআইআর দায়ের করে আমির শেখকে উত্তর ২৪ পরগনার বসিরহাট পুলিশের কাছে হস্তান্তর করে বিএসএফ, এমনটাই জানানো হয়েছে আদালতকে।

    আদালত নির্দেশ দিয়েছে আমির শেখকে তার পরিবারের হাতে যেন তুলে দেওয়া হয়।

  6. এক মাস পর কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দিয়ে শিক্ষকদের আন্দোলন স্থগিত

    আপতত আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা
    ছবির ক্যাপশান, আপতত আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা

    বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতাসহ কয়েকটি দাবি পূরণে সরকারের পক্ষ থেকে আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা।

    তবে আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা না হলে আবার আন্দোলনে নামার ঘোষণাও দিয়েছেন তারা।

    বুধবার শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বেলা সাড়ে তিনটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ থেকে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

    দাবি মানা না হলে আগামী ১৫ ও ১৬ই সেপ্টেম্বর তারা নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতি পালন করার ঘোষণা দেন।

    এর আগে এই দাবিতে বুধবার সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নেন এমপিওভুক্ত শিক্ষকরা।

    তারা এসময় সরকারি নিয়মে বাড়িভাড়া, মেডিকেল ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা প্রদান এবং সর্বজনীন বদলি চালুসহ বেশ কিছু দাবি জানান।

    পরে তাদের একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক করেন। পরে বৈঠক শেষে শিক্ষকরা এক মাসের আল্টিমেটাম দিয়ে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন।

  7. টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তিন মামলায় সাক্ষ্য দিলেন দুদকের তিনজন কর্মকর্তা

    পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে আদালতে

    ছবির উৎস, BBC/TANVEE

    ছবির ক্যাপশান, পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে আদালতে

    পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ করেছে আদালত।

    বুধবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার পরিবারের সদস্যদের প্লট দুর্নীতি সংক্রান্ত তিন মামলার বাদী দুদকের তিনজন কর্মকর্তা আদালতে সাক্ষ্য দিয়েছেন।

    এই তিনটি মামলাতেই টিউলিপ সিদ্দিক এবং শেখ হাসিনা আসামি হিসেবে রয়েছেন।

    ১০ কাঠা প্লট দুর্নীতির অভিযোগের এক মামলায় শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, শেখ হাসিনাসহ মোট ১৭ জন আসামি।

    আরেক মামলায় শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক, টিউলিপ সিদ্দিক এবং শেখ হাসিনাসহ ১৮ জন আসামি।

    প্লট দুর্নীতির আরেকটি মামলায় রাদওয়ান মুজিব সিদ্দিকসহ মোট আসামি ১৮ জন। এই তিন মামলায় মোট আসামি ২২ জন। এদের মধ্যে রাজউক, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারাও রয়েছেন।

    গত ১১ই অগাস্ট পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট দুর্নীতির তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধেও সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

    ২০২৪ সালের পাঁচই অগাস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশের বাইরে অবস্থান করছেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা।

    ডিসেম্বরে তাদের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক।

    তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন টিউলিপ সিদ্দিক। তিনি দাবি করেছেন, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং মামলার বিষয়ে তিনি আনুষ্ঠানিকভাবে কোনো সমন পাননি।

  8. সংসদের আগে স্থানীয় নির্বাচনসহ ইসিকে সাতটি প্রস্তাব ইসলামী আন্দোলনের

    সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন ইসলামী আন্দোলনের প্রতিনিধি দল
    ছবির ক্যাপশান, সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন ইসলামী আন্দোলনের প্রতিনিধি দল

    জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

    বুধবার বিকেলে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে স্থানীয় নির্বাচনসহ সাতটি প্রস্তাবনা দিয়েছে দলটি।

    দলের মহাসচিব ইউনুছ আহমাদের নেতৃত্বে বৈঠকে অংশ নেন ইসলামী আন্দোলনের একটি প্রতিনিধি দল।

    দলটি আগামীতে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনি কাজে দায়িত্বপ্রাপ্তদের দল নিরপেক্ষ ভূমিকা পালন, জুলাই সনদের ভিত্তিতে আগামীতে সব স্থানীয় ও জাতীয় নির্বাচন আয়োজন, পিআর পদ্ধতিতে ভোটগ্রহণ, আওয়ামী লীগ এবং তার সব দোসর ও সহযোগী দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, তাদের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে।

    সিইসির সাথে সাক্ষাতে ইসলামী আন্দোলন নির্বাচনের সময় সেনাবাহিনীকে শুধু স্ট্রাইকিং ফোর্স হিসেবে ব্যবহার না করে প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে।

    এছাড়া দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজ ও খুনিদের নির্বাচনে অযোগ্য ঘোষণারও দাবি জানিয়েছে দলটি।

  9. ভোলাগঞ্জে অবৈধ পাথর উত্তোলনের ঘটনায় দুদকের অভিযান

    সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর এলাকার বর্তমান চিত্র

    ছবির উৎস, MAHBUBUR RAHMAN RIPON

    ছবির ক্যাপশান, সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর এলাকার বর্তমান চিত্র

    সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের ঘটনায় এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন বা দুদক।

    বুধবার দুদকের জনসংযোগ বিভাগের উপ পরিচালক মো. আকতারুল ইসলামের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস’র খবরে এই তথ্য জানানো হয়েছে।

    দুদক উপপরিচালক মি. ইসলাম বলেন, স্থানীয় প্রশাসনের অসাধুদের যোগসাজশে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর এলাকার পাথর উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের অভিযোগে ওই পর্যটন এলাকায় দুদকের সিলেট জেলা সমন্বিত কার্যালয় অভিযান পরিচালনা করছে।

    অভিযান পরিচালনা শেষে এ নিয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছে দুদক।

    প্রাকৃতিকভাবে পাহাড়ি ঢলের তোড়ে ধলাই নদের উৎসমুখে ভেসে আসা পাথরের বিশাল স্তুপের কারণে প্রায় পাঁচ একর জায়গা জুড়ে সিলেটের ভোলাগঞ্জ পর্যটন স্পট হিসেবে গত কয়েক বছরে বেশ সাড়া ফেলেছিল।

    গত এক বছরে সে জায়গাটি থেকে অবাধে পাথর লুটের ঘটনায় মনোরম সৌন্দর্য্যের এই স্পটটি বিরানভূমিতে পরিণত হয়েছে।

  10. লেখক ও বুদ্ধিজীবী যতীন সরকার মারা গেছেন

    বাংলাদেশের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত লেখক ও বুদ্ধিজীবী যতীন সরকার মারা গেছেন।

    বুধবার বিকেলে ময়মনসিংহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক জাকিউর রহমান বিবিসি বাংলাকে এই তথ্য জানিয়েছেন।

    তিনি জানিয়েছেন, শারীরিক অসুস্থতা নিয়ে গত ৮ই অগাস্ট মি. সরকার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পাঁচদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার বিকেল পৌনে তিনটায় তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

    ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এই চিকিৎসক জানান, যতীন সরকার দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। আগে থেকেই কিডনি রোগে আক্রান্ত ছিলেন। সেই সাথে নিউমোনিয়ায়ও আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে।

    যতীন সরকার দুই মেয়াদে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সভাপতি ছিলেন। শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ উদীচীর ময়মনসিংহ কার্যালয়ে নেওয়া হবে।

  11. জটিলতা তৈরির উদ্দেশ্যেই পিআর পদ্ধতির প্রস্তাব: রিজভী

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (ফাইল ছবি)
    ছবির ক্যাপশান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (ফাইল ছবি)

    কেবল জটিলতা তৈরির উদ্দেশ্যেই নির্বাচনে পিআর পদ্ধতির প্রস্তাব আনা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “পিআর পদ্ধতি এই মুহূর্তে আমরা যদি বাস্তাবায়ন করতে চায়, তাহলে আমাদের সমাজ অতটা প্রস্তুত নয়।”

    সবাই যখন অবাধ, সুষ্ঠু নির্বাচন চাচ্ছে তখন হঠাৎ করে পিআর পদ্ধতির দাবি সামনে আনা উদ্দেশ্য প্রণোদিত বলেও মনে করেন মি. রিজভী।

    এসময় তিনি দাবি করেন, নিজেদের লোকদের অপকর্মকে আড়াল করে নানা নাটকের মাধ্যমে বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে কয়েকটি রাজনৈতিক দল পায়তারা চালাচ্ছে।

  12. সরকারের একপেশে নীতির কারণেই ওষুধ শিল্পে সংকট: মির্জা ফখরুল

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    ছবির ক্যাপশান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)

    সরকারের অস্বচ্ছ এবং একপেশে নীতি-নির্দেশনার কারণেই দেশের ওষুধ শিল্প ঘিরে ঝুঁকি তৈরি হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিয়ে উদ্বেগ জানান তিনি।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রায় দুই বছর যাবৎ নতুন কোনো ওষুধের নিবন্ধন দেওয়া হয়নি। এছাড়া অনেক দিন যাবৎ ওষুধের মূল্য সমন্বয়ও করা হয়নি।

    এলডিসি গ্র্যাজুয়েশনের বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে এই খাতের সুরক্ষায় ওষুধ শিল্প সমিতি ও শিল্প সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধানের পথ খোঁজার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

  13. সিরাজগঞ্জে রেলপথ অবরোধ, ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

    স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

    ছবির উৎস, DILIP KUMAR

    ছবির ক্যাপশান, স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

    স্থায়ী ক্যাম্পাসের দাবিতে এবার রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে গেছে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ।

    বুধবার সকালে উল্লাপাড়া রেলগেইট এলাকায় অবরোধ করে ব্লকেড কর্মসুচী শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

    শিক্ষার্থীদের অভিযোগ, শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম নয় বছর আগে শুরু করা হলেও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি এখনো অনুমোদন দেয়নি সরকার।

    স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচীর অংশ হিসেবে তারা এই রেলপথ ব্লকেড কর্মসুচী পালন করছে বলেও জানান শিক্ষার্থীরা।

    বৃহস্পতিবার একই দাবিতে বগুড়া-নগরবাড়ী মহাসড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রেখেছিল বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

  14. বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল তবে উদ্বেগ আছে: যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন

    মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়

    শাসনব্যবস্থায় পরিবর্তনের পর বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও উদ্বেগ রয়েছে। ২০২৪ সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার–বিষয়ক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

    মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

    প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহ ধরে চলা শিক্ষার্থীদের বিক্ষোভে শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ‘প্রধান উপদেষ্টা’ করে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।

    অগাস্টের কিছু ঘটনার পর দেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল হয়েছে, যদিও কিছু বিষয় নিয়ে উদ্বেগ রয়ে গেছে।

    প্রতিবেদনে বলা হয়, আগের সরকারের আমলে নির্বিচারে বা বেআইনি হত্যাকাণ্ড, গুম, নির্যাতন, নির্বিচারে গ্রেপ্তার বা আটক, মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর গুরুতর বিধিনিষেধসহ শিশুশ্রমের সবচেয়ে খারাপ ধরন উল্লেখযোগ্য মাত্রায় বিদ্যমান ছিল।

    এছাড়া বিগত সরকারের আমলে ব্যাপকভাবে দায়মুক্তির অসংখ্য খবরও পাওয়া গেছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। সরকার পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকার মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আগের সরকারের অনেক সদস্যকে গ্রেপ্তার করেছে।

  15. প্লট দুর্নীতি মামলায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

    পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু করেছেন আদালত।

    এই মামলায় আরো আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহানা, ভাই রাদওয়ান সিদ্দিক ও বোন আজমিনা সিদ্দিক রূপন্তীকে। তাদের বিরুদ্ধে আরো কয়েকটি মামলা রয়েছে।

    দুর্নীতির পৃথক ছয় মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে গত ৩১ জুলাই অভিযোগ গঠন করেন ঢাকার দুই বিশেষ জজ আদালত।

    গত ১১ই অগাস্ট পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট দুর্নীতির তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধেও সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

    ২০২৪ সালের পাঁচই অগাস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশের বাইরে অবস্থান করছেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা।

    ডিসেম্বরে তাদের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক।

    তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন টিউলিপ সিদ্দিক। তিনি দাবি করেছেন, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং মামলার বিষয়ে তিনি আনুষ্ঠানিকভাবে কোনো সমন পাননি।

  16. বিবিসি বাংলার লাইভে স্বাগতম

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরও পড়তে পারেন:

    গতকালের উল্লেখযোগ্য খবরগুলো পড়তে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে