কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা

আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এবছরও বাংলাদেশের প্রকাশকরা যোগ দিতে পারবেন না। রাজধানী ঢাকায় দুই বছর পরপর বাড়ি ভাড়া বাড়ানো যাবে এমন নির্দেশনা দিয়ে বাড়িভাড়া সংক্রান্ত একটি নির্দেশিকা প্রণয়ন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. মঙ্গলবার সারাদিন যা যা হলো:

    • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ইলাস্ট্রেটেড একটি ছবি পোস্ট করেছেন যেখানে তাকে গ্রিনল্যান্ডে আমেরিকান পতাকা লাগানোর চিত্র দেখানো হয়েছে। ছবিতে তার পাশে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রয়েছেন।
    • আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এবছরও বাংলাদেশের প্রকাশকরা যোগ দিতে পারবেন না। এ নিয়ে দ্বিতীয়বার কলকাতা বইমেলায় বাংলাদেশের প্যাভেলিয়ন থাকবে না।
    • রাজধানী ঢাকায় দুই বছর পরপর বাড়ি ভাড়া বাড়ানো যাবে এমন নির্দেশনা দিয়ে বাড়িভাড়া সংক্রান্ত একটি নির্দেশিকা প্রণয়ন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
    • বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বুধবার বিকেল পাঁচটায় প্রধান উপদেষ্টার কাছে পে কমিশনের সুপারিশ জমা দেওয়া হবে।
    • ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির পরিবারকে ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য এক কোটি টাকা দিচ্ছে অন্তর্বর্তী সরকার। তার স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্তে এই অর্থ বরাদ্দের অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
    • হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর নির্দিষ্ট কিছু এলাকা এবং গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাকে নীরব এলাকা ঘোষণা করে, এসব এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
    • আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশে ২১ হাজার ৯৪৬ টি অতি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য ৭১ কোটি ৯৮ লাখ ২৮ হাজার টাকা বিশেষ বরাদ্দ দিয়েছে সরকার।
    • ঢাকায় কড়াইল বস্তিতে ফ্ল্যাট বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
    • দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে এমন রাজনৈতিক প্রচারণার সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
    • আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ দলটির সাত জন নেতাকে 'উপযুক্ত' নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
    • অর্থ মন্ত্রণালয়ের আওতায় 'রাজস্ব নীতি বিভাগ' এবং 'রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ' নামে দুইটি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার।
    • জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার চাঁনখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী ২৬শে জানুয়ারি ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
    • ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে আরো পাঁচ দিন সময় দিয়েছে আদালত।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...

  2. ঢাকায় ফ্ল্যাট কিনতে ওসমান হাদির পরিবারকে এক কোটি টাকা দিচ্ছে অন্তর্বর্তী সরকার

    দুই হাত প্রসারিত করে রাখা শরীফ ওসমান হাদির ছবির বড় একটি ব্যানার।

    ছবির উৎস, Md. Rakibul Hasan Rafiu/NurPhoto via Getty Images

    ছবির ক্যাপশান, ঢাকায় একটি ফ্ল্যাট কিনতে শরীফ ওসমান হাদির পরিবারকে এক কোটি টাকা বরাদ্দের অনুমোদন

    ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির পরিবারকে ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য এক কোটি টাকা দিচ্ছে অন্তর্বর্তী সরকার।

    লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য ‘দোয়েল টাওয়ার’ নামে একটি আবাসিক ভবনে বারোশো পনের বর্গফুটের একটি ফ্ল্যাট কিনতে অনুদান হিসেবে এই অর্থ নিহত হাদির পরিবারকে দেওয়া হচ্ছে।

    তার স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্তে এই অর্থ বরাদ্দের অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

    গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক আবেদনের পরিপ্রেক্ষিতে এই অর্থ বরাদ্দ করা হয়েছে।

  3. ২৫শে জানুয়ারি থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে শাস্তি

    হর্ন বাজানো অপরাধ প্ল্যাকার্ড হাতে এক স্কুল শিক্ষার্থী।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, আগামী ২৫ শে জানুয়ারি থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে জরিমানা করা হবে।

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর নির্দিষ্ট কিছু এলাকা এবং গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাকে নীরব এলাকা ঘোষণা করে, এসব এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

    একইসাথে এই অপরাধের সর্বোচ্চ জরিমানা ১০ হাজার টাকা অথবা তিন মাসের কারাদণ্ড বলে জানিয়েছে পুলিশ।

    ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    আগামী ২৫ শে জানুয়ারি থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ও তার উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটারে(স্কলাসটিকা স্কুল থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত) ওই আইন অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর করা হবে বলে উল্লেখ করা হয়েছে গণবিজ্ঞপ্তিতে।

    একইসাথে পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, সিভিল এভিয়েশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ডিএমপির ম্যাজিস্ট্রেটরা বিশেষ মোবাইল কোর্টও পরিচালনা করবে বলে জানিয়েছে পুলিশ।

  4. ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭১ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ

    নিকার ১১৯ তম সভা

    ছবির উৎস, CA PRESS WING

    ছবির ক্যাপশান, মঙ্গলবার নিকারের বৈঠকে নির্বাচনের জন্য সিসি ক্যামেরা কেনার অনুমোদন দেওয়া হয়

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশে ২১ হাজার ৯৪৬ টি অতি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য ৭১ কোটি ৯৮ লাখ ২৮ হাজার টাকা বিশেষ বরাদ্দ দিয়েছে সরকার।

    মঙ্গলবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভায় এই বরাদ্দ দেওয়া হয়েছে।

    বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান।

    বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে।

    মি. মজুমদার বলেন, সারা দেশে প্রায় ৪২ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ৬ হাজার ৫৫২টি কেন্দ্রে আগে থেকেই সিসিটিভি ক্যামেরা রয়েছে। বাকি কেন্দ্রগুলোতে নতুন করে ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এর মধ্যে ২১ হাজার ৯৪৬টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে সিসিটিভি বসানোর জন্য অর্থ মন্ত্রণালয় থেকে বিশেষ এই বরাদ্দ দেওয়া হয়েছে।

    বরাদ্দের আওতায় প্রতিটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কমপক্ষে ছয়টি করে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে উল্লেখ করে তিনি জানান, ঝুঁকিপূর্ণ তালিকার বাইরে থাকা কেন্দ্রগুলোতে স্থানীয় প্রশাসন, সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের নিজস্ব অর্থায়নে ক্যামেরা বসানো হচ্ছে। ইতিমধ্যে সব জেলায় এই কার্যক্রম শুরু হয়েছে এবং অনেক এলাকায় তা দ্রুতগতিতে এগোচ্ছে।

  5. কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা

    বিশ্বের বৃহত্তম বইমেলাগুলির অন্যতম আন্তর্জাতিক কলকাতা বইমেলার প্রস্তুতি চলছে
    ছবির ক্যাপশান, বিশ্বের বৃহত্তম বইমেলাগুলির অন্যতম আন্তর্জাতিক কলকাতা বইমেলার প্রস্তুতি শেষ পর্যায়ে

    আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এবছরও বাংলাদেশের প্রকাশকরা যোগ দিতে পারবেন না। এ নিয়ে দ্বিতীয়বার কলকাতা বইমেলায় বাংলাদেশের প্যাভেলিয়ন থাকবে না।

    এর আগে প্রতিবছরই বাংলাদেশের অনেক প্রকাশক কলকাতা বইমেলায় আসতেন এবং সেখানে প্রচুর ভিড়ও যেমন হতো, তেমনই বাংলাদেশি লেখকদের বই বিক্রিও হতো অনেক।

    তবে ২০২৪-এর জুলাই-অগাস্টের বিক্ষোভ এবং অন্তর্বর্তীকালীন সরকার আসার পর গত বছর বাংলাদেশের প্রতিনিধিত্ব ছিল না, এবছরও তারা থাকছেন না।

    কলকাতা বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চ্যাটার্জি মঙ্গলবার বিবিসি বাংলাকে বলেন, “বাংলাদেশের তরফে এবার মেলায় যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করা হয়েছিল। কিন্তু আমরাই তাদের যোগ দিতে দিচ্ছি না।"

    কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের সূত্রগুলোও নিশ্চিত করেছে যে এবারের বইমেলায় যোগ দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করা হয়েছিল।

    “ভারত-বাংলাদেশের এখন যা সম্পর্ক, তাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবুজ সংকেত ছাড়া বাংলাদেশকে মেলায় যোগদান করার ছাড়পত্র দিতে পারছে না গিল্ড। সেই সবুজ সংকেত আসেনি, তাই বাংলাদেশ মেলায় থাকছে না। তবে যদি এখানকার কোনও স্টলে বাংলাদেশের বই কেউ রাখেন, তাতে আমাদের আপত্তি নেই,” বিবিসিকে বলছিলেন মি. চ্যাটার্জি।

    নিয়মিত মেলায় যোগ দিত আরেকটি যে দেশ, সেই মার্কিন যুক্তরাষ্ট্রও এবারের বইমেলায় থাকবে না, কারণ তাদের “বাজেট অ্যালোকেশন হয়নি” বলেও জানিয়েছেন মি. চ্যাটার্জি।

    তবে এই প্রথমবারের মতো ইউক্রেন বইমেলায় যোগ দেবে এবং ১৫ বছর পরে চীনের প্যাভেলিয়ন থাকবে মেলায়।

    আর্জেন্টিনা এবারের বইমেলার থিম দেশ। মোট ২১টি দেশ এবং এক হাজারের ওপরে স্থানীয় ও ভারতের অন্যান্য রাজ্যের প্রকাশকরা স্টল দেবেন।

    আগামী ২২শে জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এটি বিশ্বের বৃহত্তম অ-বাণিজ্যিক বইমেলা, অর্থাৎ যেখানে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি নয়, সাধারণ মানুষ বই কিনতে পারেন। আবার জনসমাগমের দিক থেকেও এই বইমেলা বিশ্বে এক নম্বরে রয়েছে। সল্ট লেকের স্থায়ী ‘বইমেলা প্রাঙ্গণ’-এ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মেলার উদ্বোধন করবেন।

    কলকাতা বইমেলার আয়োজক বুকসেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে (ডানে) ও সাধারণ সম্পাদক ত্রিদিব চ্যাটার্জি (মাঝে)
    ছবির ক্যাপশান, কলকাতা বইমেলার আয়োজক বুকসেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে (ডানে) ও সাধারণ সম্পাদক ত্রিদিব চ্যাটার্জি (মাঝে)
  6. কড়াইল বস্তিতে ছোট ফ্ল্যাট বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান

    বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, ঢাকায় কড়াইল বস্তিতে ফ্ল্যাট বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

    ঢাকায় কড়াইল বস্তিতে ফ্ল্যাট বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

    মঙ্গলবার বিকেলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে এই প্রতিশ্রুতি দেন তিনি।

    মি. রহমান বলেন, “আমরা এখানে উঁচু উঁচু বড় বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে। এইখানে যে মানুষগুলো থাকেন তাদের নামে রেজিস্ট্রি করে আমরা প্রতিটি ছোট ফ্ল্যাট করবো এবং সেগুলো তাদের নামে দিতে চাই আমরা।”

    একইসাথে কড়াইল বস্তির মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

    দালানে বসবাসকারী সন্তানদের মতো কড়াইল বস্তির সন্তানদেরও সুবিধা দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন,“ আমরা চাই দালানে যে থাকে তার সন্তান যেমন শিক্ষার সুবিধা পাবে ঠিক একইভাবে কড়াইল বস্তিতে যে মানুষগুলো থাকে তাদের যারা সন্তান আছে তারাও ঠিক একইভাবে দালানের সন্তানদের মতো একইভাবে বিদেশি ভাষা শিখতে পারে।”

  7. 'দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত' এমন প্রচারণার সমালোচনা বিএনপি মহাসচিবের

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে এমন রাজনৈতিক প্রচারণার সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    তিনি বলেন, “দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে চলে যাওয়া যাবে, হায় হায় হায়। চিন্তা করেন, তাইলে আর আমার নামাজ পড়া, আল্লাহর কাছে কমপ্লিট সারেন্ডার করা, ঈমান আনা এগুলার দরকার নাই নাকি?”

    মঙ্গলবার দুপুরে ঢাকায় একটি আলোচনা সভায় এই কথা বলেন তিনি।

    অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছে সেটা মি. আলমগীরের দল ২০২২ সালে তুলে ধরেছিলো বলেও দাবি করেন তিনি।

    সংস্কার প্রশ্নে সব রাজনৈতিক দল যেসব বিষয়ে একমত হয়েছে সেগুলো ছাড়াও কিছু বিষয় ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন মি. আলমগীর।

    “সুতরাং সংস্কার যেটুকু হয়েছে যেটাতে একমত হয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলো। অবশ্যই আমাদের হ্যাঁ ছিল, না নাই। কিন্তু তোমরা কারসাজি করেছো, তোমরা কিছুটা বেঈমান করেছো। আমার বলতে কোনো দ্বিধা নাই যেগুলা আমরা একমত হই নাই সেগুলা ঢুকিয়ে দিয়েছো, তারপরও আমরা কিন্তু মেনে নিয়েছি” বলেন তিনি।

    দেশের বৃহত্তর স্বার্থে, জনগণের বৃহত্তর স্বার্থে বিএনপির কাছে গ্রহণযোগ্য না হলেও মেনে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

    একইসাথে আগামী নির্বাচনের ফলেই "দেশ লিবারেল ডেমোক্রেসি, নাকি উগ্রপন্থিদের হাতে যাবে সেটি নির্ধারিত হবে" বলেও মন্তব্য করেন মি. আলমগীর।

  8. জামায়াতে ইসলামীর আমিরসহ সাত নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির

    নির্বাচন কমিশন ভবন

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ দলটির সাত জন নেতাকে 'উপযুক্ত' নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

    ইসির নির্বাচন পরিচালনা - ২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।

    এই চিঠিতে বলা হয়েছে, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের নিরাপত্তা চেয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেছেন।

    এছাড়াও গাজীপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. মজিবুর রহমানের নিরাপত্তা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে ইসি।

  9. সরকারি চাকরিজীবীরা 'খুশি হবেন' এমন পে-স্কেলের কথা জানালেন অর্থ উপদেষ্টা

    অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ
    ছবির ক্যাপশান, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, ফাইল ছবি

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বুধবার বিকেল পাঁচটায় প্রধান উপদেষ্টার কাছে পে কমিশনের সুপারিশ জমা দেওয়া হবে। আজ মঙ্গলবার এ কথা জানান তিনি।

    তিনি বলেন, “সরকারি চাকরিজীবীরা পে-স্কেল পেয়ে খুশি হবেন এমন সুপারিশই প্রতিবেদনে থাকবে।”

    বুধবার প্রতিবেদন জমা দেওয়ার সময় অর্থ উপদেষ্টা পে কমিশনের প্রধান জাকির আহমেদ খানসহ সব সদস্যদের নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই প্রতিবেদন জমা দেবেন বলে জানান তিনি।

  10. রাজধানী ঢাকায় দুই বছরের আগে বাড়ি ভাড়া বাড়ানো যাবে না

    ঢাকা

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, ঢাকা

    রাজধানী ঢাকায় দুই বছর পরপর বাড়ি ভাড়া বাড়ানো যাবে এমন নির্দেশনা দিয়ে বাড়িভাড়া সংক্রান্ত একটি নির্দেশিকা প্রণয়ন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

    একইসাথে জুন - জুলাই মাসে এই ভাড়া বাড়ানো, মানসম্মত ভাড়া নির্ধারণ করা এবং বাড়িভাড়ার বার্ষিক পরিমাণ সংশ্লিষ্ট বাড়ির বাজারমূল্যের শতকরা ১৫ ভাগের বেশি যাতে না হয় সেটিও ডিএনসিসির এই নির্দেশিকায় রয়েছে।

    ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এক সংবাদ সম্মেলনে এই নির্দেশিকার কথা জানান।

    বাড়ি ভাড়া নেওয়ার সময় এক থেকে তিন মাসের বেশি অগ্রীম ভাড়া নেওয়া যাবে না এবং আবাসিক ভবনের ক্ষেত্রে বাড়িভাড়ার চুক্তি বাতিল করতে হলে দুই মাসের নোটিশ দিয়ে দুইপক্ষই ভাড়ার চুক্তি বাতিল করতে পারবে এমন বিষয়সহ ১৬ টি নির্দেশিকা দিয়েছে ডিএনসিসি।

    বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন - ১৯৯১ এর আলোকে এই নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে।

    বাড়ির মালিক ও ভাড়াটিয়া দুই পক্ষকেই এই নির্দেশিকার বিষয়বস্তু মেনে চলতে হবে বলে জানিয়েছে ডিএনসিসি।

  11. নতুন চারটি থানা অনুমোদন

    প্রধান উপদেষ্টার সভাপতিত্বে নিকারের সভা

    ছবির উৎস, CA PRESS WING

    ছবির ক্যাপশান, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভা

    অর্থ মন্ত্রণালয়ের আওতায় 'রাজস্ব নীতি বিভাগ' এবং 'রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ' নামে দুইটি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার।

    মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির ১১৯তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে নিকারের এটিই প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

    দুই বিভাগ গঠনের বিষয়ে ইতোমধ্যেই রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে সরকার।

    সরকারের রাজস্ব আহরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি এবং গতিনীলতা বৃদ্ধির লক্ষ্যে এই দু'টি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে বলে জানানো হয়েছে বিবৃতিতে।

    একইসাথে ‘স্বাস্থ্য সেবা বিভাগ’ ও ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’ দু'টিকে এক করে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ পুনর্গঠন করার প্রস্তাবও এই বৈঠকে অনুমোদিত হয়েছে।

    এছাড়া, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার প্রস্তাব অনুমোদন হয়েছে।

    একইসাথে গাজীপুর জেলায় পুর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলায় পুর্বাচল দক্ষিণ, কক্সবাজার জেলায় মাতারবাড়ী নামে তিনটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার।

    এছাড়া নরসিংদী জেলার রায়পুরাকে ভেঙে আরো একটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়েছে নিকারের সভায়।

  12. চাঁনখারপুলে ছয়জনকে হত্যার মামলার রায় পিছিয়ে ২৬শে জানুয়ারি নির্ধারণ

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
    ছবির ক্যাপশান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

    জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার চাঁনখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী ২৬শে জানুয়ারি ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    মঙ্গলবার এই রায় ঘোষণার জন্য পূর্বনির্ধারিত দিন ধার্য ছিল। পরে আজ তা পিছিয়ে দিয়েছে ট্রাইব্যুনাল-১।

    এ মামলার আট আসামির মধ্যে গ্রেফতার রয়েছে চার আসামি। সকালে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

    পলাতক বাকি চার আসামি হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম এবং রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

    গত বছরের ১৪ই জুলাই আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    ২০২৪ সালের পাঁচই অগাস্ট চাঁনখারপুল এলাকায় শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সময়ে পুলিশ গুলি চালালে ছয়জন নিহত হন।

  13. ইভ্যালির রাসেল ও শামীমাকে গ্রেফতার করেছে পুলিশ

    ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল, তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

    বিবৃতিতে বলা হয়েছে, রাত আনুমানিক ১২টা ১০ এ ধানমন্ডিতে এক বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

    পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় সর্বমোট ৩৯১ টি পরোয়ানা রয়েছে।

    পুলিশ দাবি করেছে, এই দুই ব্যক্তি দীর্ঘদিন পলাতক থাকার পর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ তাদের গ্রেফতার করেছে।

  14. হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে আরো সময় পেলো সিআইডি

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি

    ছবির উৎস, Osman Hadi/facebook

    ছবির ক্যাপশান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত করছে সিআইডি

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে আরো পাঁচ দিন সময় দিয়েছে আদালত।

    মঙ্গলবার এই প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।

    আগামী ২০শে জানুয়ারি তদন্তকারী সংস্থা সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ঢাকার একটি বিচারিক আদালত।

    সিআইডির জনসংযোগ বিভাগের মুখপাত্র জসীম উদ্দিন খান বিবিসি বাংলাকে বলেন, মামলাটি গত বৃহস্পতিবার সিআইডিকে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়।

    এ মামলায় ১৭ জনকে অভিযুক্ত করে গত ছয়ই জানুয়ারি অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ।

    ওই অভিযোগপত্রের ওপর আপত্তি জানিয়ে নারাজি আবেদন করে মামলাটির বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

    পরে এই মামলার তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেয় আদালত।

    গত ১২ই ডিসেম্বর নির্বাচনী গণসংযোগের সময় বিজয়নগর এলাকায় গুলিতে নিহত হন মি. হাদি।

    ঢাকা-৮ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি।

  15. ফ্রান্সের প্রেসিডেন্ট ও নেটো মহাসচিবের বার্তার স্ক্রিনশট সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন ট্রাম্প

    ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Getty Images

    ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও নেটো মহাসচিব মার্ক রুটের পাঠানো বার্তার স্ক্রিনশট সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    বার্তাসংস্থা রয়টার্সের মতে, ম্যাক্রোঁর ঘনিষ্ঠ একটি সূত্র বার্তাটির সত্যতা নিশ্চিত করেছে।

    বার্তায় ম্যাক্রোঁ বলেন, "আপনি গ্রিনল্যান্ডে কী করছেন তা আমি বুঝতে পারছি না" এবং দাভোস বিশ্ব অর্থনৈতিক ফোরামের পরে ডিজ-সেভেন দেশগুলোর একটি বৈঠক আয়োজনের অনুরোধ জানান তিনি।

    ম্যাক্রোঁ আরও বলেন যে প্রস্তাবিত জি-সেভেন বৈঠকে রাশিয়াকে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হবে। ক্রিমিয়াকে সংযুক্ত করার প্রতিক্রিয়ায় ২০১৪ সালে রাশিয়াকে জি-এইচ থেকে বহিষ্কার করা হয়েছিল।

    এছাড়াট্রাম্প আরো একটি স্ক্রিনশট শেয়ার করেছেন যেটিতে নেটো মহাসচিব মার্ক রুটের বার্তা দেখা যাচ্ছে।

    এমানুয়েল ম্যাক্রোঁর বার্তার স্ক্রিনশট প্রকাশের পর একটি পোস্ট করেন তিনি।

    বার্তায়, প্রেরকের জায়গায় মার্ক রুটের নাম দেখা যাচ্ছে, সিরিয়ায় ট্রাম্পে কাজের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন "গ্রিনল্যান্ডে এগিয়ে যাওয়ার পথ খুঁজে বের করার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ"।

  16. গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের পতাকার সম্পাদিত ছবি পোস্ট করেছেন ট্রাম্প

    ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট করা ছবিটিতে গ্রিনল্যান্ডে মার্কিন পতাকা লাগানোর চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, তার পেছনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাঁড়িয়ে আছেন

    ছবির উৎস, Truth Social/ Donald Trump

    ছবির ক্যাপশান, ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট করা ছবিটিতে গ্রিনল্যান্ডে মার্কিন পতাকা লাগানোর চিত্র ফুটিয়ে তোলা হয়েছে

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ইলাস্ট্রেটেড একটি ছবি পোস্ট করেছেন যেখানে তাকে গ্রিনল্যান্ডে আমেরিকান পতাকা লাগানোর চিত্র দেখানো হয়েছে। ছবিতে তার পাশে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রয়েছেন।

    ছবির সামনের দিকে একটি প্ল্যাকার্ড রয়েছে যেখানে লেখা আছে "গ্রিনল্যান্ড: মার্কিন অঞ্চল, প্রতিষ্ঠিত. ২০২৬"।

    আরেকটি ছবি পোস্ট করেছেন তিনি, যেটি ২০২৫ সালের অগাস্টে তোলা একটি ছবির সম্পাদিত সংস্করণ, যখন ইউরোপীয় নেতারা ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপের জন্য ওয়াশিংটন সফর করেছিলেন।

    ট্রুথ সোশ্যালে পোস্ট করা ট্রাম্পের ছবিতে, উপস্থাপনা বোর্ডটি এমনভাবে পরিবর্তন করা হয়েছে যাতে উত্তর আমেরিকা, কানাডা এবং গ্রিনল্যান্ডকে একটি মার্কিন পতাকা দিয়ে ঢেকে রাখা হয়েছে। মূল ছবিটি ইউক্রেন সংঘাতের সম্মুখ রেখাকে চিত্রিত করেছে।

    ২০২৫ সালে তোলা ছবির সম্পাদিত সংস্করণ, যেখানে বোর্ডের ওপর গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের পাতাকা আচ্ছাদিত অংশ হিসেবে দেখানো হচ্ছে, সামনে টেবিলের একপাশে ড্রোনাল্ড ট্রাম্প ও তার সামনে ইউরোপীয় নেতারা বসে আছেন

    ছবির উৎস, Truth Social/ Donald Trump

    ছবির ক্যাপশান, ২০২৫ সালে তোলা ছবির সম্পাদিত সংস্করণ, যেখানে বোর্ডের ওপর গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের পাতাকা আচ্ছাদিত অংশ হিসেবে দেখানো হচ্ছে
    আসল ছবিটি, ২০২৫ সালের অগাস্টে ইউরোপীয় নেতাদের ওয়াশিংটন সফরের পর তোলা এবং যেটি হোয়াইট হাউসের ফ্লিকার অ্যাকাউন্টে পোস্ট করা হয়, সামনে টেবিলের একপাশে ড্রোনাল্ড ট্রাম্প ও তার সামনে ইউরোপীয় নেতারা বসে আছেন

    ছবির উৎস, flickr/ White House

    ছবির ক্যাপশান, আসল ছবিটি, ২০২৫ সালের অগাস্টে ইউরোপীয় নেতাদের ওয়াশিংটন সফরের পর তোলা এবং যেটি হোয়াইট হাউসের ফ্লিকার অ্যাকাউন্টে পোস্ট করা হয়
  17. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে