ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ

ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন কনস্যুলার সেবা ও ভিসা দেওয়ার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। এদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সাথে সরকারের ভেতরের একটা অংশের সংশ্লিষ্টতা রয়েছে বলে মন্তব্য করেছেন। সম্পাদক পরিষদ ও নোয়াব আয়োজিত ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক প্রতিবাদ সভায় এ মন্তব্য করেন তিনি।

সরাসরি কভারেজ

  1. আজ সোমবার যা যা হলো:

    • ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন কনস্যুলার সেবা ও ভিসা দেওয়ার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। ঢাকায় কর্মকর্তারা বলছেন, গত কয়েকদিনে ভারতে হাইকমিশনের সামনে ও বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারে হামলার ঘটনার পর বাংলাদেশের হাইকমিশন, উপদূতাবাস ও ভিসা সেন্টারগুলোতে নিরাপত্তা ইস্যু প্রকট হয়ে দাঁড়িয়েছে।
    • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সাথে সরকারের ভেতরের একটা অংশের সংশ্লিষ্টতা রয়েছে বলে মন্তব্য করেছেন। সম্পাদক পরিষদ ও নোয়াবের এক প্রতিবাদ সভায় তিনি এমন মন্তব্য করেছেন।
    • ওই সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজ প্রথম আলো নয়, ডেইলি স্টার নয়—গণতন্ত্রের ওপর আঘাত এসেছে। স্বাধীনভাবে চিন্তা ও কথা বলার অধিকারের ওপর আবার আঘাত এসেছে।’
    • ওদিকে নোয়াবের সভাপতি এ কে আজাদ বলেছেন, প্রথম আলোতে আগুনের পর সরকারের সব সংস্থা ও ব্যক্তির কাছে অনুরোধ-অনুনয় করেও সাড়া পাননি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।
    • বাংলাদেশের নাগরিক দীপুচন্দ্র দাসের হত্যার বিরুদ্ধে সোমবার কলকাতা ও আসামের নানা জেলায় হিন্দুত্ববাদী এবং বাঙালি সংগঠনগুলি বিক্ষোভ দেখিয়েছে।
    • বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীদের যাতায়াতের জন্য ১০টি রুটে বিশেষ ট্রেন চালানোর ঘোষণা দিয়ে রেল মন্ত্রণালয় বলেছে, এ বাবদ আনুমানিক ৩৬ লাখ টাকা রাজস্ব আহরিত হবে। লন্ডনে ২০০৮ সাল থেকে রাজনৈতিক আশ্রয়ে থাকা মি. রহমানের বৃহস্পতিবার ঢাকায় ফেরার কথা রয়েছে।
    • ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি ফেসবুকে তার ভেরিফায়েড পাতায় দেয়া পোস্টে এ তথ্য জানান। বেলা দুইটার কিছুক্ষণ আগে তিনি এ পোস্ট দিয়েছেন। এর কিছুক্ষণ পরই ইনকিলাব মঞ্চ স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী ও আইন উপদেষ্টাকে ‘খুনের দায় নিয়ে পদত্যাগের’ দাবি জানিয়েছে।
    • বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রথম বারের মতো আউন্স প্রতি ৪ হাজার ৪০০ ডলার হয়েছে, যা এর দামের ক্ষেত্রে নতুন রেকর্ড।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর, বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...

  2. আগরতলায় ভিসা অফিস আর শিলিগুড়িতেও ভিসা আবেদন কেন্দ্র বন্ধ

    আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন

    ছবির উৎস, Netai De

    ছবির ক্যাপশান, আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন

    ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের ভিসা ও কনস্যুলার বিভাগ অনির্দিষ্টকালের জন্য মঙ্গলবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে যে বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র আছে, সেটির কাজকর্মও সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

    দীপু চন্দ্র দাসের মৃত্যুর পরে আগরতলায় গত কয়েকদিন ধরে স্থানীয় কিছু সংগঠন বিক্ষোভ দেখিয়েছে।

    এর আগে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসেও ভিসা কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে।

    কলকাতাতে অবশ্য এখনও বাংলাদেশের ভিসা অফিস চালু রয়েছে বলে জানাচ্ছে উপদূতাবাসের সূত্রগুলি।

    ওই সূত্রগুলি বলছে শিলিগুড়িতে বেসরকারি একটি সংস্থা বাংলাদেশ উপদূতাবাসের হয়ে ভিসার আবেদন গ্রহণ করত। কিছু বিক্ষোভকারী ওই বেসরকারি সংস্থার এক নারী কর্মীকে হুমকি দেওয়ার পরে ওই সংস্থাটি সাময়িকভাবে তাদের কাজকর্ম বন্ধ রেখেছে।

    আগরতলায় বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধের নোটিস

    ছবির উৎস, Netai De

    ছবির ক্যাপশান, আগরতলায় বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধের নোটিস
  3. প্রধান উপদেষ্টার সাথে যুক্তরাষ্ট্রের দূতের সাক্ষাৎ, নির্বাচনের অঙ্গীকার পুনর্ব্যক্ত

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী ১২ই ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠানে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

    “জাতি ভোটাধিকার প্রয়োগের জন্য আগ্রহভরে অপেক্ষা করছে, যা স্বৈরাচার সরকার চুরি করেছিলো,” তিনি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর-এর সাথে সাক্ষাতের সময় বলেছেন বলে তার প্রেস উইং জানিয়েছে।

    তাদের মধ্যকার আলোচনায় যেসব বিষয় এসেছে, তার মধ্যে ছিলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য ও শুল্ক বিষয়ক আলোচনা, আসন্ন নির্বাচন, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর এবং শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড।

    বৈঠকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

  4. বিএনপির জন্য ১০ রুটে বিশেষ ট্রেন, স্থগিত হলো রাজবাড়ী, রোহনপুর ও ঢালারচর ট্রেন

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীদের যাতায়াতের জন্য ১০টি রুটে বিশেষ ট্রেন চালানোর ঘোষণা দিয়ে রেল মন্ত্রণালয় বলেছে, এ বাবদ আনুমানিক ৩৬ লাখ টাকা রাজস্ব আহরিত হবে।

    মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “দলটির নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের উদ্দেশ্যে বিশেষ ট্রেন এবং অতিরিক্ত কোচ বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দলীয় কর্মী ও সমর্থকদের যাতায়াতের জন্য ১০ (দশ) টি রুটে বিশেষ ট্রেন পরিচালনা করা হবে এবং নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।”।

    লন্ডনে ২০০৮ সাল থেকে রাজনৈতিক আশ্রয়ে থাকা মি. রহমানের বৃহস্পতিবার ঢাকায় ফেরার কথা রয়েছে।

    এদিকে রেল মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, স্বল্প দূরত্বের রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী-পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা-রাজশাহী) এবং রোহনপুর কমিউটার (রোহনপুর-রাজশাহী) ট্রেনের ২৫শে ডিসেম্বর তারিখের যাত্রা স্থগিত রাখা হবে।

    বিএনপির চাহিদার ভিত্তিতে যেসব রুটে বিশেষ ট্রেন চালানো হবে সেগুলো হলো:

    কক্সবাজার-ঢাকা-কক্সবাজার, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা-জামালপুর,টাঙ্গাইল-ঢাকা-টাঙ্গাইল, ভৈরববাজার-নরসিংদী-ঢাকা-নরসিংদী-ভৈরববাজার, জয়দেবপুর-ঢাকা ক্যান্টনমেন্ট-জয়দেবপুর (গাজীপুর), পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড়, খুলনা-ঢাকা-খুলনা, চাটমোহর-ঢাকা ক্যান্টনমেন্ট-চাটমোহর, রাজশাহী-ঢাকা-রাজশাহী এবংযশোর-ঢাকা-যশোর।

  5. ইতিহাসের সবচেয়ে বেশি দামে স্বর্ণ, বিশ্ববাজারে নতুন রেকর্ড

    সোনার দাম নতুন রেকর্ড করেছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, স্বর্ণের দাম নতুন রেকর্ড করেছে

    বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রথম বারের মতো আউন্স প্রতি ৪ হাজার ৪০০ ডলার হয়েছে, যা এর দামের ক্ষেত্রে নতুন রেকর্ড।

    বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার আগামী বছরে আরও কমাতে পারে-এমন ধারণা থেকে এই ধাতুটির দাম বেড়েছে বলে মনে করা হচ্ছে।

    চলতি বছরের শুরুতে স্বর্ণের দাম ছিলো আউন্স প্রতি ২ হাজার ৬০০ ডলার। কিন্তু ভূ রাজনৈতিক উত্তেজনা, ট্রাম্পের শুল্ক নীতি, সুদের হার কমানোর সম্ভাবনার কারণে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণ এবং এ ধরনের পণ্যের চাহিদা বেড়েছে।

    স্বর্ণের মতোই রূপা ও প্লাটিনামের মতো দামও বাড়ছে। সোমবার স্পট মার্কেটে স্বর্ণের দাম উঠে যায় ৪ হাজার ৪২০ ডলারে।

    চলতি বছরে স্বর্ণের দাম বিশ্ববাজারে বেড়েছে ৬৮ শতাংশ। এটি ১৯৭৯ সালের পর স্বর্ণের দামের সবচেয়ে বড় উল্লম্ফন।

    মার্কিন ডলারের কিছুটা দুর্বল হওয়াটাও স্বর্ণের দাম বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখছে বলে বিশ্লেষকরা বলছেন।

  6. নিউ এজ সম্পাদক নূরুল কবিরের বক্তব্যের নিন্দা করেছে জামায়াত

    টেলিভিশন টকশোতে গিয়ে জামায়াতে ইসলামীকে নিয়ে দেওয়া ইংরেজি দৈনিক নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবিরের মন্তব্যের নিন্দা করেছে দলটি।

    জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের দেওয়া এই বিবৃতিতে বলা হয়েছে, “ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির নাম ব্যবহার করে জামায়াতে ইসলামী ও তার সহযোগী বুদ্ধিবৃত্তিক মহল পত্রিকা অফিসে সহিংসতা চালাচ্ছে’- তার এমন অভিযোগ অসত্য ও অন্যায্য। জামায়াতে ইসলামী কখনোই এ ধরনের সহিংস কর্মকাণ্ডে জড়িত নয় এবং ভবিষ্যতেও জড়াবে না”।

    বিবৃতিতে আরও বলা হয়, “জামায়াতে ইসলামী নির্বাচন পিছিয়ে দিয়ে রাষ্ট্রক্ষমতা ভোগ করতে চায়’- জনাব নূরুল কবিরের এ মন্তব্যও বাস্তবতার সঙ্গে সঙ্গতি বিহীন। জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানই সর্বপ্রথম আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দিয়েছেন”।

    জামায়াতের ওই বিবৃতিতে বলা হয়, “নূরুল কবির ইসলামপ্রিয় মানুষকে ‘ইসলাম রক্ষার’ নামে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে যে মন্তব্য করেছেন, আমরা মনে করি এটি গণতান্ত্রিক শিষ্টাচারের পরিপন্থি। এ ধরনের বক্তব্য সমাজে বিভাজন সৃষ্টি করে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য ও কাম্য নয়”।

    এতে আরও বলা হয়, “জামায়াতে ইসলামীর প্রার্থীরা ‘বেহেশতে যাওয়া না যাওয়ার’ সঙ্গে দলকে ভোট দেওয়ার বিষয়টি সম্পৃক্ত করে যে বক্তব্য প্রদান করেছেন- এ অভিযোগও সত্য নয়। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কখনও এ ধরনের বক্তব্য দেয়া হয়নি”।

    “এ ছাড়া জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকেই মোনাফেকি করে আসছে এবং এটি নাকি দলের বিকাশের অংশ’- এ ধরনের মন্তব্য বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে তার মত একজন প্রবীণ সাংবাদিকের জন্য শোভনীয় নয় বলে আমরা মনে করি,” বিবৃতিতে বলা হয়।

  7. ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে

    দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন

    ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন কনস্যুলার সেবা ও ভিসা দেওয়ার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

    হাইকমিশনের গেইটে একটি নোটিশ ঝুলিয়ে বলা হয়েছে, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এসব কার্যক্রম বন্ধ থাকবে।

    ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও এর সত্যতা নিশ্চিত করেছেন।

    মন্ত্রনালয়ের সূত্রগুলো বলছে, গত কয়েকদিনে হাইকমিশনের সামনে ও বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও বাংলাদেশের ভিসা সেন্টারে হামলার ঘটনার পর বাংলাদেশের হাইকমিশন, উপদূতাবাস ও ভিসা সেন্টারগুলোতে নিরাপত্তা ইস্যু প্রকট হয়ে দাঁড়িয়েছে।

    এমনকি হাইকমিশন বা দূতাবাসের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘিত হওয়ায় কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনায় ভারত সরকারের দিক থেকে আন্তর্জাতিক বিধিবিধান অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে কর্মকর্তারা মনে করছেন।

    জানা গেছে, ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাস নামে একজন পোশাক শ্রমিককে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে পিটিয়ে পুড়িয়ে হত্যার ঘটনার পর থেকে ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে বিভিন্ন সংগঠন।

    বিশেষ করে আসামে ও কলকাতায় বেশ কিছু হিন্দুত্ববাদী সংগঠন বিক্ষোভ করেছে। সোমবারও কলকাতায় উপদূতাবাসের সামনে বিক্ষোভ করেছে একটি সংগঠনের কর্মীরা, ভাংচুর হয়েছে শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারেও।

    এছাড়া আসামের ৫০টিরও বেশি জায়গায় ওই একই ইস্যুতে বিক্ষোভ দেখিয়েছে ‘বাঙালি পরিষদ, আসাম’। প্রতিটা কর্মসূচীতেই বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকা পোড়ানো হয়।

    এর আগে শনিবার রাতে ভারতের দিল্লির কূটনৈতিক এলাকায় নিরাপত্তা বেস্টনি ভেদ করে বাংলাদেশ হাইকমিশনের সামনে গিয়ে বিক্ষোভ করেছে 'হিন্দু চরমপন্থীদের' একটি দল।

    এটি বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রচারের পর এই প্রচারকে বিভ্রান্তিকর উল্লেখ করে বিবৃতি দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

    কিন্তু এই বিবৃতি প্রত্যাখ্যান করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

    রবিবার ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছিলেন, দিল্লিতে কূটনৈতিক এলাকায় নিরাপত্তা বেস্টনি ভেদ করে বাংলাদেশ হাইকমিশনের সামনে গিয়ে বিক্ষোভ করেছে 'হিন্দু চরমপন্থীদের' একটি দল।

    এ সময় হাইকমিশনারকে হুমকি দেয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অভিযোগ করেন যে, ভারতের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হয়নি।

    “আমাদের মিশন কুটনৈতিক এলাকার অনেকটা ভেতরে। হিন্দু চরমপন্থীদের ২৫ জনের একটি দল এতদূর পর্যন্ত আসতে পারবে কেনো। তার মানে তাদের আসতে দেওয়া হয়েছে,” বলেছিলেন তিনি।

    দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ঝুলানো নোটিশ
    ছবির ক্যাপশান, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ঝুলানো নোটিশ
  8. দীপু চন্দ্র দাসের হত্যার প্রতিবাদ কলকাতা আর আসামে

    কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের কাছে হিন্দুত্ববাদী সংগঠনগুলির মিছিলে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী
    ছবির ক্যাপশান, কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের কাছে হিন্দুত্ববাদী সংগঠনগুলির মিছিলে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

    বাংলাদেশের নাগরিক দীপুচন্দ্র দাসের হত্যার বিরুদ্ধে সোমবার কলকাতা ও আসামের নানা জেলায় হিন্দুত্ববাদী এবং বাঙালি সংগঠনগুলি বিক্ষোভ দেখিয়েছে। কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের সামনে সোমবার বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীরাও।

    কলকাতার বিক্ষোভটিতে হিন্দু সাধু-সন্তদের সঙ্গেই হাজির ছিলেন বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। পার্ক সার্কাস অঞ্চলে বাংলাদেশের উপদূতাবাসে স্মারকলিপি দেওয়ার জন্য সেদিকে এগোতে গেলে মিছিলটিকে আটকিয়ে দিয়েছিল পুলিশ। সেখানেই সাধুদের সঙ্গে শুভেন্দু অধিকারীও রাস্তায় বসে পড়েছিলেন।

    উপদূতাবাসের সূত্রগুলি জানাচ্ছে যে সোমবার অন্য দুটি সংগঠন দীপু চন্দ্র দাসের হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি তাদের দফতরে জমা পড়লেও হিন্দুত্ববাদী সংগঠনগুলি এবং কংগ্রেস দলের তরফে কোনও স্মারকলিপি জমা দেয়া হয় নি।

    ওই মিছিল থেকে মি. অধিকারী সংবাদমাধ্যমকে বলেছেন যে বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচার বন্ধ করতে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।

    তিনি এও বলেছেন যে ২৪শে ডিসেম্বর বিভিন্ন সীমান্তে ‘প্রতীকী প্রতিবাদ’ জানাবেন তিনি এবং ২৬ তারিখ আবারও বাংলাদেশ উপদূতাবাসে আসবেন তারা। আবার মঙ্গলবারও কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের সামনে কয়েকটি বিক্ষোভ কর্মসূচী রয়েছে।

    অন্যদিকে আসামের ৫০টিরও বেশি জায়গায় ওই একই ইস্যুতে বিক্ষোভ দেখিয়েছে ‘বাঙালি পরিষদ, আসাম’। প্রতিটা কর্মসূচীতেই বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকা পোড়ানো হয়।

    সংগঠনটির রাজ্য সভাপতি ডাঃ শান্তনু কুমার সান্যাল জানিয়েছেন যে তারা স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিয়ে ভারত সরকারের কাছে আবেদন করেছেন যাতে “বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য” আন্তর্জাতিক মহলের কাছেও বিষয়টিকে তুলে ধরে।

    প্রসঙ্গত, বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকায় হিন্দু ধর্মাবলম্বী একজন পোশাক শ্রমিককে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে দলবদ্ধ হয়ে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয় গত ১৮ই ডিসেম্বর।

    আসামে অন্তত ৫০টি জায়গায় সোমবার বিক্ষোভ দেখিয়েছে বাঙালি পরিষদ, আসাম

    ছবির উৎস, Bangali Parishad

    ছবির ক্যাপশান, আসামে অন্তত ৫০টি জায়গায় সোমবার বিক্ষোভ দেখিয়েছে বাঙালি পরিষদ, আসাম
  9. প্রথম আলো ও ডেইলি স্টারের ঘটনায় সরকারের ভেতরের একটা অংশ সংশ্লিষ্ট, বললেন নাহিদ ইসলাম

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সাথে সরকারের ভেতরের একটা অংশের সংশ্লিষ্টতা রয়েছে বলে মন্তব্য করেছেন।

    সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ ও মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন (নোয়াব) এর উদ্যোগে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক যৌথ প্রতিবাদ সভার তিনি এমন মন্তব্য করেছেন বলে দৈনিক প্রথম আলোর রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

    “আমাদের স্লোগানগুলো ব্যবহার করে তারা সেখানে আক্রমণ করেছে এবং সেটার পক্ষে সম্মতি তৈরি করেছে। এই ঘটনার পরে আমরা বলেছি যে, সরকারের ভেতরের একটা অংশের এখানে সংশ্লিষ্টতা রয়েছে,” বলেছেন মি. ইসলাম।

    অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা হিসেবে কাজ করেছেন নাহিদ ইসলাম। পরে পদত্যাগ করে এনসিপি গঠন করেছেন তিনি।

    সাবেক এই উপদেষ্টা বলেন, “সমাজে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল অনেকদিন ধরেই এবং এটার সঙ্গে রাজনৈতিক ব্যাকআপও আছে। এই তিনটা ঘটনা এক সাথে না ঘটলে এত বড় সাহস সেই রাতে কারও পক্ষে করা সম্ভব হতো না।’

    নাহিদ ইসলামের মতে, প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার পুরো ঘটনাটাই পরিকল্পিত ছিল।

    “শরিফ ওসমান হাদি তার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে এবং হওয়ার পরে কী কী ঘটনা ঘটানো হবে বাংলাদেশে, এটার একটা চক্রান্ত পরিকল্পনা আগে থেকেই তৈরি হয়েছে।... আমরা মনে করি আমাদের সবারই এটার পেছনে দায় আছে। আমাদের অনেক বেশি দায় আছে, যারা আমরা জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম।’

    নাহিদ ইসলাম বলেন, ‘এই ঘটনা যারা সেই রাতে ঘটিয়েছে, এটা খুবই স্পষ্ট যে, কারা সেটার পক্ষে সম্মতি তৈরি করেছে। কারা সেই রাতে সেখানে গিয়েছে। লেখালেখি করেছে। আমার মনে হয় যে, সেটা সরকারের উচিত হবে...আমাদের সবাই মিলে সরকারকে বাধ্য করতে হবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার।’

    প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার ঘটনা প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, ‘সেই রাতে এই ঘটনা ঘটার পরে আমাদের কাছে আরও মনে হয়েছে যে, ঢাকা শহরে ৫০০ মানুষ নাই যে, সেখানে ওই বিল্ডিং দুইটার সামনে গিয়ে ব্যারিকেড তৈরি করতে পারে--এটা আমাদের জন্য আরও দুর্ভাগ্যজনক মনে হয়েছে।’

    (নাহিদ ইসলামের এই বক্তব্য দৈনিক প্রথম আলোর প্রতিবেদন থেকে নেওয়া)

    নাহিদ ইসলাম দলীয় নেতাদের সাথে নিয়ে ১৯শে ডিসেম্বর ডেইলি স্টার কার্যালয় পরিদর্শন করেছিলেন

    ছবির উৎস, NCP

    ছবির ক্যাপশান, নাহিদ ইসলাম দলীয় নেতাদের সাথে নিয়ে ১৯শে ডিসেম্বর ডেইলি স্টার কার্যালয় পরিদর্শন করেছিলেন
  10. বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান উত্তেজনা কমানোর আহবান রাশিয়ার রাষ্ট্রদূতের

    রাশিয়ার রাষ্ট্রদূতের সংবাদ সম্মেলন

    ছবির উৎস, Russian Embassy, Dhaka

    ছবির ক্যাপশান, রাশিয়ার রাষ্ট্রদূতের সংবাদ সম্মেলন

    বাংলাদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান উত্তেজনা কমানোর আহবান জানিয়েছেন।

    তবে তিনি বলেছেন, রাশিয়া দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না।

    সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে, আজ সোমবার ঢাকায় রাশিয়ান ফেডারেশনের দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেছেন।

    রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে আমরা হস্তক্ষেপ করছি না। তবে বিদ্যমান উত্তেজনা বর্তমান অবস্থা থেকে যেন আর না বাড়ে, সে জন্য একটি সমাধানের পথ খোঁজাই বুদ্ধিমানের কাজ হবে। পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক হওয়া উচিত”।

    রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, তার দেশ আশা করছে আগামী ১২ই ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

    বাসসের রিপোর্ট অনুযায়ী, রাষ্ট্রদূত আরও আশা প্রকাশ করেন যে ১২ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে দেশে একটি অনুকূল ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।

    নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত খোজিন বলেন, রাশিয়া এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে। বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর জন্য তারা এখন আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষায় রয়েছেন।

  11. প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় 'নিষ্ক্রিয়' ভূমিকার বিষয়ে যা বলছে পুলিশ

    ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম

    ছবির উৎস, TV Screen Grab

    ছবির ক্যাপশান, ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম।

    দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার রাতে পুলিশের 'নিস্ক্রিয়' ভূমিকা পালনের যে অভিযোগ উঠেছে, সেক্ষেত্রে হামলাকারীদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে না পারার কথা স্বীকার করেছে পুলিশ।

    তবে শুরুর দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেছে বলে দাবি করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম।

    সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।

    "পুলিশ তো ঘটনার আগেই পৌঁছাইছে। তারপর, তারপরে তো পুলিশ এটা প্রটেক্ট করার চেষ্টা করছে। পুলিশ বাধা দিছে, পারে নাই। পুলিশ এক পর্যায়ে মাফ চাইছে যে, আপনারা এই কাজটা করবেন না। কিন্তু আমাদের অ্যাকশন নেওয়ার মত সেখানে অবস্থা ছিল না," বলেন মি. ইসলাম।

    পুলিশ বলছে, হামলার রাতে পুলিশ ‘অ্যাকশনে’ নামলে হতাহতের ঘটনা আরও বাড়তো।

    "অ্যাকশনে গেছি, যতটুকু আমরা প্রয়োজন মনে করছি, যতটুকু আমাদের অবস্থা ছিল সেটা অ্যাকশন যেটা সর্বোচ্চ, গুলি করা পর্যন্ত যেতে পারতাম। কিন্তু আমরা ওইটা অ্যাভোয়েড করার চেষ্টা করছি"

    "কারণ যে পরিমাণ ওখানে জনবল ছিল, পাবলিক ছিল চার-পাঁচ হাজারের মত। এখানে আমার ৫০-১০০ জন ফোর্স নিয়ে অ্যাকশনে গেলে আমার পুলিশের এবং পাবলিকের বোথ সাইডে ক্যাজুয়ালিটি হওয়ার সম্ভাবনা ছিল," বলেন মি. ইসলাম।

    হামলার ওই ঘটনায় পেছন থেকে যারা 'উসকানি' দিয়েছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পানি।

    "একটা মামলায় চারটা আইন ইনক্লুড হইছে। এত বড় মামলা এর আগে হইছে কি না আমি জানি না। পেনাল কোড, স্পেশাল পাওয়ার অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এন্টি টেরোরিজম অ্যাক্ট একই মামলার মধ্যে আছে। আমরা এটার অ্যাকশন নেব," বলেন মি. ইসলাম।

  12. চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের কাছে বিশৃঙ্খলার ঘটনায় ৩ জন চিহ্নিত

    প্রধান উপদেষ্টার নেতৃত্বে রবিবার বৈঠকটি অনুষ্ঠিত হয়

    ছবির উৎস, CA PRESS WING

    ছবির ক্যাপশান, প্রধান উপদেষ্টার নেতৃত্বে রবিবার বৈঠকটি অনুষ্ঠিত হয়

    বাংলাদেশের চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনারের বাসভবনের কাছে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীদের মধ্যে তিনজনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করার কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে রবিবার দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় একটি বৈঠকে এ তথ্য জানানো হয়েছে বলে আজ সোমবার জানিয়েছে প্রেস উইং।

    সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে, বৈঠকে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কোনো মূল্যে স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে তিনি ওসমান হাদি হত্যাকাণ্ডসহ সব ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন।

    বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষ্যে গৃহীত নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

    এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার এবং তদন্তের অগ্রগতি নিয়েও বিশদ আলোচনা হয়।

    পুলিশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে জানানো হয়, সম্প্রতি দু’টি জাতীয় দৈনিক ও দু’টি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ৩১ জনকে শনাক্ত করা হয়েছে।

    এর মধ্যে আজ সোমবার সকাল পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অন্তত ছয়জনকে গ্রেফতার করা হয়।

  13. তারেক রহমান কবে ভোটার হবেন জানালো বিএনপি

    তারেক রহমান

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, তারেক রহমান

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী শনিবার ভোটার হওয়া ও জাতীয় পরিচয়পত্র করার জন্য কাজ করবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

    “শনিবার নির্বাচন কালীন সময়ে নির্বাচন কমিশনের অফিস সব খোলা থাকে। সেদিনই ভোটার হওয়া, ন্যাশনাল আইডি কার্ডসহ যা আছে, তা তিনি ২৭ তারিখেই করবেন,” প্রধান নির্বাচন কমিশনারের সাথে এক বৈঠকের পর সাংবাদিকদের বলেছেন মি. আহমদ।

    তারেক রহমানের আগামী বৃহস্পতিবার ঢাকায় ফেরার কথা। তিনি ঢাকায় ফেরার পর তার দল তাকে ব্যাপক অভ্যর্থনা জানানোর পরিকল্পনা নিয়েছে।

    দুই হাজার আট সাল থেকে তিনি রাজনৈতিক আশ্রয়ে লন্ডনে অবস্থান করছেন।

    গত ১২ই ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন যে, 'সবকিছু ঠিক থাকলে' ২৫শে ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরবেন।

    পরে মি. রহমান নিজেও লন্ডনে এক অনুষ্ঠানে বক্তব্যের সময় তা নিশ্চিত করেন।

    এর মধ্যেই তার দল আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তাতে মি. রহমান বগুড়া-৬ সংসদীয় আসনে বিএনপি প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা রয়েছে।

  14. প্রথম আলো নয়, ডেইলি স্টার নয়—গণতন্ত্রের ওপর আঘাত এসেছে, বললেন মির্জা ফখরুল

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    ছবির উৎস, BNP MEDIA CELL

    ছবির ক্যাপশান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজ প্রথম আলো নয়, ডেইলি স্টার নয়—গণতন্ত্রের ওপর আঘাত এসেছে। স্বাধীনভাবে চিন্তা ও কথা বলার অধিকারের ওপর আবার আঘাত এসেছে।’

    “আমি সারাজীবন একটি স্বাধীন-সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছি, কিন্তু আজ যে বাংলাদেশ দেখছি, তা কল্পনার সঙ্গে মেলে না,” বলছিলেন তিনি।

    মি. আলমগীর সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) আয়োজিত ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক প্রতিবাদ সভায় সংহতি জানিয়ে বক্তব্য দিচ্ছিলেন।

    তিনি বলেন, “জুলাই যুদ্ধের ওপর আঘাত এসেছে। কারণ, জুলাই যুদ্ধ ছিল এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। আজকে সেই জায়গায় আঘাত এসেছে। তাই আমার অনুরোধ, কোনো রাজনৈতিক দল বা সংগঠনের চিন্তা নয়—সব গণতন্ত্রকামী মানুষের এখন এক হওয়ার সময় এসেছে। শুধু একাত্মতা জানালেই চলবে না, রুখে দাঁড়াতে হবে”।

    প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার এবং সম্পাদক পরিষদের সভাপতি নিউ এজ সম্পাদক নূরুল কবীরকে হেনস্তা করার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

    প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম বলেন, এই ঘটনাগুলো সম্পূর্ণ পরিকল্পিত অপরাধ। জুলাই গণঅভ্যুত্থানের স্লোগান ও শহীদ শরিফ ওসমান হাদির নাম ব্যবহার করে হামলা চালানো হয়েছে।

    এতে সরকারের ভেতরের একটি অংশের সংশ্লিষ্টতা, রাজনৈতিক ব্যাকআপ এবং পূর্বপরিকল্পনার ইঙ্গিত পাওয়া যায় মন্তব্য করে নাহিদ ইসলাম সুষ্ঠ তদন্ত ও দোষীদের বিচার নিশ্চিত করতে সরকারকে বাধ্য করার আহ্বান জানান।

    সভায় জামায়াতে ইসলামীর সহ-সম্পাদক জুবায়ের বলেন, এই হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তুলে বলেন, দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

  15. সরকারের সব সংস্থা ও ব্যক্তির কাছে সাহায্য চেয়েও সাড়া পাননি মাহফুজ আনাম, প্রতিবাদ সভায় বললেন নোয়াব সভাপতি, জানুয়ারিতে ঢাকায় সাংবাদিকদের মহাসম্মেলনের ঘোষণা

    সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের (নোয়াব) সভাপতি এ কে আজাদ বলেছেন, প্রথম আলোতে আগুনের পর সরকারের সব সংস্থা ও ব্যক্তির কাছে অনুরোধ-অনুনয় করেও সাড়া পাননি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।

    “ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম আমাকে বলেছেন প্রথম আলোতে আগুনের পর ডেইলি স্টারেও তারা যাবে ভেবে সরকারের এমন কোনো সংস্থা নেই, এমন কোনো ব্যক্তি নেই যার কাছে মাহফুজ আনাম ডেইলি স্টারের সামনে প্রটেকশনের অনুরোধ অনুনয় করেননি,” তিনি ঢাকায় এক প্রতিবাদ সভায় বলছিলেন।

    সম্পাদক পরিষদ ও নোয়াব ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক যৌথ প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, " আর ১৫ মিনিট আগুন জ্বললে অনেকে মারা যেতেন"'।

    প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও আগুন এবং সম্পাদক পরিষদের সভাপতি নিউ এজ সম্পাদক নূরুল কবীরকে হেনস্তা করার প্রতিবাদে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।

    মি. আজাদ জানান, জানুয়ারির মাঝামাঝি সারাদেশের সাংবাদিকদের নিয়ে তারা মহাসম্মেলনের আয়োজন করবেন এবং তা থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তারা।

    “এর মধ্যে যারা প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচীতে আগুন দিয়েছে, তার বিচার না হলে ও মত প্রকাশের স্বাধীনতা না পাওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে,” বলেছেন তিনি।

    এ কে আজাদ একজন সাংবাদিককে উদ্ধৃত করে বলেন, “একজন সাংবাদিক বলেছে তার সামনে দিয়ে হামলাকারীরা কম্পিউটার, চেয়ার নিয়ে যাচ্ছে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ প্রতিবাদ করছে না।

  16. গানম্যান পাচ্ছেন নুরুল হক নুর ও রাশেদ খাঁন

    গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁনকে গানম্যান দেওয়া হচ্ছে।

    ইতোমধ্যেই ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপির পক্ষ থেকে মোঃ রাশেদ খাঁনকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

    এর আগে গত ১৪ই ডিসেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করা হবে।

    এই প্রটোকলে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীগণ তাদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা ও সাইবার স্পেসে কীভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন—সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল।

    এতে আরও বলা হয়েছিল যে, গণঅভ্যুত্থানের সম্মুখসারীর নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দকে বাড়তি নিরাপত্তা প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে।

    গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর

    ছবির উৎস, NURUL HAQ FACEBOOK PAGE

    ছবির ক্যাপশান, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর
  17. ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে, জানালেন আইন উপদেষ্টা

    ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদি ১৮ই ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান

    ছবির উৎস, Osman Hadi/FB

    ছবির ক্যাপশান, ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদি ১৮ই ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

    তিনি ফেসবুকে তার ভেরিফায়েড পাতায় দেয়া পোস্টে এ তথ্য জানান। বেলা দুইটার কিছুক্ষণ আগে তিনি এ পোস্ট দিয়েছেন।

    এর কিছুক্ষণ পরই ইনকিলাব মঞ্চ স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী ও আইন উপদেষ্টাকে ‘খুনের দায় নিয়ে পদত্যাগের’ দাবি জানিয়েছে।

    এর আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল তার পোস্টে লিখেছেন, “শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ এর ১০ ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে”।

    ওদিকে ইনকিলাব মঞ্চ আজ তাদের ঘোষিত ৩ দফা দাবিতে হাদি হত্যার ঘটনায় বিচারকার্য দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করার দাবি জানিয়েছে।

    “তদন্তের জন্য এফবিআই অথবা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদারি এবং নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থাকে যুক্ত করতে হবে,” সংগঠনটি তাদের দাবিতে উল্লেখ করেছে।

    একই সাথে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী ও আইন উপদেষ্টাকে জনগণের কাছে তাদের অপারগতার কারণ প্রকাশ করে খুনের দায় নিয়ে পদত্যাগের দাবি করেছে।

    এছাড়া তাদের আরেকটি দাবিতে বলা হয়েছে, “সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে”।

    প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হয়ে পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি।

    ইনকিলাব মঞ্চের ৩ দফা দাবি

    ছবির উৎস, www.facebook.com/inqilabmoncho

    ছবির ক্যাপশান, ইনকিলাব মঞ্চের ৩ দফা দাবি
  18. খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ, আশঙ্কামুক্ত বলছে পুলিশ

    বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বিভাগীয় শহর খুলনায় জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির একজন নেতা গুলিবিদ্ধ হয়েছেন।

    এনসিপির উপ মুখ্য সংগঠক মাহমুদা মিতু বেলা ১২টা ১৭ মিনিটে ফেসবুকে তার ভেরিফায়েড পাতায় এ ঘটনা ও গুলিবিদ্ধ ব্যক্তির ছবি প্রকাশ করেন।

    তিনি তার পোস্টে জানান যে, “এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে”।

    শহরের সোনাডাঙ্গা মডেল থানার ওসি রফিকুল ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, বেলা পৌনে বারটার দিকে ঘটনাটি ঘটে এবং গুলিবিদ্ধ ব্যক্তি এখন আশঙ্কামুক্ত। “প্রাথমিক তদন্তে আমরা নিশ্চিত হয়েছি যে এর সাথে রাজনীতির কোনো বিষয় নেই। তারা এক জায়গায় কয়েকজন থাকতেন। সেখানে নিজেদের মধ্যে কিছু একটা হয়েছে,” বিবিসি বাংলাকে বলেছেন তিনি।

    পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এনসিপি নেতা মোতালেব শিকদার ও তার ঘনিষ্ঠ কয়েকজন সোনাডাঙ্গা এলাকার একটি বাড়িতে আরও কয়েকজনের সাথে থাকতেন। সেখানেই এই ঘটনা ঘটে। গুলি তার বাম কানের দিকে এক পাশ দিয়ে গিয়ে আরেকপাশ দিয়ে বেরিয়ে গেছে।

    ওসি রফিকুল ইসলাম বলছেন, গুলিবিদ্ধ ব্যক্তি আশঙ্কামুক্ত, তবে ঘটনার বিস্তারিত জানতে তারা তদন্ত শুরু করেছেন।

    প্রসঙ্গত, খুলনায় সাম্প্রতিক কালে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। এর আগে বৃহস্পতিবার জেলার ডুমুরিয়া উপজেলার শলুয়া বাজারে ইমদাদুল হক মিলন নামে স্থানীয় এক সাংবাদিক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

  19. রোববার সারাদিনে যা যা হয়েছে

    • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আস্থার পরিবেশ তৈরি করতে শিগগিরই মাঠ পর্যায়ে যৌথবাহিনীর অভিযান শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। এর আগে নির্বাচন ভবনে তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেছে কমিশন।
    • লক্ষীপুরে ‘দরজায় তালা দিয়ে ঘরে আগুন দেয়ার’ ঘটনায় ‘প্রাথমিক তদন্তে ঘটনাস্থলে কোনো দুর্বৃত্তকারী কিংবা কোনো মবের বিষয়ে এখন পর্যন্ত কোনো বিশ্বাসযোগ্য সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি’ বলে জেলা পুলিশ তাদের এক বিজ্ঞপ্তিতে দাবি করেছে।
    • ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে যারা গুলি করেছিলো, তাদের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকার কথা জানিয়েছে পুলিশ। তবে তারা ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করার কথা বলছে। এদিকে, ইনকিলাব মঞ্চ তাদের দাবি পূরণ হয়নি জানিয়ে পরবর্তী কর্মসুচির জন্য কাল সংবাদ সম্মেলন ডেকেছে।
    • ভারতের দিল্লিতে শনিবার রাতে কূটনৈতিক এলাকায় নিরাপত্তা বেস্টনি ভেদ করে বাংলাদেশ হাইকমিশনের সামনে গিয়ে বিক্ষোভ করেছে 'হিন্দু চরমপন্থীদের' একটি দল। এ সময় হাইকমিশনারকে হুমকি দেয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অভিযোগ করেছেন যে, ভারতের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হয়নি।
    • তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, একদল যুবক বাংলাদেশ হাইকমিশনের সামনে বাংলাদেশের ময়মনসিংহে দিপু চন্দ্র দাসের ঘটনার প্রতিবাদ করে শ্লোগান দিয়েছে, কিন্তু বেস্টনি ভেদ করা বা নিরাপত্তা পরিস্থিতি তৈরির কোনো চেষ্টা ছিলো না।
    • বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, "আমরা চেয়েছিলাম ডেমোক্রসি, কিন্তু সেটি কেন হয়ে যাবে মবোক্রেসি? তাকে কেন লালন করা হবে?”
    • রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬ জন ডিন পদত্যাগ করেছেন বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ রাতে সাংবাদিকদের জানিয়েছেন। এর আগে আজ দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ- রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার বিশ্ববিদ্যালয়ের ডিনদের পদত্যাগপত্র তৈরি করে স্বাক্ষর নেওয়ার জন্য তাদের খোঁজ করেছেন, কিন্তু তারা কেউ বিশ্ববিদ্যালয়ে আজ আসেননি বলে তার ভেরিফায়েড ফেসবুক পাতায় জানিয়েছিলেন।
    • বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ এবং বিমান বাহিনীর প্রথম প্রধান এ.কে. খন্দকার বীর উত্তমের নামাজে জানাজা আজ অনুষ্টিত হয়েছে। এতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, তিন বাহিনীর প্রধানগণসহ সামরিক বেসামরিক ব্যক্তিরা অংশ নিয়েছেন।
    • আফ্রিকার দেশ সুদানের আবেই এলাকায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় জন শান্তিরক্ষীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তাদের জানাজা হয়।

    আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...

  20. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে