বুধবার যা যা ঘটেছে
- বাংলাদেশে চলমান অস্থিরতা ও সাম্প্রতিক সহিংসতার ঘটনায় অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। এ অবস্থার অবসানে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
- চট্টগ্রামে আদালত চত্বরে হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে জানাজা শেষে বুধবার দাফন করা হয়েছে। হত্যার প্রতিবাদে বুধবারের মতো বৃহস্পতিবারেও কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।
- 'সন্ত্রাসী গোষ্ঠী' আখ্যা দিয়ে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) কে বাংলাদেশে নিষিদ্ধের দাবি তুলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
- বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দেওয়াকে ভারতের 'অনধিকার চর্চা' বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। বুধবার বিবিসি বাংলার সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন।
- বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেশি-বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। ষড়যন্ত্রের অংশ হিসেবে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা। অন্যদিকে, গণ-অভ্যুত্থানকে ব্যর্থ করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
- আট বছর আগে সংবিধানের ষোড়শ সংশোধনীর মামলার রায়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে হাইকোর্টের এক বিচারপতির দিকে ডিম ছুড়ে মেরেছেন একজন আইনজীবী। হট্টগোলের মুখে এজলাস ত্যাগ করেন হাইকোর্টের উক্ত বেঞ্চ।
- ভিসার জন্য ঢাকার মার্কিন দূতাবাসে গিয়ে ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। ডিসেম্বরে চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যেতে পারেন বলে জানা যাচ্ছে।
- বিএনপির দাবি মেনে ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল নতুন করে প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নতুন ফলে আগের চেয়ে দ্বিগুণ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
- বৃহস্পতিবারের মধ্যে ইসকন নিষিদ্ধ ও কয়েকটি জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে সরকার কী পদক্ষেপ নিয়েছে তা জানাতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে, চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের ঘটনায় ২৭ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
- জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি, এই মামলার বাকি আসামিদেরও খালাস দেওয়া হয়েছে। একইসঙ্গে, বড় পুকুরিয়া কয়লাখনির দুর্নীতি মামলা থেকেও অব্যাহতি পেয়েছেন তিনি।
- ১০ কোটি ৩১ লাখ টাকা চাঁদাবাজি এবং ২৬ লাখ টাকা কর ফাঁকির মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
- স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় কারাবন্দি থাকা সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে জামিন দিয়েছে হাইকোর্ট।
বিবিসি বাংলার অন্যান্য খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।