আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

প্রধান উপদেষ্টার সাথে দেখা করে বিএনপির উদ্বেগ প্রকাশ

চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নাকচকে ঘিরে চট্টগ্রামে আদালতে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের ঘটনায় ২৭ জনকে আটক করেছে যৌথ বাহিনী। ইসরায়েল ও হেজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি শুরু হয়েছে। দেশের অনেক জেলায় আইনজীবীদের কর্মবিরতি পালন। সার্বক্ষণিক সব খবর জানতে যুক্ত থাকুন বিবিসি বাংলার লাইভ পাতায়:

সরাসরি কভারেজ

  1. বুধবার যা যা ঘটেছে

    • বাংলাদেশে চলমান অস্থিরতা ও সাম্প্রতিক সহিংসতার ঘটনায় অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। এ অবস্থার অবসানে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
    • চট্টগ্রামে আদালত চত্বরে হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে জানাজা শেষে বুধবার দাফন করা হয়েছে। হত্যার প্রতিবাদে বুধবারের মতো বৃহস্পতিবারেও কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।
    • 'সন্ত্রাসী গোষ্ঠী' আখ্যা দিয়ে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) কে বাংলাদেশে নিষিদ্ধের দাবি তুলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
    • বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দেওয়াকে ভারতের 'অনধিকার চর্চা' বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। বুধবার বিবিসি বাংলার সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন।
    • বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেশি-বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। ষড়যন্ত্রের অংশ হিসেবে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা। অন্যদিকে, গণ-অভ্যুত্থানকে ব্যর্থ করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
    • আট বছর আগে সংবিধানের ষোড়শ সংশোধনীর মামলার রায়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে হাইকোর্টের এক বিচারপতির দিকে ডিম ছুড়ে মেরেছেন একজন আইনজীবী। হট্টগোলের মুখে এজলাস ত্যাগ করেন হাইকোর্টের উক্ত বেঞ্চ।
    • ভিসার জন্য ঢাকার মার্কিন দূতাবাসে গিয়ে ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। ডিসেম্বরে চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যেতে পারেন বলে জানা যাচ্ছে।
    • বিএনপির দাবি মেনে ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল নতুন করে প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নতুন ফলে আগের চেয়ে দ্বিগুণ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
    • বৃহস্পতিবারের মধ্যে ইসকন নিষিদ্ধ ও কয়েকটি জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে সরকার কী পদক্ষেপ নিয়েছে তা জানাতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে, চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের ঘটনায় ২৭ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
    • জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি, এই মামলার বাকি আসামিদেরও খালাস দেওয়া হয়েছে। একইসঙ্গে, বড় পুকুরিয়া কয়লাখনির দুর্নীতি মামলা থেকেও অব্যাহতি পেয়েছেন তিনি।
    • ১০ কোটি ৩১ লাখ টাকা চাঁদাবাজি এবং ২৬ লাখ টাকা কর ফাঁকির মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
    • স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় কারাবন্দি থাকা সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে জামিন দিয়েছে হাইকোর্ট।

    বিবিসি বাংলার অন্যান্য খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

  2. বৃহস্পতিবারও কর্মবিরতি পালনের ঘোষণা চট্টগ্রামের আইনজীবীদের

    আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বুধবারের মতো বৃহস্পতিবারেও কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।

    সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী আশরাফ হোসেন চৌধুরী বুধবার রাতে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান।

    “আগামীকালও কর্মবিরতি অব্যাহত থাকবে। দুপুরে কোর্ট হিল মসজিদে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দোয়া মাহফিল হবে। রোববার শোক র‌্যালি হবে,” বলেন মি. চৌধুরী।

    সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে মঙ্গলবার কারাগারে নেওয়ার সময় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে হামলায় নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম।

    ওই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের পাশাপাশি বুধবার আদালত বর্জন করেন জেলার আইনজীবীরা।

    নিহত আইনজীবী মি. ইসলামের জানাজা শেষে বুধবার দাফন করা হয়েছে।

  3. হাইকোর্টের বিচারপতির দিকে ডিম ছুড়লেন আইনজীবী

    আট বছর আগে সংবিধানের ষোড়শ সংশোধনীর মামলার রায়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে হাইকোর্টের এক বিচারপতির দিকে ডিম ছুড়ে মেরেছেন একদল আইনজীবী।

    এ ঘটনার পর বিচারপতি এজলাস থেকে নেমে যান।

    বুধবার বিচারপতি আশরাফুল কামালের নেতৃত্বে দ্বৈত বেঞ্চে এ ঘটনা ঘটে। ছুড়ে মারা ডিম বিচারপতির আসনের সামনে থাকা ডেস্কে গিয়ে পড়ে।

    পরে বিষয়টি নিয়ে বিএনপি নেতা মাহবুবুর রহমান খান স্থানীয় গণমাধ্যমকে বলেন, “মামলার রায়ে জিয়াউর রহমান প্রাসঙ্গিক না হলেও রায়ে এই বিচারপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে অশালীন মন্তব্য করেন। এ নিয়ে আইনজীবীদের মধ্যে ক্ষোভ ছিল কয়েকদিন ধরে।”

    “আজ (বুধবার) এই বিচারক এজলাসে উঠলে কয়েকজন আইনজীবী সেখানে উপস্থিত হয়ে বলেন- আপনি এই চেয়ারে বসে জিয়াউর রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন। আপনার এই চেয়ারে বসার অধিকার নেই। এক পর্যায়ে তারা বিচারকের দিকে ডিম ছুড়ে মারেন,” বলেন মি. খান।

  4. ড. ইউনূসের সঙ্গে দেখা করে বিএনপির উদ্বেগ প্রকাশ

    বাংলাদেশে চলমান অস্থিরতা ও সাম্প্রতিক সহিংসতার ঘটনায় অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।

    এ অবস্থার অবসান ঘটিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বুধবার সন্ধ্যায় তার নেতৃত্বে বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে।

    এসময় তারা দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য অধ্যাপক ইউনূসকে পরামর্শ দেন।

    ‘‘এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে জাতীয় ঐক্য। আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য বিশেষ করে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়ায় অথবা দেশের স্থিতিশীলতা এটাকে যারা বিনষ্ট করতে চায় তাদেরকে প্রতিহত করার জন্য প্রতিরোধ করার জন্য আমাদেরকে অবশ্যই একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সেই কথাগুলো আমরা বলে এসেছি,” বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের জানান মি. আলমগীর।

    এছাড়া প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করারও দাবি জানিয়েছে বিএনপি।

    ‘‘সংস্কারগুলো যেগুলো প্রয়োজন, সেগুলো সম্পন্ন করে যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ দেওয়ার কথা আমরা বলে এসেছি। এটা অত্যন্ত জরুরি,” বলেন মি. আলমগীর।

  5. ইসকনকে নিষিদ্ধের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

    'সন্ত্রাসী গোষ্ঠী' আখ্যা দিয়ে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) কে বাংলাদেশে নিষিদ্ধের দাবি তুলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

    আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে বুধবার চট্টগ্রাম নগরের টাইগারপাস মোড়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে এই দাবি জানান প্ল্যাটফর্মটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

    "আমাদের দেশে সব ধর্মের সহাবস্থান থাকবে। আমরা সবার অধিকার রক্ষায় কাজ করব। কিন্তু ধর্মের দোহাই দিয়ে উগ্রবাদী সংগঠন পরিচালনা করলে বাংলাদেশে এক হাত জায়গাও দেওয়া হবে না। আমার ভাই সাইফুলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই ইসকনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ করতে হবে," বলেন মি. আবদুল্লাহ।

    এসময় "এই ইসকন জঙ্গি, তারা স্বৈরাচারের সঙ্গী" স্লোগানও দেন তিনি।

  6. গণ-অভ্যুত্থানকে ব্যর্থ করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে: উপদেষ্টা হাসান আরিফ

    গণ-অভ্যুত্থানকে ব্যর্থ করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন অর্ন্তবর্তী সরকারের ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

    বুধবার চট্টগ্রামে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

    "এই বিপ্লবকে, এই গণ-অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য যেকোনো প্রচেষ্টা, সেটা যে-ই করে থাকুক, সেগুলো আমরা প্রতিহত করবো," বলেন মি. আরিফ।

    তিনি আরও বলেন, "যারা দুস্কৃতিকারী, সে যে-ই হোক, যেখানকারই হোক, যেই পরিচয়েরই হোক, আইনের ঊর্ধ্বে কেউ না...আইনের আওতায় তাকে আসতেই হবে, আনা হবে।"

  7. দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: জাতীয় নাগরিক কমিটি

    বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেশি-বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। ষড়যন্ত্রের অংশ হিসেবে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা।

    বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এমন মন্তব্য করেন। সংগঠনের পক্ষে সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ হাসান আলী।

    তিনি বলেন, "জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে দেশি–বিদেশি বিভিন্ন চক্র দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে ষড়যন্ত্রে মেতেছে।"

    "ফেসবুকসহ অন্যান্য পরিসরে ফ্যাসিস্ট হাসিনার দোসররা বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। শুধু তা–ই নয়, তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত রেখেছে," বলেন মি. আলী।

    এমন পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

    "পতিত স্বৈরাচারের দোসররা সুযোগ নিয়ে লুটপাট, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ চালিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়ে দিতে চেষ্টা করতে পারে।"

    "আর যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা বিনষ্ট না হয়, সে জন্য আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। অন্যথায়, দেশে-বিদেশি ষড়যন্ত্রকারীরা সুযোগ নিয়ে আমাদের ঐক্য ভেঙে দিতে পারে।"

    "এই মুহূর্তে আমাদের সবাইকে খুবই সতর্কতার সঙ্গে এগিয়ে যেতে হবে। আর যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা বিনষ্ট না হয়, সে জন্য আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। অন্যথায়, দেশে–বিদেশি ষড়যন্ত্রকারীরা সুযোগ নিয়ে আমাদের ঐক্য ভেঙে দিতে পারে," লিখিত বক্তব্যে বলেন মি. আলী।

  8. তিন মাসেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে: মির্জা ফখরুল

    বাংলাদেশে চলমান অস্থিরতায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "তিনটা মাস হয়নি এখনো, এর মধ্যেই আমাদের সেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে।"

    গত কয়েক দিনে ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও হানাহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "এরকম চেহারা নিয়ে কোনোদিনই সাফল্য অর্জন করা যায় না। যতই বড় বড় কথা বলি, যতই লম্বা লম্বা বক্তৃতা করি...নিজের ঘরেই যদি বিভাজন থেকে যায়, বিভেদ থেকে যায়, আমরা সেটা কখনোই ঠিক করতে পারবো না।"

    নব্বইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ ডা. মিলনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে মি. আলমগীর এসব কথা বলেন।

    গণমাধ্যমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপির মহাসচিব বলেন, "এই কয়টা দিনে আমরা খুব চিন্তিত, উদ্বিগ্ন, ভয়াবহভাবে উদ্বিগ্ন।"

    "আপনি চিন্তা করতে পারেন, ধর্মকে কেন্দ্র করে কী উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে! আপনি চিন্তা করতে পারেন, যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য আমরা এত দিন লড়াই করলাম, তার অফিস পুড়িয়ে দিচ্ছে! এই বাংলাদেশ তো আমরা দেখতে চাই না, আমি অন্তত চাই না," বলেন মি. আলমগীর।

    কিছু মানুষ বাংলাদেশকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব।

    "কিছুসংখ্যক মানুষ, তারা নিজেদের অত্যন্ত জনপ্রিয় সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন, আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে উসকে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন"

    "আমি কারও নাম বলব না। কারও নাম বলতে চাই না। আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে যারা আজকে দেশকে বিভাজনের দিকে ঠেলছে, অনৈক্যের দিকে ঠেলছে, তারা আমাদের আসলে শত্রু না মিত্র। এ জিনিসগুলো বুঝতে হবে," বলেন মি. আলমগীর।

  9. বিএনপির দাবি মেনে ৪৬তম বিসিএস প্রিলিমিনারির ফল নতুন করে প্রকাশ করলো পিএসসি, উত্তীর্ণের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে

    বিএনপির দাবি মেনে ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল নতুন করে প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

    নতুন ফলে আগের চেয়ে দ্বিগুণ প্রার্থী উত্তীর্ণ হয়েছে।

    এই পরীক্ষায় আগে ১০ হাজার ৬৩৮ জন প্রার্থী পাশ করেছে বলে জানিয়েছিল পিএসসি। পুনর্মূল্যায়নের পর সেটি বেড়ে এখন ২১ হাজার ৩৯৭ জনে দাঁড়িয়েছে।

    বুধবার পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

    উত্তীর্ণরা কবে লিখিত পরীক্ষায় অংশ নিবেন, সেটি পরবর্তীতে জানানো হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

    উল্লেখ্য যে, ২০২৪ সালের ২৬শে এপ্রিল ৪৬তম প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর গত নয়ই মে সেটির ফল প্রকাশ করেছিল পিএসসি।

    কিন্তু গত পাঁচই অগাস্ট সরকার পতনের পর ৪৪তম থেকে ৪৬তম পরীক্ষার ফলাফল ও নিয়োগ প্রক্রিয়া বাতিল করে পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছিল বিএনপি।

    গত অক্টোবরে পিএসসির নতুন চেয়ারম্যান দায়িত্ব নিয়ে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা বাতিল এবং ৪৬তমের প্রিলিমিনারি পরীক্ষার ফল নতুন করে প্রকাশ করার সিদ্ধান্ত নেয় কমিশন।

    সে অনুযায়ীই বুধবার নতুন ফল প্রকাশিত হলো।

  10. মিতু হত্যা মামলায় জামিন পেলেন সাবেক এসপি বাবুল আক্তার

    স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় কারাবন্দি থাকা সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে জামিন দিয়েছে হাইকোর্ট।

    বুধবার শুনানি শেষে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মি. আক্তারকে জামিন দেন।

    সঙ্গে একটি রুলও দেওয়া হয়, যেখানে মি. আক্তারকে কেন নিয়মিত জামিন দেওয়া হবে না, সেটি তা জানতে চাওয়া হয়েছে।

    বর্তমানে কারাবন্দি থাকা মি. আক্তার এর আগে জামিন চেয়ে নিম্ন আদালতে আবেদন করেছিলেন। কিন্তু সেখানে জামিন না পেয়ে পরে হাইকোর্টে আবেদন করেন।

    বুধবার হাইকোর্টে তার পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনজুরুল আলম।

    পরে আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের বলেন, "এ মামলায় বাবুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেই। তিন বছর সাত মাস ধরে তিনি কারাগারে। এসব বিবেচনায় বাবুলকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে। জামিনাদেশ নিম্ন আদালতে যাওয়ার পরে বাবুলের কারামুক্তিতে বাধা থাকবে না।"

    ২০১৬ সালের পাঁচই জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে চট্টগ্রাম নগরের জিইসি এলাকায় তৎকালীন পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।

    পরদিন মি. আক্তার বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন।

    তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ২০২১ সালের ১২ই মে এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয়।

    একই দিন মি. আক্তারের শ্বশুর সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ বাদী হয়ে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। এ মামলায় মি. আক্তারসহ আটজনকে আসামি করা হয়।

    মিজ মিতু হত্যা ঘটনায় ২০২১ সালের ১২ই মে বাবুলকে গ্রেফতার করে পিবিআই। এরপর ২০২২ সালের ১৩ই সেপ্টেম্বর মি. আক্তারসহ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পিবিআই।

  11. আইরিশদের বিপক্ষে বড় জয় পেল বাংলাদেশের নারী ক্রিকেট দল, রানের ব্যবধানে এটি বাংলাদেশ নারী দলের সবচেয়ে বড় জয়

    আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা।

    বুধবার সফররত আইরিশ টিমকে ১৫৪ রানে পরাজিত করেছে নিগার সুলতানা জ্যোতির দল।

    রানের ব্যবধানে এটি বাংলাদেশ নারী দলের সবচেয়ে বড় জয়।

    বুধবার সিরিজের প্রথম ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে ২৫২ রান তুলে নেয় বাংলাদেশ। দলের হয়ে শারমিন আক্তার সর্বোচ্চ ৯৬ এবং ফারজানা হক ৬১ রান করেন।

    এর জবাবে মাঠে নেমে মাত্র ৯৮ রানেই অলআউট হয় আয়ারল্যান্ডের নারী ক্রিকেট দল।

    বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নিয়েছেন সুলতানা ও নাহিদা। আর দুই উইকেট তুলে নিয়েছেন মারুফা।

    এর আগে বাংলাদেশের মেয়েদের বড় জয়ের রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। গত বছর ইস্ট লন্ডনে তাদেরকেে ১১৯ রানে হারিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

  12. ভিসার জন্য মার্কিন দূতাবাসে গিয়ে ফিঙ্গার প্রিন্ট দিলেন খালেদা জিয়া

    ভিসার জন্য ঢাকার মার্কিন দূতাবাসে গিয়ে ফিঙ্গার প্রিন্ট দিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

    বুধবার দুপুরে তিনি দূতাবাসে যান বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন বিএনপির প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

    ভিসা হয়ে গেলে খুব শিগগিরই চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সনকে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

    উল্লেখ্য যে, ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই নানান শারীরিক সমস্যায় ভুগছেন। গত কয়েক বছর ধরেই তাকে বিদেশে নিয়ে সুচিকিৎসা করানোর প্রতি জোর দিয়ে আসছিলেন ব্যক্তিগত চিকিৎসকরা।

    কিন্তু আওয়ামী লীগ শাসনামলে খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি না দেওয়ায় সেটি তখন সম্ভব হয়নি।

    শেখ হাসিনার পতনের পর তাকে বিদেশে নিতে এখন আর বাধা নেই। ফলে এখন বিএনপির চেয়ারপার্সনকে চিকিৎসার জন্য যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে নেওয়ার পরিকল্পনা করছে তার পরিবারের সদস্যরা।

  13. চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেওয়া অনধিকার চর্চা: তথ্য উপদেষ্টা

    বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দেওয়াকে ভারতের 'অনধিকার চর্চা' বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।

    বুধবার তিনি বিবিসি বাংলাকে বলেন, "আমরা মনে করে করি, এই ধরনের স্টেটমেন্ট দেওয়া ভারতের অনধিকার চর্চা। এখানে তারা ঘটনাকে আরো উস্কে দেয়ার চেষ্টা করছে। ভারতের উচিৎ তার নিজের দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে কাজ করা।"

    "আমরা ভারতকে দায়িত্বশীল আচরণ করার আহবান জানাচ্ছি এবং আওয়ামী লীগের মিথ্যা প্রোপাগান্ডা যেন ভারত সাবস্ক্রাইব না করে," বলেন মি. ইসলাম।

    উল্লেখ্য যে, মি. দাসকে গ্রেফতার ও জামিন বাতিলের ঘটনায় মঙ্গলবার গভীর উদ্বেগ প্রকাশ বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

    বিবৃতি বলা হয়, তাকে আটকের পর বাংলাদেশের চরমপন্থী গ্রুপগুলো হিন্দু সম্প্রদায় ও অন্যান্য সংখ্যালঘুদের ওপরও হামলা চালিয়েছে। এছাড়াও হিন্দু এবং ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুর এবং মন্দিরে হামলার মতো ঘটনাও ঘটছে বাংলাদেশে।

    সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় অপরাধীরা যেখানে ধরাছোঁয়ার বাইরে সেখানে একজন ধর্মীয় নেতা এসব অন্যায়ের বিরুদ্ধে যখন কথা বলেছে তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে গ্রেফতার করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করে ভারত।

    এরপর গতকাল রাতেই পাল্টা বিবৃতি দিয়ে বাংলাদেশ হতাশা প্রকাশ করে।

    ভারতের এ ধরনের 'অপ্রমাণিত বিবৃতি' শুধুমাত্র ঘটনাটিকে ভুল ভাবেই তুলে ধরছে না, বরং প্রতিবেশী দুই দেশের মধ্যে যে বন্ধুত্ব এবং বোঝাপড়ার সম্পর্ক রয়েছে, তার মনোভাবের বিরোধী বলেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়।

  14. রয়টার্সের সংবাদের প্রতিবাদ জানালো সিএমপি

    সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির পর চট্টগ্রামের আদালত পাড়ায় গতকাল মঙ্গলবার যে সংঘর্ষ হয়েছিলো, তা নিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

    ওই রিপোর্টটি পরবর্তীতে ভয়েস অব আমেরিকা সহ আরও অনেক গণমাধ্যমে প্রকাশিত হয়।

    সেই রিপোর্টে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের ‘উপ-পুলিশ কমিশনার লিয়াকত আলী খান’ নামক একজনকে উদ্ধৃত করে লেখা হয়েছিলো, “মি. দাসের পক্ষের একজন মুসলিম আইনজীবী আদালতের বাইরে বিক্ষোভ চলাকালে নিহত হন।”

    সিএমপি বলছে, “রয়টার্স বা কোনও সাংবাদিক এই বিষয়ে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) লিয়াকত আলী খানের সাথে কথা বলেননি।”

    “ঘটনার সময়ে তিনি আদালত প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার কাজে দায়িত্বরত ছিলেন। তারাও কাউকে কোনো বক্তব্য দেননি,” জানিয়েছে সিএমপি।

    লিয়াকত নামে চট্টগ্রামে চারজন কন্সটেবল আছে, তারাও কাউকে কোন বক্তব্য দেননি বলে জানিয়েছে সিএমপি।

    সিএমপি’র পরামর্শ, “কারও বক্তব্য গ্রহণ না করেই নিজেদের মনগড়া বক্তব্যকে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার বক্তব্য বলে চালিয়ে দেওয়া সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী।”

    “ভবিষ্যতে রয়টার্সসহ সকল গণমাধ্যম এই ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে” আশাবাদ ব্যক্ত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

  15. চাঁদাবাজি ও কর ফাঁকির মামলায় অব্যাহতি পেলেন তারেক রহমান

    ১০ কোটি ৩১ লাখ টাকা চাঁদাবাজি ও ২৬ লাখ টাকা কর ফাঁকির মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    আজ বুধবার বিশেষ জজ আদালতের বিচারক মো. রেজাউল করিম কর ফাঁকির মামলা থেকে তারেক রহমানকে অব্যাহতির আদেশ দেন। আর চাঁদাবাজির মামলা থেকে মি. রহমানসহ আট জনকে অব্যাহতি দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ছানাউল্ল্যাহ।

    এই দুই মামলার একটি দায়ের করা হয়েছিলো ২০০৭ সালে, আরেকটি ২০০৮ সালে।

  16. চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ডে ছয় জন গ্রেফতার

    সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির পর আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে অন্তত ছয়জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, এই সন্দেহভাজনদেরকে ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হয়েছে।

    তবে গতকাল মঙ্গলবারের সংঘর্ষে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় আরও ২১ জনকে গ্রেফতার করেছে সিএমপি। এছাড়া, চট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ছয় সদস্যকে দেশে তৈরি বিস্ফোরক (ককটেল) সহ আটক করা হয়েছে।

  17. বড় পুকুরিয়া কয়লাখনির দূর্নীতি মামলা থেকে অব্যাহতি খালেদা জিয়ার

    দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লাখনির ১৫৮ কোটি টাকা দুর্নীতি মামলার তথ্য প্রমাণ উপস্থাপন করতে না পারায় ১৮ বছর পর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে আদালত।

    আজ বুধবার ঢাকার ঢাকা মহানগর দায়রা জজ মো. আবু তাহেরের আদালত এ আদেশ দেয়। বিএনপি’র সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও ড. খন্দকার মোশাররফ হোসেনকেও এই মামলা থেকে অব্যাহতি দিয়েছে আদালত।

    ২০০৮ সালের ২৬শে ফেব্রুয়ারি দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে শাহবাগ থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছিলো দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলার ১৬ আসামির মধ্যে বিভিন্ন সময় মারা গেছেন নয় জন ও একজন পলাতক আছেন।

    বেগম খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, এই মামলায় বেগম খালেদা জিয়ার কোনও সম্পৃক্ততা ছিল না। রাজনৈতিকভাবে ফায়দা নেওয়ার জন্য মামলাটি দায়ের করা হয়েছিলো।

    মামলা থেকে অব্যাহতি পেয়ে আলতাফ হোসেন চৌধুরী ও ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী সরকার নিজেদের স্বার্থ হাসিলের জন্যই তাদের হয়রানি করেছে। শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য মিথ্যা মামলা, গুম খুন করেছে।

  18. জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস

    জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি, এই মামলার বাকি আসামিদেরও খালাস দেওয়া হয়েছে।

    আজ বুধবার সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

    খালেদা জিয়ার নামে যে সব মামলা ছিল, তার মাঝে অন্যতম আলোচিত হল এই মামলা।

    খালেদা জিয়ার আইনজীবীরা জানান, তার বিরুদ্ধে মোট ৩৭টি মামলা ছিল। এর মধ্যে বেশিরভাগই নাশকতা ও মানহানির মামলা।

    আর বেশিরভাগ মামলাই হয়েছে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার এবং ২০০৮ সালে আওয়ামী লীগ সরকারের আমলে।

    এর মাঝে শুধুমাত্র জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ই খালেদা জিয়ার সাজা হয়েছিলো।

  19. ইসকনের বিষয়ে হাইকোর্টের হস্তক্ষেপ চান এক আইনজীবী

    আগামীকালের (বৃহস্পতিবার) মধ্যে ইসকন নিষিদ্ধ ও কয়েকটি জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা জানাতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

    বুধবার সকালে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী সংবাদপত্রের সংবাদ আদালতের নজরে এনে ইসকন নিষিদ্ধ চেয়ে আবেদন করেন। পরে হাইকোর্ট রাষ্ট্রপক্ষের কাছে জানতে চান এ বিষয়ে।

    অ্যাটর্নি জেনারেল এম আসাদুজ্জামান হাইকোর্টকে জানান, রাষ্ট্রের একজন আইন কর্মকর্তা নিহতের বিষয়ে আমরা ব্যথিত। রাষ্ট্র এ ঘটনা খুব গুরুত্বের সাথে দেখছে।

    এ বিষয়ে রাষ্ট্র কী করে তা দেখার অনুুরোধ করে হাইকোর্টকে এখনই কোনও পদক্ষেপ না নেওয়ার আবেদন জানান মি. আসাদুজ্জামান।

  20. আইনজীবী সাইফুল হত্যায় সুপ্রিম কোর্টসহ সকল বারে বিক্ষোভ সমাবেশ

    সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির পর সাইফুল ইসলাম আলিফ নামক এক আইনজীবীকে হত্যার প্রতিবাদে সুপ্রিম কোর্টসহ সকল বার-এ প্রতিবাদ সমাবেশ ডেকেছে আইনজীবীদের বিভিন্ন সংগঠন।

    বাংলাদেশ সংবাদ সংস্থা’র খবর অনুযায়ী, সুপ্রিম কোর্ট বারের সামনে আজ দুপুরে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করবে। এ তথ্য জানিয়েছেন ফোরামের সদস্য অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান।

    একই সময়ে সুপ্রিম কোর্ট বারের সামনে জাতীয় নাগরিক কমিটি, লিগ্যাল উইং প্রতিবাদ সমাবেশ করবে। নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট সাকিল আহমেদ এ তথ্য জানান।