আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

'রাস্তায় মানুষ বলছে, আপনারা আরও পাঁচ বছর থাকেন'

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সুনামগঞ্জ সফরকালে বলেছেন, "ওই রাস্তা থেকে আমারে বলতেছিল, আপনারা আরো পাঁচ বছর থাকেন।" এদিকে, গাজা ও রাফায় ইসরায়েলি হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় মিছিল-সমাবেশ করেছে বিএনপি।

সরাসরি কভারেজ

  1. ১০ই এপ্রিল বৃহস্পতিবারের উল্লেখযোগ্য খবর

    • ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদের নেতৃত্বে 'ইউনাইটেড পিপলস্ বাংলাদেশ', সংক্ষেপে 'আপ বাংলাদেশ' নামে একটি নতুন প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে।
    • ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় মিছিল-সমাবেশ করেছে বিএনপি।
    • স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, "রাস্তায় মানুষ বলছে, আপনারা(সরকার) আরও পাঁচ বছর থাকেন"।
    • প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৯০ দিনের জন্য নতুন শুল্ক প্রয়োগ স্থগিত করার ঘোষণার পর পাল্টা ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা থেকে সরে এসেছে ইউরোপীয় ইউনিয়ন।
    • সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
    • ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় বাংলাদেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
    • চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।
    • ঢাকার পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে এক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

    সর্বশেষ সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার ওয়েবসাইটে

  2. সাবেক শিবির নেতা জুনায়েদ-রিফাতদের নতুন প্ল্যাটফর্ম 'আপ বাংলাদেশ'

    ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদের নেতৃত্বে 'ইউনাইটেড পিপলস্ বাংলাদেশ' নামে একটি নতুন প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। যার সংক্ষিপ্ত রূপ 'আপ বাংলাদেশ'।

    জুলাই-অগাস্ট আন্দোলনের অন্যতম সংগঠক জুনায়েদ ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে নিজেকে এই প্ল্যাটফর্মের উদ্যোক্তা হিসেবে উল্লেখ করেছেন।

    তিনি জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করলেও, পদ-পদবি নিয়ে দ্বন্দ্বের জেরে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি'র গঠন প্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়েছিলেন।

    তারপর থেকেই নতুন আরেকটি রাজনৈতিক সংগঠন গঠনের আলোচনা তৈরি হয়।

    অবশেষে বৃহস্পতিবার ফেসবুক পোস্টের মাধ্যমে নতুন প্ল্যাটফর্মের নাম ও লক্ষ্য জানালেন এই সাবেক শিবির নেতা।

    "পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যার মতো ভয়াবহ অপরাধের বিচার, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এবং জুলাইয়ের আহত যোদ্ধা ও শহীদ পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার দাবিতে জনমত ও রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা এই প্ল্যাটফর্মের প্রাথমিক লক্ষ্যমাত্রা হিসেবে বিবেচিত হবে," লিখেছেন মি. জুনায়েদ।

    কয়েকটি দীর্ঘমেয়াদি লক্ষ্যের কথাও বলেছেন তিনি।

    ফেসবুক পোস্টে লিখেছেন, "বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, সমাজের সর্বস্তরে যোগ্য ও নৈতিক নেতৃত্বের প্রতিষ্ঠা, সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠাকরণ, সামাজিক নিরাপত্তা বিধান এবং ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল সামাজিক চুক্তির ভিত্তিতে বাংলাদেশ পুনর্গঠন এই প্ল্যাটফর্মের দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা।"

    জুনায়েদের সঙ্গেই এনসিপি'র গঠন প্রক্রিয়া থেকে সরে দাঁড়ান ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আরেক সাবেক সভাপতি রাফে সালমান রিফাত।

    নতুন প্ল্যাটফর্মে যুক্ত আছেন তিনিও। ভেরিফায়েড ফেসবুক আইডিতে ইউনাইটেড পিপলস্ বাংলাদেশ বা আপ বাংলাদেশের একটি পোস্টার শেয়ার করেছেন মি. রিফাত।

  3. প্রতিবাদ মিছিল থেকে ফিলিস্তিনিদের পাশে থাকার অঙ্গীকার বিএনপি'র

    ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় মিছিল-সমাবেশ করেছে বিএনপি।

    বৃহস্পতিবার বিকেলে নয়া পল্টনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয় এলাকায় সমাবেশ করে দলটি।

    এর পর মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সোনারগাঁও মোড় পর্যন্ত যায় তারা।

    সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘‘আমরা ফিলিস্তিনিদের পাশে থাকব। আমরা যদি কার্য্কর পদক্ষেপ না নেই, যদি জাতিসংঘ পদক্ষেপ না নেয়- ইজরায়েলিদের এই অত্যাচার চলতেই থাকবে।”

    স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশ সরকার নীরব রয়েছে।

    ‘‘আমাদের দেশে একটা সরকার আছে..যে নামে ডাকেন না কেনো, সরকারের কাছ থেকে ফিলিস্তিনিদের সম্পর্কে এখনো আওয়াজ পাইলাম না কেনো?” প্রশ্ন করেন মি. রায়।

    ফিলিস্তিন পরিস্থিতির পেছনে 'ইন্দো-মার্কিন ষড়যন্ত্রকে' দায়ী করেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ।

    দলের স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘‘ইন্দো-মার্কিন ষড়যন্ত্রের কারণে আজকে ফিলিস্তিনি জনগণ গণহত্যা, নিপীড়নের শিকার হচ্ছে যুগের পর যুগ, দশকের পর দশক। তার কোনো প্রতিকার আমরা দেখছি না।”

  4. 'রাস্তায় মানুষ বলছে, আপনারা আরও পাঁচ বছর থাকেন', বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

    অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেছেন, সাধারণ মানুষের মতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে ভালো হয়েছে।

    স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, "ওই রাস্তা থেকে আমারে বলতেছিল, আপনারা আরো পাঁচ বছর থাকেন।"

    আজ বৃহস্পতিবার সুনামগঞ্জ সফরকালে সাংবাদিকদের এ কথা বলেন মি. চৌধুরী।

    এর আগে সিলেট বিমানবন্দর থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "ভবিষ্যতে আর কোনো সংঘবদ্ধ মব সহ্য করা হবে না। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।"

    বিভিন্ন কারণে পুলিশের যানবাহন সহ আনুষঙ্গিক সুবিধাদির কিছুটা ঘাটতি থাকায় অনেক সময় পুলিশের অ্যাকশন নিতে দেরি হয় বলে উল্লেখ করেন জাহাঙ্গীর আলাম চৌধুরী।

    "আপনারা জানেন, পাঁচই অগাস্ট পুলিশের অনেক থানা ও গাড়ি জ্বালিয়ে-পুড়িয়ে দেয়া হয়েছে। আর আমরাও এখনো তাদেরকে নতুন গাড়ি দিতে পারিনি। তবে বিভিন্ন জায়গা থেকে পুরনো গাড়ি সংগ্রহ এবং কিছু নতুন গাড়ি ক্রয়ের মাধ্যমে সে ঘাটতি পূরণের চেষ্টা চলছে," যোগ করেন তিনি।

  5. স্ত্রীর অস্ত্রোপচারের আগের রাত তিনটায় আমাকে তুলে নিয়ে যায় আওয়ামী পুলিশ - মির্জা ফখরুল

    স্ত্রীর চিকিৎসা এবং নিজের জেল খাটার বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    মি. আলমগীর সস্ত্রীক সিঙ্গাপুরে অবস্থান করছেন। সেখানে তিনি নিজের ও তার স্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন।

    ফেসবুকে এক পোস্টে মি. আলমগীর লিখেছেন, আজ সিঙ্গাপুরে তার স্ত্রীর চিকিৎসক জানিয়েছেন, এখন পর্যন্ত সবকিছু ভালো দেখা যাচ্ছে। তবে ছয় মাস পর তাদের আবার যেতে হবে। দোয়া ও শুভকামনার জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন।

    স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ৬ এপ্রিল স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে সিঙ্গাপুরে গেছেন বিএনপির মহাসচিব। সেখান থেকেই আজ বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ইংরেজি ভাষায় তিনি এই পোস্ট দেন।

    মি. আলমগীর তার পোস্টে লিখেছেন, “২০২২ সালের ডিসেম্বর মাসে যখন আমার স্ত্রীর অসুখ ধরা পড়ে, তখন আমার পৃথিবীটা এক মুহূর্তে থেমে গিয়েছিল। তিনি আমাদের পরিবারের মূল স্তম্ভ বা ভরসা। এই পরিস্থিতিতে আমি যত দ্রুত সম্ভব তার অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিই।”

    বিএনপি মহাসচিব আরও লিখেছেন, “তার (স্ত্রীর) অস্ত্রোপচারের আগের দিন রাত তিনটায় আমাকে আমার নিজ বাসা থেকে তুলে নিয়ে যায় আওয়ামী পুলিশ। আমার মেয়ে ঢাকায় ছুটে আসে। যখন আমার স্ত্রীর শরীরে অস্ত্রোপচার চলছিল, তখন আমি ছিলাম কারাগারে।”

    “আমার কন্যারা এবং চিকিৎসক জাহিদ (বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন) ছাড়া আর কেউ তখন হাসপাতালে ছিলেন না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান) ও আমার ভাইবোনেরা ফোনে খোঁজখবর রাখছিলেন,” লিখেছেন মি. আলমগীর।

    ২০২২ সালের ডিসেম্বর মাসের শুরুতে মির্জা ফখরুলের স্ত্রীর গুরুতর একটি রোগ শনাক্ত হয়। ওই বছর ১০ ডিসেম্বর তার অস্ত্রোপচারের নির্ধারিত দিন ছিল। এর আগের দিন মধ্যরাতে বাসা থেকে আটক হওয়ার কথা স্ট্যাটাসে তুলে ধরেছেন মির্জা ফখরুল।

  6. ট্রাম্পের নতুন সিদ্ধান্তের পর পাল্টা শুল্ক আরোপের পরিকল্পনা স্থগিত করেছে ইইউ

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৯০ দিনের জন্য নতুন শুল্ক প্রয়োগ স্থগিত করার ঘোষণার পর পাল্টা ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা থেকে সরে এসেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

    এক বিবৃতিতে ​ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের উচ্চ আমদানি শুল্কের কার্যকরের বিষয়ে ৯০ দিনের বিরতি ঘোষণার পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার সুযোগ দিতে চায়।

    ইইউ কমিশনের পরিকল্পনা অনুযায়ী, পাল্টা শুল্ক তিন ধাপে প্রবর্তিত হওয়ার কথা ছিল:​

    প্রথম ধাপে ১৫ এপ্রিল থেকে ৪.৩ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা ছিল।​

    ১৫ মে থেকে দ্বিতীয় ধাপে আরও ১৪.৯ বিলিয়ন ডলার মূল্যের পণ্য শুল্কের আওতায় আনার কথা ছিল।​

    তৃতীয় ধাপে পহেলা ডিসেম্বর থেকে অতিরিক্ত ৩.৮ বিলিয়ন ডলার মূল্যের পণ্যে শুল্ক আরোপের পরিকল্পনা ছিল।​

  7. যশোরে মহিলা মাদরাসার ছাত্রী-শিক্ষকদের আবাসিক কক্ষে সিসি ক্যামেরা, পুলিশের অভিযানে হার্ডডিস্ক জব্দ

    যশোরের শার্শা উপজেলায় নারী শিক্ষার্থীদের জন্য পরিচালিত একটি মাদরাসার ছাত্রী ও শিক্ষকদের আবাসিক কক্ষে সিসি ক্যামেরা লাগানোর অভিযোগে সেখানে অভিযান চালিয়েছে পুলিশ।

    তবে, মাদরাসার সুপারের দাবি নিরাপত্তার জন্য ১৪টি ক্যামেরা লাগানো হয়েছিল।

    শার্শার নাভারন এলাকায় ফতেমাতুজ জোহরা কওমী মাদ্রাসায় বুধবার পুলিশ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান বিবিসি বাংলাকে বলেন, পুলিশের কাছে একজন অভিভাবক সিসি ক্যামেরা নিয়ে অভিযোগ জানান।

    "সেই অভিযোগের সূত্র ধরে মাদরাসাটিতে গিয়ে নারী পুলিশ সদস্যরা ছাত্রীদের থাকার জায়গায় সিসি ক্যামেরা দেখতে পান। পরে হার্ডডিস্কটি নিয়ে আসা হয়," যোগ করেন তিনি।

    অবশ্য, মাদ্রাসার সুপার মুফতি আবু তাহের বলছেন, মাদ্রাসায় যে ঘরে শিক্ষা কার্যক্রম চলে সেটিই থাকার ঘর হিসেবেও ব্যবহৃত হয়। এর আগে অনেক চুরির নালিশ আসায় তারা সিসি ক্যামেরা বসান।

    কোনো আপত্তিকর ছবি ধারণ করার উদ্দেশ্যে সেগুলো লাগানো হয়নি বলে দাবি তার।

    "সিসি ক্যামেরা আমার রুমেও আছে। ক্যামেরা বিষয়টা সবাই জানতো। আর ক্যামেরাগুলো মনিটরিং করতেন প্রধান শিক্ষিকা," বলেন মি. তাহের।

    এদিকে হার্ডডিস্কের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে বলে জানিয়েছেন যশোর জেলা পুলিশের নাভারন সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান।

    সিসি ক্যামেরাগুলো নাইট ভিশন প্রযুক্তির বলে বিবিসি বাংলাকে জানান তিনি।

    "এখনো কোনো হয়রানিমূলক কর্মকাণ্ডের প্রমাণ মেলেনি। তবে, মেয়েদের খাওয়া-ঘুমের দৈনন্দিন কর্মকাণ্ডের ভিডিও রয়েছে সেখানে। কারো ব্যক্তিগত গোপনীয়তা এভাবে লঙ্ঘন করার সুযোগ নেই," যোগ করেন এই পুলিশ কর্মকর্তা।

    মি. নাহিয়ান আরো বলেন, আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ বা হয়রানিমুলক কর্মকাণ্ডের প্রমাণ না পাওয়ায় এখনো এই ঘটনায় কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।

    মাদরাসাটিতে দেড় শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করে। তবে কতজন আবাসিক থাকে তার সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি মাদরাসা সুপার।

    বিবিসি বাংলাকে তিনি বলেন, "৬০ থেকে ৭০ জন ছাত্রী মাদরাসায় থাকে। তাদের বেশিরভাগের বয়স আট থেকে ১৪ বছরের মধ্যে।"

  8. ওবায়দুল কাদেরসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন

    সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

    বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে।

    অন্যরা হলেন- সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস, সাবেক শিক্ষামন্ত্রী নওফেল, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারেক আনাম সিদ্দিকী।

    এর আগে, শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি করার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয় যা বর্তমানে ইন্টারপোলের নিজস্ব পদ্ধতির মধ্যে প্রক্রিয়াধীন আছে।

  9. ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় সমস্যা হবে না: বাণিজ্য উপদেষ্টা

    ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় বাংলাদেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি এই কথা জানান।

    তিনি বলেন, "হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে ভারত। তবে সমস্যা হবে না। আমরা নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটাতে চেষ্টা করব। নিজস্ব সক্ষমতায় প্রতিযোগিতায় যেন কোনো ঘাটতি না হয় সেটা নিয়ে কাজ করছি। বাণিজ্যিক সক্ষমতা বাড়ানো হবে। একই সঙ্গে কাজ করছি যোগাযোগের ব্যাপারেও যাতে কোনো ঘাটতি না হয়"।

    কি কি পদক্ষেপ নেওয়া হবে এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘কিছু আছে অবকাঠামোগত বিষয়, কিছু আছে খরচ বৃদ্ধি, এসব নিয়ে কাজ করছি। আশা করছি, সমস্যা কাটিয়ে উঠব।’

    মঙ্গলবার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে নোটিশ জারি করে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস- সিবিআইসি।

    ফলে এখন থেকে ভারতের কলকাতা বন্দর, নবসেবা বন্দর ও কলকাতা বিমান কার্গো কমপ্লেক্স বন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য রফতানি করতে পারবে না বাংলাদেশ।

    উল্লেখ্য, ২০২০ সালে বাংলাদেশকে এই ট্রান্সশিপমেন্টের সুবিধা দেওয়া হয়েছিল।

  10. যেসব জায়গায় বৃষ্টি হতে পারে আজ

    বৃহস্পতিবার দুপুরের পর দেশের দুই জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

    আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের সই করা সতর্ক বার্তায় বেলা হয়েছে, রংপুর ও দিনাজপুর অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে।

    বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

    সেখানে বলা হয়েছে, রংপুর অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

    এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

    এদিকে আবহাওয়ার সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    এছাড়া সিরাজগঞ্জ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, ফেনী, চট্টগ্রাম ও পটুয়াখালী জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে।

  11. গাজায় গণহত্যার প্রতিবাদে আজ র‍্যালির ঘোষণা বিএনপির

    গাজা ও রাফায় ইসরায়েলি হামলা-গণহত্যার প্রতিবাদে এবং নির্যাতনের শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজ বৃহস্পতিবার সমাবেশ ও র‍্যালি করার ঘোষণা দিয়েছে বিএনপি।

    বিএনপির প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

    প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিকেল ৪টায় এই র‍্যালি শুরু হবে।

    র‍্যালিটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ জনগণকে এতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

    একইদিন ঢাকাসহ দেশের সব মহানগরে দলটির পক্ষ থেকে এ কর্মসূচি পালন করার কথা রয়েছে।

  12. এসএসসি পরীক্ষা শুরু, পাঁচ বছরে সবচেয়ে কম পরীক্ষার্থী

    চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। লিখিত পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত।

    দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীন ৩০ হাজার ৪৫টি স্কুল ও মাদ্রাসার মোট ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেয়ার কথা রয়েছে।

    দেশের তিন হাজার ৭১৫টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষা ১৩ই মে পর্যন্ত চলবে।

    পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে ৯৫ হাজার ২২২ জন।

    শুধু তাই নয়, বিগত পাঁচ বছরে এবারই সবচেয়ে কম শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিচ্ছে।

  13. পাল্টা শুল্ক স্থগিত করায় ট্রাম্পকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

    যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

    মার্কিন প্রেসিডেন্টের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট মেনশন করে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘৯০ দিনের জন্য শুল্ক স্থগিত করতে আমরা যে অনুরোধ করেছিলাম, তাতে ইতিবাচক সাড়া দেওয়ায় প্রেসিডেন্ট আপনাকে ধন্যবাদ। আপনার বাণিজ্য এজেন্ডার সমর্থনে আপনার প্রশাসনের সঙ্গে কাজ করা অব্যাহত রাখব আমরা।’

    যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের ওপর যে পাল্টা শুল্ক আরোপ করেছিল, বুধবার রাতে তা তিন মাসের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

    নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, এই সময় দেশগুলোর পণ্যে পাল্টা শুল্ক ন্যূনতম ১০ শতাংশ কার্যকর হবে।

    তবে চীনের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন তিনি।

    যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ পাল্টা শুল্ক আরোপ তিন মাসের জন্য স্থগিত করার অনুরোধ করে সোমবার ট্রাম্পকে একটি চিঠি দিয়েছিলেন অধ্যাপক ইউনূস।

    চিঠিতে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের পণ্য বাংলাদেশের বাজারে প্রবেশে শুল্ক-সুবিধা দেওয়ার কথাও বলেন।

    এ ছাড়া গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর, চিকিৎসা সামগ্রীর মতো বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রধান রপ্তানি পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক কমানোর কথা বলেন তিনি।

    ট্রাম্পকে পাঠানো চিঠিতে অধ্যাপক ইউনূস বলেন, "আমরা আগামী প্রান্তিকের মধ্যে আমাদের পরিকল্পনা অনুসারে কাজ শেষ করব। এসব কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে পরামর্শক সভার জন্য দয়া করে প্রয়োজনীয় সময় দেবেন। তাই আমি আপনাকে অনুরোধ করতে চাই যে বাংলাদেশের ওপর পাল্টা শুল্ক আরোপের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করুন। আমি আন্তরিকভাবে আশা করি, আপনি আমাদের অনুরোধ রাখবেন।"

  14. শেখ হাসিনা, পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

    ঢাকার পূর্বাচলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে এক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় এই পরোয়ানা জারি করা হয়।

    বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেওয়া চার্জশিট গ্রহণ করেন।

    পলাতক থাকায় আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

    দুদকের আদালতের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

    অভিযোগপত্রে বলা হয়েছে, ক্ষমতার প্রভাব খাটিয়ে পূর্বাচলে হাসিনা পরিবারের জন্য ৬০ কাঠার প্লট বরাদ্দে অনিয়ম-দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে।

    এটি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গঠিত দুদকের পক্ষ থেকে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রথম মামলা।

    মামলায় বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ১০ কাঠার ছয়টি প্লট বরাদ্দ প্রদান ও গ্রহণ করেন, যা দুর্নীতি হিসেবে শাস্তিযোগ্য অপরাধ।