ভিসা সংক্রান্ত জটিলতায় আখতাররা ভিভিআইপি গেট দিয়ে যেতে পারেননি, জানাল সরকার

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সফরসঙ্গী হিসেবে যে রাজনীতিকদের যুক্তরাষ্ট্রে নিয়ে গেছেন তাদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে, জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেওয়ার সময় সংস্থাটির কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিনের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. মঙ্গলবার যা যা ঘটেছে:

    • জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেওয়ার সময় সংস্থাটির কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি স্থাপন বা অন্য কোনো প্রক্রিয়ায় জাতিসংঘের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। ওই বক্তব্যে রাশিয়া বা চীনের মতো দেশের বাইরে মিত্র দেশগুলোকে নিয়েও তীর্যক মন্তব্য করেছেন ট্রাম্প।
    • সোমবার নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে, সেই বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তাদের একটি বিবৃতিতে বলা হয়েছে, সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হলেও অপ্রত্যাশিত এবং শেষ মুহূর্তের ভিসা-সম্পর্কিত জটিলতার কারণে প্রতিনিধিদলটিকে পথ পরিবর্তন করে বিকল্প পথে অগ্রসর হতে হয়।
    • ভারতের কলকাতা ভিত্তিক একটি সংবাদমাধ্যমে বিএনপি মহাসচিবের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। সোমবার ওই সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে তা আলোচনা ও বিতর্কের জন্ম দেয়।
    • এর আগে ওই বক্তব্যের প্রসঙ্গ টেনে, 'জামায়াতে ইসলামী বিএনপি'র কাছে ৩০টি আসন চেয়ে সাড়া না পেয়ে চাপ সৃষ্টির কৌশল হিসেবে পিআরের দাবি তুলছে - সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া এমন বক্তব্যকে 'অসত্য ও প্রতিহিংসাপরায়ণ' বলে দাবি করেছে জামায়াত।
    • প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সফরসঙ্গী হিসেবে যে রাজনৈতিক নেতাদের যুক্তরাষ্ট্রে নিয়ে গেছেন তাদের নিরাপত্তা এবং সম্মান রক্ষা করতে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি - এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম।
    • নির্বাচন কমিশনের সংশোধিত প্রতীকের তালিকায় শাপলা প্রতীক নেই বলে জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
    • সোমবার টঙ্গীতে একটি কেমিক্যাল কারখানার আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন ফায়ার সার্ভিস কর্মী শামীম আহমেদ। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মঙ্গলবার বিকেলে মৃত্যুবরণ করেছেন তিনি।
    • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ - চাকসু'র ভোটগ্রহণের তারিখ তিনদিন পিছিয়েছে।
    • জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির পক্ষ থেকে বিভিন্ন আসনে প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হয়েছে–– গণমাধ্যমে প্রকাশিত এমন খবর সত্য নয় বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
    • ফিলিপিন্সের পর এবার হংকংয়ের দিকে এগোচ্ছে টাইফুন রাগাসা। এ বছরে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ঝড় বিবেচনা করা হচ্ছে এটিকে। সুপার টাইফুন রাগাসার কারণে ফিলিপিন্সে হাজার হাজার মানুষ ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে উঠেছেন এবং অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
    • বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। সোমবার নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. যুদ্ধ, নোবেল, অভিবাসন, জলবায়ু - জাতিসংঘে যা বললেন ট্রাম্প

    ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Reuters

    জাতিসংঘে নির্ধারিত ১৫ মিনিটের জায়গায় প্রায় এক ঘণ্টার ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন ইস্যুতে এমন সব মন্তব্য করেছেন যা মুহূর্তেই নানা আলোচনার জন্ম দিয়েছে।

    তার ভাষণে জাতিসংঘের উপযোগিতা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।

    অভিবাসন ও জলবায়ু ইস্যুতে 'পলিটিক্যালি কারেক্ট' থাকার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন ইউরোপকে। কথা বলেছেন ইউক্রেন, ইরান, গাজাসহ বিবদমান বিভিন্ন বিষয়ে।

    ট্রাম্প দাবি করেছেন অন্তত সাতটি যুদ্ধ তিনি বন্ধ করেছেন যার 'প্রত্যেকটিই হয়তো একটি করে নোবেল পাওয়ার মত' কাজ।

    তিনি বলেছেন, বর্তমানে আমেরিকা তার 'স্বর্ণযুগ' অতিক্রম করছে।

    চলমান সংঘাতের প্রসঙ্গে টেনে, ইউক্রেন যুদ্ধকে “সবচেয়ে সহজে সমাধানযোগ্য” বলে মন্তব্য করেন তিনি।

    গাজায় যুদ্ধবিরতির বিষয়ে তার মন্তব্য, “যুদ্ধ শেষ করতেই হবে,” এবং জিম্মিদেরও মুক্তি দিতে হবে।

    বেশ কয়েকটি প্রভাবশালী দেশ যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে তা “হামাসের নৃশংসতার জন্য একটি পুরস্কার” বলেও মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প।

    ৫৬ মিনিটের ভাষণ শেষে ট্রাম্প সমাপ্তি টানেন এই বলে, ''আপনাদের সীমান্ত এবং প্রচলিত জ্বালানির উৎস শক্তিশালী করতে হবে, যদি আপনারা আবার মহান হতে চান''।

  3. ট্রাম্পের তোপের মুখে জাতিসংঘ

    ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Reuters

    ডোনাল্ড ট্রাম্প স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে প্রবেশের সময় একটি চলন্ত সিড়িতে ওঠার পরপরই সেটি বন্ধ হয়ে যায়। ফলে বাকি ধাপগুলো পায়ে হেঁটে উঠতে হয়। ভাষণ দিতে গিয়ে টেলিপ্রম্পটার নষ্ট দেখতে পান মি. ট্রাম্প।

    এই দুটি অব্যবস্থাপনা যেন জাতিসংঘের সামগ্রিক 'দুর্বলতা'র প্রতীক হয়ে ধরা দেয় তার কাছে।

    বক্তব্যে জাতিসংঘের কঠোর সমালোচনা করেন তিনি। সংস্থাটি তার সম্ভাবনা কাজে লাগায়নি বলে অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট। শান্তি স্থাপন বা অন্য কোনো প্রক্রিয়ায় জাতিসংঘের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

    তিনি বলেন, জাতিসংঘের অবস্থা এখন বন্ধ হওয়া চলন্ত সিড়ি বা ভাঙ্গা টেলিপ্রম্পটারের মতোই।

    নিজের নির্ধারিত ১৫ মিনিট পার করেও বক্তব্য চালিয়ে যান তিনি।

    অভিযোগ করেন, অভিবাসীদের নানা সুবিধা দিয়ে পশ্চিমা দেশগুলোকে আক্রান্ত করছে জাতিসংঘ।

    শুধু আন্তর্জাতিক সংস্থাটি নয়, সাধারণ পরিষদের অধিবেশনে শত্রু-মিত্র সবাইকেই নানাভাবে কথা শুনিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

  4. ভিসা সংক্রান্ত জটিলতায় আখতাররা ভিভিআইপি গেট দিয়ে যেতে পারেননি, জানাল সরকার

    বিমানে অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং আখতার হোসেন

    ছবির উৎস, CHIEF ADVISER'S PRESS WING

    ছবির ক্যাপশান, যাওয়ার পথে বিমানে অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং আখতার হোসেন

    প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিক সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল বলে জানিয়েছে বাংলাদেশ সরকার।

    "জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর প্রতিনিধিদলটিকে প্রথমে একটি নির্দিষ্ট ভিভিআইপি গেট দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং একটি বিশেষভাবে সুরক্ষিত পরিবহন ইউনিটে ওঠানো হয়েছিল।

    তবে, অপ্রত্যাশিত এবং শেষ মুহূর্তের ভিসা-সম্পর্কিত জটিলতার কারণে প্রতিনিধিদলটিকে পথ পরিবর্তন করে বিকল্প পথে অগ্রসর হতে হয়," প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিবৃতিতে আরো বলা হয়, "বিমানবন্দরে রাজনৈতিক নেতাদের জন্য ভিভিআইপি প্রবেশাধিকার এবং নিরাপত্তা সুবিধা দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আনুষ্ঠানিক অনুরোধ করা সত্ত্বেও বিমানবন্দর কর্তৃপক্ষ দুঃখজনকভাবে সেই অনুরোধ রাখেনি।এর ফলে প্রতিনিধিদলের সদস্যরা ঝুঁকির মুখে পড়েন।"

    এই ঘটনার পর প্রধান উপদেষ্টাসহ প্রতিনিধি দলের সকল সদস্যের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে প্রেস উইং।

    সোমবার নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।

    এ ঘটনার পর অনেকেই সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করেন। প্রশ্ন তোলেন কেন সফরসঙ্গীদের একটা অংশকে আলাদা যেতে হয়েছে।

  5. ভারতের পত্রিকায় মির্জা ফখরুলের সাক্ষাৎকারকে ভুলভাবে উপস্থাপন করার অভিযোগ বিএনপি'র

    মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, মির্জা ফখরুলের একটি সাক্ষাৎকার ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে (ফাইল ছবি)

    ভারতের কলকাতা ভিত্তিক একটি সংবাদমাধ্যমে বিএনপি মহাসচিবের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি।

    সোমবার ওই সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে তা আলোচনা ও বিতর্কের জন্ম দেয়।

    বিএনপি'র পক্ষ থেকে বলা হয়েছে, "মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন যে, ভারতের দৈনিক পত্রিকা “এই সময়”-এ প্রকাশিত সাক্ষাৎকারে যে বক্তব্য উল্লেখ করা হয়েছে, তা তিনি বলেননি।"

    "সাক্ষাৎকারের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হলেও, এটি ভুল ও বিভ্রান্তিকর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সিনিয়র রাজনৈতিক নেতা হিসেবে কখনো কোনো অবান্তর কথা বলেন না।তিনি এই ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানান এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন," জানিয়েছেন বিএনপি'র মিডিয়া সেল।

    অবশ্য সাক্ষাৎকারের কোন অংশ বা কতটুকু 'ভুলভাবে উপস্থাপন' করা হয়েছে তা উল্লেখ করা হয়নি মিডিয়া সেলের বার্তায়।

    সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে মি. আলমগীর জামায়াতে ইসলামী বিএনপি'র কাছে ৩০টি আসন চেয়ে সাড়া না পেয়ে চাপ সৃষ্টির কৌশল হিসেবে পিআরের দাবি তুলছে বলে মন্তব্য করেন।

  6. জাতিসংঘ অধিবেশনের আগে টেলিযোগাযোগ হুমকি ঠেকানোর তথ্য মার্কিন গোয়েন্দাদের

    সিমের বাক্স

    ছবির উৎস, US SECRET SERVICE

    ছবির ক্যাপশান, সিক্রেট সার্ভিস সিমের বাক্সের একটি ছবি প্রকাশ করেছে

    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে একটি টেলিকমিউনিকেশন হুমকি প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সিক্রেট সার্ভিস।

    নিউইয়র্ক অঞ্চলে ৩০০টিরও বেশি সিম সার্ভার এবং এক লাখ সিম কার্ড ব্যবহার করে গড়ে তোলা একটি নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা হয়েছে। ওই নেটওয়ার্ক টেলিকম সিস্টেমকে বিপর্যস্ত করে ফেলতে পারত।

    এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, এই ডিভাইসগুলোকে "জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনস্থলের ৩৫ মাইলের মধ্যে সমবেত করা হয়েছিল।"

    এ বিষয়ে তদন্ত শুরুর কথাও জানানো হয়েছে বিবৃতিতে।

    সিক্রেট সার্ভিস বলেছে, এই নেটওয়ার্কের মাধ্যমে "মোবাইল টাওয়ার অকার্যকর করা থেকে শুরু করে অপরাধী চক্রের মধ্যে এনক্রিপ্টেড যোগাযোগের ব্যবস্থা করা সম্ভব হতো।"

  7. 'দেশের স্বার্থে ধৈর্য ধরুন' - নিউইয়র্ক বিমানবন্দরের ঘটনায় ফখরুল

    মির্জা ফখরুল, তাসনিম জারা, হুমায়ূন কবির, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, আখতার হোসেন

    ছবির উৎস, CHIEF ADVISER'S PRESS WING

    ছবির ক্যাপশান, ঢাকা থেকে রওনা হওয়ার আগে তিন দলের পাঁচ নেতা বিমানবন্দরে অপেক্ষারত

    যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে এনসিপি'র সদস্য সচিব আখতার হোসেনকে ডিম নিক্ষেপ ও হেনস্তা করার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    ঘটনার সময় আখতার হোসেনের সঙ্গে মি. আলমগীরও ছিলেন।

    মঙ্গলবার সামাজিক মাধ্যমের পোস্টে বিএনপি মহাসচিব লিখেছেন, "নিউইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে, তা আবারও প্রমাণ করলো – আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না।"

    "আওয়ামী লীগ আজ পর্যন্ত যা অন্যায় করেছে, সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে। দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরুন," যোগ করেন তিনি।

  8. টঙ্গীতে আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার ফাইটার শামীম মারা গেছেন

    শামীম আহমেদ

    ছবির উৎস, FIRE SERVICE AND CIVIL DEFENCE

    সোমবার টঙ্গীতে একটি কেমিক্যাল কারখানার আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন ফায়ার সার্ভিস কর্মী শামীম আহমেদ। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মঙ্গলবার বিকেলে মৃত্যুবরণ করেছেন তিনি।

    ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্র - আইসিইউতে রাখা হয়েছিল তাকে।

    ফায়ার সার্ভিস থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, শামীমের শরীর ১০০% দগ্ধ হয়।

    সংস্থাটি আরো জানায়, এ নিয়ে অগ্নি নির্বাপণের কাজ করতে গিয়ে গত ১০ বছরে ২৪ জন ফায়ার ফাইটার মারা গেছেন। আহত হয়েছেন ৩৮৬ জন।

  9. তিনদিন পিছিয়ে ১৫ই অক্টোবর হবে চাকসু নির্বাচন

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ - চাকসু'র ভোটগ্রহণের তারিখ তিনদিন পিছিয়েছে।

    ১২ই অক্টোবরের পরিবর্তে ১৫ই অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।

    মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের নির্বাচন কমিশনার এ কে এম আরিফুল হক সিদ্দিকী এ তথ্য জানান।

    প্রার্থীদের অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন।

  10. ৩০ আসন চাওয়া নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য 'অসত্য': জামায়াত

    বিএনপি ও জামায়াতে লোগো

    জামায়াতে ইসলামী বিএনপি'র কাছে ৩০টি আসন চেয়ে সাড়া না পেয়ে চাপ সৃষ্টির কৌশল হিসেবে পিআরের দাবি তুলছে - সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া এমন বক্তব্যকে 'অসত্য ও প্রতিহিংসাপরায়ণ' বলে দাবি করেছে জামায়াত।

    বিএনপি মহাসচিবের বক্তব্যের 'নিন্দা ও প্রতিবাদ' জানিয়ে মঙ্গলবার একটি বিবৃতি দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

    বিবৃতিতে বলা হয়েছে, ''এ ধরনের সম্পূর্ণ অসত্য, অমর্যাদাকর ও প্রতিহিংসাপরায়ণ বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মত প্রবীণ রাজনীতিবিদ দিয়েছেন তা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়। এই বক্তব্যের সাথে সত্য ও শিষ্টাচারের কোনো মিল নেই।''

    ''এই বক্তব্য যদি তার হয়ে থাকে- তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কার কাছে এই আসনগুলো দাবি করেছে-তার প্রমাণ জাতির কাছে উপস্থাপন করার জন্য দ্ব্যর্থহীন কণ্ঠে আহবান জানাচ্ছি,'' উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

    এতে আরো দাবি করা হয়, ''কারো কাছে আসন চাওয়ার রাজনীতির সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান সময়ে দূরতম কোনো সম্পর্ক নেই। তিনি যদি তার বক্তব্যের পক্ষে প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হন, তাহলে আমরা আহ্বান জানাব সত্যকে মেনে নিয়ে তিনি তার বক্তব্যের জন্য ন্যূনতম পক্ষে জনগণের সামনে দুঃখ প্রকাশ করবেন।''

    সোমবার ভারতের কলকাতাভিত্তিক একটি সংবাদ মাধ্যমে বিএনপি মহাসচিবের একটি সাক্ষা'কার প্রকাশিত হয়।

    সাক্ষাৎকারে মির্জা ফখরুলকে প্রশ্ন করা হয়, "জামায়াত ৫০টা আসন চেয়েছে?"

    উত্তরে তিনি বলেন, "৩০টা চেয়েছে। আমরা উৎসাহ দেখাইনি। অনেক কম একটা সংখ্যার কথা বলেছি, যা তাদের মনঃপূত হয়নি। আপনাকে আশ্বাস দিচ্ছি, জামায়াতকে আর আমরা মাথায় উঠতে দেবো না। তারা যত বড় না শক্তি, আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। পিআর-টিআর সবই বিএনপির উপরে চাপ সৃষ্টির কৌশল।"

  11. প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ, ইনফরমেশন লিক হয়: এনসিপি

    নাহিদ ইসলাম

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সফরসঙ্গী হিসেবে যে রাজনৈতিক নেতাদের যুক্তরাষ্ট্রে নিয়ে গেছেন তাদের নিরাপত্তা এবং সম্মান রক্ষা করতে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি - এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম।

    সোমবার নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।

    নাহিদ ইসলাম অভিযোগ করেন, নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল না বলে এমন ঘটনা ঘটতে পেরেছে।

    "প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এ ধরনের ঘটনার সাথে জড়িত। ভেতর থেকে ইনফরমেশন লিক করা হয়," যোগ করেন তিনি।

    সরকার এবং পররাষ্ট্র উপদেষ্টার কাছে জবাবদিহি চান এনসিপি'র আহ্বায়ক।

    এছাড়া তিনি নিউইয়র্কে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের পদত্যাগ দাবি করেন।

  12. এনসিপি'র প্রত্যাশিত শাপলা প্রতীক নেই ইসির সংশোধিত তালিকাতে

    এনসিপি'র লোগো
    ছবির ক্যাপশান, এনসিপি'র লোগো

    নির্বাচন কমিশনের সংশোধিত প্রতীকের তালিকায় শাপলা প্রতীক নেই বলে জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

    শাপলাকে দলীয় প্রতীক হিসেবে চেয়ে আবেদন করেছিল জাতীয় নাগরিক পার্টি - এনসিপি।

    যেহেতু, তাদের আবেদনকৃত প্রতীক রাখা হয়নি, পরবর্তী প্রক্রিয়া সম্পর্কেও জানিয়েছেন মি. আহমেদ।

    "ওনাদেরকে (এনসিপি) বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে," যোগ করেন তিনি।

  13. বিএনপি কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেয়নি: রিজভী

    বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে কথা বলছেন বলছেন

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

    জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির পক্ষ থেকে বিভিন্ন আসনে প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হয়েছে–– গণমাধ্যমে প্রকাশিত এমন খবর সত্য নয় বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    "কোনো নির্বাচনি এলাকায় কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি," মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন মি. রিজভী।

    তিনি বলেন, গণমাধ্যম ব্যবহার করে বিএনপি'র বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

    এর মাধ্যমে দলের নেতাকর্মীদের মধ্যে বিভেদ তৈরির অভিযোগ তার।

    একটি মহল বিএনপি'র বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মন্তব্য করে রিজভী আরও বলেন, "তারা পতিত ফ্যাসিবাদের সহায়তায় রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে।"

  14. নিউ ইয়র্কে আরব নেতাদের সাথে বৈঠক করবেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বিকেলে গাজার পরিস্থিতি নিয়ে বেশ কয়েকটি মুসলিমপ্রধান দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

    সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন তিনি।

    ২৯ সেপ্টেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে এই বৈঠক হতে যাচ্ছে।

    উল্লেখ্য, ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন।

    জাতিসং সাধারণ পরিষদ অধিবেশনের মধ্যে এখন পর্যন্ত বেশ কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিলেও যুক্তরাষ্ট্র এর বিরোধী অবস্থানে রয়েছে।

  15. ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে: প্রধান উপদেষ্টা

    যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

    ছবির উৎস, Chief Adviser’s Press Wing

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।

    সোমবার নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।

    “ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। দেশ এ জন্য সম্পূর্ণ প্রস্তুত,” বলেন প্রধান উপদেষ্টা।

    যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি সহায়তা অব্যাহত রাখবে বলে বৈঠকে জানান সার্জিও গোর।

    রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের এক খবরে বলা হয়, বৈঠকে বাণিজ্য, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, সার্ক পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট এবং ঢাকাকে লক্ষ্য করে পরিচালিত ভ্রান্ত তথ্য প্রচারসহ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়।

    প্রধান উপদেষ্টা কক্সবাজারে বসবাসরত ১০ লাখেরও বেশি রোহিঙ্গার জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা কামনা করেন। জবাবে মার্কিন কর্মকর্তারা রোহিঙ্গাদের জন্য জীবনরক্ষাকারী সহায়তা বজায় রাখার আশ্বাস দেন।

    বৈঠক শেষে প্রধান উপদেষ্টা সার্জিও গোরকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

  16. বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় রাগাসা হংকংয়ের দিকে এগোচ্ছে

    ঝড়ে কারণে মাটিতে উঠেছে এসেছে একটি জাহাজের বয়া

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, টাইফুন রাগাসার কারণে ফিলিপিন্সে হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই দিয়েছে

    ফিলিপিন্সের পর এবার হংকংয়ের দিকে এগোচ্ছে টাইফুন রাগাসা। এ বছরে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ঝড় বিবেচনা করা হচ্ছে এটিকে।

    সুপার টাইফুন রাগাসার কারণে ফিলিপিন্সে হাজার হাজার মানুষ ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে উঠেছেন এবং অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

    এদিকে হংকং কর্তৃপক্ষ টাইফুনের জন্য ৮ মাত্রার সতর্কতা জারি করেছে। এটা সর্বোচ্চ ১০ নম্বর সংকেতের মাত্র দুই স্তর নিচে।

    এর অর্থ হলো ৬৩ কিলোমিটার বা তার বেশি গতিবেগের বাতাসের সম্ভাবনা রয়েছে।

    রাগাসা এগিয়ে আসতে থাকায় হংকংয়ে এশিয়ার অন্যতম ব্যস্ত বিমানবন্দরের বেশিরভাগ ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। স্কুল ও কিছু ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

    বুধবার চীনের গুয়াংদং প্রদেশে ঝড়টি আঘাত হানতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে গুয়াংদং থেকে তিন লাখ ৭০ হাজারেও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে প্রদেশের জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে।

    চীন সরকার কমপক্ষে ১০টি শহরকে স্কুল ও কিছু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

    আকাশ থেকে তোলা ছবিতে সাগরের তীরে উঠিয়ে রাখা অনেগুলো নৌকা ও বেশকিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, সুপার টাইফুন রাগাসার কারণে ফিলিপিন্সে জলোচ্ছাস হয়
  17. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরও পড়তে পারেন-

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে