মঙ্গলবার যা যা ঘটেছে:
- জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেওয়ার সময় সংস্থাটির কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি স্থাপন বা অন্য কোনো প্রক্রিয়ায় জাতিসংঘের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। ওই বক্তব্যে রাশিয়া বা চীনের মতো দেশের বাইরে মিত্র দেশগুলোকে নিয়েও তীর্যক মন্তব্য করেছেন ট্রাম্প।
- সোমবার নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে, সেই বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তাদের একটি বিবৃতিতে বলা হয়েছে, সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হলেও অপ্রত্যাশিত এবং শেষ মুহূর্তের ভিসা-সম্পর্কিত জটিলতার কারণে প্রতিনিধিদলটিকে পথ পরিবর্তন করে বিকল্প পথে অগ্রসর হতে হয়।
- ভারতের কলকাতা ভিত্তিক একটি সংবাদমাধ্যমে বিএনপি মহাসচিবের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। সোমবার ওই সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে তা আলোচনা ও বিতর্কের জন্ম দেয়।
- এর আগে ওই বক্তব্যের প্রসঙ্গ টেনে, 'জামায়াতে ইসলামী বিএনপি'র কাছে ৩০টি আসন চেয়ে সাড়া না পেয়ে চাপ সৃষ্টির কৌশল হিসেবে পিআরের দাবি তুলছে - সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া এমন বক্তব্যকে 'অসত্য ও প্রতিহিংসাপরায়ণ' বলে দাবি করেছে জামায়াত।
- প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সফরসঙ্গী হিসেবে যে রাজনৈতিক নেতাদের যুক্তরাষ্ট্রে নিয়ে গেছেন তাদের নিরাপত্তা এবং সম্মান রক্ষা করতে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি - এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম।
- নির্বাচন কমিশনের সংশোধিত প্রতীকের তালিকায় শাপলা প্রতীক নেই বলে জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
- সোমবার টঙ্গীতে একটি কেমিক্যাল কারখানার আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন ফায়ার সার্ভিস কর্মী শামীম আহমেদ। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মঙ্গলবার বিকেলে মৃত্যুবরণ করেছেন তিনি।
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ - চাকসু'র ভোটগ্রহণের তারিখ তিনদিন পিছিয়েছে।
- জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির পক্ষ থেকে বিভিন্ন আসনে প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হয়েছে–– গণমাধ্যমে প্রকাশিত এমন খবর সত্য নয় বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
- ফিলিপিন্সের পর এবার হংকংয়ের দিকে এগোচ্ছে টাইফুন রাগাসা। এ বছরে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ঝড় বিবেচনা করা হচ্ছে এটিকে। সুপার টাইফুন রাগাসার কারণে ফিলিপিন্সে হাজার হাজার মানুষ ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে উঠেছেন এবং অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
- বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। সোমবার নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।
বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।
আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।















