গাজায় একদিনে ৬১ জন নিহত, এলাকা ছাড়ছেন ফিলিস্তিনিরা

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে পারে অন্যান্য ইউরোপীয় রাষ্ট্রগুলো। জাতিসংঘ সাধারণ পরিষদে গাজা যুদ্ধের অবসানের জন্য দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পথে একটি বৈঠক আয়োজন করা হচ্ছে। দেশ-বিদেশের খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলায় লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. সোমবার সারাদিন যা যা হলো:

    • ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। এর আগে রোববার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয় যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং পর্তুগাল। ইউরোপের আরো কিছু দেশ স্বীকৃতির ঘোষণা দিতে পারে।
    • ইসরায়েলের হামলায় গাজা শহরে কমপক্ষে ২০ জন নিহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় হাসপাতালগুলো।
    • ফিলিপাইনের উত্তরাঞ্চলে সুপার টাইফুন ‘রাগাসা আঘাত হানার পর ওই অঞ্চল থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই পরিস্থিতিকে সম্ভাব্য "বিপর্যয়কর" বলে বর্ণনা করেছে দেশটির আঞ্চলিক কর্তৃপক্ষ।
    • নির্বাচনের দায়িত্ব করতে প্রয়োজনীয় শিক্ষক-কর্মকর্তা না পাওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে রাকসু নির্বাচন কমিশন।
    • আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি ১৫০টি আসন পাবে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এছাড়া তাদেরকে শাপলা প্রতীক দেয়ার ক্ষেত্রে ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।
    • গাজীপুরে একটি কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের চারজন কর্মী আহত হয়েছেন। যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
    • ছাত্রদলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রশাসনের অনেক কর্মকর্তাকে গুরুত্বহীন করে একটি বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে ডিসি-এসপি বানানো হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
    • আগামী কয়েকদিন দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি আরো বাড়তে পারে বলে জানিয়েছে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে গতবছরের এই সময়ের তুলনায় এবার বৃষ্টিপাত বেশি হচ্ছে বলেও জানানো হয়েছে।
    • এবছর দুর্গাপূজায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. ২৪ ঘণ্টায় ৬১ জন ফিলিস্তিনি নিহত: হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়

    গাজা সিটিতে ইসরায়েলের আক্রমণের পর হাজার হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হন

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, গাজা সিটিতে ইসরায়েলের আক্রমণের পর হাজার হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হন

    গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ৬১ জন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর জানিয়েছে হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

    মন্ত্রণালয়ের টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৬৫ হাজার ৩৪৪ জনে দাঁড়ালো।

    আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো গাজার স্থানীয় সাংবাদিকদের উপর নির্ভর করে, কারণ ইসরায়েল বিবিসি নিউজ সহ বিদেশি মিডিয়াকে এই অঞ্চলে সাংবাদিক পাঠাতে দেয় না।

  3. ফিলিপাইনে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘রাগাসা’

    সুপার টাইফুন আঘাত হানার আগে কয়েক সপ্তাহের টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, সুপার টাইফুন আঘাত হানার আগে কয়েক সপ্তাহের টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন

    ফিলিপাইনের উত্তরাঞ্চলে সুপার টাইফুন ‘রাগাসা আঘাত হানার পর ওই অঞ্চল থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই পরিস্থিতিকে সম্ভাব্য "বিপর্যয়কর" বলে বর্ণনা করেছে দেশটির আঞ্চলিক কর্তৃপক্ষ।

    ফিলিপাইনের আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় বিকেল তিনটায় ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় কাগায়ান প্রদেশের পানুইটান দ্বীপের স্থলভাগে আঘাত হানে সুপার টাইফুন রাগাসা।

    ঘণ্টায় ২৩০ কিলোমিটার বা ১৪৩ মাইল বেগে টাইফুনটি দক্ষিণ চীনের পশ্চিম দিকে অগ্রসর হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

    ফিলিপাইনের আবহাওয়া ব্যুরো জানিয়েছে, রাগাসা "জীবন-হুমকিপূর্ণ ঝড়ো হাওয়ার ঝুঁকি" নিয়ে আসছে, যার উচ্চতা ৩ মিটার বা ১০ ফুট পর্যন্ত ছাড়িয়ে যাবে। ব্যাপক বন্যা, ভূমিধস এবং ঘরবাড়ি ও অবকাঠামোর ক্ষতির বিষয়ে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

    এদিকে সুপার টাইফুন আঘাত হানার খবরে রাজধানী ম্যানিলা সহ দেশটির বিস্তীর্ণ অংশে স্কুল এবং সরকারি অফিস বন্ধ রাখা হয়েছে।

    দেশটির দুর্গম উপকূলীয় এলাকা বাতানেস বা বাবুইয়ান দ্বীপপুঞ্জ এবং পূর্বাঞ্চলের কাউন্টি হুয়ালিয়েন থেকে প্রায় ৩০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

    এছাড়া সোমবার ভোর থেকে দক্ষিণ ও পূর্ব তাইওয়ানের বনাঞ্চল এবং নৌপথ বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি কিছু ফেরি পরিষেবাও স্থগিত করা হয়েছে।

  4. নির্বাচন পরিচালনায় শিক্ষক-কর্মকর্তা না পাওয়ায় পেছাল রাকসু নির্বাচনের তারিখ

    রাজশাহী বিশ্ববিদ্যালয়

    ছবির উৎস, Saifur Rahman

    ছবির ক্যাপশান, রাজশাহী বিশ্ববিদ্যালয়

    রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে রাকসু নির্বাচন কমিশন।

    সোমবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্বঘোষিত ২৫শে সেপ্টেম্বরের পরিবর্তে ১৬ই অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।

    প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব না হওয়ায় নির্বাচনের তারিখ পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলমান শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচীকেও নির্বাচন পেছানোর কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে রাকসু নির্বাচন কমিশন।

  5. ইসরায়েলি হামলার পর গাজা শহর ছাড়ছেন ফিলিস্তিনিরা

    বিবিসির মধ্যপ্রাচ্য সংবাদদাতা ইয়োলান্দ নেলের রিপোর্ট অনুসারে, গাজা শহর থেকে বেরোনোর উপকূলীয় রাস্তায়, বিপুল সংখ্যক মানুষের ভীড় দেখা গেছে।

    গত সপ্তাহে গাজা শহরে স্থল আক্রমণ শুরু করেছে ইসরায়েল। যার ফলে, পালিয়ে যেতে বাধ্য হয়েছেন লক্ষ লক্ষ ফিলিস্তিনি নাগরিক।

    ইসরায়েল সেনাবাহিনী দাবি করেছে যে, তারা হামাসের ব্যবহৃত ভবনগুলো ধ্বংস করছে।

    বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের জিনিসপত্র নিয়ে সরে যাচ্ছেন

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের জিনিসপত্র নিয়ে সরে যাচ্ছেন
    ফিলিস্তিনি পরিবারগুলোকে শহর ছেড়ে পালাতে বাধ্য করা হচ্ছে

    ছবির উৎস, Dawoud Abu Alkas via Reuters

    ছবির ক্যাপশান, ফিলিস্তিনি পরিবারগুলোকে শহর ছেড়ে পালাতে বাধ্য করা হচ্ছে
    গাজা সিটি থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের জিনিসপত্র নিয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছেন

    ছবির উৎস, Dawoud Abu Alkas via Reuters

    ছবির ক্যাপশান, গাজা সিটি থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের জিনিসপত্র নিয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছেন
    ইসরায়েলের হামলার পর পালাচ্ছেন গাজা শহরের বাসিন্দারা

    ছবির উৎস, Dawoud Abu Alkas via Reuters

    ছবির ক্যাপশান, গাজা শহরে ইসরায়েলি সেনাবাহিনী বিমান হামলার পর স্থল আক্রমণ শুরু করে
  6. আগামী নির্বাচনে ১৫০টি আসন পাবে এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

    জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

    আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি ১৫০টি আসন পাবে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এছাড়া তাদেরকে শাপলা প্রতীক দেয়ার ক্ষেত্রে ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

    সোমবার বিকেলে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মি. পাটওয়ারী।

    তিনি বলেন, “প্রতীক নিয়ে একটা ষড়যন্ত্র হচ্ছে। এনসিপির নিবন্ধনটা অবশ্যই শাপলা, সাদা শাপলা, লাল শাপলা যে তিনটি প্রতীকের কথা বলেছি এর মধ্যেই হতে হবে, এ থেকে আমরা সরছি না।”

    সোমবার নির্বাচন কমিশনের সাথে একটি বৈঠকে অংশ নিয়েছিল এনসিপি।

    ওই বৈঠক শেষে মি. পাটওয়ারী জানান, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে এনসিপির দলীয় নিবন্ধন, প্রতীক ও প্রবাসীদের ভোটাধিকার নিয়ে আলোচনা হয়েছে।

  7. গাজীপুরে কেমিক্যাল গোডাউনে আগুন, ফায়ার সার্ভিসের চার কর্মী আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

    কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের কেউই শঙ্কামুক্ত নয় (প্রতীকী ছবি)

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, গাজীপুরে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক (প্রতীকী ছবি)

    গাজীপুরে একটি কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের চারজন কর্মী আহত হয়েছেন। যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

    আহতদেরকে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

    সোমবার সন্ধ্যায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ঢাকা নিয়ন্ত্রণ কক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

    ফায়ার সার্ভিস জানিয়েছে, বেলা সাড়ে তিনটার দিকে টঙ্গীর সাহারা মার্কেটের পাশেই একটি আধা পাকা টিনশেড কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর পায় তারা।

    দুঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

  8. ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে ২০ জন নিহত

    গাজার প্রধান আবাসিক এলাকায় ইসরায়েলি ট্যাঙ্ক ও সামরিক বাহন ঢুকে পড়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, গাজার প্রধান আবাসিক এলাকায় ইসরায়েলি ট্যাঙ্ক ও সামরিক বাহন ঢুকে পড়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা

    ইসরায়েলের হামলায় গাজা শহরে কমপক্ষে ২০ জন নিহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় হাসপাতালগুলো।

    অর্থাৎ আন্তর্জাতিক মহলে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কূটনৈতিক পদক্ষেপগুলো গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধে খুব একটা ভূমিকা রাখতে পারেনি।

    জানা গেছে, গাজা শহরের আবাসিক ভবনগুলো ধ্বংস করে শহরটি পুরোপুরি দখলে নেয়ার জোর চেষ্টা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

    স্থানীয়রা বলছেন, পুরো এলাকা ধ্বংস করা হচ্ছে এবং ধ্বংসস্তূপে আটকে থাকা অনেকে পরিবারসহ নিহত হচ্ছেন।

    এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, দক্ষিণ ইসরায়েলে দুটি রকেট নিক্ষেপের জন্য হামাস যে স্থান ব্যবহার করেছিল, সেখানে তারা হামলা চালিয়েছে। এছাড়া একটি ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছিল বলেও জানানো হয়।

    ইসরায়েলের চলমান হামলা শুরুর পর লক্ষ লক্ষ ফিলিস্তিনি গাজা শহর থেকে দক্ষিণ দিকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

  9. বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে ডিসি-এসপি বানানো হচ্ছে: রুহুল কবির রিজভী

    বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (ফাইল ছবি)
    ছবির ক্যাপশান, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (ফাইল ছবি)

    ছাত্রদলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রশাসনের অনেক কর্মকর্তাকে গুরুত্বহীন করে একটি বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে ডিসি-এসপি বানানো হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    এছাড়া, এক এগারোর মতো ষড়যন্ত্র করে বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেয়ার ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেছেন তিনি।

    সোমবার নয়পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন মি. রিজভী।

    তিনি অভিযোগ করেন, “বেগম জিয়ার আমলে অথবা তার আগে মেরিটে চান্স পাওয়া ছেলেরা, হয়তো ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতি করেছে অথবা বাবা, চাচা, মামা কেউ বিএনপির লোকালি কোনো নেতা হয়েছে, এই ব্যাকগ্রাউণ্ড থাকলেই তাকে সরিয়ে দেওয়া হচ্ছে।”

    তিনি বলেন, বাংলাদেশকে ঘিরে দেশি বিদেশি ষড়যন্ত্র থেমে নেই। আসন্ন দুর্গাপূজায় নাশকতার চেষ্টা হতে পারে বলেও শঙ্কা জানান তিনি।

  10. দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি আরো বাড়তে পারে: আবহাওয়া অধিদপ্তর

    দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি চলতে পারে আরও কয়েকদিন (ফাইল ছবি)

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি চলতে পারে আরও কয়েকদিন (ফাইল ছবি)

    আগামী কয়েকদিন দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি আরো বাড়তে পারে বলে জানিয়েছে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে গতবছরের এই সময়ের তুলনায় এবার বৃষ্টিপাত বেশি হচ্ছে বলেও জানানো হয়েছে।

    রোববার দিবাগত রাত থেকে সোমবার সকাল নয়টা পর্যন্ত রাজধানীতে ১০৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর মধ্যে সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

    আবহাওয়াবিদ ওমর ফারুক বিবিসি বাংলাকে বলছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে গতবছরের এই সময়ের তুলনায় এবার বৃষ্টিপাতের পরিমাণ বেশি। লঘুচাপটি বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

    “মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। তাই ঢাকায় নয় বরং খুলনা অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লঘুচাপটি দেশের উত্তর-পশ্চিম দিক দিয়ে প্রবাহিত হতে পারে” বলেও জানান মি. ফারুক।

    এছাড়া আগামী ২৪শে সেপ্টেম্বরের দিকে আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এটিও ঘণীভূত হতে পারে। তবে এর প্রভাব বাংলাদেশের উপকূলে পড়ার শঙ্কা নেই।

  11. মালয়েশিয়া গেছেন সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান

    বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

    চৌদ্দতম ‘ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস্ কনফারেন্স বা আইপিএসিসি ২০২৫' এ অংশ নিতে মালয়েশিয়া গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর জানিয়েছে, সোমবার চার দিনের সফরে দেশটির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড ও মালয়েশিয়ান ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে এ সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থলবাহিনীর সেনাপ্রধানগণ উপস্থিত থাকবেন।

    কনফারেন্সে এই অঞ্চলের অভিন্ন চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় মতবিনিময় এবং আঞ্চলিক সংকটে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হবে বলেও জানানো হয়েছে।

    এই সফরের মধ্য দিয়ে ইন্দো-প্যাসিফিক দেশসমূহ এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করছে আইএসপিআর। আগামী ২৭শে সেপ্টেম্বর দেশে ফিরবেন সেনাবাহিনী প্রধান।

  12. দুর্গাপূজায় নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

    স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

    এবছর দুর্গাপূজায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

    সোমবার সকালে নারায়ণগঞ্জের মিশন পাড়া এলাকায় পূজা মন্দির পরিদর্শন শেষে একথা বলেন তিনি।

    মি. চৌধুরী বলেন, এবছর সারাদেশে ৩৩ হাজার মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজার সার্বিক নিরাপত্তার জন্য আনসার, পুলিশ, র‍্যাব, বিজিবিসহ সেনাবাহিনীর সদস্যরাও নিয়োজিত থাকবেন।

    তিনি জানান, “নিরাপত্তার দায়িত্বে মন্দির কমিটির সাত জন ভলান্টিয়ার, আমাদের আনসার থাকবে আটজন করে এবং পুলিশ থাকবে, র‍্যাব থাকবে এবং সেনাবাহিনী থাকবে।”

  13. যুক্তরাজ্য, কানাডা, অষ্ট্রেলিয়ার পর ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স

    জাতিসংঘের ১৯৩ সদস্যের তিন-চতুর্থাংশেরও বেশি ইতিমধ্যেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, জাতিসংঘের ১৯৩ সদস্যের তিন-চতুর্থাংশেরও বেশি ইতিমধ্যেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।

    যুক্তরাজ্য, কানাডা ও অষ্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স।

    এছাড়া ইউরোপের আরো বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে পারে বলে জানা গেছে।

    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে জড়ো হচ্ছেন বিশ্ব নেতারা। যেখানে গাজা যুদ্ধের অবসানের জন্য দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পথে একটি বৈঠক আয়োজন করা হচ্ছে।

    এদিকে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্যের স্বীকৃতি দেয়ার পর, প্রতিশোধ হিসেবে পশ্চিম তীরের কিছু অংশ দখলের যে ঘোষণা ইসরায়েল দিয়েছে তা উচিত হবেনা বলে দেশটিকে সতর্ক করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার।

    আর এই পদক্ষেপকে "সন্ত্রাসবাদকে বিশাল পুরস্কার" হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।