সোমবার সারাদিন যা যা হলো:
- ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। এর আগে রোববার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয় যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং পর্তুগাল। ইউরোপের আরো কিছু দেশ স্বীকৃতির ঘোষণা দিতে পারে।
- ইসরায়েলের হামলায় গাজা শহরে কমপক্ষে ২০ জন নিহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় হাসপাতালগুলো।
- ফিলিপাইনের উত্তরাঞ্চলে সুপার টাইফুন ‘রাগাসা আঘাত হানার পর ওই অঞ্চল থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই পরিস্থিতিকে সম্ভাব্য "বিপর্যয়কর" বলে বর্ণনা করেছে দেশটির আঞ্চলিক কর্তৃপক্ষ।
- নির্বাচনের দায়িত্ব করতে প্রয়োজনীয় শিক্ষক-কর্মকর্তা না পাওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে রাকসু নির্বাচন কমিশন।
- আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি ১৫০টি আসন পাবে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এছাড়া তাদেরকে শাপলা প্রতীক দেয়ার ক্ষেত্রে ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।
- গাজীপুরে একটি কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের চারজন কর্মী আহত হয়েছেন। যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
- ছাত্রদলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রশাসনের অনেক কর্মকর্তাকে গুরুত্বহীন করে একটি বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে ডিসি-এসপি বানানো হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
- আগামী কয়েকদিন দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি আরো বাড়তে পারে বলে জানিয়েছে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে গতবছরের এই সময়ের তুলনায় এবার বৃষ্টিপাত বেশি হচ্ছে বলেও জানানো হয়েছে।
- এবছর দুর্গাপূজায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।
আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।















